শ্বাসকষ্ট, হাঁপানি এন্ড অ্যাজমা কেয়ার - COPD & Asthma Care

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • শ্বাসকষ্ট, হাঁপানি এন্ড অ্যাজমা কেয়ার - COPD & Asthma Care

শ্বাসকষ্ট, হাঁপানি এন্ড অ্যাজমা কেয়ার - COPD & Asthma Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from শ্বাসকষ্ট, হাঁপানি এন্ড অ্যাজমা কেয়ার - COPD & Asthma Care, Medical and health, Dinajpur.

এখানে শ্বাসকষ্ট, হাঁপানি ও অ্যাজমা সমস্যার জন্য প্রসিদ্ধ আয়ুর্বেদিক, ইউনানি এবং হারবাল ঔষধ পাওয়া যায় যা ২০ বছরের অধিক সময় ধরে পরীক্ষিত এবং বিভিন্ন রোগী এই ওষুধের উপকার পেয়ে আসছেন। একবার ব্যবহার করে যাচাই করতে পারেন। ইনশাআল্লাহ উপকার পাবেন। আল্লাহ ভরসা।

23/06/2025

এজমা, শ্বাস-কষ্ট ও হাপানির সমস্যাতে আমাদের ওষুধটি একবার ব্যবহার করে দেখুন। অবশ্যই উপকার পাবেন ইনশা আল্লাহ।

যোগাযোগ:
01950668696

শ্বাসকষ্ট, হাঁপানি এবং এজমার সমস্যা কমাতে কিছু করণীয় নিচে উল্লেখ করা হলো:১. ট্রিগারগুলো চিহ্নিত ও এড়িয়ে চলুন:ধূলা, ধোঁ...
15/05/2025

শ্বাসকষ্ট, হাঁপানি এবং এজমার সমস্যা কমাতে কিছু করণীয় নিচে উল্লেখ করা হলো:

১. ট্রিগারগুলো চিহ্নিত ও এড়িয়ে চলুন:
ধূলা, ধোঁয়া, পোষা প্রাণীর লোম, ফুলের রেণু, ঠান্ডা বাতাস, তীব্র গন্ধ (যেমন পারফিউম, স্প্রে), এবং কিছু নির্দিষ্ট খাবার (যদি অ্যালার্জি থাকে) হাঁপানি বা এজমার সমস্যা বাড়াতে পারে। এগুলো চিহ্নিত করে চলার চেষ্টা করুন।

২. ঘরোয়া প্রতিকার:
🌿🌿🌿 পেঁয়াজ: প্রদাহ কমাতে সাহায্য করে এবং শ্বাসপথ পরিষ্কার রাখতে পারে। কাঁচা পেঁয়াজ খেতে পারেন।

🌿🌿🌿 লেবু: ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। হালকা গরম জলে লেবুর রস ও সামান্য চিনি মিশিয়ে পান করতে পারেন।

🌿🌿🌿 ল্যাভেন্ডার তেল: গরম জলে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল মিশিয়ে ভাপ নিতে পারেন।

🌿🌿🌿 মধু: হাঁপানি নিরাময়ের প্রাচীন টোটকা। রাতে ঘুমানোর আগে এক চামচ মধুর সঙ্গে দারচিনি গুঁড়ো মিশিয়ে খেতে পারেন।

🌿🌿🌿 আদা: জলের সাথে আদা ফুটিয়ে সেই মিশ্রণ পান করলে আরাম পাওয়া যায়।

🌿🌿🌿 রসুন: দুধের সাথে কয়েক কোয়া রসুন ফুটিয়ে পান করলে ফুসফুসের রোগ নিরাময়ে সাহায্য করতে পারে।

🌿🌿🌿 কফি: গরম কফি শ্বাসনালীর প্রদাহ কমাতে এবং শরীরে শক্তি যোগাতে সাহায্য করে।

৩. শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম:
🌿🌿🌿 সোজা হয়ে বসে হাত দুটি থাইয়ের উপর রাখুন।
🌿🌿🌿 মুখ খুলে যতটা সম্ভব বাতাস ভেতরে টেনে নিন।
🌿🌿🌿 ঠোঁট বন্ধ করে ধীরে ধীরে বাতাস ছাড়ুন।
🌿🌿🌿 বুক ভরে শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রাখুন, তারপর ধীরে ধীরে ছাড়ুন।

৪. খাদ্যাভ্যাস:
🌿🌿🌿 ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেমন ফল, সবজি ও শস্য গ্রহণ করুন।

🌿🌿🌿 কমলালেবু, জাম্বুরা, লেবুর মতো সাইট্রাস ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

