
14/07/2025
আপনি যখন আল্লাহর জন্য হারাম কোনো কাজ ছেড়ে দেন, আল্লাহ আপনাকে অকল্পনীয় উপায়ে পুরস্কৃত করবেন। আল্লাহ হলেন আর-রায্জাক (রিজিক দাতা)। এটা ত্যাগ করা সহজ হবে না; কঠিনই হবে। এমনও হতে পারে, আপনি আবার সেই গুনাহের মধ্যে পড়ে যেতে পারেন। কিন্তু হতাশ হবেন না। শয়তান যেন আপনাকে এই ধারণা না দেয় যে আপনি কখনও পরিবর্তন হতে পারবেন না, বা আল্লাহ আপনাকে কখনও ক্ষমা করবেন না।
আল্লাহ হলেন আল-গফূর (পরম ক্ষমাশীল)। আমরা যদি এক মিলিয়নবারও ভুল করি, তবুও তিনি আমাদের ক্ষমা করবেন। এটাই আল্লাহর দয়ার ও করুণার পরিচয়।
“নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।” [কুরআন ২:১৭৩]