28/03/2022
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ 🖤
যায়েদ ইবনে খালেদ আল-জুহানি (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “যে ব্যক্তি কোন রোজাদারকে ইফতার করাবে সে রোজাদারের সম পরিমাণ সওয়াব পাবে; রোজাদারের সওয়াব থেকে একটুও কমানো হবে না।”[সুনানে তিরমিযি (৮০৭), সুনানে ইবনে মাজাহ (১৭৪৬), ইবনে হিব্বান তাঁর সহিহ গ্রন্থ (৮/২১৬) এ এবং আলবানি তাঁর ‘সহিহ আল-জামে’ গ্রন্থ (৬৪১৫) হাদিসটিকে ‘সহিহ’ বলেছেন।
আসছে পবিত্র মাহে রমজান মাসে আমাদের প্রতিবেশিদের কিছু ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ইচ্ছে পোষণ করতেছি। এমতাবস্থায় মানবতার সেচ্ছাসেবী সংগঠন ধর্মপুর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে অসহায়, নিম্ন বিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে আমাদের সামর্থ্য অনুযায়ী কিছু ইফতার সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছি,এখন যে পরিস্থিতি একজন আরেক জনকে সাহায্য না করলে হয়তো নিম্নবিত্ত আর মধ্যবিত্ত পরিবার গুলোকে না খেয়ে থাকতে হবে। দ্রব্যমূল্যের দাম এখন যে হারে বেড়ে চলছে আল্লাহ ভালো জানে রমজান মাসে কী অবস্থা হয়। সকলের ও আশা থাকে রমজান মাসে একটু ভালো খাবার খেয়ে রোজা রাখবে আর বাড়ির সবাই মিলে একসাথে কোনো ভালো খাবার খেয়ে ইফতার করবে, কিন্তু এখন দ্রব্যমূল্যের যে দাম যারা দিন মজুর দিনে আনে দিনে খায় রমজান মাসে হয়তো তারা যেটা আশা করছিলো এটা পূরণ হবে না,তাই আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো।
তাই আমাদের ধর্মপুর ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আগামী ১৬ ই এপ্রিল, রোজ: শনিবার ২০২২ ইং; সকাল ৯ ঘটিকায় মাদরাসা-এ মঈনুল বায়তুস সুন্নাহ সাতকানিয়া ধর্মপুর হাফেজিয়া এতিমখানা ও নূরানী মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি - ২০২২ইং অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ, যতটুকু সম্ভব দুঃখী অসহায় মানুষদের জন্য আমাদের সংগঠন এর পাশাপাশি আপনারাও আমাদের সাথে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন আশা করি।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে । আল্লাহ্ আমাদের/আপনাদের সবাইকে হেফাজত করুক ও আমাদের/আপনাদের সকল সৎ উদ্দেশ্য কবুল করুক,আমিন🖤
নিবেদক -
--------------
★ মোহাম্মদ ইমন উদ্দীন
এডমিন-ধর্মপুর ব্লাড ব্যাংক
নাম্বারঃ (01609-470047)
বিকাশ,রকেট,নগদ(পার্সোনাল)
★ শেফায়েত আহমেদ
এডমিন-ধর্মপুর ব্লাড ব্যাংক
নাম্বার- (01621-907556)
বিকাশ,রকেট,নগদ(পার্সোনাল)
★টাকা পাঠানোর পর কল দিয়ে নিশ্চিত করবেন আর না হয় আমাদের Dharmapur Blood Bank. পেইজে একটা মেসেজ দিয়েন 💝 ধর্মপুর ব্লাড ব্যাংক এর পক্ষ থেকে সবাইকে মাহে রমজানে শুভেচ্ছা।
ধর্মপুর ব্লাড ব্যাংক
----------------
ইহা একটি অরাজনৈতিক ও অনলাইন ভিত্তিক সেচ্ছাসেবী সংগঠন।
সর্বদা আপনাদের সেবায় নিয়োজিত 🖤