Kazi office Sadar,Dinajpur.

  • Home
  • Kazi office Sadar,Dinajpur.

Kazi office Sadar,Dinajpur. " Marriage&Divorce Registration"information? Please Call : 01721446805,01752899782 4no.ward.Dinajpur pouroshova.Noyonur. p.s:sadar.Dist.Dinajpur.Bangladesh

ঠকিয়ে নয় বরং উপার্জন করুন হালাল পন্থায়✍️আজকের বাস্তবতায় অনেকেই মনে করেন, “চালাকি করেই বড় হতে হয়।”  কিন্তু একজন মুসলমান...
05/11/2025

ঠকিয়ে নয় বরং উপার্জন করুন হালাল পন্থায়

✍️আজকের বাস্তবতায় অনেকেই মনে করেন, “চালাকি করেই বড় হতে হয়।”
কিন্তু একজন মুসলমানের জন্য বিষয়টি একেবারেই ভিন্ন।

👉আল্লাহ বলেন:
হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না... (সূরা আন-নিসা: ২৯)

👉আপনি যদি কারও সরলতা, অজ্ঞানতা বা অসহায়তার সুযোগ নিয়ে উপার্জন করেন,
সেই টাকা হয়তো সাময়িকভাবে আপনার ব্যাংক ব্যালান্স বাড়াবে,
কিন্তু কমিয়ে দেবে জীবনের বরকত, শান্তি, এবং সততা।

👉এ ধরনের উপার্জনে সুখ থাকে না,
👉 আর হালাল উপার্জনে বরকত ও আত্মতৃপ্তি জড়িত।

👉অন্যকে ঠকিয়ে সফলতা অর্জন নয়,
বরং নিজের ঘাম-ঝরা হালাল উপার্জনেই আছে প্রকৃত সম্মান ও আল্লাহর সন্তুষ্টি।

♥️হালাল পথে চলি। দুনিয়া ও আখিরাত দুটোই জিতে নেই।🤲💼

27/10/2025

"যৌবনে বাহ্যিক রূপ নয়, অন্তরের সৌন্দর্যের যত্ন নিন।
একজন নারীর চেহারার চেয়ে তার গুণ, মেধা, তাকওয়া ও সৎ চরিত্রই আসল সৌন্দর্য।
কারণ রূপ ফুরিয়ে যায়, কিন্তু নৈতিকতা থেকে যায় চিরকাল..." 🌸🕊️

*— ইসলাম চরিত্রকেই দেয় সর্বোচ্চ মূল্য।*

কাজী অফিস সদর দিনাজপুর

25/10/2025

"ভালোবাসা শুধু চোখে চোখ রাখার গল্প নয়,
এটা দুই হৃদয়ের বন্ধন, যা কাগজে নয়— চিরস্থায়ী হয় নিকাহ্‌র মাধ্যমে..."** 💍❤️
— কাজী অফিস, সদর দিনাজপুর

স্বামী-স্ত্রীর সম্পর্কএটা কেবল কাগজের চুক্তি নয়,  এটা আত্মার এক অটুট বন্ধন।যেখানে থাকে ভালোবাসা,  থাকে অভিমান, ঝগড়াও…  ত...
23/10/2025

স্বামী-স্ত্রীর সম্পর্ক
এটা কেবল কাগজের চুক্তি নয়,
এটা আত্মার এক অটুট বন্ধন।যেখানে থাকে ভালোবাসা,
থাকে অভিমান, ঝগড়াও…
তবু সবশেষে থাকে—
একটুও হারিয়ে না যাওয়ার ভয়।

শেষ বয়সে—
স্বামীর পাশে যদি থাকে স্ত্রী,
আর স্ত্রীর পাশে যদি থাকে স্বামী,
তবেই তো জীবন পূর্ণতা পায়…

একটি শোক সংবাদ দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রবীণ নিকাহ্ রেজিস্ট্রার  *জনাব কাজী মোঃ ইসাহাক আলী সাহেব*  বার্ধক্যজনিত শার...
22/10/2025

একটি শোক সংবাদ

দিনাজপুর জেলার বিরল উপজেলার প্রবীণ নিকাহ্ রেজিস্ট্রার
*জনাব কাজী মোঃ ইসাহাক আলী সাহেব*
বার্ধক্যজনিত শারীরিক অসুস্থতার কারণে
অদ্য *বুধবার বিকাল ৩:৩০ মিনিটে*
দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

*(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)*

মরহুমের *নামাজে জানাজা* আগামীকাল *বৃহস্পতিবার সকাল ১০:৩০ মিনিটে*
বিরল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে* অনুষ্ঠিত হবে।

আমরা কাজী অফিস সদর দিনাজপুর এর পক্ষ থেকে
মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং
শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

18/10/2025

১.যে স্বামী সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে কমপক্ষে পাঁচ মিনিট জড়িয়ে ধরে রাখে তাঁর কর্মক্ষেত্রে বিপদের আশঙ্কা কম থাকে।.. রবীন্দ্রনাথ ঠাকুর।

২.বউয়েরা ঘরের লক্ষী। এদেরকে যত বেশি ভালোবাসা দেয়া হয়, তত বেশি সংসার এ শান্তি আসে।..হুমায়ুন আহমেদ।

৩.স্ত্রীকে যথেষ্ঠ পরিমাণ সময় দিন, না হয় যথেষ্ঠ পরিমাণ বিশ্বাস করুন। সংসার আর যুদ্ধক্ষেত্র মনে হবে না।..সুনীল গঙ্গোপাধ্যায়।

৪.সেই পুরুষই কাপুরুষ, যে স্ত্রীর কাছে প্রেমিক হতে পারেনি।..কাজী নজরুল ইসলাম।

৫.প্রতিদিন একবার স্ত্রীকে " আমি তোমাকে ভালোবাসি" বললে মাথার সব দুশ্চিন্তা দূর হয় যায়।..সত্যজিৎ রায়।

৬.মন ভালো রাখতে বউকে ফেসবুক, ফোনবুক, নোটবুক সহ সব ধরনের এ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিন।..মার্ক জুকারবার্গ।

৭. মেয়েদের মন এ ভালোবাসা এবং অভিমান দুটোই থাকে বেশি। তাই অভিমানটাকে ভালোবাসার চেয়ে বড় করে দেখা যাবেনা। তাই স্বামীদের উচিত স্ত্রীর সব অভিমান ভালোবেসে ভাঙানো।.. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

৮.একটা শিশুকে দুনিয়ার মুখ দেখাতে মা যে কষ্ট সহ্য করে তা বাবা সারা জীবন ভালোবেসেও শোধ করতে পারেনা। তাই প্রত্যেকটা স্বামীর উচিৎ তার সন্তানের মাকে কোন রকম কষ্ট না দেয়।......জীবনানন্দ দাশ।

কবিদের দৃষ্টিভঙ্গিতে প্রেম কত সুন্দর! তাই না?আবার দেখুন,কবিদের নিজেরি প্রেয়সী থাকে না

14/10/2025

আমি সবসময় নিজেকে সুখী ভাবি, কারণ আমি কখনোই কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করি না।
কারণ প্রত্যাশা যত বাড়ে, হৃদয়ের আঘাতও তত গভীর হয়।

নিজেকে সুখী রাখতে চাইলে—প্রত্যাশা নয়, নিজের উপর বিশ্বাস রাখুন।*
কারণ মানুষ বদলায়, কিন্তু আল্লাহ্‌র পরিকল্পনা কখনো বদলায় না।

✨ *সুখ খোঁজে না, সৃষ্টি করে নিতে হয়।
#নিজেকে_ভালোবাসুন #প্রত্যাশাহীনতা_শান্তি_আনে 🌸

12/10/2025

জীবনের এক অনবদ্য শিক্ষা—*

*বিয়ের পর একটি মেয়েকে সময় দিন নিজেকে মানিয়ে নিতে। সম্পর্ক মানেই তো ধৈর্য, বিশ্বাস আর বোঝাপড়ার এক অপূর্ব মেলবন্ধন।*
*বাবার বাড়ির ভালোবাসা অটুট থাক, তবে তা যেন নতুন সংসারের ভিত না কাঁপায়।*

*যে মেয়ে প্রতিটি সিদ্ধান্ত নেয় নিজের অভিজ্ঞতায়,
ভুলে-সঠিক মিলিয়ে নিজেকে গড়ে তোলে—
সেই মেয়েই একদিন হয়ে ওঠে পরিবারের আসল ভিত্তি।*

**ভালোবাসা মানে পাশে থাকা নয় শুধু,
দূর থেকেও বিশ্বাস রাখা—
এটাই আসল পরিপক্বতা।**
#সংসার #জীবনেরশিক্ষা #বিশ্বাস #ভালোবাসা

12/10/2025

“পুরুষরা কাঁদে না বলে ভাববেন না, তাদের কষ্ট নেই।
স্ত্রীর অবহেলা পুরুষকে মারে না—ধীরে ধীরে নিঃশেষ করে দেয়।”

একটু সময় নিয়ে ভাবুন, আপনি কি আপনার স্বামীর শক্তি নাকি তার ভাঙনের কারণ?

*🔖 বিদেশগামীদের জন্য অনলাইন কাবিননামা সত্যায়ন – একটি জরুরি বার্তা*বর্তমানে *বিদেশে ভিসা ও অভিবাসন প্রক্রিয়ায় কাবিননামা এ...
10/10/2025

*🔖 বিদেশগামীদের জন্য অনলাইন কাবিননামা সত্যায়ন – একটি জরুরি বার্তা*

বর্তমানে *বিদেশে ভিসা ও অভিবাসন প্রক্রিয়ায় কাবিননামা একটি গুরুত্বপূর্ণ নথি*। সেই বিবেচনায় সরকারিভাবে কাবিননামা *অনলাইন সত্যায়ন (ভেরিফিকেশন)* প্রক্রিয়া চালু করা হয়েছে। এই প্রক্রিয়ায় যাচাইকৃত কাবিননামা *QR-কোডসহ ডিজিটাল সনদ* আকারে সরবরাহ করা হয়।

📌 *যা বিশেষভাবে খেয়াল রাখবেন:*

➤ অবৈধ বা অনৈতিকভাবে প্রস্তুত করা কোনো কাবিননামা—
যেমন:
- বাল্যবিবাহের নথি
- বয়স জালিয়াতি করে তৈরি কাগজ
- ভুয়া কোর্ট-ম্যারেজ দলিল
— এসব অনলাইনে যাচাইয়ের সময় *সহজেই শনাক্ত ও বাতিল/রিজেক্ট* হয়ে যাচ্ছে।

➤ তাই এমন ভুয়া কাগজ তৈরি বা ব্যবহারে জড়িত থাকা *আইন-বিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ*।

📢 বাংলাদেশে *বৈধভাবে নিকাহ রেজিস্ট্রেশনের জন্য কন্যার বয়স কমপক্ষে ১৮ বছর ও পাত্রের ২১ বছর পূর্ণ হওয়া বাধ্যতামূলক।*

✅ শুধুমাত্র *অভিজ্ঞ ও অনুমোদিত নিকাহ রেজিস্ট্রার* এর মাধ্যমে কাবিননামা সম্পাদন করুন এবং সরকার অনুমোদিত অনলাইন প্ল্যাটফর্মে তা যাচাই করিয়ে নিন।

*বিদেশ যাত্রার আগে হোন সতর্ক, বেছে নিন বৈধ পথ।*
নকল কাগজ নয়, হোক নির্ভরযোগ্য অনলাইন কাবিননামা! ✅

---

*🖼 ছবিতে প্রদর্শিত নথিটি একটি অনলাইন সত্যায়িত কাবিননামার নমুনা। QR কোড স্ক্যান করলেই তার বৈধতা যাচাই করা সম্ভব।*

*– বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি
দিনাজপুর জেলা শাখা।

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নিকাহ রেজিস্...
05/10/2025

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে আয়োজিত স্মরণসভা ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত নিকাহ রেজিস্ট্রার গণের মাঝে উপস্থিত ছিলেন জেলা মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির প্রধান উপদেষ্টা জনাব কাজী মোঃ আব্দুস সাত্তার সাহেব, উপদেষ্টা জনাব কাজী মোঃ সাখাওয়াত হোসেন ( ফুলবাড়ী উপজেলা)জেলা সভাপতি জনাব কাজী মোঃ মিজানুর রহমান, নির্বাহী সভাপতি জনাব কাজী মোঃ জাকিরুল ইসলাম, সহ-সভাপতি জনাব কাজী মোঃ মফেজ উদ্দিন বিরামপুর উপজেলা, সহ-সভাপতি জনাব কাজী মুহাম্মদ শোহরাব হুসাইন বোচাগঞ্জ উপজেলা, সহ-সভাপতি জনাব কাজী মোঃ আব্দুল মালেক খানসামা উপজেলা, সাধারণ সম্পাদক কাজী মোঃ হামিদুল ইসলাম, অর্থ-সম্পাদক জনাব কাজী মোঃ মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক কাজী মোঃ আব্দুর রাজ্জাক শাহ্ , সাংগঠনিক সম্পাদক কাজী মোঃ আব্দুল হামিদ বোচাগঞ্জ, বীরগঞ্জ উপজেলার সহ-সভাপতি জনাব কাজী মোঃ খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী মোঃ মঞ্জুরুল ইসলাম, এবং জেলা ও উপজেলার প্রবীন নিকাহ রেজিস্ট্রার বৃন্দ অবসর প্রাপ্ত কাজী জনাব আবুল বাশার মোঃ খেতাব উদ্দিন সাহেব গুরুত্বর অসুস্থ থাকায় তার ছেলেকে সম্মাননা স্বরুপ, সম্মাননা ক্রেস্ট, কোরআন শরীফ, জায়নামাজ, তসবিহ, টুপি প্রদান করা হয়।

Address

4no, Ward, Dinajpur Pouroshova, Sadar

5200

Alerts

Be the first to know and let us send you an email when Kazi office Sadar,Dinajpur. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kazi office Sadar,Dinajpur.:

  • Want your practice to be the top-listed Clinic?

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram