Physiotherapy any type of problems and solution

Physiotherapy any type of problems and solution সুস্থ দেহ, সুন্দর মন রাখতে ফিজিওথেরাপি প্রয়োজন।

15/05/2024
14/03/2024

যাদের শরীরে uric acid লেভেল বেশি হয়ে যায় তাদের পায়ের বৃদ্ধাংগুলিতে gout arthritis বা শরীরে ব্যথা হয়ে থাকে । তাই যে সমস্থ খাবার খেলে শরীরে uric acid level বেড়ে যেতে পারে সে গুলো র লিস্ট নিচে দেওয়া হলোঃ
০১) মাংশঃ গরু, কলিজা, মগজ সম্পূর্ন নিষেধ এবং ৬ মাস মুরগি,কবুতর বা অন্যান্য পাখির মাংশ খাবেন না ।
০২) শাকসবজিঃ পুই শাক, ডাটা শাক, লাল শাক, পালং শাক, বাঁধাকপি, ফুলকপি,গাজর ,ছোলা বুট, যে কোন ডালের তলানী, মটর শুটি, কাঠালের বিচি, শিমের বিচি এবং বিচি জাতীয় খাবার।
০৩) ফলঃ কলা,আংগুর,শুকনো ফল, যেমনঃ কিসমিস
০৪) মাছঃ ছোত মাছ, সমুদ্রের মাছ, মাছের ডিম
০৫) অন্যান্যঃ দুধ ও দুধ জাতীয় খাবার ও দিম। ফ্রিজের খাবার খাওয়া নিষেধ। মধ্যপান ও কমল পানিয় সম্পুর্ন নিষেধ।

শরীরে uric acid level বেশি হলে / gout arthritis হলে উপরিউক্ত খাবার গুলো পরিহার করাই উত্তম।
ব্যথার সমস্যা সমাধানে অতিরিক্ত ব্যথা নাশক ঔষুধ কিডনি,লিভার নষ্ট এবং ডায়াবেটিসের কারন হতে পারে।

22/02/2024
⏺ Thoracic /Upper Back Pain: পিঠে হঠাৎ প্রচণ্ড ব্যথা ? অবহেলা করবেন না, বিপজ্জনক রোগের লক্ষণ হতে পারে এটি. অনেক গুলো কার...
16/02/2024

⏺ Thoracic /Upper Back Pain: পিঠে হঠাৎ প্রচণ্ড ব্যথা ? অবহেলা করবেন না, বিপজ্জনক রোগের লক্ষণ হতে পারে এটি. অনেক গুলো কারনে পিঠে ব্যথা হতে পারে, কিন্তু আমি এখানে মেজর কিছু কারন তুলে ধরলাম যা ফিজিওথেরাপি রিলেটেড।

⏺ পিঠ ব্যথার কারণ

🟥 বাত বা আর্থ্রাইটিস
স্পাইনাল অস্টিওআর্থারাইটিস, এই রোগের জন্য পিঠে ব্যথা হয়ে থাকতে পারে। এই রোগে মানুষের পিঠের নিচের জয়েন্টগুলোর কারটিলেজের অবনতি ঘটে যার কারণে মেরুদণ্ড চেপে আসতে পারে বা সংকীর্ণ হতে পারে, এটাই মূলত ব্যথার কারণ।

🟥 পিঠের পেশিতে চাপ
পিঠের পেশিতে অতিরিক্ত চাপ, ভারী বস্তু ভুলভাবে উত্তোলন এবং ভুল ভঙ্গিতে শরীরের আকস্মিক নড়াচড়াতে প্রায়ই পিঠে ব্যথা করে। অতিরিক্ত কাজ করার ফলেও পেশিতে চাপ পড়তে পারে।

🟥 দীর্ঘসময় বসে থাকা
দীর্ঘক্ষণ চেয়ারে বসে একটানা কাজ করার ফলে পিঠ ও কোমরে ব্যথা হতে পারে। এছাড়া দীর্ঘ সময় একভাবে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় পিঠে ব্যথা হতে পারে। তাই একটানা বসে না থেকে মাঝে মাঝে হাঁটুন আবার বসুন।

🟥 কাঠামোগত সমস্যা
কশেরুকা হলো মেরুদণ্ডকে ঘিরে থাকা চাকতি আকারের হাড়। এই হাড়গুলো একে অপরের সাথে সংযুক্ত। প্রতিটি কশেরুকার মধ্যবর্তী স্থানগুলোতে ডিস্ক নামক টিস্যু থাকে এবং কশেরুকাগুলোকে চারপাশ থেকে ঘিরে রাখে। এই ডিস্কে আঘাত পেলে পিঠে ব্যথা হয়ে থাকে।

🟥 অস্টিওপোরোসিস
হাড়ের ঘনত্ব হ্রাস এবং হাড় পাতলা হয়ে যাওয়াকে অস্টিওপোরোসিস বলা হয়। এতে আপনার কশেরুকার ছোট ছোট ফাটল হতে পারে যেগুলো গুরুতর ব্যথার কারণ।

🟥 পিঠে ব্যথার প্রতিকার

➡️ পিঠে ব্যথা এড়াতে বা কমাতে ব্যায়াম করতে পারেন। এ ক্ষেত্রে হালকা এবং সাধারণ অ্যারোবিক্স দিয়ে শুরু করুন এবং চালিয়ে যান। এটি আপনার পেশীগুলিকে আরও ভাল কার্য সম্পাদন করার অনুমতি দিয়ে আপনার পিঠের সহনশীলতা এবং শক্তি বাড়াতে সাহায্য করতে পারে। এ ছাড়া সাঁতার বা হাঁটা ভালো বিকল্প।

➡️ ঘুমানোর সময় ও কিছু সতর্কতা অবলম্বন করা উচিত। যেমন- শক্ত তোশক বা জাজিমের ওপর ঘুমানো > এতা একটা ভূল কথা, শক্ত বা নরম বড় কথা নয় , শোবার স্থান টি জেনো ফ্ল্যাট বা সমতল থাকে এটাই হলো মুখ্য উদ্দেশ্য। মুখ নিচের দিকে রেখে ঘুমাবেন না। চিৎ হয়ে ঘুমানো উচিত। যদি পাশ ফিরে ঘুমাতে চান, তাহলে সেই পাশে হাঁটু সামান্য বাঁকা করে ঘুমাবেন। এ ছাড়া হাঁটুর নিচে বালিশ দিয়ে আপনি আপনার পিঠের উপর চাপ অর্ধেক কমে ফেলতে পারেন।

➡️ ব্যথার স্থানে হালকা ম্যাসাজ, অর্থাৎ আলতোভাবে মালিশ করলে আরাম লাগতে পারে। তবে জোরে জোরে মালিশ করা থেকে বিরত থাকতে হবে। বাজারে চমক মলম তেল এর বিজ্ঞাপন এর চক্করে পড়ে ডলা ডলি করে মালিশ করে ফাইবার সহ স্কিন এর বারোতা বাজাবেন না।

➡️ মেরুদন্ডের হাড় মজবুত রাখতে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি গ্রহণ করা উচিত। ক্যালসিয়াম অস্টিওপরোসিস প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। দুধ, দই, শাকে ক্যালসিয়াম পাওয়া যায় এবং ভিটামিন ডি রয়েছে চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম, গরুর যকৃত বা কলিজা কিংবা পনিরে।

➡️ অফিসের চেয়ারে বসার সময় কিংবা দাঁড়ানোর সময় ঝুঁকে যাবেন না। বিশেষ করে যদি আপনি প্রতিদিন কয়েক ঘন্টার বেশি বসে থাকেন বা ‘ডেস্ক জব’ করেন তাহলে ঠিকভাবে বসা এবং আপনার পিঠকে পেছন থেকে সঠিকভাবে চাপ দিয়ে রাখাটা গুরুত্বপূর্ণ।

হাঁটুর জয়েন্ট ফুলে আছে? সাবধান! জল জমে বাড়তে পারে সমস্যা, জেনে নিন🛑 ঠিক কী হয়?হাঁটুতে ইন্ট্রাআর্টিক্যুলার বা সাইনোভিয়া...
14/02/2024

হাঁটুর জয়েন্ট ফুলে আছে? সাবধান! জল জমে বাড়তে পারে সমস্যা, জেনে নিন

🛑 ঠিক কী হয়?
হাঁটুতে ইন্ট্রাআর্টিক্যুলার বা সাইনোভিয়াল ফ্লুইড থাকে। হাঁটুর জয়েন্টে থাকা কার্টিলেজকে পুষ্টি জোগাতে ও সচল রাখতে এই ফ্লুইড দরকার। তবে কিছু কারণে এই ফ্লুইড বাড়তে থাকলে তখনই সমস্যা শুরু হয়। যাকে বলা হয় সাইনোভিয়াল ইফিউশন। এক্ষেত্রে হাঁটুর বিভিন্ন জায়গায় গিয়ে এই ফ্লুইড জমা হতে শুরু করে।

🛑 কেন হয়?
সাধারণত সাইনোভিয়াল ফ্লুইড কিছু রোগের কারণে বাড়তে পারে। তার মধ্যে রয়েছে রিউমাটয়েড আর্থ্রাইটিস। এই অসুখে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি হয়। সেই কারণে হাঁটুর ফ্লুইডের বা জলের (ইনফ্লামেটরি ফ্লুইড) মাত্রা বেড়ে যায়।

🛑 এর আর একটি কারণ হল ট্রামাটিক। অর্থাৎ হঠাৎ করে কোনও কারণে হাঁটুতে আঘাত লাগলে তা থেকেও সাইনোভিয়াল ইফিউশন হয়। চোট লেগে এমন হলে তাকে রিঅ্যাকটিভ ইফিউশন বলা হয়। যেমন ধাক্কা লাগা, মোচড় খাওয়া ইত্যাদি থেকে হাঁটু ঘুরে গেলে কার্টিলেজ ও লিগামেন্টে আঘাত লাগে। তা থেকে হাঁটুতে জল জমে যায়।

🛑 অনেক সময় আবার অস্ট্রিওআর্থ্রাইটিস থাকে খুব বেশি হাঁটাচলা করলে তা থেকেও হাঁটুতে জল (ইনফ্লামেটরি ফ্লুইড) জমতে পারে। এক্ষেত্রে জল হাঁটুর পিছন দিকে জমা হয়, ফুলে থাকে। একে বলা হয় মরান্ট বেকার সিস্ট।

🛑 সাধারণত হাঁটুতে ৫ এমএল ফ্লুয়িড থাকে, কিন্তু এই ফ্লুইড যখন বেড়ে ১৫০-২০০ এমএল হয়ে যায় তখনই সমস্যা শুরু হয়।

🛑 লক্ষণ?
হাঁটুতে জল জমেছে, এটার প্রাথমিক লক্ষণ হল ব্যথা, হাঁটু ফুলে থাকার লক্ষণ দেখা দেয়। হাঁটুর জয়েন্টের পেশিতে স্প্যাজম বা ফিক ব্যথা হয়। হাঁটু নাড়াতে বা হাঁটু মুড়ে বসতে খুব অসুবিধা হয়। হাঁটাচলা করতেও কষ্ট হয়।

🛑 সাজেশন
RICE থেরাপি করে প্রাথমিকভাবে হাঁটুতে জল জমার সমস্যা প্রতিকার করা সম্ভব। এটা উপযুক্ত ঘরোয়া পদ্ধতি, যার মাধ্যমে ব্যথা নিরাময় সম্ভব। একটু বুঝিয়ে বলি, R (Rest), I (Ice), C (Compress), E (Elevation) – এই চারের সহযোগে REST থেরাপি। চোটের কারণে হাঁটুতে জল জমলে সেক্ষেত্রে ৩-৭ দিন এই চারটে জিনিস মেনে চলতে হবে। অর্থাৎ বিশ্রাম নিতে হবে, বরফ সেঁক দিতে হবে আর সোজা হয়ে শুয়ে হাঁটু নিচে বালিশ দিয়ে হাঁটু তুলে সোজা রাখতে হবে।

🛑 অস্টিওআর্থ্রাইটিসে জল জমলে সেক্ষেত্রে ৭-২১ দিন এই থেরাপি মেনে চলতে হবে। রিউমাটয়েড আথ্রাইটিসের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে অল্প মাত্রায় স্টেরয়েড দ্বারা চিকিৎসা করা হয়।

🛑 অস

03/02/2024
  is the term used to describe pain in the sciatic nerve distribution behind the leg with or without sensory deficits. S...
31/01/2024


is the term used to describe pain in the sciatic nerve distribution behind the leg with or without sensory deficits.

Sciatica is by
nerve pain,
, ache or sensation
(originating from the nerve root level)

in 90% of the cases, it is caused by intervertebral disc herniations and nerve root irritation.


•herniated disk.
•Spinal stenosis.
•Piriformis syndrome (a pain disorder involving the narrow muscle in the buttocks)
•Pelvic injury or fracture.
•Tumors.
•Spondylolisthesis.

29/01/2024

কেন ভোরবেলা ঘুম থেকে উঠবেন??
ভোররাত ৪ টার দিকে মানবদেহে Cortisol নামক এক ধরনের হরমোন নিসঃরন বেড়ে যায়।Cortisol হরমোন মানেই হলো আপনি আপনার Activity শুরু করুন।আর অলসতা করবেন না এই মেসেজই দেয় মুলত।যদি activity শুরু না করেন তাহলে আপনার রক্তে Cortisol এর পরিমান বেড়ে যাবে।আর আপনার activity এই কর্টিসল এর মাত্রা নিয়ন্ত্রন করবে।

#আর এই হরমোন বেড়ে যাওয়া মানে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া,আপনার অলসতা,বিষন্নতা বেড়ে যাওয়া।

#রক্তে কর্টিসল হরমোনের পরিমান যত বেশিতে আপনি অভ্যস্থ, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা তত কম।

#আপনি কি মনে করেছেন?তাহাজ্জুদ অত:পর ফজর এই একটা ফরজ আর একটা নফল(যা নবী রাসুলদের উপর ফরজ) এর গুরুত্ব আল্লাহ এমনি এমনি দিয়েছেন?

আসলে মহান আল্লাহ চান কর্মঠ,পরিশ্রমী এবং সুস্থ একটা মানবজাতিতে আল্লাহর দুনিয়া সৌন্দর্যমন্ডিত হোক।
©সংগৃহীত

 Middle back pain occurs below the neck and above the bottom of the rib cage, in an area called the thoracic spine. ↔️Th...
22/01/2024



Middle back pain occurs below the neck and above the bottom of the rib cage, in an area called the thoracic spine.
↔️There are 12 back bones — the T1 to T12 vertebrae — located in this area. Disks reside between them.

The spinal column protects the spinal cord. The spinal cord is a long bundle of nerves that allows the brain to communicate with the rest of the body.

There are a number of ways the bones, muscles, ligaments, and disks in the spine can irritate or injure the nerves, causing back pain.

🔴Symptoms of middle back pain

➡️muscle aches
➡️dull pain
➡️a burning sensation
➡️sharp or stabbing pain
➡️muscle tightness or stiffness

🔴Other more serious symptoms may include:

➡️tingling or numbness in the legs, arms, or chest
➡️chest pain
➡️weakness in the legs or arms
➡️loss of bowel or bladder control

🔴What causes middle back pain?
1. Poor posture
Repeated pressure on the spine can lead to middle back pain. In some cases, poor posture can cause this pressure. The muscles and ligaments in your back have to work hard to keep you balanced when you slouch. Overworking these muscles can lead to aches and middle back pain.

2. Obesity
One meta-analysis of 95 studies on weight and lower back pain also showed a positive correlation between obesity and back pain. When weight increases, so does the risk of back pain.

3. Muscle sprain or strain
Sprains are the tearing or stretching of ligaments. Strains are the tearing or stretching of muscles and tendons. Regularly lifting heavy objects, especially without proper form, can easily cause a person to sprain or strain their back. Sprains and strains can also occur after an awkward, sudden movement.

4. Fall or other injury
The middle back is less likely to experience injury than the cervical spine (neck) and lumbar spine (lower back). This is because it’s more structured and rigid. However, it’s still possible to injure the middle back.

ℹ️These injuries most often occur as the result of:

➡️a hard fall, like down the stairs or from a height
➡️a car accident
➡️blunt force trauma
➡️sports accident

5. Herniated disk
A herniated disk occurs when the inner, gel-like core of a disk in your back pushes against the outer ring of cartilage, putting pressure on a nerve. Herniated disks are also commonly called slipped disks or ruptured disks.

This pressure on the nerve can result in pain, tingling, or numbness in the middle back and in areas where the affected nerve travels, such as the legs.

6. Osteoarthritis
Osteoarthritis (OA) is a degenerative joint disease. It occurs when the cartilage covering your joints breaks down, causing bones to rub together.

7. Aging
The older a person is, the more likely they are to experience back pain. The aging process naturally wears on the body, including thinning bones, reduction in muscle mass, and a reduction of fluid between joints in the spine. All these things can cause back pain.

8. Fractures
Vertebrae fractures often occur following trauma, such as a fall, car accident, or sports injury. Fractures are also more likely in people with reduced bone density, such as people with OA.

Fractures can cause severe middle back pain that gets worse if you move. If you’re also experiencing incontinence, tingling, or numbness, your fracture may be impacting the spinal cord as well.

⚠️Low Back stiffness
Back stiffness is usually caused by
ℹ️muscle spasm or
ℹ️lumbar arthritis.
The best way to differentiate the cause of lumbar spine stiffness is the onset of the symptoms.

🔑People with stiffness caused by lumbar spine arthritis usually have steadily increased symptoms over years of a worsening problem. ⛔On the other hand, muscular stiffness is usually related to acute trauma (such as lifting a heavy weight incorrectly) in which the back muscles seize up and immobilize the back muscles.

↔️Lumbar Strain
A lumbar strain is the most common cause of back stiffness.1 This problem occurs as a result of an injury to the back muscles and ligaments that support the spinal column. Patients may or may not remember the initial event that triggered their muscle spasm, but the symptoms of a lumbar muscle strain can be severe.

The strain will occur in around the muscles that support the spine:

✔️Extensors: Back and buttock muscles
✔️Flexors: Abdominal muscles and hip muscles
✔️Obliques or rotators: Side muscles

ℹ️Lumbar Spine Osteoarthritis
Lumbar spine osteoarthritis is a progressive condition in which the joints of the vertebrae are damaged by long-term wear and tear. As arthritis progresses, cartilage and discs in the lumbar spine begin to thin and disappear, causing stiffness and pain as bone rubs against bone. This can make movements such as bending, stooping and twisting very difficult

‼️Treatment
The treatment of these two conditions is different, and therefore it is important for patients to determine the cause of their symptoms prior to initiating any treatment program.

✔️The following four stretches are easy to do at home or in the office, and they can help relieve mid back pain, loosen tight muscles, and improve mobility.

1. Seated twist
2. Child's Pose
3. Thread the needle
4. Cat -Cow Pose

⚠️Low Back Pain Exercises

1. Bridges
2. Knee to chest Stretch
3. Low back rotational stretch
4. Cat Stretch
5. Supermans
6. Seated lower back rotational stretches..!!!

Address

Dinajpur

Telephone

+8801571254679

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physiotherapy any type of problems and solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physiotherapy any type of problems and solution:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram