Gaibandha

Gaibandha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gaibandha, GAIBANDHA, Dhanghara.

02/04/2020

আসুন আমরা এই মহামারি করোনা হইতে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করি এবং এই সময় প্রয়োজন ছাড়া বাসা থেকে বের না হই।।

আমরা অনেকে হয়তো জানি না এ মানুষটা সম্পর্কে।ডা. রেজাউল করিম গাইবান্ধায় জন্মগ্রহন করা এমন একজন মানুষ যিনি শুধু বাংলাদেশের ...
07/05/2019

আমরা অনেকে হয়তো জানি না এ মানুষটা সম্পর্কে।ডা. রেজাউল করিম গাইবান্ধায় জন্মগ্রহন করা এমন একজন মানুষ যিনি শুধু বাংলাদেশের গর্ব না, সারা বিশ্বের গর্ব। যাঁকে বিবেচনা করা হয় সম্ভাব্য নোবেল বিজয়ী হিসেবে। কয়েকবার নোবেল সিলেকশনের শর্টলিস্টে নাম এসেছে তাঁর। এ গবেষকের চার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। ‘নেচার’ ও ‘সায়েন্সে’ও প্রকাশিত হয়েছে বহু গবেষণাপত্র। , যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো থেকে প্রকাশিত মাইক্রোবায়োলজি বিষয়ক বিশ্বের এক নম্বর জার্নাল প্লোস প্যাথোজেনে (PLOS PATHOGEN) ড. করিমের একটা গবেষণাপত্র প্রকাশ পেয়েছে । কয়েক বছর ধরে ক্যান্সার নিয়ে কাজ করছেন ড. করিম। জরায়ুমুখ ক্যান্সার নিয়ে কাজ করে সফল হয়েছেন তিনি। ১৯৭৪ সালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশামত কেঁওয়াবাড়ী গ্রামে জন্ম। বাবা আবদুস সালাম, মা রাবেয়া বেগম। গাইবান্ধার বিরামের ভিটা প্রাথমিক বিদ্যালয়ে হাতে খড়ি। তালুক জামিরা হাই স্কুল থেকে মাধ্যমিক শেষ করে বিজ্ঞান বিভাগে ভর্তি হন নটর ডেম কলেজে। কলেজে পড়ার সময় তাঁর প্রিয় বিষয় হয়ে ওঠে রসায়ন। এরপর ফার্মাসিতে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাইক্রোবায়োলজিতে স্নাতকোত্তর করার পর তিনি নেদারল্যান্ডসের ইউথ্রেকথ বিশ্ববিদ্যালয় থেকে স্কলারশিপ পেয়ে এমএস (মাস্টার অব সায়েন্স) ডিগ্রি নেন। ওই দেশের লাইডেন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। এরপর নিজের গবেষণার জন্য উপযুক্ত জায়গা খুঁজতে থাকেন। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, সানফ্রান্সিসকো বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয় ঘুরে আসেন। শেষে ভালো লেগে যায় অস্ট্রিয়ান একাডেমি অব সায়েন্সের ইনস্টিটিউট অব মলিকুলার বায়োটেকনোলজি (আইএমবিএ)। এখন সেখানেই গবেষণা করছেন।এরপর আবিষ্কার করে ফেলেন জরায়ু ক্যান্সারের প্রতিষেধক। নিজের উদ্ভাবনের পেটেন্ট (নং ডাব্লিউও ২০১০১২৩৩৬৫ এ১) করেছেন। তাঁর এ পেটেন্ট ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে আমেরিকা, নেদারল্যান্ডস ও জার্মানির কয়েকটি ওষুধ কম্পানি। মাইক্রোবায়োলজি বিষয়ক বিশ্বের এক নম্বর জার্নাল প্লোস প্যাথোজেন, ক্লিনিক্যাল ক্যান্সার রিসার্চ, প্লোস ওয়ান, ব্রিটিশ র্জানাল অব ক্যান্সারসহ অনেক বিখ্যাত জার্নালে ছাপা হয়েছে ড. করিমের গবেষণাপত্র। কাজের অভিজ্ঞতা রয়েছে অনেক খ্যাতিমান বিজ্ঞানী ও গবেষকের সঙ্গে। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য প্রফেসর চার্লস বাউচার। নেদারল্যান্ডসের ইউথ্রেকথ বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর এইডস গবেষক হিসেবে খ্যাতিমান। গাইবান্ধা তথা বাংলাদেশের এই বিজ্ঞানীরর কথা শেয়ার করে সকলকে জানিয়েদিন। তিনি বাংলাদেশের গর্ব,তিনি গাইবান্ধার গর্ব।
(কালেক্টেড)

05/05/2019

সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা।।।
আল্লাহ যেন সবাইকে এই রমজানে সব গুনাহ মাফ করে দেয়।
আমিন

উচ্চ স্বপ্ন এবং সেটাকে বাস্তবায়ন করার আত্মবিশ্বাস, চেষ্টা ও মনোবল থাকলে  মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও যে  সফলতার দ্ব...
26/04/2019

উচ্চ স্বপ্ন এবং সেটাকে বাস্তবায়ন করার আত্মবিশ্বাস, চেষ্টা ও মনোবল থাকলে মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেও যে সফলতার দ্বার প্রান্তে পৌছানো সম্ভব তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত গাইবান্ধার সন্তান প্রফেসর শাহ জাহান মিয়া। গ্রামের সাধারণ এক ছেলে স্কুল জীবনে যার লেখা পড়ায় মনোযোগই ছিলো না আজ তথ্য-প্রযুক্তির আন্তর্জাতিক অঙ্গনে তিনিই দ্যুতি ছড়াচ্ছেন বাংলাদেশের হয়ে। অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে তার সৃষ্ট থিওরি বা সিস্টেমে দিব্যি সুফল পাচ্ছেন সেখানকার মানুষ। গাইবান্ধার গর্বের সন্তান প্রফেসর শাহ জাহান মিয়া ১৯৭৪ সালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ফুলছড়ি বাজার সংলগ্ন এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তার বাবার নাম আবুল খায়ের মিয়া।তার স্কুল জীবন শুরু হয়েছিল ফুলছড়ি প্রাথমিক বিদ্যালয়ে।এর পর উচ্চমাধ্যমিক জীবন কেটেছে ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে।গাইবান্ধা সরকারি কলেজে থেকে এইচ,এস, সি পাস করে ভর্তি হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড ফিজিক্স এন্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিংএ। সেখান থেকে অনার্স মাস্টার্স ডিগ্রি অর্জন করে ২০০০ সালে উচ্চ শিক্ষার জন্য অস্ট্রেলিয়ার সাউথ এন্ড কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। বর্তমানে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া ইউনিভার্সিটি বিজনেস স্কুলের ইনফরমেশন সিস্টেমস বিভাগে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে কর্মরত আছেন। দেশটির শীর্ষস্থানীয় আইটি গবেষক বলতেই তাঁর নামটি চলে আসে। এর আগে ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্টে অধ্যাপনা শুরু করেন ২০০৩ সালে। এ ছাড়া গ্রিফিথ ইউনিভার্সিটি এবং জেমস কুক ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন। ২০০০ সালে দেশ ছাড়ার পর আর থেমে থাকেননি। নিজেকে বিলিয়ে দিয়েছেন তথ্য-প্রযুক্তি জগতে।

তিনি লিখেছেন গবেষণা বই, জার্নাল আর্টিক্যাল, বিভিন্ন পাঠ্যবইয়ের অধ্যায় এবং বড়সড় কনফারেন্স আর্টিক্যাল। ড. শাহ মিয়ার ১২০টির মতো গবেষণা সংশ্লিষ্ট প্রকাশনা দুনিয়াজুড়ে সুনাম কুড়িয়েছে। তাঁর লেখনি বিশ্বের নামকরা সব প্রকাশনায় স্থান করে নিয়েছে। এর মধ্যে আছে জার্নাল অব দ্য অ্যাসোসিয়েশন ফর ইনফরমেশন সিস্টেমস, ইনফরমেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, নলেজ-বেজড সিস্টেমস কিংবা ইনফরমেশন টেকনলজি অ্যান্ড পিপল'র মতো প্রকাশনায়। ইন্টারন্যাশনাল জার্নাল অব বিজনেস ইন্টেলিজেন্স রিসার্চ, দ্য জার্নাল অব এডুকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনলজিস এবং অস্ট্রেলিয়ান জার্নাল অব ইনফরমেশন সিস্টেমস এর সম্পাদকীয় বোর্ডেও স্থান করে নিয়েছেন তিনি। অতি সম্প্রতি আমেরিকার ইন্টারন্যাশনাল জার্নাল অব বিজনেস ইন্টেলিজেন্স রিসার্চ (আইজেবিআইআর) এর এডিটর-ইন-চিফ পদে আসীন হয়েছেন। বাংলাদেশি হিসেবে এটি একটি বড় অর্জন।

কর্মজীবনে পুরস্কারের ঝাঁপি বেশ স্ফীত তাঁর। বেস্ট পেপার অ্যাওয়ার্ড, বেস্ট পার্টিসিপেন্ট অ্যাওয়ার্ড এবং আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেছেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সম্মানসূচক পদে আছেন। ভিক্টোরিয়া ইউনিভার্সিটির অ্যাকাডেমিক বোর্ডের সদস্য তিনি। ইউনিভার্সিটি আব ফিজি'র ইনফরমেশন টেকনলজি বিভাগের অ্যাডজাঙ্কট প্রফেসর। বাংলাদেশের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়েরও অ্যাডজাঙ্কট প্রফেসর তিনি। আরো অনেক বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠান সংশ্লিষ্ট আর্থ-সামাজিক ইস্যু নিয়ে কাজ করে যাচ্ছেন। অ্যাসোসিয়েশন অব ইনফরমেশন সিস্টেমস (এআইএস), অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটি (এসিএস) এবং আইইইই এর সম্মানিত সদস্য তিনি।

ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শিক্ষার্থীদের একজন সুপারভাইজর ড. শাহ জাহান মিয়া। গবেষণাও চালিয়ে যাচ্ছেন নিরন্তর। তাঁর আগ্রহের বিষয়গুলোর মধ্যে আছে ডিসিশান সাপোর্ট অ্যাপ্লিকেশন্স ডিজাইন ফর বিজনেস; সোশিও-টেকনিক্যাল ডিজাইন থিওরি; বিগ ডেটা, লোকেশনাল অ্যানালিটিক্স/ইন্টেলিজেন্স অ্যান্ড ডিসিশান সাপোর্ট; ই-সার্ভিসেস অ্যান্ড অ্যাপ্লিকেশন্স ফর কনজ্যুমার্স, হেলথকেয়ার, পাবলিক হেলথ অ্যান্ড ওয়েল-বিয়িং ম্যানেজমেন্ট ইত্যাদি। তাঁর 'অন ক্লাউড মেটার্নিটি ক্লিনিক বা অন ক্লাউড হেলথ ক্লিনিক এর প্রায়োগিক সুফল মিলেছে। আমাদের দেশে মা হতে চলেছেন এমন কোনো দরিদ্র নারীকে পরিপূর্ণ এবং জরুরি চিকিৎসাসেবা দেখা সম্ভব, এসবের মাধ্যমে স্বাস্থ্যগত নানা তথ্যও সরবরাহ করা যায়। এসব অ্যাপের মাধ্যমে কৃষক থেকে শুরু করে একজন শিক্ষার্থীও অনায়াসে উপকার পেতে পারেন'।তার অধীনে অনেকে শিক্ষার্থী পিএইচডি করছেন। প্রফেসর শাহ জাহান মিয়া আমাদের তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার উৎস ও একজন জীবন্ত উদাহরণ। তিনি শুধু গাইবান্ধার গর্ব নন তিনি বাংলাদেশের গর্ব।তিনি আরও সামনে এগিয়ে যান তার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা।গাইবান্ধার এ কৃতি সন্তান সম্পর্কে অনেকে হয়তো জানেন না তাই সকলে শেয়ার করে জানিয়ে দিন।
(কালেক্টেড)

কাশফুল
05/01/2018

কাশফুল

31/12/2017

Happy New Year 2018

আমাদের প্রাণের প্রিয় রংপুর এক্সপ্রেস
09/08/2017

আমাদের প্রাণের প্রিয় রংপুর এক্সপ্রেস

SKS In
06/08/2017

SKS In

06/08/2017
সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা
25/06/2017

সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা

বাংলাদেশে প্রথম কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষককে অবসর গ্রহণের পর রাষ্ট্রপতির আদেশে ৩ বছরের জন্য চুক্তিভি...
22/06/2017

বাংলাদেশে প্রথম কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অবসর গ্রহণের পর রাষ্ট্রপতির আদেশে ৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল। আর এই বিরল কৃতিত্বের অধিকার যে ব্যাক্তি অর্জন করেছিলেন তিনি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নূরুল আলম। মো. নূরুল আলম ১৯৫১ সালে সুন্দরগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৩ সালে এইচএসসি পাস করার পরই তিনি শিক্ষকতা পেশায় প্রবেশ করেন।
১৯৮৪ সালে শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিসহ এলাকার জনসাধারণকে বিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে সক্ষম হন। ফলে ওই বিদ্যালয়ের পড়াশোনার প্রভূত উন্নতিসাধিত হয়। তিনি ১৯৮৫ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সরকারি পদক লাভ করেন। তাঁর ব্যক্তিগত উদ্যোগের কারণে এ বিদ্যালয়টি ও ম্যানেজিং কমিটি ২০০২ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি অর্জন করেছে। সর্বাধিক ছাত্রছাত্রীর উপস্থিতির জন্য বিদ্যালয়টি ২০০৭ সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পুরস্কার লাভ করে। তাঁর নিরলস প্রচেষ্টায় বিদ্যালয়টি দেশের একটি অন্যতম শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ে পরিণত হয়েছে। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার নিভৃত পল্লীর শিবরাম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে তিনি সত্যিকারের আদর্শ বিদ্যালয়ে পরিণত করে জাতীয় পর্যায়ে আলোচনার বিষয়বস্তুতে পরিণত করেছেন। তার বিএ, এমএ বা পিএইচডি-এর মতো কোনো উচ্চ ডিগ্রি না থাকলেও তিনি সত্যিকারের শিক্ষিত হয়েছিলেন।
পরিবার থেকে একটা শিশু যখন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয় তখন সে সব সময় তার শিক্ষকের আদর্শকে অনুসরণ করার চেষ্টা করে। বাবা-মায়ের পরে যাকে সে সবচেয়ে নির্ভরযোগ্য মনে করে সে হলো তার শিক্ষক। আর এ শিক্ষক শুধু তার ছাত্রের কাছেই আদর্শ নন সে ছাত্রের বাবা-মা তথা গোটা সমাজের কাছেই আদর্শ। তিনি যে শিক্ষা পেয়েছেন তা সারা জীবন তার ছাত্রদের মাঝে, সমাজের কাছে বিলিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।তিনি যেন সারা জীবন এভাবে সমাযে শিক্ষার আলো ছড়াতে পারেন তার প্রতি রইল অনেক অনেক শুভকামনা।
(collected)

গাইবান্ধা রেলওয়ে ষ্টেশন...............।।
26/05/2017

গাইবান্ধা রেলওয়ে ষ্টেশন...............।।

FRIENDSHIP HOSPITAL
27/04/2017

FRIENDSHIP HOSPITAL

Friendship Hospital,GAIBANDHA
26/02/2017

Friendship Hospital,GAIBANDHA

Address

GAIBANDHA
Dhanghara
5700

Alerts

Be the first to know and let us send you an email when Gaibandha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram