Dr. Md. Mominul Islam Pramanik

Dr. Md. Mominul Islam Pramanik Health Problem Solution related

11/08/2024

কি দারুন আইডিয়া ❤️❤️❤️
ট্রাফিক বিভাগ ঢেলে সাজানো সময় স্টুডেন্টদের এড করা যায়, ৪/৬ ঘন্টা পার্ট টাইম জবের ব্যবস্থা করা যায়। এটা করলে ট্রাফিক বিভাগে দুর্নীতি যেমন অনেকটাই কমে আসবে, সাথে সাথে স্টুডেন্টদের আয়ের ব্যবস্থা হবে। ওরা দেশের জন্য যা করেন এতটুকু তাদের জন্য করতেই পারি।

বিঃ দ্রঃ আপনারা জানেন যে UK, USA এবং অন্যান্য শীর্ষস্থানীয় দেশে ছাত্ররা এই কাজ করে থাকে।

It's really high time to move up.

11/08/2024



জাবির (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ একজনের খাদ্য দু’জনের জন্য পর্যাপ্ত এবং দু’জনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট। (ই.ফা. ৫১৯৭, ই.সে. ৫২০৯)

সহিহ মুসলিম, হাদিস নং ৫২৬৫
হাদিসের মান: সহিহ হাদিস
সোর্স: আল হাদিস অ্যাপ, irdfoundation․com

18/06/2023

# #হিটস্ট্রোকের লক্ষণগুলো:

১.প্রচণ্ড মাথাব্যাথা
২.বমি ভাব ও বমি করা
৩.প্রচণ্ড দুর্বল হয়ে যাওয়া
৪.শ্বাসকষ্ট
৫.হার্টরেট বেড়ে যাওয়া
৬.জ্ঞান হারানো
৭.খিঁচুনি
৮.ঘাম না হওয়া
৯.শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া
১০.ত্বক শুষ্ক হয়ে যাওয়া।

07/06/2023

এই গরমে সবাই বেশী বেশী পানি পান করুন। আর ঠান্ডা জায়গায় শিশুদের রাখুন।

টাইম লাইনে রেখে দিন শেয়ার করে।নিজেও জানুন এবং  অন্যকেও জানার সুযোগ করে দিন।
24/05/2023

টাইম লাইনে রেখে দিন শেয়ার করে।
নিজেও জানুন এবং অন্যকেও জানার সুযোগ করে দিন।

21/05/2023
19/05/2023

. প্রস্রাবে ইনফেকশন।
UTI= Urinary tract infection
অল্প থাকতেই গুরুত্ব দিন।
নইলে বড় ধরনের সমস্যা হবে।


🧧 প্রস্রাবের ইনফেকশনের কারণ🧧

🔵১.স্বাভাবিকভাবে প্রস্রাব জীবাণুমুক্ত থাকে, তবে E. coli নামক জীবাণু, মূত্রনালীতে ঢুকে ইনফেকশন হতে পারে । এটিকে মূত্রনালীর প্রদাহ বলে।
🔵২.এই ইনফেকশন মুত্রথলিতে এমনকি কিডনিতেও ছড়াতে পারে। এটি কে বলে পাইলো নেফ্রাইটিস।

🔵৩ ক্ল্যামাইডিয়া এবং মাইক্রোপ্লাজমা নামক ক্ষুদ্র জীবাণু দুটো যৌন সংসর্গের মাধ্যমে স্থানান্তরিত হতে পারে।
🔵৪.যদি এমন ঘটে তাহলে স্বামী-স্ত্রী দু’জনেরই ইনফেকশনের চিকিৎসা করতে হবে।

🔵 ৫. কিডনিতে পাথর অথবা প্রোস্টেট বড় বা ডায়াবেটিস হওয়াতেও প্রস্রাবে ইনফেকশন হতে পারে।

🔵৬.স্বামীর কনডোমের কারণেও মহিলার যোনিতে E. coli ইনফেকশন হতে পারে।

🔵৭. মেয়েদের প্রস্রাবে জীবাণু সংক্রমণ বেশি হয়।
🔵৮. একবার মুত্রের ইনফেকশন হলে বারবার হওয়ার আশঙ্কা থাকে।
🔵৯. বছরে তিনবার বা এর বেশি প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে একে বলা হয় রিকারেন্ট ইউটিআই

🧧 ।। কাদের বেশী হয়?।🧧

🟠১০.মহিলাদের মূত্রাশয়ের প্রদাহ বা (cystitis) পুরুষের চেয়ে বেশি ও মারাত্মক ধরনের হয়, কারন-
🟠১১. মেয়েদের মূত্রনালির দৈর্ঘ্য কম এবং এর মুখের অবস্থান যোনিপথ এবং মলদ্বারের কাছাকাছি।
🟠১২. মলদ্বারে স্বাভাবিকভাবেই প্রচুর জীবাণু থাকে আর খুব সহজেই সেখান থেকে জীবাণু মূত্রনালিতে প্রবেশ করতে পারে।
🟠১২. ক) মাসিকের সময় ও যৌন মিলনের সময় ঝুঁকি বেশি থাকে।
🟠১৩. এছাড়া গর্ভাবস্থায় ইনফেকশন এর সম্ভবনা বেড়ে যায়।
🟠১৪. ডায়াবেটিস থাকলে বারবার প্রস্রাবে ইনফেকশন হয়।
🟠১৫. ক্যাথেটার করার জন্যও হতে পারে
🟠১৬. প্রস্রাবের বেগ দীর্ঘ সময় আটকে
রাখলেও হয়।
🟠১৭. অপরিচ্ছন্ন থাকা, নোংরা পানি ব্যবহার, যৌন মিলনের আগে ও পরে প্রস্রাব না করা বা পরিচ্ছন্ন না হওয়া এ সংক্রমণের বড় কারণ।
🟠১৮. ছোট মেয়েদের ক্ষেত্রে মূত্র নির্গমনের পর পানি দিয়ে পরিষ্কারের সময় বারবার হাত মূত্রনালির মুখ থেকে মলদ্বার ছুঁয়ে আবার মূত্রনালির মুখ স্পর্শ করার কারণে ঘন ঘন ইউটিআই(UTI) হতে পারে।
🟠১৯. মাসিক বন্ধ হয়ে যাবার পরে হরমোনগত কিছু পরিবর্তনের কারনে প্রস্রাবে ইনফেকশন হয়।
🟠২০. তাছাড়া, স্বাভাবিকের চেয়ে কম পরিমাণে পানি পান,মূত্রনালী চিকন হয়ে গেলে বা পাথর হলেও মহিলা ও পুরুষ দুজনেরই প্রস্রাবে ইনফেকশন হতে পারে।
🟠২১. যৌনবাহিত রোগ যেমিন গনোরিয়া হলে প্রস্রাবে জীবাণু সংক্রমণ হয়।

🟠২২. মূত্রতন্ত্রের কোথাও পাথর আছে কি না সেটা জানাও জরুরি।
🟠২৩. মেনোপজ বা স্থায়ী ঋতু বন্ধ হলে প্রস্রাবের সংক্রমণ বেশি হয়।
🟠২৪. যারা দীর্ঘমেয়াদি স্টেরয়েড-জাতীয় ওষুধ খান প্রস্রাবে জীবাণু সংক্রমণ বেশি হয়।

🧧লক্ষন কি?🧧

⭕মূত্রথলি বা এর নিচে ইনফেকশন হলেঃ
🟡২৫. প্রস্রাবে জ্বালা পোড়া
🟡২৬. ঘোলা, হলদে বা লালচে প্রস্রাব
🟡২৭. প্রস্রাব করার সময় তলপেট ও
প্রস্রাবের রাস্তায় তীব্র ব্যথা।
🟡২৮. প্রস্রাব ধরে রাখতে না পারা
🟡২৯. ঘন ঘন প্রস্রাব হওয়া
🟡৩০. মূত্রনালিতে জ্বালা, তলপেটে
অস্বস্তি থেকে শুরু করে প্রচণ্ড ব্যথা।

⭕ ইনফেকশন যদি মূত্রথলির উপরে কিডনিতে ছড়িয়ে যায় তাহলে-
🍎৩১. কাঁপুনি সহ জ্বর
🍎৩২. গায়ে ব্যথা, বমি বমি ভাব, খাবারে অরুচি
🍎৩৩. পেটের উপরের দিকে ডানে বা
বামে তীব্র ব্যথা যা পিঠের দিকে
ছড়িয়ে যায়,এ অবস্থা যথেষ্ট ঝুঁকিপূর্ণ।

🧧প্রতিরোধ🧧
(মানে যাতে না হয় সেজন্য কি করবেন)

⚠️৩৪. প্রচুর পানি পান করতে হবে ও পানি জাতীয় খাবার খেতে হবে,গরমের সময় বেশি খেতে হবে।
⚠️৩৫. এ ক্ষেত্রে লেবুর শরবত, ফলের রস, ডাব ইত্যাদি খাওয়া যেতে পারে।
⚠️৩৬. প্রস্রাবের চাপ হলে, প্রস্রাব জোর করে আটকে রাখবেন না, ওয়াশ রুমে যান।
⚠️৩৭. যৌনমিলনের আগে ও পরে প্রস্রাব করতে হবে ও পরিস্কার করতে হবে,
⚠️৩৮. যৌন মিলনে শুষ্কতা এড়াতে জেলি ব্যবহার করতে পারেন।
⚠️৩৯. তবে শুক্রাণুনাশক কোনো ওষুধ ব্যবহার করবেন না।
⚠️৪০. ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে,
⚠️৪১. সুতির অন্তঃবাস (আন্ডার ওয়ার) ব্যবহার করতে হবে,
⚠️৪২. মল ত্যাগের পর পায়ু এলাকা সামনে থেকে পেছনে ধুয়ে ফেলতে হবে,
⚠️৪৩. প্রস্রাব করার পর টয়লেট পেপার দিয়ে চেপে মুছতে হবে, কখনো ঘষবেন না এবং পায়খানার রাস্তা থেকে প্রস্তাবের রাস্তার দিকে কখনো মুছবেন না।
⚠️৪৪. কোষ্ঠ্যকাঠিন্যের চিকিৎসা করান। তাঁরা প্রচুর পানি পানের পাশাপাশি আঁশযুক্ত খাবার, যেমন- শাকসবজি, সালাদ, ফল, ইসবগুলের ভুসি ইত্যাদি বেশি করে খাবেন।
⚠️৪৫. তবে ইসবগুলের ভুসি ভিজিয়ে না রেখে সঙ্গে সঙ্গে খাবেন।
⚠️৪৬. মাসিকের সময় পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে,স্যানিটারি প্যাড ব্যবহার করবেন।
⚠️৪৭. মাসিকের সময় যৌন মিলন করবেন
না।
⚠️৪৮. যাদের মেনোপজ বা স্থায়ীভাবে মাসিক বন্ধ হয়ে গেছে তাদের বারবার প্রস্রাবে জীবাণু সংক্রমণ হলে চিকিৎসকের পরামর্শে যোনিপথে এবং মূত্রনালির মুখে ইস্ট্রোজেন ক্রিম ব্যবহার করতে হতে পারে।
⚠️৪৯. বারবার মুত্রের সংক্রমণ হলে স্বল্পমাত্রার অ্যান্টিবায়োটিক দীর্ঘদিন সেবন করতে হতে পারে।
⚠️৫০. কর্মরত মহিলাদের, স্কুল-কলেজের মেয়েদের প্রয়োজনে সাধ্যমতো উপযুক্ত ও স্বাস্থ্যসম্মত টয়লেটের ব্যবস্থা করতে হবে।

🧧ঘরে বসে চিকিৎসা🧧

🌐৫১. পর্যাপ্ত পানি পান করুন। এতে প্রচুর প্রস্রাব হবে, জীবাণু প্রস্রাবের মাধ্যমে বহুলাংশে বের হয়ে যাবে।

🌐৫২. যেসব খাবারে সাইট্রিক এসিড ও ক্যাফেইন আছে, যেমন কফি-টক স্বাদের জুস-অ্যালকোহল-কোমলপানীয় ইত্যাদি ইউরিন ইনফেকশন ভালো না হওয়া পর্যন্ত এড়িয়ে চলুন।

🌐৫৩. তলপেটে হালকা গরম সেঁক দিলে আরাম পাওয়া যায়। তবে বেশি তাপমাত্রার সেঁক দেওয়া যাবে না।

🌐৫৪. ক্র‍্যানবেরী জুস নিয়মিতভাবে খেলে প্রস্রাবে ইনফেকশন কম হবে,

🌐৫৫. গরমের দিনে দই খেতে পারেন।

🌐৫৬. প্রস্রাবে জীবাণু সংক্রমণের উপসর্গ দেখা দিলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
🌐 ৫৭. যথাসময়ে চিকিৎসা না করালে
স্থায়ীভাবে কিডনি সমস্যা হতে পারে।

05/05/2023

🟩বাবা-মা ধূমপায়ী হলে শিশুর যেসব রোগের ঝুঁকি রয়েছেঃ

*নিউমোনিয়া

*এজমা

*ব্রংকিওলাইটিস

# # # সুতরাং ধূমপান হতে সাবধান থাকুন।

# # # # নিজে সচেতন হোন,অপরকে সচেতন করুন।

Address

Dinajpur Medical College Hospital
Dinajpur
5200

Telephone

+8801717228752

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Md. Mominul Islam Pramanik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Md. Mominul Islam Pramanik:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category