18/11/2024
পাপায়া ট্যাবলেটঃ প্রতিটি ট্যাবলেটে রয়েছে কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট ১১০০ মিগ্রা। পাপায়া সিরাপঃ প্রতি ৫ মিলি সিরাপ এ রয়েছে কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট ২৭৫ মিগ্রা।
বিবরণঃ
কারিকা পাপায়া উদ্ভিদ গোত্রের কারিকাসিয়া গণ এর অন্তর্গত বাণিজ্যিকভাবে বিশ্বব্যাপী গুরুত্বপূর্ণ একটি ফল জাতীয় ফসল। প্রচুর গবেষণা হয়েছে এই উদ্ভিদটির বিভিন্ন অংশের কার্যকারিতা নিয়ে যেমন- পাতা, ফল, ফলের খোসা, বীজ, কান্ড, মূল ও তরুক্ষীরের। বিবেচনা করা হয় যে পেঁপে পাতা নন-টক্সিক কারণ এর লিথাল ডোজ হচ্ছে > ১৫ গ্রাম/ বডি ওয়েট।
ইদুরের উপর প্রিক্লিনিক্যাল স্টাডিতে দেখা গিয়েছে পেঁপে পাতার গুড়া রক্তের পাটিলেট বাড়ানোয় উৎসাহব্যাঞ্জক কার্যকারিতা দেখায়। সাম্প্রতিক কালের ইন-ভিটো (ল্যাবরেটরি) গবেষণায় দেখা গিয়েছে কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট উল্লেখযোগ্যভাবে হেমোলাইসিস বন্ধ করে এর মেমব্রেইন স্ট্যাবিলাইজিং সামখেরি মাধ্যমে।
নির্দেশনাঃ
• গ্রন্থোসাইটোপেনিয়া (পাটিলেট সংখ্য কমে যাওয়া) যা ডেঙ্গুজুর দ্বারা উদ্ভুত।
পাপায়া নিম্ন বর্ণিত রোগসমূহে নির্দেশিত
প্রাগোসাইটোলেনিয়া (পাটিলেট সংখ্য কমে যাওয়া) যা কেমোথেরাপি হতে সংঘটিত
• ভাইরাল সংক্রমণ এবং উপরের শ্বাস নালীর সংক্রমণ
মাত্রা ও সেবনবিধিঃ
পাপায়া ক্যাপসুলঃ কারিকা পাপায়া লিফ এক্সট্র্যাক্ট ২৫০ মিগ্রা ক্যাপসুলের নির্দেশিত মাত্রা হচ্ছে প্রতিদিন ১-২ টি ক্যাপসুল দিনে ২-৩ বার টানা ৫ দিন পর্যন্ত।
পাপায়া ট্যাবলেটঃ কারিকা পাপায়া লিফ এক্সট্রাক্ট (CPLE) ১১০০ মিয়া ট্যাবলেটের প্রস্তাবিত ডোজ হল একটি ট্যাবলেট দিনে একবার/দুইবার বা চিকিৎসকের নির্দেশ অনুসারে।
পাপায়া সিরাপঃ ১-৫ বছরঃ ১ চা চামচ (৫ মিলি) দিনে ৩ বার ৫ দিন।
৫-১৮ বছরঃ ২ চা চামচ (১০ মিলি) ৫ দিনের জন্য প্রতিদিন ৩ বার। ১৮ বছরের বেশি। ৩ চা চামচ (১৫ মিলি) দিনে ৩ বার ৫ দিনের জন্য বা চিকিৎসকের
নির্দেশ অনুসারে।
প্রতিনির্দেশনাঃ
অভিসংবেদনশীলতা, গর্ভধারণ।
পুরুষদের ক্ষেত্রে যাদের প্রোস্টেট জটিলতা রয়েছে যেমন। BPH অথবা প্রোস্টেট ক্যান্সার, তাদের জন্য কারিকা পাপামা লিফ এজট্যাক্ট প্রতিনির্দেশিত, যেহেতু এতে করে আয়রণ এব শোষণ বাড়ে। অতিরিক্ত আয়রণ অক্সিডেটিভ স্ট্রেস বাড়াতে পারে বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে। আয়রণের ওভারলোড প্রোসেটি ক্যাশার হওয়ার ঝুঁকিও বাড়াতে পারে
সতর্কতাঃ অ্যাসপিরিন এবং ওয়ারফারিন জাতীয়য় রক্ত তরল করার ঔষধ ব্যবহারকারীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করাতে হবে। প্রাণীগবেষণার একটিতে দেখা গেছে যে কারিকা শাখায়া লিফ এক্সট্যায় যদি ওরাল হাইপোল্লাইসেমিক কোনো ঔষধের সঙ্গে ব্যবহার করা হয় তাহলে রক্তে গ্লুকোজ এর মাত্রা অনেক কমে যেতে পারে। তাই রোগীর রক্তের গ্লুকোজ এর মাত্রা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ যেন হাইপোগাইসেমিয়া এড়ানো যায়
পার্শ্ব প্রতিক্রিয়াঃ
বমি অথবা বমি বমিভাব, তলপেটে ব্যাথা, বুকজ্বলা, বনহলম।
কারিকা পাপায়া লিফ এক্সট্যায় যদি অ্যামিওডারোন এর সঙ্গে একত্রে ব্যবহার করা হয় তাহলে অ্যামিওমারোন এর বায়ো-এভেইলেবিলিটি বেড়ে যায় তাই ঔষধটির মাত্রা সমন্বয় করতে হবে।
ড্রাগ ইন্টার্যাকশনঃ
ইন ভিটো (ল্যাবরেটরি) গবেষণায় দেখা দিয়েছে একত্রে কারিকা পাপায়া দিও এয় বিভিন্ন এন্টিবায়োটিক সমূহ যেমনঃ পেনিসিলিন জি, এম্পিসিলিন, এমপ্লিফ্রান্স, সেফাসোমিন পলিমঞ্জিন বি, রিফাল্ডিসিন, অ্যামিকাসিম, বালিডিক্সিক এসিড, জেন্টামাইসিন, ক্লোরামফেনিকল, ওফ্লক্সাসিন সেবন করলে উল্লিখিত এন্টিবায়োটিক সমূহের অর্থকারিতা বেড়ে যায়। কারিকা পাপারা নিফ এক্সট্র্যাক্ট ও এন্টিমাইক্রোবিয়াল এজেন্ট একসঙ্গে সেবন করণে তা জীবাণুর বিরুদ্ধে সিনার্জিন্টিক একশন দেখায়।
গর্ভাবস্থায় ও অন্যদানকালে ব্যবহারঃ। বার্তাবস্থায় ও স্তন্যদানকালে কারিকা পাণায়া দিফ এক্সট্র্যাক্টের ব্যবহার অনুমোদিত নয়।
সংরক্ষণঃ
আলো এবং অন্নতা থেকে দূরে ৩০' যে, তাপমাত্রার নীচে সংরক্ষণ করুন।
পাপায়া ক্যাপসুলঃ হাতি বাজে রয়েছে ২০১০ টি ক্যাপযুল আলু আলু ড্রিন্টার গ্যাকে। পালায়া ট্যাবলেটঃ প্রতি ন্যাস্ত রয়েছে ১৪ ১০ টি ট্যাবলেট আলু আলু ক্লিন্টার আঙ্গে। পাপায়া সিরাপঃ প্রতিটি বোকান রয়েছে ২০৬ মিলি দিয়াপ ও একটি পরিমাপক কাপ।
দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন বিঃ (হারবাল বিভাগ) সফিপুর, কালিয়াকৈর, গাজীপুর, বাংলাদেশ।
🏠 হোম ডেলিভারি পসিবল ☑️
🚛 ডেলিভারিতে চার্জ - দেশব্যাপী ১২০ টাকা
যোগাযোগঃ Xʋɭ Fɩ Qʌʀ (ইনবক্স)
What's App - 01630-946875 || 01781816955
ফাতেমা আয়ুর্বেদিক , মসজিদ গেট, ধুনট বাজার, বগুড়া ।