
14/06/2025
বিশ্ব রক্তদাতা দিবস আজ। প্রতিবছর ১৪ জুন এ দিবসটি পালিত হয়।
দিবসটির মূল উদ্দেশ্য হলো গোটা বিশ্বের মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করে তোলা, উদ্বুদ্ধ করা, মানুষের মধ্যে সংহতি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে রক্তদানের গুরুত্ব প্রচার, রক্তদানের ক্ষেত্রে অমূলক ভয় দূর করা, নতুন রক্তদাতা তৈরি করা এবং নিরাপদ রক্ত ব্যবহারে উৎসাহিত করা।
🎯রক্তদান কেবল অন্যের জন্যে নয়, নিজের জন্যেও উপকারী। গবেষণা বলছে, নিয়মিত রক্তদানে শরীর নতুন রক্তকণিকা তৈরির সক্ষমতা বাড়ে, অস্থিমজ্জা সক্রিয় হয়, রক্তের প্রবাহ ভালো থাকে। এতে হৃদরোগের ঝুঁকি কমে, শরীর থাকে চনমনে, এমনকি রক্তদানে মানসিক প্রশান্তিও বাড়ে।
কারণ আপনি জানেন- রক্তদানের মতো মহৎ একটি ছোট্ট সিদ্ধান্তই হয়ে উঠতে পারে মুমূর্ষ কোনো রোগীর জীবনরক্ষাকার মতো সৎকর্ম।
সিইজি ও সিইজি ব্লাড ব্যাংকের সদস্য, শুভাকাঙ্ক্ষী, রক্তদাতা, রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবী ভাইবোনদের হৃদয়ের অন্তঃস্থল থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের মহান ত্যাগের জন্যই প্রতিনিয়ত রক্তদান করার সহজ হচ্ছে।
রক্তদান যারা করে ও রক্ত সংগ্রহ করে এই সকল স্বেচ্ছাসেবী অবশ্যই মহান ও উদার মনের মানুষ। মহান আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দিক।
ধন্যবাদ সবাইকে
নুরুল আমিন শাহ
সিইজি ব্লাড ব্যাংক, প্রতিষ্ঠাতা