Alpha Diagnostic Center And Hospital

Alpha Diagnostic Center And Hospital স্বাস্থ্য সচেতনতামূলক সেবা অনলাইনে পেতে লাইক দিয়ে ও কমেন্ট করে মতামত জানিয়ে সঙ্গে থাকুন ❤️

12/04/2025

=======
|| ০০১ ||
============
|| ডিসপেপসিয়া ||
=============

সংজ্ঞাঃ
=====
হজম সংক্রান্ত ও পেটের নানা সমস্যাকে এক সাথে বলা হয় ডিসপেপসিয়া (Dyspepsia) বা বদহজম। কেবল বদহজম মানেই আবার ডিসপেপসিয়া নয়। বমিবমিভাব বা বমি হওয়া, অম্বল বা চুকা ঢেকুর ওঠা, পেট গুড়গুড় বা পেট ভুটভাট করা, পেট ব্যথা করা, খাবারে অরুচি, গলা জ্বালাপোড়া করা, পেটে গ্যাস হয়ে ফুলে যাওয়া, আবার কোষ্ঠকাঠিন্য বা পাতলা পায়খানা হওয়া এমন সব সমস্যা এক সাথে হলে তাকে বলা হয় ডিসপেপসিয়া (Dyspepsia)।

কারণঃ
,=====
=> অনিয়মিত খাবার খাওয়া
=> অতিরিক্ত তেল ঝাল মশলাদ্বার খাবার
=> গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, GERD, ডায়াবেটিস, প্যানক্রিয়েটাইটিস, পিত্তপাথর, সিলিয়াক ডিজিজ এমন বিভিন্ন রোগের কারণেও হয়
=> অ্যান্টিবায়োটিক, অ্যাসপিরিন ও NSAID, স্টেরয়েড, কেমোথেরাপিক ঔষধ, opiales এমন জাতীয় ঔষধ সেবনের কারণেও হতে পারে

লক্ষণঃ
=====
=> উপর পেটে ব্যথা
=> পেট ফাঁপা ও পেট ফুলে যাওয়া
=> অম্বল বা চুকা ঢেকুর ওঠা
=> বমিবমি ভাব বা বমি হওয়া
=> অস্বস্তি বোধ করা

রোগ নির্ণয়ঃ
========
=> বিস্তারিত বিবরণ নেওয়া
=> শারীরিক পরীক্ষা করা
=> রক্ত পরীক্ষা করা
=> এন্ডোস্কোপি পরীক্ষা করা
=> ইমেজিং পরীক্ষা করা
=> গ্যাস্ট্রিক ফাংশন টেস্ট করা

প্রতিরোধঃ
=> নিয়মিত নির্দিষ্ট সময়ে খাবার খেতে হবে
=> খাবার পর্যাপ্ত চিবিয়ে খেতে হবে
=> খাবার খাওয়ার পর শুয়ে থাকা যাবে না
=> ধূমপান থেকে বিরত থাকতে হবে
=> অ্যালকোহল গ্রহণ সীমাবদ্ধ রাখতে হবে
=> চিনিযুক্ত ও চর্বিযুক্ত খাবার খাওয়া কমিয়ে দিতে হবে
=> স্ট্রেস কমানোর কৌশল শিখে তা ব্যবহার করতে হবে
=> প্রোবায়োটিক এবং এনজাইম সম্পূরক খাবার খেতে হবে

কখন চিকিৎসককে দেখাবেন
====================
=> দৈনন্দিন কাজ কর্মে ব্যাঘাত ঘটলে
=> ক্রমাগত বমি হলে
=> বমির সাথে রক্ত আসলে
=> শ্বাসকষ্ট, ঘাম, বুকে/চোয়ালে/ঘাড়ে/বাহুতে ব্যথা হলে
=> কালো বা টারি মল হলে
=> বমিসহ উচ্চ জ্বর হলে
=> পেট অনেকটা ফুলে গেলে
=> কঠিন বা তরল খাবারও গিলতে কষ্ট হলে

করণীয়ঃ
======
=> ধূমপান ছেড়ে দিতে হবে
=> যে সব খাবার খেলে সমস্যা হয় সে সব খাবার খাওয়া যাবে না
=> ভাজাপোড়া ও চকলেট খাওয়া বাদ দিতে হবে
=> খাবার খাওয়ার তিন ঘন্টার মধ্যে শোয়া যাবে না
=> খাবার ধীরে ধীরে ভালোভাবে চিবিয়ে খেতে হবে
=> কোমল পানীয় পান করা যাবে না
=> এসিড রিফ্লাক্স হলে শোয়ার আগে খাবার খাওয়া যাবে না
=> বেশি খাওয়া, দ্রুত খাওয়া, উচ্চ মাত্রায় ফ্যাটযুক্ত খাবার খাওয়া বাদ দিতে হবে

চিকিৎসাঃ
=======
=> সমস্যাযুক্ত খাবার না খাওয়া
=> অ্যান্টাসিড জাতীয় ঔষধ খেতে হবে
=> অ্যাসিড ব্লকার ঔষধ খেতে হবে
=> প্রকিনেটিক্স যেমন - মেটাক্লোপ্রামাইড, ডমপেরিডন, এরিথ্রোমাইসিন জাতীয় ঔষধ খেতে হবে
=> যদি আলসার বা গ্যাস্ট্রাইটিস এইচ, পাইলোরি ব্যাক্টেরিয়ার কারণে হয় তবে অ্যান্টিবায়োটিক সেবন করতে হবে
=> হালকা করে ট্রাইসাইক্লিক এন্টিডিপ্রেসেন্টস - ইমিপ্রামাইন, অ্যামিট্রপটাইলিন জাতীয় ঔষধ খাওয়া ভালো

_______________________

12/04/2025
25/03/2025

আলফা ডায়াগনস্টিক সেন্টারে আপনাকে স্বাগতম।

12/02/2025

আমাদের বাচ্চাদের যত্ন নিতে হবে শারীরিকভাবে,, ডিজিটাল ভাবে নয়।

22/01/2025

দিনাজপুর মেডিকেল কলেজ।

আলফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন। যোগাযোগ :01786767360
03/11/2024

আলফা ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখছেন। যোগাযোগ :01786767360

17/02/2024

Diseases:
=============
Peptic Ulcer.
=============

সংজ্ঞাঃ
=====
পেপটিক আলসার ( Peptic ulcer) হল একটা ফোস্কা বা ঘা যা পাকস্থলীর দেয়ালের ভিতরে বা ক্ষুদ্র অন্ত্রের প্রথম অংশে এবং কখনো খাদ্যনালীর নীচের অংশে যেখানে পাকস্থলীর শুরু সেখানে হয়।

পেপটিক আলসার কয়েক ধরনের হয়-
=> Gastric ulcer
=> Esophageal ulcer
=> Duodenal ulcer
=> Meckel's diverticulum ulcer

কারণঃ
=====
=> ব্যাক্টেরিয়া- হেলিকোব্যাক্টর পাইলোরি
=> NSAID ঔষধ সেবন
=> দীর্ঘক্ষণ বা দীর্ঘদিন খালি পেটে থাকলে
=> এসিড ও পেপসিন নিঃসরণ বেশি হলে
=> ঝাল ও মশলাদার খাবার বেশি খেলে
=> অতিরিক্ত ধূমপান ও মদ্যপান করলে
=> বেশি বেশি ভাজা পোড়া ও বাসি খাবার খেলে
=> অধিক পরিমাণে চা কফি পান করলে
=> তেল বেশি খেলে
=> বেশি টিনজাত (টিন সংরক্ষিত) খাবার খেলে
=> Hurry- তাড়াহুড়ো করে কিছু করা
=> Worry- মানসিক চাপ বা দুশ্চিন্তা করা
=> Curry- ঝাল ও মশলাযুক্ত খাবার খাওয়া
=> ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে
=> বংশগত
=> রেডিয়েশন থেরাপি
=> পেটের ক্যান্সার
=> স্টেরয়েড জাতীয় ঔষধ খেলে
=> অস্ত্রপোচারের কারণে
=> গুরুতর অসুস্থতা ম্যালিগন্যান্ট টিউমার

লক্ষণঃ
=====
=> পেটের মাঝ বরাবর নাভির উপরে হঠাৎ ব্যথা হয় অর্থাৎ Pain in epigastric region
=> অম্বল ঢেঁকুর উঠবে
=> বমি বা বমিবমি ভাব
=> ক্ষুধামন্দা বা ঘন ঘন ক্ষুধা লাগবে অর্থাৎ ক্ষুধা পরিবর্তন হবে
=> পেট ও বুক জ্বালা করবে
=> বদহজম হবে
=> খাবার খাওয়ার সাথে ব্যথার সম্পর্ক অর্থাৎ খালি ও ভরাপেটে ব্যথা বেশি হয়
=> পেট ফাঁপা থাকবে বা ফুলে যাবে বা পেট ভরা থাকার অনুভূতি হবে
=> NSAID ব্যবহারের ইতিহাস থাকবে
=> ওজন কমে যাবে
=> পেট খুব জ্বলবে
=> আয়রণ ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা দিবে
=> চর্বিযুক্ত খাবারে অসহিষ্ণুতা
=> মাথা ঘুরবে
=> শ্বাস নিতে কষ্ট হবে
=> মূর্ছা যেতে পারে
=> অত্যধিক ঘাম হতে পারে
=> পেট স্পর্শ করা যায় না