🌿🌿🌿 বাদাম ও বীজ (যেমন আখরোট, কাঠবাদাম, তিসি বীজ) স্বাস্থ্যকর ফ্যাট ও ভিটামিন ই সরবরাহ করে যা হাঁপানির জন্য উপকারী।

🌿🌿🌿 চর্বিযুক্ত মাছ (যেমন স্যামন, ম্যাকেরেল) ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে যা প্রদাহ কমাতে সাহায্য করে।

৫. জীবনধারা:
🌿🌿🌿 ধূমপান পরিহার করুন।
🌿🌿🌿 ঘরের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন।
🌿🌿🌿 নিয়মিত ব্যায়াম করুন, তবে ব্যায়ামের আগে ডাক্তারের পরামর্শ নিন।
🌿🌿🌿 মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।

৬. ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা:
🌿🌿🌿 শ্বাসকষ্ট, হাঁপানি বা এজমার সমস্যা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
🌿🌿🌿 ডাক্তারের দেওয়া ওষুধ ও ইনহেলার সঠিকভাবে ব্যবহার করুন।
🌿🌿🌿 নিয়মিত ফলো-আপে থাকুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলুন।

জরুরী পরিস্থিতিতে:
🌿🌿🌿 হঠাৎ তীব্র শ্বাসকষ্ট হলে দ্রুত ইনহেলার নিন।
🌿🌿🌿 ইনহেলার ব্যবহারের পরেও যদি শ্বাসকষ্ট না কমে, তাহলে দেরি না করে ডাক্তারের কাছে যান।

মনে রাখবেন, ঘরোয়া টোটকাগুলো শুধুমাত্র উপশমের জন্য, এগুলো চিকিৎসার বিকল্প নয়। সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার জন্য ডাক্তারের পরামর্শ অপরিহার্য।

☘️☘️☘️ ২০ বছর ধরে পরীক্ষিত আল্লাহর রহমতে ১০০% কার্যকরী একটি ওষুধ যা শ্বাস-কষ্ট, হাপানি ও এজমার সমস্যা সমাধানে কাজ করে, এরকম একটি ওষুধের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। ৮-১০ দিন ব্যবহারেই উপকার পাবেন ইনশাআল্লাহ।

☘️☘️☘️ ☘️☘️☘️☘️☘️☘️ ☘️☘️☘️ ☘️☘️☘️
মোবাইল/হোয়াটসএপঃ 01950-668696
☘️☘️☘️ ☘️☘️☘️ ☘️☘️☘️ ☘️☘️☘️ ☘️☘️☘️

নতুন পুরাতন যে কোন  #শ্বাস- #কষ্ট,  #কাশ ও  #হাঁপানি রোগে শ্বাস শান্তি নামক ঔষধ প্রথম দিন সেবন থেকে বা সেবনের মাত্র অল্প...
05/05/2025

নতুন পুরাতন যে কোন #শ্বাস- #কষ্ট, #কাশ ও #হাঁপানি রোগে শ্বাস শান্তি নামক ঔষধ প্রথম দিন সেবন থেকে বা সেবনের মাত্র অল্প সময়ের মধ্যে সুস্থ। নিয়মিত ৩ মাস সেবন করে বহু রোগী আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়। আবার অনেক রোগ কমে যায়। মাঝে মাঝে রোগ দেখা দিলে তখনি ঔষধ সেবন করতে হয়।

( দাম মাত্র =১৮০৳)

অর্ডার দিতে এ নাম্বারে এখনি যোগাযোগ করুন ০১৯৫০৬৬৮৬৯৬

16/04/2024

নতুন পুরাতন যে কোন শ্বাস কাশ ও হাঁপানি রোগে শ্বাস শান্তি নামক ঔষধ প্রথম দিন সেবন থেকে বা সেবন মাত্র অল্প সময়ের মধ্যে সুস্থ। নিয়মিত ৩ মাস সেবন করে বহু রোগী আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ হয়। আবার অনেক রোগ কমে যায়। মাঝে মাঝে রোগ দেখা দিলে তখনি ঔষধ সেবন করতে হয়। ( দাম মাত্র =১৮০৳)

অর্ডার দিতে এ নাম্বারে এখনি যোগাযোগ করুন ০১৯৫০৬৬৮৬৯৬

Address

Dinajpur

Telephone

+8801950668696

Website

Alerts

Be the first to know and let us send you an email when শ্বাসকষ্ট, হাঁপানি এন্ড অ্যাজমা কেয়ার - COPD & Asthma Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to শ্বাসকষ্ট, হাঁপানি এন্ড অ্যাজমা কেয়ার - COPD & Asthma Care:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram