Dr. Mehedi M Naim

Dr. Mehedi M Naim ডা.মেহেদীর পেজে আপনাকে স্বাগতম। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পেজ টি Like/Follow/Comment করুন।
(2)

আপনি যখন আল্লাহর জন্য হারাম কোনো কাজ ছেড়ে দেন, আল্লাহ আপনাকে অকল্পনীয় উপায়ে পুরস্কৃত করবেন। আল্লাহ হলেন আর-রায্জাক (রিজি...
14/07/2025

আপনি যখন আল্লাহর জন্য হারাম কোনো কাজ ছেড়ে দেন, আল্লাহ আপনাকে অকল্পনীয় উপায়ে পুরস্কৃত করবেন। আল্লাহ হলেন আর-রায্জাক (রিজিক দাতা)। এটা ত্যাগ করা সহজ হবে না; কঠিনই হবে। এমনও হতে পারে, আপনি আবার সেই গুনাহের মধ্যে পড়ে যেতে পারেন। কিন্তু হতাশ হবেন না। শয়তান যেন আপনাকে এই ধারণা না দেয় যে আপনি কখনও পরিবর্তন হতে পারবেন না, বা আল্লাহ আপনাকে কখনও ক্ষমা করবেন না।

আল্লাহ হলেন আল-গফূর (পরম ক্ষমাশীল)। আমরা যদি এক মিলিয়নবারও ভুল করি, তবুও তিনি আমাদের ক্ষমা করবেন। এটাই আল্লাহর দয়ার ও করুণার পরিচয়।

“নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, পরম দয়ালু।” [কুরআন ২:১৭৩]

 # #
13/07/2025

# #

আমিন, ইয়া রব।
04/07/2025

আমিন, ইয়া রব।

17/06/2025

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এক ব্যক্তি জিজ্ঞেস করলঃ গীবত কি (বা গীবত কাকে বলে)? এতদুত্তরে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, কারো অবর্তমানে তার এমন কথা প্রকাশ করা যা সে শুনলে অসন্তুষ্ট হবে। অতঃপর লোকটি (আবার) বলল, ইয়া রাসূলুল্লাহ! কথা যদি সত্য হয় (অর্থাৎ যা বলা হচ্ছে তা যদি মিথ্যা না হয়, বরং সত্য হয় তা হলেও কি উহা গীবত হবে)? তখন রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, যদি মিথ্যা হয়, (তবে উহাকে গীবত বলা হয় না; বরং) উহা বুহতান (অপবাদ)। [১] (সহীহ, ইমাম মুসলিম আবূ হুরায়রা থেকে বর্ণনা করেন ২৫৮৯)

Be careful ⚠️
01/06/2025

Be careful ⚠️

30/05/2025

বর্তমান বাজারমূল্যে (৩০ মে ২০২৫):

১ ভরি রূপার দাম ≈ ১,৫১৮.৭ টাকা

৫২.৫ তোলা = ৪৫ ভরি (প্রায়)

👉 ৪৫ × ১,৫১৮.৭ = ৬৮,৩৯১.৫ টাকা

🟢 অর্থাৎ, যদি কারো কাছে প্রায় ৬৮,০০০ টাকা বা তার বেশি মূল্যমানের সম্পদ থাকে (নিজ প্রয়োজন ও খরচ বাদ দিয়ে), তবে তার ওপর কোরবানি ওয়াজিব।

৫২.৫ তোলা (≈ ৬১২ গ্রাম) রূপা বা সমপরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব।

এটি রূপার মূল্য অনুযায়ী হিসাব করা হয়, কারণ রূপার নিসাব তুলনামূলক কম হওয়ায় তা অধিকাংশ ফিকহবিদগণ ব্যবহার করেন।

27/05/2025

মেঘে ঢাকা আকাশ

25/05/2025

আবূ হুরাইরাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ এমন কোন লোক নেই, যার ‘আমাল তাকে মুক্তি দিতে পারে। তারা বললেন, হে আল্লাহর রসূল! আপনিও নি নন? তিনি বলেনঃ , আমিও নই। একমাত্র প্রত্যাশা এই যে, যদি আল্লাহ তা‘আলা আমাকে তাঁর করুণা দ্বারা সহায়তা করেন।

প্রতিটি দিন একজন ভালো মুসলিম হওয়ার একটি নতুন সুযোগ। সময় নষ্ট করো না, নিজেকে উন্নত করতে চেষ্টা করো এবং তোমার ঈমানকে মজব...
25/05/2025

প্রতিটি দিন একজন ভালো মুসলিম হওয়ার একটি নতুন সুযোগ। সময় নষ্ট করো না, নিজেকে উন্নত করতে চেষ্টা করো এবং তোমার ঈমানকে মজবুত করো। এই জীবনটা একটি পরীক্ষা, আর তোমার প্রকৃত ও চিরস্থায়ী ঠিকানা হলো আখিরাহ। আল্লাহ আমাদের এই দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা নেওয়ার জন্য এবং তাঁর নির্দেশনা অনুযায়ী জীবনযাপন করার জন্য। যদি সত্যিই জান্নাত চাও, তাহলে তোমার দ্বীনকে গুরুত্বসহকারে গ্রহণ করো এবং কুরআন ও সুন্নাহর নির্দেশনার আলোকে জীবন যাপন করো।

The door is still open.Missed Fajr today? Pray it as soon as you remember.Fell back into an old sin? Repent again.The do...
23/05/2025

The door is still open.

Missed Fajr today? Pray it as soon as you remember.

Fell back into an old sin? Repent again.

The door to Allah’s mercy doesn’t close because you slipped.

Every return is accepted, no matter how many times you leave.

13/05/2025
"মায়ের আঁচল"মায়ের আঁচল যেন আকাশের চাদর,শীতল ছায়ায় জুড়িয়ে যায় মন।দুঃখে-সুখে, ঘুমে-জাগরণেসেই তো ছিল একমাত্র পাথেয় জীবন।চোখ...
11/05/2025

"মায়ের আঁচল"
মায়ের আঁচল যেন আকাশের চাদর,
শীতল ছায়ায় জুড়িয়ে যায় মন।
দুঃখে-সুখে, ঘুমে-জাগরণে
সেই তো ছিল একমাত্র পাথেয় জীবন।

চোখে তাঁর দীপ্তি, কণ্ঠে তাঁর গান,
তিনিই তো শিখিয়েছেন স্বপ্নের মান।
এক ফোঁটা অশ্রু লুকিয়ে রাখেন,
হাজারটা হাসি সন্তানেরে দেন।

শুধু তিনিই বোঝেন না বলা কথা,
নির্বাক ভাষার গোপন ব্যথা।
মা মানে শান্তি, মা মানে ধন,
মা মানে আমার অস্তিত্বের মূল কারণ।

Address

Dhanmondi

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mehedi M Naim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Mehedi M Naim:

Share

Category