পরামর্শঃ
======
=> ধূমপান ও অ্যালকোহল বন্ধ করতে হবে নতুবা কমাতে হবে
=> NSAID বা ব্যথানাশক ঔষধ খাওয়া যথা সম্ভব বন্ধ করতে হবে
=> উত্তেজক পানীয় ও অতিরিক্ত এসিড ক্ষরণ হয় এমন খাবার পরিহার করতে হবে
=> খুব গরম বা খুব ঠান্ডা খাবার এড়িয়ে চলতে হবে
=> কাচা খাবার এড়িয়ে চলতে হবে
=> অতিরিক্ত ঝাল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলতে হবে
=> নিয়মিত ব্যায়াম করতে হবে
=> অতিরিক্ত চাপ কমাতে হবে
=> কম ক্যাফেইন গ্রহণ করতে হবে
=> ফাইবার সমৃদ্ধ একটি সুষম খাবার খেতে হবে
=> এন্টিআলসারেন্ট খেতে হবে
=> জীবাণু দ্বারা হলে বিভিন্ন ঔষধের সমন্বয়ে ওষুধ সেবন করতে হবে

জটিলতাঃ
=======
=> পাকস্থলী ফুটা বা পেটের আস্তরণ বা ছোট অন্ত্রে ছিদ্র
=> অভ্যন্তরীণ রক্তক্ষরণ
=> রক্তবমি
=> কালো পায়খানা
=> ডিওডেনাম খোলায় বাঁধা
=> দাগ টিস্যুগঠন
=> রক্তশূণ্যতা
=> পৌষ্টিকনালির পথ সরু হওয়া
=> ক্যান্সার

পরীক্ষাঃ
======
=> রোগীর শারীরিক পরীক্ষা
=> শ্বাস পরীক্ষা
=> Endoscopy of upper Gastro-intestinal tract
=> বেরিয়াম এক্সরে
=> ইমেজিং পরীক্ষা
=> এইচ পাইলোরি পরীক্ষা
=> সিটি স্ক্যান
=> উচ্চ গ্যাস্ট্রোইনটেস্টাইন সিরিজ
____________________________________

24/05/2023

যে ১০টি ঔষধ আপনারা সবাই বাসায় রাখবেন-

১. Sergel 20 mg. গ্যাস্ট্রিকের সমস্যা হলে সকালে ও রাতে খালি পেটে খাবেন।
২. viset 50 mg বা Algin 50 mg যে কোন পেট ব্যথ্যা বা মহিলাদের পিরিয়ডের সময় ব্যথ্যা হলে ভরা পেটে খাবেন।
৩. Napa Extra বা Napa Extend জ্বর বা ব্যথ্যা হলে খাবেন।
৪. Ecosprin 75 mg বুকে চাপ চাপ ব্যথ্যা হলে খাবেন।
৫. Flazyl 400 mg বা Filmet 400 mg.পাতলা পায়খানা বা আমাশয় হলে খাবেন।
৬. Tufnil 200 mg প্রচন্ড মাথা ব্যথ্যা হলে খাবেন।
৭. Rolac 10 mg বা Tory 90 mg দাঁত ব্যথ্যা হলে খাবেন।
৮. Rupa 10 mg বা Fexo 120 mg স্বদি ঠান্ডা, কাশি বা এলার্জি হলে খাবেন।
৯. Emistat 8 mg বমি হলে খাবেন।
১০. Tenoloc 50 mg বা Amdocal 5 mg হঠাৎ প্রেশার বেড়ে গেলে খাবেন।
প্রাথমিক চিকিৎসা হিসাবে ঔষধগুলো হাতের কাছে রেখে দিবেন। (প্রয়োজনে ডাক্তারের স্মরণাপন্ন হবেন।)
উল্লেখ্য ব্যথার ঔষধ সব সময় ভরা পেটে খাবেন এবং খাবারের আগে গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেবেন।

Address

Dinajpur

Telephone

+8801786767360

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alpha Diagnostic Center And Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Alpha Diagnostic Center And Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram