CEG Blood Bank

CEG Blood Bank সিইজি ব্লাড ব্যাংক চিরিরবন্দর, দিনাজপুর, রংপুর ও ঢাকায় রক্তদান করে আসছে। সেচ্ছাসেবী কাজে যুক্ত।

বিশ্ব রক্তদাতা দিবস আজ। প্রতিবছর ১৪ জুন এ দিবসটি পালিত হয়।দিবসটির মূল উদ্দেশ্য হলো গোটা বিশ্বের মানুষকে রক্তদানের বিষয়ে ...
14/06/2025

বিশ্ব রক্তদাতা দিবস আজ। প্রতিবছর ১৪ জুন এ দিবসটি পালিত হয়।

দিবসটির মূল উদ্দেশ্য হলো গোটা বিশ্বের মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করে তোলা, উদ্বুদ্ধ করা, মানুষের মধ্যে সংহতি ও সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতে রক্তদানের গুরুত্ব প্রচার, রক্তদানের ক্ষেত্রে অমূলক ভয় দূর করা, নতুন রক্তদাতা তৈরি করা এবং নিরাপদ রক্ত ব্যবহারে উৎসাহিত করা।

🎯রক্তদান কেবল অন্যের জন্যে নয়, নিজের জন্যেও উপকারী। গবেষণা বলছে, নিয়মিত রক্তদানে শরীর নতুন রক্তকণিকা তৈরির সক্ষমতা বাড়ে, অস্থিমজ্জা সক্রিয় হয়, রক্তের প্রবাহ ভালো থাকে। এতে হৃদরোগের ঝুঁকি কমে, শরীর থাকে চনমনে, এমনকি রক্তদানে মানসিক প্রশান্তিও বাড়ে।

কারণ আপনি জানেন- রক্তদানের মতো মহৎ একটি ছোট্ট সিদ্ধান্তই হয়ে উঠতে পারে মুমূর্ষ কোনো রোগীর জীবনরক্ষাকার মতো সৎকর্ম।

সিইজি ও সিইজি ব্লাড ব্যাংকের সদস্য, শুভাকাঙ্ক্ষী, রক্তদাতা, রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবী ভাইবোনদের হৃদয়ের অন্তঃস্থল থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আপনাদের মহান ত্যাগের জন্যই প্রতিনিয়ত রক্তদান করার সহজ হচ্ছে।

রক্তদান যারা করে ও রক্ত সংগ্রহ করে এই সকল স্বেচ্ছাসেবী অবশ্যই মহান ও উদার মনের মানুষ। মহান আল্লাহ তাদের সবাইকে উত্তম প্রতিদান দিক।

ধন্যবাদ সবাইকে
নুরুল আমিন শাহ
সিইজি ব্লাড ব্যাংক, প্রতিষ্ঠাতা

আলহামদুলিল্লাহ এ+ পজেটিভ রক্তদান সিইজি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সেচ্ছাসেবী, রক্তযোদ্ধা আবদুল্লাহ ভাইয়ের ৩১তম এ+ পজে...
19/05/2025

আলহামদুলিল্লাহ এ+ পজেটিভ রক্তদান

সিইজি ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সেচ্ছাসেবী, রক্তযোদ্ধা আবদুল্লাহ ভাইয়ের ৩১তম এ+ পজেটিভ রক্তদান।

আবদুল্লাহ ভাই অনেকদিন থেকে সেচ্ছাসেবী কাজের সাথে জড়িত। শত শত মানুষের রক্ত রংগ্রহ করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মানুষের সেবায় তিনি অনন্য অবদান রেখেছেন।

মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক, আমিন।

সিইজি ও সিইজি ব্লাড ব্যাংকের পক্ষে আবদুল্লাহ ভাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই।

#সিইজি ❤️❤️
#শুভ_হোক_রক্তদান

আলহামদুলিল্লাহ এ- নেগেটিভ রক্তদানসিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী রক্তদাতা লাইছুর রহমান ভাই এ- নেগেটিভ রক্তদান করলেন। ম...
04/05/2025

আলহামদুলিল্লাহ এ- নেগেটিভ রক্তদান

সিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী রক্তদাতা লাইছুর রহমান ভাই এ- নেগেটিভ রক্তদান করলেন। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক, আমিন।

সৈয়দপুরের সেবা ক্লিনিকে এক রোগীকে রক্তদাতা লাইছুর রহমান ভাই ১৩তম বার এ- নেগেটিভ রক্তদান করলেন। শুভ হোক তার আগামীর পথচলা।

রক্ত মেনেজ করে দেন সিইজি ব্লাড ব্যাংকের সহ সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান। সে একজন নিবেদিতপ্রাণ রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবী। পাশে ছিলেন কয়েকজন স্বেচ্ছাসেবী।

রক্ত দিন, জীবন বাচাতে এগিয়ে আসুন,
রক্তদান করে মানুষের সেবায় নিয়োজিত থাকুন।

সিইজি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্তদাতা লাইছুর রহমান ভাইকে রক্তিম শুভেচ্ছা, শুভকামনা ও আন্তরিক অভিনন্দন জানাই।

#সিইজি ❤️❤️
#শুভ_হোক_রক্তদান

আলহামদুলিল্লাহ শুভ হোক রক্তদান - সিইজি ❤️❤️সিইজি ব্লাড ব্যাংকের সহ‌ প্রচার সম্পাদক রক্তদাতা জাকারিয়া ভাই এবি+ পজিটিভ রক্...
24/04/2025

আলহামদুলিল্লাহ শুভ হোক রক্তদান - সিইজি ❤️❤️

সিইজি ব্লাড ব্যাংকের সহ‌ প্রচার সম্পাদক রক্তদাতা জাকারিয়া ভাই এবি+ পজিটিভ রক্তদান করলেন। মহান আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক, আমিন।

সৈয়দপুরের সেবা ক্লিনিকে এক সিজারের রোগীকে রক্তদাতা জাকারিয়া ভাই ১১তম বার এবি+ রক্তদান করলেন। জাকারিয়া ভাই একজন নিবেদিতপ্রাণ সেচ্ছাসেবী। শুভ হোক তার আগামীর পথচলা।

রক্ত মেনেজ করে দেন সিইজি ব্লাড ব্যাংকের সহ সাংগঠনিক সম্পাদক শাহীনুর রহমান। সে একজন নিবেদিতপ্রাণ রক্তযোদ্ধা ও স্বেচ্ছাসেবী।

রক্ত দিন, জীবন বাচাতে এগিয়ে আসুন,
রক্তদান করে মানুষের সেবায় নিয়োজিত থাকুন।

সিইজি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে রক্তদাতা জাকারিয়া ভাইকে রক্তিম শুভেচ্ছা, শুভকামনা ও আন্তরিক অভিনন্দন জানাই।

#সিইজি ❤️❤️
#শুভ_হোক_রক্তদান

আলহামদুলিল্লাহ বি+ পজেটিভ রক্তদান ❤️❤️চিরিরবন্দর ইডুকেটেড জেনারেশন সিইজি'র সহ পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন সাগর ...
24/04/2025

আলহামদুলিল্লাহ বি+ পজেটিভ রক্তদান ❤️❤️

চিরিরবন্দর ইডুকেটেড জেনারেশন সিইজি'র সহ পরিবেশ বিষয়ক সম্পাদক সারোয়ার হোসেন সাগর বি+ পজিটিভ রক্ত দিলেন। মহান আল্লাহ রক্তদাতা সারোয়ার হোসেন সাগরকে উত্তম প্রতিদান দিক, আমিন।

ডা: আজগর আলী মেমোরিয়ালে এক সিজারের রোগীকে সারোয়ার হোসেন সাগর ২৪তম বার বি+ পজেটিভ রক্তদান করলেন। শুভ হোক তার আগামীর পথচলা।

রক্ত সংগ্রহ করে দেন সিইজি ব্লাড ব্যাংকের সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক সামিউল ইসলাম। সামিউল একজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা।

রক্ত দিন - জীবন বাচাতে এগিয়ে আসুন,
রক্তদান করে মানুষের সেবায় নিয়োজিত থাকুন।

সিইজি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সারোয়ার হোসেন সাগরকে রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইলো।

#শুভ_হোক_রক্তদান
#সিইজি ❤️❤️

আলহামদুলিল্লাহ ও+ পজেটিভ রক্তদান ❤️❤️সিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী সদস্য রক্তদাতা সামিউল ইসলাম সুজন ভাই ও+ পজিটিভ রক...
24/04/2025

আলহামদুলিল্লাহ ও+ পজেটিভ রক্তদান ❤️❤️

সিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী সদস্য রক্তদাতা সামিউল ইসলাম সুজন ভাই ও+ পজিটিভ রক্ত দিলেন। মহান আল্লাহ রক্তদাতা সামিউল ইসলাম সুজন ভাইকে উত্তম প্রতিদান দিক, আমিন।

লালমনিরহাটে এক ক্লিনিকে এক সিজারের রোগীকে সামিউল ইসলাম সুজন ভাই ৫ম বার ও+ পজেটিভ রক্তদান করলেন। শুভ হোক তার আগামীর পথচলা।

রক্ত সংগ্রহ করে দেন সিইজি ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক সাকিব। সাকিব একজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা।

রক্ত দিন - জীবন বাচাতে এগিয়ে আসুন,
রক্তদান করে মানুষের সেবায় নিয়োজিত থাকুন।

সিইজি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে সামিউল ইসলাম সুজন ভাইকে রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইলো।

#শুভ_হোক_রক্তদান
#সিইজি ❤️❤️

আলহামদুলিল্লাহ ও+ পজেটিভ রক্তদান ❤️❤️সিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী সদস্য রক্তদাতা আরিফুল ইসলাম ভাই ও+ পজিটিভ রক্ত দি...
24/04/2025

আলহামদুলিল্লাহ ও+ পজেটিভ রক্তদান ❤️❤️

সিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী সদস্য রক্তদাতা আরিফুল ইসলাম ভাই ও+ পজিটিভ রক্ত দিলেন। মহান আল্লাহ রক্তদাতা আরিফুল ইসলাম ভাইকে উত্তম প্রতিদান দিক, আমিন।

রংপুর ডক্টরস ক্লিনিকে এক ডায়ালেসিস রোগীকে আরিফুল ইসলাম ভাই ৭ম বার ও+ পজেটিভ রক্তদান করলেন। শুভ হোক তার আগামীর পথচলা।

রক্ত সংগ্রহ করে দেন সিইজি ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক সাকিব। সাকিব একজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা।

রক্ত দিন - জীবন বাচাতে এগিয়ে আসুন,
রক্তদান করে মানুষের সেবায় নিয়োজিত থাকুন।

সিইজি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে আরিফুল ইসলাম ভাইকে রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইলো।

#শুভ_হোক_রক্তদান
#সিইজি ❤️❤️

আলহামদুলিল্লাহ এ+ পজেটিভ রক্তদান ❤️❤️সিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী সদস্য রক্তদাতা মনজুরুল ভাই এ+ পজিটিভ রক্ত দিলেন। ...
24/04/2025

আলহামদুলিল্লাহ এ+ পজেটিভ রক্তদান ❤️❤️

সিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী সদস্য রক্তদাতা মনজুরুল ভাই এ+ পজিটিভ রক্ত দিলেন। মহান আল্লাহ রক্তদাতা মনজুরুল ভাইকে উত্তম প্রতিদান দিক, আমিন।

চিরিরবন্দর ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে এক রক্তশূন্যতা রোগীকে মনজুরুল ভাই ৭ম বার এ+ পজেটিভ রক্তদান করলেন। শুভ হোক তার আগামীর পথচলা।

রক্ত সংগ্রহ করে দেন সিইজি ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক সাকিব। সাকিব একজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা।

রক্ত দিন - জীবন বাচাতে এগিয়ে আসুন,
রক্তদান করে মানুষের সেবায় নিয়োজিত থাকুন।

সিইজি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে মনজুরুল ভাইকে রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইলো।

#শুভ_হোক_রক্তদান
#সিইজি ❤️❤️

আলহামদুলিল্লাহ বি+ পজেটিভ রক্তদান ❤️❤️সিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী রক্তদাতা জিসান ভাই বি+ পজিটিভ রক্ত দিলেন। মহান আ...
24/04/2025

আলহামদুলিল্লাহ বি+ পজেটিভ রক্তদান ❤️❤️

সিইজি ব্লাড ব্যাংকের শুভাকাঙ্ক্ষী রক্তদাতা জিসান ভাই বি+ পজিটিভ রক্ত দিলেন। মহান আল্লাহ রক্তদাতা জিসান ভাইকে উত্তম প্রতিদান দিক, আমিন।

ডা: আজগর আলী মেমোরিয়ালে এক সিজারের রোগীকে জিসান ভাই ৭ম বার বি+ পজেটিভ রক্তদান করলেন। শুভ হোক তার আগামীর পথচলা।

রক্ত সংগ্রহ করে দেন সিইজি ব্লাড ব্যাংকের সাংগঠনিক সম্পাদক সাকিব। সাকিব একজন নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবী ও রক্তযোদ্ধা।

রক্ত দিন - জীবন বাচাতে এগিয়ে আসুন,
রক্তদান করে মানুষের সেবায় নিয়োজিত থাকুন।

সিইজি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে জিসান ভাইকে রক্তিম শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন রইলো।

#শুভ_হোক_রক্তদান
#সিইজি ❤️❤️

ড্রোন থেকে তোলা ছবি  #সিইজি ❤️❤️ #সিইজি_ব্লাড_ব্যাংক
31/03/2025

ড্রোন থেকে তোলা ছবি

#সিইজি ❤️❤️
#সিইজি_ব্লাড_ব্যাংক

আলহামদুলিল্লাহ!আজকের ইফতার মাহফিল আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা ধারণা করেছিলাম হয়তো ২০০-৩০০ জন অতিথি আসবেন। ক...
31/03/2025

আলহামদুলিল্লাহ!

আজকের ইফতার মাহফিল আমাদের সবার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আমরা ধারণা করেছিলাম হয়তো ২০০-৩০০ জন অতিথি আসবেন। কিন্তু আল্লাহর অশেষ রহমতে ও আপনাদের ভালোবাসায় আজ প্রায় ৪০০+ মানুষের উপস্থিতিতে ইফতার মাহফিলটি হয়ে উঠেছে সফল ও প্রাণবন্ত।

এটাই প্রমাণ করে —
❝সৎ উদ্দেশ্য আর ভালো কাজের প্রতি সমাজ কখনো মুখ ফিরিয়ে নেয় না❞।

চিরিরবন্দর এডুকেটেড জেনারেশন (CEG) শুধু একটি সংগঠন নয়, এটি চিরিরবন্দরের শিক্ষিত, মানবিক ও সহানুভূতিশীল প্রজন্মের একটি পরিবার। আমরা নিরবে-নিভৃতে মানুষের পাশে দাঁড়াই, কারো দুঃখে সঙ্গী হই, ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরণে সাধ্যমতো সহায়তা করি।

আজকের এই বিপুল মানুষের উপস্থিতি প্রমাণ করে দিয়েছে —
CEG মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে আমাদের ধারাবাহিক ভালো কাজের মাধ্যমেই।

তবে আমি আন্তরিকভাবে দুঃখিত,
এত বেশি মানুষের আগমন হওয়ায় আপ্যায়নে কিছুটা ঘাটতি তৈরি হয়েছে।
আমি ব্যক্তিগতভাবে এবং আমাদের আয়োজক পরিবার, CEG-এর পক্ষ থেকে সবার কাছে ক্ষমাপ্রার্থী।

আপনাদের ভালোবাসা, ধৈর্য ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।
আশা করি আপনারা আমাদের ভুলত্রুটি ক্ষমাসুন্দর চোখে দেখবেন এবং আগামীতেও আমাদের পাশে থাকবেন।

চলো, আমরা সবাই মিলে আরও ভালো কিছু করি।
CEG থাকবে চিরিরবন্দরের মানুষের সুখ-দুঃখের পাশে, ইনশাআল্লাহ।

CEG — শুধু সংগঠন নয়, এটি আমাদের ভালোবাসার পরিবার।

নুরুল আমিন শাহ
সিইজি সভাপতি

Address

Dinajpur
5200

Telephone

+8801839374055

Website

Alerts

Be the first to know and let us send you an email when CEG Blood Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category

Educated Generation Blood Bank

এডুকেটেড জেনারেশন ব্লাড ব্যাংক 📷