Lichi Land Dinajpur

Lichi Land Dinajpur As-salamu alaikum, thanks for contacting us. We've received your message and appreciate you reaching out.
(1)

হায়দারাবাদ নামে একটা স্বাধীন রাষ্ট্র ছিল। ছিল তার স্বাধীন প্রশাসন, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা। এগুলো আজ বিস্মৃতপ্রা...
25/06/2024

হায়দারাবাদ নামে একটা স্বাধীন রাষ্ট্র ছিল।
ছিল তার স্বাধীন প্রশাসন, প্রতিরক্ষা ও অর্থনৈতিক ব্যবস্থা। এগুলো আজ বিস্মৃতপ্রায় ইতিহাসের গর্ভে আশ্রয় নিয়েছে।
মীর লায়েক আলী ছিলেন স্বাধীন হায়দারাবাদের শেষ প্রধানমন্ত্রী। আগ্রাসী ভারতের বিরুদ্ধে হায়দারাবাদের প্রতিরোধযুদ্ধে এই লায়েক আলী তার দেশের স্বাধীনতা টিকিয়ে রাখার জন্য শেষ অবধি লড়াই চালিয়েছিলেন। এই লড়াই যখন চলছিল ব্রাহ্মণ্য%(বা)দী ভারতের সুসজ্জিত সশস্ত্র বাহিনী স্বাধীন হায়দারাবাদের ওপর যখন ঝাঁপিয়ে পড়েছিল, তখন বিশ্বশান্তির মন্ত্র উচ্চারণকারী পুরোহিত দেশগুলো এ অবিচার ও জুলুমের বিরুদ্ধে টুঁ শব্দটিও করেনি; এমনকি জাতিসংঘও না।
কীভাবে একটি স্বাধীন রাষ্ট্র রাতারাতি হারিয়ে গেলো?
এই মুহূর্তে কি কোনো মিল খুঁজে পাচ্ছেন অন্য কোনো দেশের সাথে?

24/06/2024
21/06/2024

🥭আমাদের রংপুরের জিআই পণ্য বিখ্যাত হাড়িভাঙ্গা আম 🥭
যা আপনার হৃদয় ও আত্মাকে করবে পরিপূর্ণ তুষ্ট।
আপনার পছন্দের খয়েরী মাটির খাঁটি হাঁড়িভাঙ্গা আম পাবেন Lichi Land Dinajpur থেকে।
👉সম্পুর্ন কেমিকেল মুক্ত
👉শতভাগ নিরাপদ
অর্ডার করতে হোয়াটসআপ করুন।
কিংবা কল করুন
☎️ 01763-003828 ( হোয়াটসঅ্যাপ )
এই নাম্বারে।

#হাড়িভাঙ্গা #রংপুর #বিখ্যাত #জিআই #আম #রাজশাহী #চাপাই #নওগাঁ

⛔ক্যামিক্যাল মুক্ত একদম প্রিমিয়াম কোয়ালিটির   #হাড়িভাঙা_আম  আগামী ২০ তারিখ থেকে রংপুরের লালমাটির বিখ্যাত  #হাঁড়িভাঙা আম ...
18/06/2024

⛔ক্যামিক্যাল মুক্ত একদম প্রিমিয়াম কোয়ালিটির #হাড়িভাঙা_আম
আগামী ২০ তারিখ থেকে রংপুরের লালমাটির বিখ্যাত #হাঁড়িভাঙা আম পাবেন ইংশাআল্লাহ। ২০ তারিখে প্রথম হার্ভেস্টিং শুরু করবো আমাদের বাগানে
ইনশাআল্লাহ।
পরিবারকে এবং আত্মীয়দের কার্বাইডমুক্ত সু-স্বাদু আম খাওয়াতে এখনই অর্ডার করে ফেলুন।

01763003828 (Whatsapp)

অর্ডার করতে পারবেন সর্বনিম্ন ১২ কেজি।
সারা বাংলাদেশে কুরিয়ারে পাঠানো হবে।

বিশেষ ছাড়! বিশেষ ছাড়! বিশেষ ছাড়!৫০০ পিচ অর্ডারে ৫০০-৭০০/- পর্যন্ত ছাড়। অথবা কুরিয়ার চার্জ ফ্রি।আজ আর আগামীকাল তারপর এবার...
13/06/2024

বিশেষ ছাড়! বিশেষ ছাড়! বিশেষ ছাড়!

৫০০ পিচ অর্ডারে ৫০০-৭০০/- পর্যন্ত ছাড়।
অথবা কুরিয়ার চার্জ ফ্রি।

আজ আর আগামীকাল তারপর এবারের মত লিচু সরবরাহ শেষ। শেষ মুহূর্তে কম লভ্যাংশে বিশেষ ছাড়ে বেদেনা ও চায়না-3 লিচু পাঠাবো আমরা।

যারা এখনো অর্ডার করেননি দ্রুত অর্ডার করে ফেলুন।

01763003828 (Whatsapp)

সব কাস্টমারের কাছে রিভিউ নেওয়ার মত সময় হয়না। তারপরও কিছু কিছু রিভিউ পেয়ে ভাল লাগে আলহামদুলিল্লাহ।
11/06/2024

সব কাস্টমারের কাছে রিভিউ নেওয়ার মত সময় হয়না। তারপরও কিছু কিছু রিভিউ পেয়ে ভাল লাগে আলহামদুলিল্লাহ।

ঈদ উপলক্ষে বিশেষ ছাড়!বেদেনা, চায়না-3   ১ হাজার পিচ অর্ডার করলে ৫০০/- ছাড়া। অথ্যাৎ কুরিয়ার চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন।আর ম...
10/06/2024

ঈদ উপলক্ষে বিশেষ ছাড়!
বেদেনা, চায়না-3 ১ হাজার পিচ অর্ডার করলে ৫০০/- ছাড়া। অথ্যাৎ কুরিয়ার চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন।

আর মাত্র ৪/৫ দিন হয়তো লিচু পাবেন এভেইলেবেল। তারপর পরের বছরের জন্য অপেক্ষা করতে হবে। বছরে এক বার হওয়া এই ফলের স্বাদ শখ করে হলেও নিতে পারেন।

ও হ্যা আরেকটা বিষয় লক্ষ্য করছি অনেকে কম রেটে লিচু দিচ্ছে। জি এটাও সম্ভব কিভাবে জানেন?

১/ আগের দিন বিক্রি না হওয়া লিচু কম দামে পাওয়া যায়।

২/ কিছু লিচুর কোয়ালিটি বাজারে নিম্ন মানের যা কম দামে লোকালি বিক্রি হয়।

৩/ কেউ কেউ মধ্যম কোয়ালিটির লিচুটা এ গ্রেড বলে পাঠাচ্ছে।

এই এসব কারণে লিচুর দামের খানিকটা তারতম্য হয়।

তবে আমরা দিচ্ছি বাগান ও বাজারের সেরা লিচুটি। যা ইতিমধ্যে বিভিন্ন রিভিউ এর মাধ্যমে আমাদের কাজকে ত্বরান্বিত করার অনুপ্রেরণা দিয়েছে।

এবার এতোদিন ধরে লিচু পাঠিয়ে ২ টা রিভিউ খারাপ এসেছে।

১ম টাঃ-
যে লিচুটা কাতারে দেই সেটার। লিচুটা আমি অনেক লস করে পাঠিয়েছিলাম। জাস্ট দেশের লিচুর ভাল একটা রিভিউয়ের জন্য। আমার সর্বোচ্চটা করেছিলাম। কিন্তু জানিনা কি কারণে লিচুটার কিছু অংশ নষ্ট হয়ে যায়!
এই ডিপ্রেশনে ৩ দিন লিচু সরবরাহ করিনি। কারণ লিচুটা খুব আগ্রহ নিয়ে পাঠিয়েছিলাম।.

২য় টাঃ-
ফেনিতে বেদেনা ও চায়না-3 মিলে কিছু লিচু পাঠাই। এরপর এই লিচুতে সব মিলে ৪০/৫০ টার মত লিচু কম হয়।
আমি তাৎক্ষনিক এই কম লিচুর টাকা ফেরত দেই।

এই লিচু কম হওয়ার পেছনে কিছু কারণ থাকে। যথাঃ-

ক) বাগানে নারী ও কিশোররা লিচুর থোকা বাঁধে তাঁরা গুনতে ভুল করলে কম হয়।

খ) কিছু কৃষক বা বাগান মালিক ব্যবসায়ী কর্মচারীদের বলে দেয় প্রতি থোকায় কম লিচু বাঁধতে।

গ) চায়না-3 লিচু বড় সাইজ হওয়ায় এসব লিচু থোকা উঠানামা, পরিবহনে ঝরে পড়ে। কিছু করার থাকেনা!

তারপরও এসব সমস্যার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি।

লিচু খেতে চাইলে দ্রুত নক করুন।

01763003828 (Whatsapp)

লিচুর রাজ্যে আপনাদের স্বাগতম..কত লিচু লাগবে আপনাদের?দেশের যে কোনো জেলা শহরে পাঠিয়ে দিব আমরা।আপনারা হয়তো ভাবছেন দাম বেশি ...
09/06/2024

লিচুর রাজ্যে আপনাদের স্বাগতম..

কত লিচু লাগবে আপনাদের?

দেশের যে কোনো জেলা শহরে পাঠিয়ে দিব আমরা।

আপনারা হয়তো ভাবছেন দাম বেশি নিচ্ছি, এটা ভুল ভাবছেন। আপনাদের কোনো ফেসবুক ফ্রেন্ড বা অন্য কেউ দিনাজপুরের বাসিন্দা থাকলে কল করে শুনে নিতে পারেন।
সর্বোচ্চ ভাল কোয়ালিটির লিচুর দাম কেমন।

ভালটা খেতে চাইলে দাম একটু হবেই। আর এটা তো সারাবছর পাওয়া যায়না।

লিচুর রাজ্য থেকে শখ করে লিচু নিবেন একটু সেরা লিচুটাই নিন। আশা করি ঠকবেননা।

01763-003828 Whatsapp...

08/06/2024

দিনাজপুরের বিখ্যাত লিচু বোম্বে, বেদেনা, চায়না-3 যা প্রাকৃতিক রসগোল্লা বলা হয়।

এই সপ্তাহের পর হয়তো আর লিচু পাবেননা। তাই এই বছরে লিচু খেতে চাইলে দ্রুত অর্ডার করে ফেলুন। দেরি করলে কিন্তু পরের বছর ছাড়া লিচু পাবেননা।

=> তাই দিনাজপুরের বিখ্যাত এই প্রাকৃতিক রসগোল্লা খেতে চাইলে এখনি অর্ডার করুন।

(01763003828 -Whatsapp)

***আমরা ফল নয়,বরং বিশ্বাস বিক্রি করে। নিঃসন্দেহে আস্থা রাখতে পারেন Lichi Land Dinajpur এর উপর।

আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে? গ্রামের বাড়িতে গেছি বেড়াতে। রাতের বেলা শুধু মুরগির বাচ্চার কিচিরমিচির শুনছি। একটু ডিস্টা...
07/06/2024

আমাদের ছেলেরা কীভাবে পুরুষ হবে?

গ্রামের বাড়িতে গেছি বেড়াতে।
রাতের বেলা শুধু মুরগির বাচ্চার কিচিরমিচির শুনছি। একটু ডিস্টার্বই হচ্ছে। দোতলার বারান্দায় নাকি আম্মু মুরগির বাচ্চা এনে রেখেছেন। জানতে চাইলাম, মুরগির খোপ রেখে এখানে এগুলো কেন রেখেছেন? আম্মু জানালেন যে, মুরগির বাচ্চা মায়ের সাথে যত বেশিদিন থাকে তত দেরিতে ডিম দেয়, আর মা থেকে আলাদা করে রাখলে দ্রুত ডিম দেওয়া শুরু করে।

চট করে আমার চিন্তাটা মুরগির বাচ্চা থেকে সরে আমাদের বর্তমান সমাজের আধুনিক প্রজন্মের ‘ছেলেবাবুদের’ দিকে সরে গেল, যারা বয়স পচিশ-ত্রিশে এসেও মানসিকভাবে প্রাপ্তবয়স্ক হতে পারে না।

আমার বন্ধু শরিফ। ওরা দ্বিতীয় প্রজন্মের বাংলাদেশি বৃটিশ। ওর বাবা গিয়েছিলেন ষাটের দশকে। ও ওর নিজের জীবনের দারুণ একটা ঘটনা শুনিয়েছিল আমাকে। ওর বয়স যেদিন ষোলো বছর পূর্ণ হয়ে সতেরোতে পড়ল, সেদিন ওর বাবা ওকে ডেকে বললেন, এখন থেকে তুমি বৃটিশ আইন অনুযায়ী প্রাপ্তবয়স্ক, স্বাধীন ও স্বনির্ভর পুরুষ।

এখন থেকে তোমার দায়িত্ব তোমাকেই বহন করতে হবে। তোমার লেখাপড়ার খরচা তোমাকেই যোগাতে হবে। আর আমার বাসায় থাকতে হলে বাসা ভাড়া, আর খেতে হলে খাবার খরচ দিতে হবে। যেই কথা সেই কাজ। কোনো ছাড় নেই। শরিফ বাধ্য হয়ে একটা শপে পার্টটাইম কাজ জোগাড় করল। স্কুল শেষে সেখানে কাজ করত।

সেই টাকা দিয়ে বাসা ভাড়া আর খাবার বিল দিত। লেখাপড়া তো সরকারি স্কুলে, তাই এক বাচা বাঁচল। বৃটিশ কালচারে এটা স্বাভাবিক হলেও বাঙালী হিসেবে বাবার এই আচরণ মেনে নিতে ওর বেশ কষ্ট হয়েছিল। এই সময়টাতে বাবার প্রতি জমেছিল এক রাশ ঘৃণা আর অভিমান। এই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় রূপ নিয়েছিল তা আমরা একটু পরে বলছি।

জীবনের এই প্রথম ধাক্কাই তাকে অনেকটা পরিপক্বতা এনে দিয়েছিল। ১৯ বছর বয়সে বিয়ে করেছিল। এখন মাত্র ৪৫ বছর বয়সে ছেলেমেয়েরা বড় হয়ে গেছে।

আমি শরিফকে আমার এই বিশ বছরের বন্ধুত্বের জীবনে অসংখ্য ভালো কাজের উদ্যোগ নিতে ও অংশগ্রহণ করতে দেখেছি। অনেক অসহায় মানুষকে, পরিবারকে ও সাহায্য করেছে।

ঠিক এর বিপরীতে গেলে আমাদের সমাজে অসংখ্য মানুষ দেখতে পাবেন, যারা ত্রিশে এসেও বালকসুলভ জীবন কাটায়, পুরুষ হয় না। কোনো দায়িত্ব নিতে সক্ষম নয়, কোনোকিছুতে স্থির নয়, কোনো লক্ষ্যপানে ধাবিত নয়, কোনো অর্জনের জন্য স্থির নয়।

আমাদের অধিকাংশ মানুষদের দেখবেন বলতে, ছেলেমেয়েদের জন্যই তারা খেটে মরে, বাড়িগাড়ি বানায়। জিজ্ঞেস করলে বলে, আমরা যে কষ্টের মধ্য দিয়ে গেছি আমার ছেলেমেয়েরা যেন তার মধ্য দিয়ে না যায়। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এ ধরণের চিন্তার বাবা-মায়ের সন্তানরা খুবই অযোগ্য ও দায়িত্বজ্ঞানহীন হয়।

যে বাবা-মা তাদের জন্য খেটে মরেছে, তাদের জন্য কিছু করা তো দূরের কথা, তারা নিজেদের দায়িত্বই নিতে সক্ষম হয় না। বাবা-মায়ের রেখে যাওয়া সম্পদের উপর নির্ভরশীল হয়। সেটা ফুরিয়ে গেলে চরম মানবেতর জীবনযাপন করে।

আমাদের ভিতরে যারা একটু স্মার্ট এবং বাস্তবসম্মত চিন্তা করেন, তারা ভাবেন—ছেলেমেয়েদের জন্য বাড়িগাড়ি রেখে যাওয়া আমাদের দায়িত্ব নয়, তাদের শিক্ষিত করে গড়ে তোলাই আমাদের দায়িত্ব।

তারা দেখা যায় উন্নত লেখাপড়ার জন্য ছেলেমেয়ের পিছনে অঢেল টাকাপয়সা ব্যয় করেন, দুনিয়ার সকল ঝুটঝামেলা ও বাস্তবতা থেকে এমনভাবে দূরে রাখেন, ফলে তারা হয় ‘শিক্ষিত বলদ’।

সত্যিকারভাবে ছেলেদেরকে পুরুষ হিসেবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ খুব কম মানুষই গ্রহণ করতে পারেন। আর এর অবধারিত ফল হলো ব্যক্তি হিসেবে, পরিবার হিসেবে, সমাজ ও জাতি হিসেবে পিছিয়ে পড়া।

একটা মানুষ যদি পৃথিবীর জন্য পনেরো-ষোলো বছর থেকে অবদান রাখা শুরু করতে পারে, তাহলে তার অবদানের মাত্রা ও মান দুটোই অনেক বৃদ্ধি পায়। পক্ষান্তরে কথিত মাস্টার্স শেষ করে কর্পোরেট স্লেইভ হতে হতে যে সময় ব্যয় হয়ে যায়, তাতে অবদান রাখার সময় যেমন হারিয়ে যায়, তেমনই অবদানের মানও আর অধিকাংশ ক্ষেত্রে ভালো হয়ে ওঠে না।

আমি ড্রাইভিং শিখেছিলাম ৩৩ বছর বয়সের দিকে। আমার এক বন্ধু তখন বলেছিল—তুমি এখন আর ফার্স্ট ক্লাস এফিশিয়েন্ট ড্রাইভার হতে পারবা না, তুমি হবা ‘আংকেল ড্রাইভার’। সামনের আরেকটা গাড়ির পেছনে পেছনে স্টিয়ারিং ধরে গাড়ি চালিয়ে তোমার জীবন যাবে।

আমি খুব গভীরভাবে লক্ষ্য করলাম যে, কথা খুবই সত্য। আমার পাশ দিয়ে বহু গাড়ি কাটিয়ে চলে যায়, আর আমার কাছে সামনের গাড়ির পিছনে ধরে রাখাকেই নিরাপদ ও আরামদায়ক মনে হয়। তাই দেরি করে দায়িত্ব নেওয়ার ব্যাপারটা শুধু দায়িত্বজ্ঞানহীন করে তা-ই নয়, দায়িত্ববোধের মান ও দায়িত্ব পালনের যোগ্যতাও হ্রাস করে ফেলে।

বাবার প্রতি শরিফের ঘৃণা আর অভিমানের কথা মনে আছে? এবার বলি সেই ঘৃণা আর অভিমান কিভাবে শ্রদ্ধা আর ভালোবাসায় রূপ নিয়েছিল। বিয়ের দু’বছর পর যখন একটা ব্যবসা দাড় করানোর জন্য ভালো অংকের একটা নগদ অর্থ দরকার হলো তখন সেই কঠোর বাবা তার হাতে পাউন্ডের একটা বান্ডিল দিয়ে বলেছিলেন, ‘এটা বাসা ভাড়া আর খাওয়ার খরচ হিসেবে দেওয়া তোমার সেই অর্থ।

এমন কোনো প্রয়োজনের সময় দেওয়ার জন্য জমা করে রেখেছিলাম’। জীবনে কোনো এক সময় যদিও বাবার প্রতি শরিফের ঘৃণা জন্মেছিল, কিন্তু এখন বাবার সেই কঠোরতাটুকুকে সে তার জীবনের অমুল্য সম্বল মনে করে এবং বাবাকে নিয়ে সে আজ সত্যিকারে গর্ব অনুভব করে।

সেই মুরগির গল্পে ফিরে আসুন। ফিরে আসুন ইসলামের বাতলানো সমাজ চিন্তায়। মুরগির বাচ্চা যেমন মায়ের ডানার তলে থাকলে ডিম দেবে না, তেমনি আপনার ছেলেকে যতদিন ডানার নিচে রাখবেন সে দায়িত্বশীল হবে না। এটা সৃষ্টির প্রকৃতির মধ্যে দেওয়া স্রষ্টার অমোঘ নিয়ম। ইসলাম বলে একটা ছেলে প্রাপ্তবয়স্ক হওয়ার তিনটা সাইন:

১. স্বপ্ন*দো-ষ হওয়া
২. নাভির নিচে লো+ম গজানো, কিংবা
৩. বয়স পনেরো বছরে উপনীত হওয়া

এরপর ইসলামি আইনমতে সে একজন পূর্ণ প্রাপ্তবয়স্ক পুরুষ। তার উপর শরিয়তের সকল আইন কার্যকর। মহান আল্লাহ এই সীমাটা এইজন্যই নির্ধারণ করেছেন যে, এই বয়স থেকে সে জীবন ও জগতে তার উপর অর্পিত দায়িত্ব পালন শুরু করবে।

আমাদের উচিত ছিলো, আমাদের সন্তানদেরকে এই বয়সে উপনীত হওয়ার আগেই তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন ও যোগ্য করে গড়ে তোলা; কিন্তু সেটা না করে একটা দীর্ঘ সময় তাদেরকে স্পুন ফিডিং করে আমরা একটি অকর্মন্য ও অযোগ্য প্রজন্ম গড়ে তুলছি।

কে বলে দিনাজপুরের মানুষের মন ছোট?প্রতিদিন লক্ষ লক্ষ লিচু উপহার হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এভাবেই।
07/06/2024

কে বলে দিনাজপুরের মানুষের মন ছোট?

প্রতিদিন লক্ষ লক্ষ লিচু উপহার হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এভাবেই।

লিচুর মহাদেশ Lichi Land Dinajpur
04/06/2024

লিচুর মহাদেশ Lichi Land Dinajpur

29/05/2024

প্রচণ্ড গরমের মধ্যে শরীর কালা হয়ে গেলে লিচু খান, ত্বক হবে মসৃণ ও সুন্দর। আর অবশ্যই অতিরিক্ত যা কিছু সবই ক্ষতিকর...

Lichi Land Dinajpur

=> 12 Health Benefits of LycheeLychee contains many healthy minerals, vitamins, and antioxidants such as rutin, epicatec...
29/05/2024

=> 12 Health Benefits of Lychee
Lychee contains many healthy minerals, vitamins, and antioxidants such as rutin, epicatechin, vitamin C, copper, potassium, etc. These vitamins and minerals, along with antioxidants, help protect against cancer, heart disease, and diabetes.

Here are 12 advantages of litchi fruit -
There are several lychee fruit benefits. Some of them are mentioned below -

1. Aids Digestion:

Litchi fruits are advantageous to those who have digestion issues - one of the most prominent health benefits of litchi fruit. Drinking one glass of litchi juice can be very beneficial, as it is said to reduce symptoms of discomfort. The fibre content in litchi adds volume to the stool, which helps in smooth bowel movement. Thus preventing constipation. In addition, it triggers the production of enzymes, ensuring more efficient absorption of nutrients.

2. Helps in Weight Loss:

Litchi is a great source of fibre, which helps in weight management. Also, litchi is high in water content with minimal fat and calories. It makes it an ideal fruit to include in a weight loss journey.

3. Increase Bone Strength:

One of the most prominent benefits of eating litchi is - it strengthens the bone. This is because litchi is loaded with iron, copper, calcium, magnesium, phosphorus, manganese, etc. These minerals increase calcium absorption and enhance bone strength. Thus reducing bone fragility.

4. Improves Blood Circulation:

Copper, which can be found in litchi, is as vital as iron in the human body. Eating litchi increases red blood cell production due to its copper content. It is great for older people, as it helps in proper blood circulation.

5. Skincare Benefits:

Lychee fruit health benefits include - fighting free radicals that damage the skin, leading to the appearance of wrinkles, blemishes, fine lines, and other signs of ageing. Also, the presence of Vitamin E in litchi aids in sunburns that might cause irritation, pain, and skin damage. Thus keeping the skin healthy and glowing.

6. Monitors Blood Pressure:

Litchi fruit benefits also include managing high blood pressure. It has a decent amount of potassium and low sodium, which maintains the body fluid, which is essential for metabolic function and hypertension. It also manages cardiovascular stress, which helps in easy blood flow through the arteries.

7. Enhances Immunity:

The Vitamin C content in litchi makes it a great fruit for managing immunity. One glass of litchi (7 lychees) fulfils 100% of the vitamin C requirements. Thus protecting the body from any foreign materials - other known advantages of litchi fruit.

8. Healthy Ageing:

Among other benefits of eating litchi is - it slows down ageing. The Vitamin C found in litchi protects against the adverse effects of free radicals. Thus counteracting the premature signs of ageing and slowing down the ageing process.

10. Improves Liver Health:

The polyphenols present in litchi might reduce liver damage and might also prevent alcoholic fatty liver disease - in which consuming too much alcohol can lead to the accumulation of fats in the liver.

11. Best for Diabetes:

As litchi is a rich source of polyphenols, it is said that according to the studies, polyphenols help in managing diabetes. In addition, the polyphenols in lychee seed extract might also improve symptoms like - frequent urination, extreme thirst, and constant hunger. So, the benefits of eating lychee are - it can improve insulin resistance and might have a positive impact on diabetes. But, it is always advisable to see a doctor before incorporating any fruits or vegetables into the diet.

12. Fights Oxidative Stress:

The antioxidant present in lychee is good for health. It helps in fighting free radicals in the body, which usually leads to chronic conditions like atherosclerosis. Litchi has an abundance of polysaccharides, and polyphenols have antioxidants that prevent several conditions, including cancer.
Reduces the Probability of Cancer: Lychee contains components like - polyphenols and polysaccharides, which might be responsible for reducing the chances of cancer. Polysaccharides present in lychee pulps have the potential to stop the growth of cancer cells. Studies have also found that lychee helps in protecting against liver, lung, and prostate cancer. Many studies have also found that lychee extracts can help with breast cancers. Though there are numerous studies around lychee fruit benefits in preventing cancer, a person must always first see a doctor for a proper diagnosis and care.
Conclusion
There are many benefits of lychee fruit. You can find fresh lychees in some grocery stores nearby - fresh and frozen. There are many lychee fruit uses - you can make fresh cocktails, fruit salads (mixed with other fruits), etc., to include it in your diet.

29/05/2024

আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি আজকের অর্ডারগুলো ডেলিভারি দেওয়া সম্ভব হচ্ছেনা। আসলে আমাদের ট্রাক দূর্ঘটনার কবলে..
সব আগামীকাল বুকিং হবে...

আলহামদুলিল্লাহ প্রথম চালান বলে টেনশনে ছিলাম। কারণ প্রথম দিকের লিচু। তবে রিভিউ পেয়ে শান্তি লাগতেছে।  ছবির সাথে ক্যাপশনগুল...
28/05/2024

আলহামদুলিল্লাহ প্রথম চালান বলে টেনশনে ছিলাম। কারণ প্রথম দিকের লিচু। তবে রিভিউ পেয়ে শান্তি লাগতেছে। ছবির সাথে ক্যাপশনগুলো দেখবেন।
শুকরিয়া♥
আমরা লিচু বিক্রি করিনা বরঞ্চ বিশ্বাস বিক্রি করি। সুতরাং কমিটমেন্টের সাথে শতভাগ সত্যতা বজায় রাখার চেষ্টা অব্যাহত ইনশা-আল্লাহ।

Lichi Land Dinajpur একটি বিশ্বাসের নাম,আস্থার ব্রান্ড।
প্রয়োজনেঃ 01763-003828 Whatsapp...

আসসালামু-আলাইকুম।  আজ থেকে চায়না-3 ও বেদেনা লিচু পুরোদমে সরবরাহ শুরু হলো। দিনাজপুরের এই মৌসুমী ফলের স্বাদ নিতে দ্রুত ইনব...
27/05/2024

আসসালামু-আলাইকুম। আজ থেকে চায়না-3 ও বেদেনা লিচু পুরোদমে সরবরাহ শুরু হলো।

দিনাজপুরের এই মৌসুমী ফলের স্বাদ নিতে দ্রুত ইনবক্স করুন। অথবা হোয়াটসআপে নক দিন।

01763003828 ( Whatsapp)

Address

Dinajpur

Telephone

+8801763003828

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lichi Land Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Lichi Land Dinajpur:

Videos

Share