Dr Ali Imam Ahsan's honest advice on ENT

Dr Ali Imam Ahsan's honest advice on ENT Senior consultant
Chamber: Specialized ENT & vertigo center
Trauma center & Popular Diag.unit 2 Shamoli
(4)

11/07/2025
আলহামদুলিল্লাহ, আজকে একটা ছোট দোয়া মাহফিল করে আমাদের স্পেশালাইজড ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার এর শুভ উদ্বোধন সম্পন্ন হলো...
11/07/2025

আলহামদুলিল্লাহ, আজকে একটা ছোট দোয়া মাহফিল করে আমাদের স্পেশালাইজড ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার এর শুভ উদ্বোধন সম্পন্ন হলো । ইনশাআল্লাহ আগামী পরশু থেকে রোগী দেখা শুরু করব।

প্রফেসর কামরুল হাসান তরফদার স্যার ও প্রফেসর খোরশেদ আলম মজুমদার স্যার কে ধন্যবাদ আমাদের আশীর্বাদ করে যাওয়ার জন্য ।

Innova Interior Consultancy কে অসংখ্য ধন্যবাদ অসাধারণ ইন্টেরিয়র করার জন্যে । রাফিদ কে ধন্যবাদ অসামান্য লোগো ও সব ডিজাইন এর জন্যে ।সবাই অনেক প্রশংসা করেছেন এবং আমি নিশ্চিত আসলে সবার খুব ভালো লাগবে ।

আমাদের ডাক্তার রা ছাড়াও অসংখ্য মানুষের পরিশ্রমের বিনিময়ে আমাদের এই স্বপ্নের প্রজেক্ট টি আমরা শুরু করতে পারছি । সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

কোয়ালিটি সার্ভিস , রোগীদের সন্তুষ্টি আর সাধ্যের মধ্যে আন্তর্জাতিক মানের চিকিৎসা এই তিন টি বিষয় নিশ্চিত করা হলো আমাদের অগ্রাধিকার । সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি ।

প্রিয়,শুভাকাংখী, সহকর্মী এবং চিকিৎসা-প্রত্যাশী সুহৃদ।আসসালামু আলাইকুম।আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী ১৩জুলাই থেকে প্...
08/07/2025

প্রিয়,
শুভাকাংখী, সহকর্মী এবং চিকিৎসা-প্রত্যাশী সুহৃদ।
আসসালামু আলাইকুম।

আপনারা জেনে আনন্দিত হবেন যে আগামী ১৩জুলাই থেকে প্রতি রবি , মঙ্গল ও বৃহস্পতিবার আমি স্পেশ্যালাইজড ইএনটি এন্ড ভার্টিগো সেন্টার (পান্থপথ চৌরাস্তার মোড় ) এ চেম্বার শুরু করতে যাচ্ছি ।

রোগী দেখার সময় সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা ।

আপনারা নাক কান গলার চিকিৎসায় সব সময় আমার উপর আস্থা রেখেছেন। এর জন্যে আমার আন্তরিক কৃতজ্ঞতা ।

সমমনা কয়েকজন সহকর্মীদের আন্তরিক প্রচেষ্টায় এই সেন্টারটি আমরা শুরু করতে যাচ্ছি ।

আশা করি এর মাধ্যমে নাক কান গলার উন্নত চিকিৎসায় একটি নতুন দিগন্ত উন্মোচিত হবে । আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি । সবাই ভালো থাকুন

ডা. আলী ইমাম আহসান
সিনিয়র কনসালট্যান্ট
ইএনটি এন্ড হেড নেক ক্যান্সার হসপিটাল , আগারগাঁও

29/06/2025

আঘাত / থাপ্পড় লেগে কানের পর্দা ফেটে গেলে কি করবেন

অনেস্ট এডভাইস ৭: অনেক সময় রোগী আসেন কানের বাইরে এরকম ফোলা নিয়ে । এসে বলেন যে ঘুম থেকে উঠে দেখি এরকম । সাধারণত সামান্য ...
26/06/2025

অনেস্ট এডভাইস ৭:

অনেক সময় রোগী আসেন কানের বাইরে এরকম ফোলা নিয়ে । এসে বলেন যে ঘুম থেকে উঠে দেখি এরকম ।

সাধারণত সামান্য আঘাতজনিত কারণে এরকম হতে পারে । মেডিক্যাল এর ভাষায় pseudocyst of pinna / perichondrial cyst বলে । ছোট সমস্যা কিন্তু সহজে ভালো হতে চায় না ।

ছোট একটা অপারেশন করে ভালো হতে হয় ।

অনেস্ট এডভাইস ৬: বয়স্ক ডায়বেটিক রোগীদের কানে ব্যথা হলে অতিসত্বর কানের ডাক্তার এর পরামর্শ নেয়া উচিত । কারণ ডায়বেটিস র...
19/06/2025

অনেস্ট এডভাইস ৬:
বয়স্ক ডায়বেটিক রোগীদের কানে ব্যথা হলে অতিসত্বর কানের ডাক্তার এর পরামর্শ নেয়া উচিত ।

কারণ ডায়বেটিস রোগীদের কানের ইনফেকশন কানের পাশের হাড় এমনকি মাথার খুলি র হাড় এ দ্রুত ছড়িয়ে যাওয়ার ঝুঁকি থাকে যেটাকে Malignant otitis externa / skull base ostiomylitis বলে ।

একবার এই অসুখ হলে ৬ সপ্তাহ পর্যন্ত এন্টিবায়োটিক ইনজেকশন নেয়ার প্রয়োজন হতে পারে ।

06/06/2025

সবাইকে ঈদ মোবারক, সবাই সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন

04/06/2025

সকল রোগীদের অবগতির জন্যে জানানো যাচ্ছে যে
ঈদ উল আজহা উপলক্ষ্যে বৃহস্পতিবার ৫ জুন থেকে পরবর্তী মঙ্গলবার ১০ জুন পর্যন্ত আমার চেম্বার বন্ধ থাকবে ।

১১ জুন থেকে ট্রমা সেন্টার এর চেম্বার পুনরায় শুরু হবে এবং ১৪ জুন থেকে পপুলার ডায়াগনস্টিক ও হাসপাতালের চেম্বার শুরু হবে ।

এই সময়ে জরুরি প্রয়োজনে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো । সবাই ভালো থাকবেন , সুস্থ থাকবেন ।

অনেস্ট এডভাইস ৫: কান পাকা রোগে কানের পর্দা ছিদ্র থাকে । এই ছিদ্র দুই ধরনের হয় । প্রথমটি ভালো বা নিরাপদ ছিদ্র যেখানে পর্দ...
03/06/2025

অনেস্ট এডভাইস ৫:
কান পাকা রোগে কানের পর্দা ছিদ্র থাকে । এই ছিদ্র দুই ধরনের হয় । প্রথমটি ভালো বা নিরাপদ ছিদ্র যেখানে পর্দার মাঝখানে বা নিচের দিকে ছিদ্র থাকে । আর দ্বিতীয় টি অনিরাপদ বা বিপদজনক ছিদ্র যেখানে পর্দার উপরে বা পিছনের দিকে ছিদ্র থাকে ।
অনিরাপদ ছিদ্র অনেক ধরনের জটিলতা তৈরি করতে পারে । ভালো ছিদ্র র স্থায়ী সমাধান টিম্পনোপ্লাস্টি অপারেশন । আর অনিরাপদ ছিদ্রর স্থায়ী সমাধান মাস্টয়ডেকটমি অপারেশন ।

অনেস্ট এডভাইস ৪: মাথা ঘোরা/ ভার্টিগো এর ৮০% কারণ অন্তঃকর্ণের বিভিন্ন সমস্যা। ২০% মাথা ঘোরার কারণ ব্রেইন এ।সুতরাং মাথা ঘু...
01/06/2025

অনেস্ট এডভাইস ৪:
মাথা ঘোরা/ ভার্টিগো এর ৮০% কারণ অন্তঃকর্ণের বিভিন্ন সমস্যা। ২০% মাথা ঘোরার কারণ ব্রেইন এ।
সুতরাং মাথা ঘুরলে প্রথমে এক জন নাক কান গলা বিশেষজ্ঞ দেখানো যুক্তিসঙ্গত ।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801911692774

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Ali Imam Ahsan's honest advice on ENT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share