
28/04/2025
☂️বেলাডোনা-✴- Belladona----🎋
-----🫒-৭ম কবিতা-🫒-------
"ছন্দে ছন্দে বেলাডোনার লক্ষন মনে রাখার সহজ কৌশল"
ঔষধের নাম বেলাডোনা,সংক্ষেপে বেল
সর্বপ্রকার ফোড়ার ক্ষেত্রে জাদুকরী খেল
রক্তপ্রধান ব্যক্তি বটে, হৃষ্টপিষ্ট মোটা,
নানা অঙ্গে দেখা যাবে লাল লাল গোটা।
হাস্যময়, প্রফুল্ল, প্রাণবন্ত, সুন্দর
এতসব উপমা বেলাডোনার অন্তর
সর্বদা সর্দি কাঁশি,লেগে থাকে অঙ্গে
টনসিলের প্রদাহ থাকে রক্তিমতার সঙ্গে।
বেলাডোনার ব্যথা সদা,নীচে যায় বয়ে
হৃদপিণ্ডের ক্রিয়া চলে বেগবতী হয়ে।
উত্তাপ,আরক্তিমতা,দপদপ ব্যথা
ঢেউয়ের মত সর্ব অঙ্গে, বয়ে চলে সদা।
জ্বালা সদা স্পর্শকাতর,সংবেদনশীল
হঠাৎ আসে ব্যথা আর বুকে ধরে খীল
অস্হিরতা, স্নায়বিকতা হঠাৎ উদয় হয়
ছুয়ে দিলে ব্যথা লাগে সারা শরীলময়।
ভয়াবহ উদরাময়,বমি বমি ভাব
মাথা ব্যথা, চেহারায় লাল লাল ছাপ
যদি কারো উত্তাপের সাথে থাকে জ্বর
এমন রোগে বেলাডোনায় করিবেন নির্ভর।
ভ্রান্ত বিশ্বাস,ভয় করে মনের মধ্যে বাস
ঠান্ডায় রোগোৎপত্তি ভীষন সর্বনাশ
ফুস্কুড়ি, ফোঁড়া সাথে ব্যথা কিংবা জ্বরে
সময়মত দু এক ফোঁটায়,রোগ নিরাময় করে।
🎍 উৎসাহ পেলে আরো লিখব 👻 🪡
🍃 Dr.Md.Forhad Hossain
D.H.M.S(B.H.😎,DHAKA
Pdt(Hom)
Consultant:Homoeopathic Medicine
🍎চেম্বার:জার্মান হোমিও কেয়ার