UHFPO Dhunat

UHFPO Dhunat Official page of Dhunat Upazila Health & Family Planning Officer

আজকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৩ টা সিজারিয়ান সেকশন ও ০৪ টা নরমাল ডেলিভারির মাধ্যমে মোট ০৭ টা সুস্থ বাচ্চা জন্মগ...
24/11/2024

আজকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০৩ টা সিজারিয়ান সেকশন ও ০৪ টা নরমাল ডেলিভারির মাধ্যমে মোট ০৭ টা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। ওটি ও নরমাল ডেলিভারি টিমের চিকিৎসক, নার্স ও মিডওয়াইফ সহ সংশ্লিষ্ট সকল স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক। কৃতজ্ঞতা এলাকাবাসীর প্রতি যারা ধুনট হাসপাতালের প্রতি ভরসা রেখেছেন।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজী ল্যাবের উন্নয়নে সংযোজিত হয়েছেঃ★ আধুনিক সেল কাউন্টার মেশিন★ কম্পিউটারাইজড প্রি...
21/11/2024

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলজী ল্যাবের উন্নয়নে সংযোজিত হয়েছেঃ
★ আধুনিক সেল কাউন্টার মেশিন
★ কম্পিউটারাইজড প্রিন্টেড রিপোর্ট
★ শীতাতপ নিয়ন্ত্রন(এসি)
★ সেরাম ইলেক্ট্রোলাইট এনালাইজার মেশিন
★ ব্লাড ব্যাংকের রেফ্রিজারেটর
★ ব্লাড কালেকশনের মনিটর ও টিউব সিলার মেশিন

ল্যাবরেটরী সেবার পরিধি ও মান বৃদ্ধি দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা মনিটরিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক।

আজ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপারেশন...
17/11/2024

আজ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপারেশন টিমে ছিলেন কনসালটেন্ট(গাইনি) ডা. মকছেদা খাতুন, কনসালটেন্ট(এনেস্থিসিয়া) ডা. আনোয়ারুল হক, আরএমও ডা. বাসার রাজন, এসএসএন শিউলি, মনিরা ও নারজিনা। ওটি টিমের সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ০৩ টি নরমাল ডেলিভারি ও ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে ০৫ জ...
13/11/2024

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ ০৩ টি নরমাল ডেলিভারি ও ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন সম্পন্ন হয়েছে, যার মাধ্যমে ০৫ জন সুস্থ ফুটফুটে নবজাতকের জন্ম হয়েছে। কনসালটেন্ট, মেডিকেল অফিসার, নার্স ও মিডওয়াইফ সহ পুরো টিমকে ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপারেশন টি...
11/11/2024

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপারেশন টিমে ছিলেন কনসালটেন্ট(গাইনি) ডা. মকছেদা খাতুন, কনসালটেন্ট(এনেস্থিসিয়া) ডা. আনোয়ারুল হক, আরএমও ডা. বাসার রাজন, এসএসএন শিউলি ও নারজিনা। টিমের সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ জানান ইউএইচএফপিও ডা. দিবাকর বসাক।

স্বাস্থ্যসেবায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের স্কোরিং এ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশের সকল উপজেলার মধ্যে  #৬৫তম ...
09/11/2024

স্বাস্থ্যসেবায় ২০২৪ সালের সেপ্টেম্বর মাসের স্কোরিং এ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশের সকল উপজেলার মধ্যে #৬৫তম অবস্থানে এবং বগুড়া জেলার মধ্যে #২য় অবস্থানে উঠে এসেছে।

০১ বছর ০৩ মাস আগে ২০২৩ সালের আগস্টে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করার সময় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারাদেশে #২২৯তম অবস্থানে এবং বগুড়া জেলার মধ্যে #৮ম অবস্থানে ছিলো।

স্বাস্থ্য অধিদপ্তরের HSS স্কোরিং দ্বারা প্রতি মাসে দেশের ৪৩৬ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সমূহের পারফরম্যান্স মূল্যায়ন করা হয়।
এই সাফল্যের পেছনে অন্যতম ভূমিকা রেখেছে বগুড়া জেলার মান্যবর সিভিল সার্জন ডা. মোহাম্মদ শফিউল আজম স্যারের সার্বিক তত্বাবধান।
হাসপাতালের কনসালটেন্ট, আরএমও, সকল মেডিক্যাল অফিসার, ডেন্টাল সার্জন, নার্স, মিডওয়াইফ, এসএসিএমও, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট, পরিসংখ্যানবিদ এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীর কঠোর পরিশ্রমের ফলে এই প্রান্তিক হাসপাতলটি শত সীমাবদ্ধতার মধ্যেও নিরলস সেবা দিয়ে যাচ্ছে যার ফল এই অর্জন। এজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপারেশন টি...
07/11/2024

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপারেশন টিমে ছিলেন কনসালটেন্ট(গাইনি) ডা. মকছেদা খাতুন, কনসালটেন্ট(এনেস্থিসিয়া) ডা. আনোয়ারুল হক, এসএসএন শিউলি, নারজিনা ও মিডওয়াইফ পারভীন।
এছাড়া গত অক্টোবর মাসে ০৯ টি সিজারিয়ান সেকশন ও ০১ টি এপেন্ডিসেকটমি অপারেশন সম্পন্ন হয়েছে। এছাড়া নরমাল ডেলিভারি হয়েছে ৫১ টি ও জরায়ু মুখের ক্যান্সার সনাক্তের ভায়া পরীক্ষা হয়েছে ২৭০ টি। এজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক।

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোজিত হয়েছে কিছু নতুন যন্ত্রপাতি, যেগুলো সেবার মান ও পরিসর বৃদ্ধিতে ভূমিকা রাখবে।আধুন...
07/11/2024

ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংযোজিত হয়েছে কিছু নতুন যন্ত্রপাতি, যেগুলো সেবার মান ও পরিসর বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
আধুনিক নরমাল ডেলিভারি টেবিল, ব্ল্যাড ব্যাংক রেফ্রিজারেটর, ব্লাড কালেকশন মনিটর, ব্লাড টিউব সিলার, আধুনিক ডেন্টাল চেয়ার, ০২ টি এসি, কয়েকটি ডেস্কটপ, প্রিন্টার ও স্ক্যানার। আন্তরিক ধন্যবাদ জানাই স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার ও এমআইএস ডিপার্টমেন্টকে।

জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে আগামী ২৪.১০.২০২৪ তারিখ হতে এইচপিভি(হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) প্রতিরোধী ভ্যাকসিনেশন  কার...
07/10/2024

জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধে আগামী ২৪.১০.২০২৪ তারিখ হতে এইচপিভি(হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) প্রতিরোধী ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হবে।
স্কুল পর্যায়ে ৫ম শ্রেণী থেকে ৯ম শ্রেণী এবং কমিউনিটি পর্যায়ে ১০ থেকে ১৪ বছর পর্যন্ত সকল মেয়েদের ১৭ ভিজিটের অনলাইন জন্মনিবন্ধন নম্বর সহ রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। টিকা পেতে নিবন্ধন করুন www.vaxepi.gov.bd এর মাধ্যমে যেখানে নিজেদের পরিবারের সদস্যের মোবাইল নম্বর দিন। প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ের সকল স্কুলকে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ধন্যবাদন্তে
উপজেলা স্বাস্থ্য বিভাগ
ধুনট, বগুড়া।

গতকাল ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপার...
01/10/2024

গতকাল ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপারেশন টিমে ছিলেন কনসালটেন্ট(গাইনি) ডা. মকছেদা খাতুন, কনসালটেন্ট(এনেস্থিসিয়া) ডা. আনোয়ারুল হক, আরএমও ডা. আবুল বাসার, মেডিকেল অফিসার ডা. বিপ্লব, এসএসএন শিউলি, নারজিনা ও তাসমিয়া।

অপারেশন থিয়েটার চালুর পর সেপ্টেম্বর মাসে ১০ টি সিজারিয়ান সেকশন অপারেশন সম্পন্ন হলো। এছাড়া নরমাল ডেলিভারি হয়েছে ৫০ টি, ভায়া পরীক্ষা হয়েছে ২০০ টি। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, মিডওয়াইফ, এসএসিএমও, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক।

29/09/2024

ধুনট উপজেলা সংলগ্ন বিলনথার গ্রামের ২৬ বছর বয়সী মোঃ স্বপন কে বিষাক্ত সাপ কামড়ালে স্থানীয় ওঝার কাছে দুই ঘন্টা সময় নষ্ট করার পর বিষক্রিয়ায় শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে রোগীকে নিয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে তার এটেনডেন্ট। এসময় জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মোঃ সাখাওয়াত হোসেন রোগীকে পরীক্ষা করে বিষাক্ত সাপের কামড়জনিত বিষক্রিয়ার সকল লক্ষণ উপস্থিত দেখে অনুমতি সাপেক্ষে রোগীকে এন্টিভেনম ইনজেকশন পুশ করেন ও আনুষঙ্গিক চিকিৎসা প্রদান করেন। চিকিৎসা পেয়ে রোগী ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন এবং পরবর্তীতে প্রায় দুই ঘন্টা পর উঠে বসে কথাবার্তা বলেন। এসময় জরুরি বিভাগে মিডওয়াইফ তাসলিমা, এসএসিএমও মাহমুদুল ও ইমারজেন্সি এটেনডেন্ট তুষার কর্তব্যরত চিকিৎসককে সার্বিক সহযোগিতা করেন। জরুরি বিভাগে কর্তব্যরত সেই টিমের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দিবাকর বসাক।

আজ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপারেশন...
22/09/2024

আজ ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ০২ টি সিজারিয়ান সেকশন অপারেশন এর মাধ্যমে ০২ টি সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করেছে। অপারেশন টিমে ছিলেন কনসালটেন্ট(গাইনি) ডা. মকছেদা খাতুন, কনসালটেন্ট(এনেস্থিসিয়া) ডা. আনোয়ারুল হক, মেডিকেল অফিসার ডা. বিপ্লব, এসএসএন শিউলি ও নারজিনা। টিমের সদস্য সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. দিবাকর বসাক।

Address

Dhunat Upazila Health Complex
Dhunat
5850

Opening Hours

Monday 09:00 - 14:30
Tuesday 09:00 - 14:30
Wednesday 09:00 - 14:30
Thursday 09:00 - 14:30
Saturday 09:00 - 14:30
Sunday 09:00 - 14:30

Telephone

+8801701248640

Alerts

Be the first to know and let us send you an email when UHFPO Dhunat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram