07/08/2023
যত পার চেষ্টা কর। এবং ব্যর্থ হয়ে ভেঙে যেও না। মনে রেখ, সবার চেয়ে একবার বেশি ব্যর্থ হওয়া মানে সবার চেয়ে চেষ্টার সংখ্যাটা তোমার বেশি। তবে ব্যর্থতার দায় অন্যের ওপর চাপিয়োনা। তাহলে কিছুই শেখা হবে না তোমার। আঙুলটা নিজের দিকে তাক করো। ভুলগুলো খোঁজো। নিজের কাছে স্বীকার করো যে, তোমারো ভুল হয়। আর অন্যের ভুল গুলো নিয়ে ভাবো তুমি তার জায়গায় থাকলে কি করতে?এবং সেগুলো কারেকশন করো।
জীবন তোমাকে দারুণ ব্যথা দিচ্ছে?
ভেবে দেখ, পৃথিবীতে নতুন শিশু আসার আগে মা কে কতটা ব্যথা দেয়। অথচ মা যখন শিশুটির মুখের দিকে তাকায়, সবটুকু ব্যথা আনন্দে রূপান্তরিত হয়। একইভাবে তুমিও মা হতে চলেছো। তোমার অসাধারণ প্রাপ্তির মা। তোমার জীবনে অসহ্য ব্যথা এসছে মানে ঐ ব্যথা নতুনকিছু বয়ে আনছে তোমার জীবনে। কিন্তু ওটা পেতে হলে ধৈর্য ধারণ করতে হবে।
মনে রেখ, জীবনের হিশেবনিকেশ তোমাদের পৃথিবীর সময়রীতি পালন করে না। সুতরাং, ধৈর্য ধরো। সময় হলেই সব আসবে তোমার জীবনে। ইতিবাচক থাক।
কেননা, ইতিবাচকতা মনের দুয়ার খুলে দেয়। তখন তুমি এমনকিছু খুঁজে পাবে যা বদ্ধমনে দেখতে পেতে না।
আর হ্যা, স্বপ্নের পথে চলতে গিয়ে প্রায়ই দেখবে রাস্তা শেষ। তখন নতুন রাস্তা অনুসন্ধান করো। কিন্তু ভুলেও স্বপ্নের সেই কাঙ্খিত ডেসটিনেশন ত্যাগ করো না। আর, অবশ্য ই লেগে থাক। বোঝ ই তো। এক জীবনে স্বপ্ন দেখা ও স্বপ্ন বাস্তবায়নের মতো আনন্দ কোন কিছুতেই পাবে না।
-এ. এম. স্বাধীন