Ruqyah and Hijama Center Dinajpur

Ruqyah and Hijama Center Dinajpur আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ...
রুকইয়াহ(জিন ও যাদুর চিকিৎসা) ও হিজামা সম্পর্কে যে কোন তথ্য, পরামর্শ বা সিরিয়ালের জন্য সরাসরি কল করুন - 01788064555

21/09/2025

মহিলার বন্ধ্যাত্ব
এটাও দু 'প্রকার। । প্রথমঃ সৃষ্টিগত দ্বিতীয়ঃ জাদুর মাধ্যমে। জাদুর দ্বারা বশকৃত জ্বিন-মহিলার জরায়ুর ভেতরে প্রবেশ করে মহিলার যেই ডিম্বাণু রয়েছে তা নষ্ট করে দেয়। যার ফলে আর বাচ্চা ধরে না। অথবা কখনও সে জ্বিন ডিম্বাণু ক্ষতি করে না। অতএব জরায়ুর বাচ্চা ধরে ; কিন্তু গর্ভধারণের কয়েক মাস পরে শয়তান জরায়ুর কোন রগে আঘাত করে, যার ফলে স্রাব নির্গত হওয়া শুরু হয়। পরে গর্ভপাত হয়ে যায়। । বার বার গর্ভপাত বেশিরভাগ জিনের কারণে হয়ে থাকে। আর এ ধরনের অবস্থার বহু চিকিৎসাও করা হয়ে থাকে। বুখারী মুসলিম বর্ণিত আছে - নিশ্চয়ই শয়তান আদম সন্তানের মধ্যে রক্তের মতো চলাচল করে।" ( বুখারীঃ ৪/২৮২ ও মুসলিম ১৪/১১৫ )
( যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি )

18/09/2025

যাদুর বন্ধাত্ব আর প্রকৃত বন্ধ্যাত্বের মধ্যে পার্থক্য
যাদুর দ্বারা হলে তার নিম্নের লক্ষণ সমূহ পরিলক্ষিত হবেঃ
১।রুগী আসরের পর থেকে অর্ধরাত পর্যন্ত মানুষিক অস্বস্তি অনুভব করবে।
২। মতিভ্রম হওয়া।
৩। মেরুদন্ডের নিচে ব্যাথা।
৪। ঘুমের মধ্যে অস্থিরতা।
ভীতিজনক স্বপ্ন দেখা।

16/09/2025

নিঃসন্তান হওয়া বা বন্ধ্যাত্বের প্রকারভেদঃ

পুরুষের নিঃসন্তান হওয়া
এটা দু' প্রকার প্রথমঃ যার সম্পর্কে পুরুষাঙ্গের সাথে এর চিকিৎসা ডাক্তারের মাধ্যমে করতে হবে যদি তারা পারে।
দ্বিতীয় প্রকার হল মানুষের ভেতর জ্বিন ও শয়তানের দুষ্টুক্রিয়া থেকে। কুরআনের আয়াতসমূহ যিকির এবং দু' আর মাধ্যমে করতে হবে। একটি বিষয় অনেকেরই জানা যে, সন্তান জন্ম হওয়ার সম্ভাবনা তখনই থাকে যখন পুরুষের বীর্যে এক বর্গ সেন্টিমিটারে বেশি মিলিয়নের বেশি শুক্রানু কীট বিরাজ করে। কখনো শয়তান পুরুষের শুক্রাশয়ে প্রভাব বিস্তার করে যা শুক্রাণুগুলোকে চাপ দিয়ে আলাদা করে। সুতরাং যখন চাপ দিয়ে প্রয়োজন অনুযায়ী তা পৃথক করতে পারেনা এর জন্ম কম হয় যার ফলে সন্তান জন্মের সম্ভাবনা কমে যায়। যখন কীটসমূহ শুক্রাণুতে পরিণত হয় এই জীবাণুসমূহে তরল পদার্থের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই পদার্থ শুক্রাণুতে মিশ্রিত হওয়ার পর কীটগুলো খাদ্যে পরিণত হয়। শয়তান এখানেও বাধা সৃষ্টি করে। যার পরিণামে তরল পদার্থ আর শুক্রাণুর খাদ্যে পরিণত হতে পারেনা। যার জন্যে সেগুলোর মৃত্যু হয়। এরপর আর সন্তান জন্মের সম্ভাবনা থাকে না।

( জাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি )

13/09/2025

আপনার বাড়ির কাছেই এখন হিজামা সেন্টার।

বাত ব্যথার জন্য হিজামা চিকিৎসা - সুন্নাহ ভিত্তিক, প্রাকৃতিক ও নিরাপদ

ঠিকানাঃ হাসপাতাল রোড, চিরিরবন্দর, দিনাজপুর
ফোনঃ ০১৭৮৮০৬৪৫৫৫
#হিজামা

10/09/2025

কুরআনের আয়াতদ্বারা সুস্থ হওয়ার হকদার কেবল মুমিন বান্দাই। যেমনঃ আল্লাহ তায়ালা কুরআনের কারীমে এরশাদ করেনঃ
অর্থঃ " আমি কুরআন অবতীর্ণ করেছি যাতে রয়েছে আরোগ্য লাভের উপায় এবং রহমত স্বরূপ মু'মিনদের জন্য । "
( সূরা ইসরাঃ ৮২ )

05/09/2025

#বাতের #ব্যাথা সহ্য করতে না পেরে কাস্তে বা কাইদা দিয়ে নিজের পা নিজেই কেটে রক্ত বের করেন। এতে তিনি আরাম বোধ করেন।

অথচ হিজামার মাধ্যমে খুব সহজে শরীর থেকে পচা ও দুষিত রক্ত আমরা বের করে থাকি।

এটি উনি জানার পর আমাদের কাছে হিজামা করালেন। আলহামদুলিল্লাহ

যেকোনো প্রকার #বাত- #ব্যাথা থেকে শুরু করে #মাথা #ব্যাথা, #কোমর ব্যাথা, #হাটু ব্যাথা, #মানুষিক সমস্যা, #ঘুমের সমস্যা, #উচ্চরক্তচাপ সহ অসংখ্য রোগের চিকিৎসা দেওয়া হয় #হিজামা থেরাপির মাধ্যমে।

আমাদের ঠিকানা চিরিরবন্দর, দিনাজপুর
সিরিয়ালের জন্য কল করুন - 01788-064555

17/08/2025

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহঃ) এই বিষয়ে ফাতোয়া দিয়েছেন যে, কুরআন ও হাদিসে বর্ণিত যিকিরসমূহ লিখে পানিতে গুলিয়ে তা রোগীকে পান করানো যায়েজ।( মাজমাউল ফাতেয়াঃ ১৯ /৬৪)

14/08/2025

যৌন ক্ষমতা বিনাশের যাদুর বিবরণঃ
যাদুর দায়িত্বে নিয়োজিত শয়তান পুরুষের মস্তিষ্কে যা যৌন চাহিদাকে নিয়ন্ত্রণকারী কেন্দ্রবিন্দু তাতে প্রভাব বিস্তার করে। আর অন্য সব অঙ্গ সঠিক থাকে। আর যখন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করতে চায় তখন শয়তান সেই পুরুষের মস্তিষ্ককে প্রভাবিত করে যৌন শক্তিকে দুর্বল করে ফেলে। যার ফলে রক্ত
সঞ্চালক মেশিন চলে না আর যৌনাঙ্গের রক্ত ফিরে যায়। ফলে পুরুষাঙ্গ নিস্তেজ হয়ে যায়।
এজন্য দেখা যাবে এ ধরনের পুরুষ যখন তার স্ত্রীর সাথে চুম্বন ও আলিঙ্গনে থাকে তখন তার যৌন ক্ষমতা সাধারণ আবস্থায় বিদ্যমান থাকে। যৌনাঙ্গ প্রবেশকালীন সময়ে ঢিলে পড়ে যায় এবং সে বিফল হয়ে যায়।
( যাদুকর জ্যোতিষীর গলায় ধারালো তরবারি )

13/08/2025

বিয়ে ভাঙ্গার যাদুর চিকিৎসার এক উদাহরণঃ
এক এমন মেয়ের ঘটনা, যে রাতে বিয়েতে সম্মতি দেয়, সকালে অস্বীকার করে। একদিন আমার নিকট এক যুবক এসে বলল, আমাদের এক মেয়ের বিষয়টি খুবই আশ্চর্যের। সে রাতে বিয়ের প্রস্তাবে সম্মতি দেয়, আর সকাল বেলা অস্বীকার করে। তাতে কোন যৌক্তিক কারণও থাকে না। আর বিষয়টি বার বার এমন হচ্ছে। এ ব্যাপারে আপনি কি বলেন? আমি তাকে বললাম তাকে আমার কাছে নিয়ে আসেন। সুতরাং সেই মেয়েটিকে নিয়ে আসল। আমি যখন দু' আ ও কুরআনের আয়াত পড়ে ঝাড়লাম মুহূর্তেই সে বেহুশ হয়ে গেল। এরপর তার মধ্যে প্রবেশ করা জ্বিন কথা বলতে লাগল।
আমি জিজ্ঞেস করলাম তুমি কে?
উত্তরে বললঃ আমি অমুক জ্বিন।
আমি বললামঃ তুমি এই মেয়েটিকে কেন কষ্ট দিচ্ছ?.
উত্তরে বললঃ আমি তাকে ভালোবাসি।
আমি বললামঃ এটা তোমার ভালোবাসা নয়। তুমি আসলে কি চাও?
সে বললঃ আমি চাই, এই মেয়ে যেন বিয়ে না করে।
আমি বললামঃ তুমি তাকে কিভাবে প্রতারিত কর, যাতে সে বিয়েতে এবং অস্বীকার করে?
উত্তরে বললঃ যখনই বিয়ের জন্য তার কাছে কেউ প্রস্তাব নিয়ে আসে সে সম্মতি দেয়; কিন্তু রাতে তাকে স্বপ্নের মাধ্যমে আমি ভয় দেখাই যে তুমি যদি বিয়ে কর তবে তোমার জন্য তা অকল্যাণ হবে।
আমি বললামঃ তোমার ধর্ম কি?
সে বললঃ ইসলাম।
আমি বললামঃ তবে তোমার জন্য এটা জায়েয নয়। কেননা নবী( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন,তুমি নিজেও ক্ষতি করবে না এবং ক্ষতির কারণও হবে না।"( ইবনে মাজাহঃ ২৩৪০ আলবানী সহীহ বলেছেন।) অথচ তুমি যা করছ তা একজন মুসলমানকে ক্ষতিগ্রস্ত করছ। আর এটা শরীয়তে না জায়েয। শেষ পর্যন্ত সেই জিন আমার কথায় প্রবাহিত হল এবং বের হয়ে গেল। তার হুশ ফিরে সে ভালো হয়ে গেল। সমস্ত প্রশংসার অধিকারী কেবলমাত্র আল্লাহ তায়ালা। আর সব কিছুর ক্ষমতা আল্লাহর হাতে।
( যাদুকর ও জ্যোতিষীর গলায় ধারালো তরবারি )

Address

Dinajpur
5260

Telephone

+8801788064555

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruqyah and Hijama Center Dinajpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruqyah and Hijama Center Dinajpur:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram