Shifaa Wellness - PCOS & Fertility support

Shifaa Wellness - PCOS & Fertility support Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shifaa Wellness - PCOS & Fertility support, Medical and health, Dhanmondi, Dhanmondi.

Join our official facebook group for free trainings: PCOS & Fertility Support । Shifaa Wellness Bangladesh
We help women achieve hormonal balance through medical treatment and hormone friendly lifestyle.

✨ PCOS এ কোন খাবার কেন খাবেন?চলুন দেখে নেই কোন খাবারের কোন  nutrients আমাদের শরীরের hormone, insulin, period cycle কে কী...
23/08/2025

✨ PCOS এ কোন খাবার কেন খাবেন?

চলুন দেখে নেই কোন খাবারের কোন nutrients আমাদের শরীরের hormone, insulin, period cycle কে কীভাবে effect করে:

🥦 Complex Carbs:

Source: oats, brown rice, quinoa etc.

কাজ: insulin resistance কমায়, রক্তে glucose এর মাত্রা স্থিতিশীল রাখে → period regular হতে সাহায্য করে।

🍳 Protein (Lean sources)

Source: chicken, fish, eggs, lentils

কাজ: হরমোন তৈরি করতে প্রোটিন দরকার, পাশাপাশি খিদে নিয়ন্ত্রণ করে → overeating কমে।

🥑 Healthy Fats (Omega-3, MUFA, PUFA)

Source: olive oil, ghee, fish, nuts and seeds

কাজ: androgen (male hormones) balance করতে সাহায্য করে, inflammation কমায় → ovulation improve হয়।

🥕 Micronutrients

Magnesium

Source: কুমড়ার বীজ, পালং শাক, কলা।

কাজ : insulin sensitivity বাড়ায়, period cramps কমায়।

Zinc

Source: কুমড়ার বীজ, কাজু বাদাম, গরুর মাংস।

কাজ: acne, hair loss কমায়, o***y function better করে।

Vitamin D

Source: রোদ, ইলিশ মাছ, ডিমের কুসুম।

কাজ : insulin resistance ও ovulation improve করে।

🍇 Antioxidants

Source: জাম, কালো আঙুর, টমেটো, রঙিন শাকসব্জি ও ফল।

কাজ: free radical damage কমায়, o***y cells protect করে → egg quality improve হয়।

🌾 B Vitamins (B6, B12, Folate)

Source: লাল চাল, ডিম, পালং শাক।

কাজ: hormone metabolism balance করে, mood improve করে, ovulation support করে।

👉 Finally, nutrient-dense balanced diet PCOS-এর মূল সমস্যা – hormonal imbalance – ঠিক করে।

অর্থ্যাৎ, Lifestyle + right food choices = fertility improvement+ PCOS control 💚

এবার বলুন তো, এগুলোর মধ্যে থেকে কোন কোন খাবার গুলো daily diet এ মেইনটেইন করছেন?

12-Week PCOS and Fertility Mastery Mentorship ProgramParticipant Feedback
22/08/2025

12-Week PCOS and Fertility Mastery Mentorship Program

Participant Feedback

12-Week PCOS and Fertility Mastery Mentorship ProgramParticipant Feedback
21/08/2025

12-Week PCOS and Fertility Mastery Mentorship Program
Participant Feedback

20/08/2025
20/08/2025

Another client with PCOS from our running batch of the Mentorship program conceived.
Her age is 35 ♥️

12-Week PCOS and Fertility Mastery Mentorship Program review❣️❣️
20/08/2025

12-Week PCOS and Fertility Mastery Mentorship Program review❣️❣️

আজ বলব আমার নিজের গল্পটা….12 বছর বয়সে পিরিয়ড যখন প্রথম শুরু হয়, তখন থেকেই irregular.তখন সবাই বলত বড় হয়ে গেলে ঠিক হয...
19/08/2025

আজ বলব আমার নিজের গল্পটা….

12 বছর বয়সে পিরিয়ড যখন প্রথম শুরু হয়, তখন থেকেই irregular.

তখন সবাই বলত বড় হয়ে গেলে ঠিক হয়ে যাবে, কিন্তু তা আর হয়নি।

তাই যত বড় হয়েছি, মা হওয়ার স্বপ্নটা তত অসম্ভব মনে হতে শুরু হয়।

এমনও ভেবেছিলাম, বিয়েই করব না।

যাই হোক, শেষমেশ বিয়ে হলো। Naturally conceive ও করে ফেললাম।

যেই ভয়টা নিয়ে জীবনের অনেকটা সময় কাটিয়েছি, সেটা এত সহজেই কেটে গেল, আমার নিজের ই বিশ্বাস হয়না।

ইনফ্যাক্ট, এখনো মাঝেমাঝে মনে হয় আমাকে আল্লাহ এতবড় নিয়ামত দিলেন! Allahu Akbar!

তাহলে, কী কী স্টেপস আমাকে PCOS নিয়ে naturally কনসিভ করতে সাহায্য করেছে?

১.ইন্টারমিটেন্ট ফাস্টিং: এটা আমার জন্য সবচেয়ে easy আর beneficial ছিল।

শুধু এটা ঠিকভাবে করার মাধ্যমেই আমার bodyweight কমতে শুরু করে।

I felt lighter and energetic.

২. Dietary changes: আমার weight ঠিক ছিল বলে ক্যালোরি কমানোর দরকার পড়েনি।

তাই আমি ধীরে ধীরে dairy,sugar, গ্লুটেন, ক্যাফেইন এবং সব ধরনের প্যাকেটজাত , প্রসেসড খাবার বাদ দিয়েছি।

আমি Carb কম, ফ্যাট মাঝারি আর প্রোটিন বেশি খেতাম।

সঙ্গে প্রচুর veggies and fruits.

৩. Exercise :
আমি রেগুলার রেজিস্ট্যান্স ট্রেনিং, কার্ডিও এবং yoga করতাম।

৪. সাপ্লিমেন্ট: Myo inositol, Vitamin D, folic acidএবং আরও কিছু সাপ্লিমেন্ট নিয়েছি।

৫. টক্সিন লোড কমানো: যতটা সম্ভব প্লাস্টিক ব্যবহার বন্ধ করেছি।
USA থেকে অর্গানিক মেকআপ, পার্সোনাল কেয়ার প্রোডাক্টস এনে ব্যবহার করেছি। I didn't allow even a bit of harmful chemical on my skin.

৬. Stress কমানো: This one was a game changer for me!

স্ট্রেস and trauma healing এর বেশ কিছু advanced technic follow করেছি যেমন Affirmation Meditation, Inner child healing, somatic exercise, structured journaling ইত্যাদি।

আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই শান্ত, আগে খুব reactive ছিলাম।

৭. হিজামা থেরাপি

৮. দোয়া: This is the most important part.

এমন কোনো দিন যায়নি যখন আমি আল্লাহর কাছে আমার শরীর সুস্থ করার জন্য আর আমাকে সন্তান দেওয়ার জন্য দোয়া করিনি।

বৃষ্টির সময়, আযানের পর, ইফতারের সময়, সিজদায়, কোনো বাচ্চাকে দেখলে, প্রেগ্ন্যান্ট কাউকে দেখলে— সব সময় আমি দোয়া করেছি।

Confident ছিলাম যে, আল্লাহ আমাকে হতাশ করবেন না, আর তিনি করেননি আলহামদুলিল্লাহ।

সংক্ষেপে এটাই আমার গল্প।

I always believe that Allah SWT is the one who healed me and blessed me with my baby.

Without His mercy, it wouldn't be possible.

But yes as a believer, I did my part too.

আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি।

Lifestyle পুরোপুরি পাল্টে ফেলেছি, পছন্দের খাবার unhealthy হলে সেটা ছেড়েছি, নিজের যত্ন নিয়েছি, আর আলহামদুলিল্লাহ, তার রেজাল্ট ও পেয়েছি।

🔥🔥🔥

My own journey is the source of confidence in my work.

Shifaa Wellness এর আমার প্রত্যেকটা ক্লায়েন্ট যেন আমারই প্রতিচ্ছবি।

ক্লায়েন্ট দের symptoms, journey, problems এগুলো আমি feel করতে পারি, শুধু ডক্টর হিসেবে নয় বরং একজন fellow PCOS sufferer হিসেবে তাঁদের সমাধান দিতে পারি, inspire করতে পারি।

আমাদের 12-week PCOS & Fertility Mastery Mentor/ship এর 8th ব্যাচ এর এনরোলমেন্ট চলছে।

If you want to heal your body and mind, this is your greatest opportunity in shaa Allah..♥️

Written by,
Dr. Tasfina Haque, MBBS
Founder, Shifaa Wellness

Do You Agree??
18/08/2025

Do You Agree??

𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐲 𝐏𝐫𝐞𝐠𝐧𝐚𝐧𝐜𝐲 𝐚𝐟𝐭𝐞𝐫 𝟑 𝐦𝐢𝐬𝐜𝐚𝐫𝐫𝐢𝐚𝐠𝐞𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐏𝐂𝐎𝐒, 𝐇𝐲𝐩𝐨𝐭𝐡𝐲𝐫𝐨𝐢𝐝𝐢𝐬𝐦 ♥️আমাদের 12-week PFM Mentorship 6th ব্যাচ এর sharmin আপ...
18/08/2025

𝐇𝐞𝐚𝐥𝐭𝐡𝐲 𝐏𝐫𝐞𝐠𝐧𝐚𝐧𝐜𝐲 𝐚𝐟𝐭𝐞𝐫 𝟑 𝐦𝐢𝐬𝐜𝐚𝐫𝐫𝐢𝐚𝐠𝐞𝐬 𝐰𝐢𝐭𝐡 𝐏𝐂𝐎𝐒, 𝐇𝐲𝐩𝐨𝐭𝐡𝐲𝐫𝐨𝐢𝐝𝐢𝐬𝐦 ♥️

আমাদের 12-week PFM Mentorship 6th ব্যাচ এর sharmin আপু 35 বছর বয়সে মা হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ্!

উনার এর আগে 3 টা miscarriage ছিল, hypothyroidism, PCOS ছিল।

যখন আমাদের প্রোগ্রামে জয়েন করলেন, আপু প্রচণ্ড ডিপ্রেসড ছিলেন।

আমাদের প্রোগ্রামে জয়েন করার ১.৫ মাসের মাথায় naturally কনসিভ করেন।

কিন্তু কনসিভ করার পর ও উনার মনে প্রচণ্ড ভয় ছিল।

Always দুঃশ্চিন্তায় থাকতেন, আবার না কোন এক্সিডেন্ট ঘটে যায়।

আলহামদুলিল্লাহ্! এবারের প্রেগন্যান্সি ওনার জন্য খুব স্মুথ ছিল, নরমাল ডেলিভারি ও হয়েছে।

তবে আপুকে প্রশংসা না করলেই নয়।

প্রোগ্রাম এর day 1 থেকে উনি আমাদের গাইডলাইনস fully maintain করেছেন। প্রেগনেন্সির একটা লম্বা সময় ও আমাদের গাইডলাইন এ ছিলেন।

Occasional Cheat meal আমরা allow করলেও উনি সেটা খাননি।

Her hard work paid off well.

Healthy diet, supplements, exercise এর মাধ্যমে উনি উনার এগ কোয়ালিটি ইমপ্রুভ করেছেন, তাই এবার আর প্রেগন্যান্সি লস হয়নি, আলহামদুলিল্লাহ্!

আপু এবং তাঁর ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। ♥️

🔥🔥🔥🔥
আমাদের "𝟏𝟐-𝐰𝐞𝐞𝐤 𝐏𝐂𝐎𝐒 𝐚𝐧𝐝 𝐅𝐞𝐫𝐭𝐢𝐥𝐢𝐭𝐲 𝐦𝐚𝐬𝐭𝐞𝐫𝐲 𝐦𝐞𝐧𝐭𝐨𝐫/𝐬𝐡𝐢𝐩" 𝐩𝐫𝐨𝐠𝐫𝐚𝐦 এর 8th ব্যাচ এর এনরোলমেন্ট শুরু হল।

Early bird discount চলছে এখন। অলরেডি বেশ কয়েকটা স্লট fillup হয়ে গেছে।

𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐚𝐥𝐢𝐳𝐞𝐝 𝐧𝐮𝐭𝐫𝐢𝐭𝐢𝐨𝐧 , 𝐟𝐢𝐭𝐧𝐞𝐬𝐬 𝐭𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠, 𝐦𝐢𝐧𝐝𝐬𝐞𝐭 𝐭𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠, psychologist support, 𝐬𝐭𝐫𝐞𝐬𝐬 𝐚𝐧𝐝 𝐬𝐥𝐞𝐞𝐩 𝐦𝐚𝐧𝐚𝐠𝐞𝐦𝐞𝐧𝐭 সহ আরো অনেক কিছু থাকছে।

𝐓𝐡𝐢𝐬 𝐰𝐢𝐥𝐥 𝐛𝐞 𝐲𝐨𝐮𝐫 𝐜𝐨𝐦𝐩𝐥𝐞𝐭𝐞 𝐨𝐧𝐞 𝐬𝐭𝐨𝐩 𝐬𝐨𝐥𝐮𝐭𝐢𝐨𝐧 𝐟𝐨𝐫 𝐏𝐂𝐎𝐒, 𝐢𝐧𝐟𝐞𝐫𝐭𝐢𝐥𝐢𝐭𝐲, 𝐡𝐨𝐫𝐦𝐨𝐧𝐚𝐥 𝐢𝐦𝐛𝐚𝐥𝐚𝐧𝐜𝐞𝐬, 𝐢𝐧 𝐬𝐡𝐚𝐚 𝐀𝐥𝐥𝐚𝐡 ♥️

বিভিন্ন স্টাডি তে দেখা গেছে, PCOS আছে এমন নারীদের সন্তানদের অটিজম হওয়ার রিস্ক বেশি থাকে। এর কারণ হল, high androgen/ tes...
17/08/2025

বিভিন্ন স্টাডি তে দেখা গেছে, PCOS আছে এমন নারীদের সন্তানদের অটিজম হওয়ার রিস্ক বেশি থাকে।

এর কারণ হল, high androgen/ testosterone.

🛑 শরীরে এন্ড্রোজেন এর মাত্রা বেশি থাকা অবস্থায় কোন নারী কনসিভ করলে, বাচ্চার নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট বাঁধাগ্রস্ত হয়।

Unfortunately, আমি বেশ কয়েকজন PCOS ক্লায়েন্ট পেয়েছি যাদের বাচ্চা দের অটিজম আছে।

বাচ্চার অটিজম এর পেছনে মায়ের ভূমিকা আছে, এটা একটা PCOS mother এর জন্য কতটা কষ্টের, তাইনা?

তবে এই অটিজম এর প্রোবাবিলিটি আপনি চাইলেই কমিয়ে নিয়ে আসতে পারেন।

কীভাবে?

Yes, through a healthy lifestyle, Inn Shaa Allah.

আপনার ডায়েট, লাইফস্টাইল যখন ঠিক থাকবে, হরমোনগুলো ব্যালান্সড হবে, এন্ড্রোজেন কমে আসবে, সেই অবস্থায় কনসিভ করলে PCOS related বাচ্চার অটিজম হওয়ার রিস্ক থাকবেনা ইন শা আল্লাহ।

❌কিন্তু আপনার PCOS আছে, হরমোনগুলো ব্যালান্স এ নেই, এই অবস্থায় ফার্টিলিটি ট্রিটমেন্ট, ovulation induction, IUI, IVF ইত্যাদি করে যদি কনসিভ করেন তাহলে অটিজম হওয়ার রিস্ক টা থেকে যাচ্ছে। ❌

এজন্যই আমি সবসময় বলি, PCOS নিয়ে কনসিভ করতে চাইলে অবশ্যই ATLEAST ৩-৬ মাসের প্রিপারেশন নিতে হবে।

✅ Weight manage করতে হবে, hormones balance করে নিয়ে আসতে হবে।

তাহলে ন্যাচারালি কনসিভের চান্স যেমন বেড়ে যাচ্ছে, সেই সাথে miscarriage, বাচ্চার অটিজম সহ অন্যান্য সমস্যাগুলোর রিস্ক ও কমে আসছে ইন শা আল্লাহ।

মা হওয়ার জন্য এত চেষ্টা, একজন সুস্থ বাচ্চা যেন জন্ম হয় সেই চেষ্টা করছেন তো?

May Allah swt grant happy healthy children to every PCOS Mother.

Ameen.

Written by,
Dr. Tasfina Haque
Founder,
Shifaa Wellness

👇👇👇👇👇👇👇👇👇👇

আমাদের 12-week PFM Mentorship Program এর এন!রোলমে!ন্ট চলছে।

PCOS নিয়ে হরমোনাল ব্যালান্স acheive করার জন্য এই প্রোগ্রাম টা বেস্ট।

Detail জানতে হলে দ্রুত আমাদের page এ in 📥 box করে ফেলুন।

ইন শা আল্লাহ, লাইফ চেঞ্জিং কিছু এক্সপেরিয়েন্স হতে যাচ্ছে..... ♥️

Address

Dhanmondi
Dhanmondi
1209

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shifaa Wellness - PCOS & Fertility support posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shifaa Wellness - PCOS & Fertility support:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram