Health Care Pvt. Hospital হেলথ কেয়ার প্রাইভেট হসপিটাল

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • Health Care Pvt. Hospital হেলথ কেয়ার প্রাইভেট হসপিটাল

Health Care Pvt. Hospital  হেলথ কেয়ার প্রাইভেট হসপিটাল সবধরনের অপারেশন, ডায়াগনস্টিক সেন্টার, জরুরি Ambulance. এক ভবনে সবধরনের চিকিৎসা সুবিধা।

হেলথ কেয়ার (প্রা) হসপিটাল & ডায়াগনস্টিক  পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা,  "ঈদ মোবারক"-
06/06/2025

হেলথ কেয়ার (প্রা) হসপিটাল & ডায়াগনস্টিক পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা, "ঈদ মোবারক"-

নিয়মিত চেম্বারে রোগী দেখছেন ও প্রয়োজনীয় অপারেশন করছেন -ডাঃ মোঃ হাবিবুর রহমান হাবিবএমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)এমএস-শিশু ...
13/05/2025

নিয়মিত চেম্বারে রোগী দেখছেন ও প্রয়োজনীয় অপারেশন করছেন -
ডাঃ মোঃ হাবিবুর রহমান হাবিব
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এমএস-শিশু সার্জারী (বিএসএমএমইউ, ঢাকা)
শিশু সার্জারী রোগ বিশেষজ্ঞ
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর।

সেবা সমূহ :
⇒ একশিরা/জন্মগতভাবে শুক্রাশয়/বীচি উপরে অথবা পেটের মধ্যে থাকা।
⇒ প্রস্রাবের পথ নিচে থাকা।
→ জন্মগতভাবে পায়খানার পথ না থাকা।
→ পায়খানার পথ মাসিকের পথে থাকা।
হার্ণিয়া।
হাইড্রোসিল।
→ পায়খানা কঠিন হওয়া অথবা জন্ম থেকে দেরী করে হওয়া অথবা না হওয়া খাদ্যনালী তৈরি না হওয়া বা নাড়ীর প্যাচ লাগা।
⇒ দীর্ঘদিন ধরে পেটে ব্যথা/ বমি / জন্ডিস।
কিডনীতে পানি জমা অথবা টিউমার অথবা পাথর।
⇨ যে কোন টিউমার/সিস্ট।
⇒ যে কোন জন্মগত ত্রুটি।
⇒ ল্যাপরোস্কপিক অপারেশন।
⇒ অন্ডকোষ প্যাঁচ খেয়ে থাকা।
⇒ সুন্নতে খাৎনা।

চেম্বার :-
হেলথ কেয়ার প্রা:) হসপিটাল & ডায়াগনস্টিক
মেডিকেল কলেজ রোড, উপশহর-১,
দিনাজপুর।
রোগী দেখার সময়: প্রতিদিন বিকাল ৩টা-রাত ৯টা পর্যন্ত।
সিরিয়াল : ০১৭৯৭-৯৬৯৫৭৭

✍️ সরকারি হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিক, যেখানেই রোগী নিয়ে যান না কেন, নিচের পরামর্শগুলো অনুসরণের চেষ্টা করেই দেখুন না...
11/05/2025

✍️ সরকারি হাসপাতাল কিংবা প্রাইভেট ক্লিনিক, যেখানেই রোগী নিয়ে যান না কেন, নিচের পরামর্শগুলো অনুসরণের চেষ্টা করেই দেখুন না, কী ফল পাওয়া যায় !

✅ ১. সরকারি হাসপাতালে অপরিচিত যে লোকটি উপযাজক হয়ে আপনার ঘনিষ্ট হিসাবে ডাক্তারকে পরিচয় দিবে বা আপনার জন্য এখানে সেখানে ছুটোছুটি করবে, বুঝে নেবেন সে একজন দালাল। শুরুতেই তাকে মার্ক করে রাখুন। এড়িয়ে চলুন। তাতে টাকা, সম্মান ও রোগী তিনটাই বাঁচবে।

✅ ২. জরুরী বিভাগ থেকে ভর্তির পর কাগজটি নিজ হাতে বহন করে নিজের ওয়ার্ডে যাবার অভ্যাস করুন। অথবা বহনকারী লোকটি আপনাকে বড়সড় খরচ করিয়ে শুইয়ে দিতে পারে।

✅ ৩. ইমার্জেন্সীর ইএমও বা ওয়ার্ডের ডিউটি ডাক্তাররা ( ইন্টার্ন বা ইউনিটের সিএ, রেজিস্টার, আইএমও ) উচ্চশিক্ষিত ও আপনার রোগীর চিকিৎসা দেয়ার জন্য যথেষ্ঠ কোয়ালিফাইড।

সেখানে গিয়ে নিজের ক্ষমতা, শিক্ষাগত যোগ্যাতা, স্মার্টনেসের প্রমাণ দিতে যাবেন না। আপনি যতটুকু ভদ্রলোক হবেন, তারা তার চাইতে বেশি ভদ্র লোকের মত আপনাকে চিকিৎসা দিবে।

✅ ৪. হাসপাতালের সব সিরিয়াস রোগীর চিকিৎসা শুরু হয় ইএমও/ ইন্টার্ন/সিএ/আইএমও / রেজিস্ট্রারের হাত দিয়েই। তারা জানে কীভাবে রোগীকে দ্রুত সময়ে প্রাণ রক্ষাকারী চিকিৎসা দিতে হয়। বড় স্যার কখন দেখবে, কেন এখনো প্রফেসর / কন্স্যালট্যান্ট/ বড় ডাক্তার আসছে না বলে অতি স্মার্টনেসের পরিচয় দিবেন না। এতে চিকিৎসা প্রদানকারী চিকিৎসকের প্রতি আপনার অনাস্থা প্রকাশ পাবে। সেক্ষেত্রে আপনার জন্য প্রয়োজনীয় ইমার্জেন্সী চিকিৎসা দেয়াটা তার পক্ষে বিব্রতকর হয়ে উঠলে আপনারই ক্ষতি।

✅ ৫. শুক্রবার সাধারণত হাসপাতালের কন্স্যালটেন্ট/প্রফেসর এর রাউন্ড বন্ধ থাকে। বন্ধের দিনে ইএমও/ আইএমও/ এইচএমও/ ইন্টার্নরা থাকেন। এসময় ডাক্তার নাই, ডাক্তার দেখে নাই বলে হুলস্থুল বা চেচামেচী করে কাউকে বিব্রত করবেন না বা অন্য রোগীর অসুবিধা সৃষ্টি করবেন না। ডাক্তাররাও মানুষ। মনে রাখবেন, সরকারের অন্য সব বিভাগ সপ্তাহে ২ দিন ছুটি পায়, আর হাসপাতালের ডাক্তারদের ছুটি ১ দিন।

✅ ৬. হাসপাতাল থেকে সাপ্লাইকৃত ঔষুধ ডাক্তাররা দিবে না। সংশ্লিষ্ট ঔষুধের জন্য নার্স বা ইনচার্জকে ভদ্র ভাষায় বলুন।

✅ ৭. রোগীর পাশ থেকে আপনার সমস্ত আত্মীয় স্বজনকে সরিয়ে ফেলুন। তারা রোগীর কোনো কল্যাণে আসবে না। তাদের জন্য চিকিৎসা প্রদানে দেরি হয়, এতে এমনকি রোগী মারাও যেতে পারে। রোগীর পাশে মানুষ যত কম থাকবে, তত রোগীর তাড়াতাড়ি সুস্থ্য হবার সম্ভাবনা বাড়বে।

✅ ৮. সরকারী হাসপাতালে বেডের জন্য অযথা অনুযোগ / অনুরোধ করে করে চিকিৎসক বা নার্সদের অস্থির করে তুলবেন না। হাসপাতালে কেউ অযথা বেড দখল করে শুয়ে থাকেনা। সবাই অসুস্থ্য রোগী। সেখানে মুচি ডোম শুয়ে থাকলেও তাকে নামিয়ে আপনাকে উঠানো যাবেনা। বেড না থাকলে একজন ডাক্তারের মা নিজে অসুস্থ্য হয়ে আসলেও তাকে মেঝেতেই থাকতে হবে। সকল রোগী সমান। আর, রোগী বেড বা মেঝে যেখানেই থাকুক, সবাইকে সমান চিকিৎসাই দেওয়া হয়।

✅ ৯. কোন ধরনের রাজনৈতিক পরিচয় দিয়ে অতিরিক্ত এটেনশন আদায়ের চেষ্টা করবেন না। যদি কোন রোগী বা তাদের আত্মীয় স্বজন হাসপাতালের ডাক্তার, নার্স বা ষ্টাফদের খুব বেশী বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়, অতিরিক্ত ঝামেলা এড়ানোর জন্য তখন হয়তো তারা সবাই ঐ রোগীকে এড়িয়ে চলতে পারেন। এটা খুবই স্বাভাবিক। এতে কিন্তু ক্ষতিটা আপনারই।

✅ ১০. রোগী কী খাবে… বলে বারবার বিরক্ত করবেন না। যদি স্যালাইন চলে তাহলে ভেবে নিন তাকে আলাদা করে খাওয়াতে হবেনা। খাবার বন্ধ রাখা হয় রোগীর ভালোর জন্যই। কিছুক্ষণ না খেলে আপনার রোগী মারা যাবেনা।

✅ ১১. ক্যানুলা খুলে গেছে, স্যালাইন অফ কেন, ঔষুধ কখন খাবে, কিভাবে খাবে, ঔষুধটা চেক করে দিন তো…. এই প্রশ্নগুলো নার্সকে ভদ্রভাষায় জিজ্ঞাসা করুন। সাধারণত এগুলো তাদের দায়িত্ব। তারা শিক্ষিত ও অভিজ্ঞতাসম্পন্ন। তাদের সম্মান করুন। এগুলো ডাক্তারের কাজ নয়।

✅ ১২. চিকিৎসককে সুন্দর ও ভদ্র ভাষায় সম্বোধন করুন। একইভাবে মহিলা ও পুরুষ নার্সকে " নার্স'" সম্বোধন করুন। আয়া বা কর্মচারীদেরকেও সুন্দর ভাষায় সম্বোধন করবেন। এগুলো আপনাকে ছোট করবে না বরং সম্মানীয় বানাবে। ডাক্তার, নার্স ও কর্মচারীরাও আপনাকে সাহায্য ও সম্মান করবে।

✅ ১৩. সরকারি হাসপাতাল কিন্তু আপনার ট্যাক্সের টাকায় তৈরী! এই হাসপাতালকে নিজের টাকায় বানানো বাড়ির মতই পরিষ্কার ও সুন্দর রাখতে চেষ্টা করুন। আপনি যেখানে থুথু বা নোংরা ফেলবেন, অন্যেরা সবাই আপনার ফেলা জায়গাতেই আরো থুথু বা ময়লা ফেলে ভাসিয়ে দেবে। অপরাধের শুরুটা কিন্তু আপনিই করলেন!

✅ ১৪. হাসপাতালের ডাক্তারদের উপর বিশ্বাস রাখুন। আপনিই লাভবান হবেন। কারণ আপনাকে সেবা কম দিলে ডাক্তাররা লাভবান হবে না।

✅ ১৫. রোগী মারা গেলে ডাক্তারকে গালিগালাজ না করে স্ব-স্ব ধর্মের সৃষ্টিকর্তার কাছে অনুযোগ বা অভিযোগ করুন। ডাক্তার একজন মানুষ। তিনি চেষ্টা করেছেন কিন্তু সৃষ্টিকর্তা আপনার রোগীর সুস্থ্যতা চাননি।

সংগৃহীত, সংযোজিত ও পরিমার্জিত।🙏

ঈদ মোবারক
30/03/2025

ঈদ মোবারক

ঢাকা জাতীয় বক্ষব্যাধি  হাসপাতাল হতে আগত-মেডিসিন, বক্ষব্যাধি ও স্লিপ অ্যাপনিয়া বিশেষজ্ঞ-ডাঃ মোঃ শাহজাহান আলীএমবিবিএস (এসএ...
21/01/2025

ঢাকা জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল হতে আগত-

মেডিসিন, বক্ষব্যাধি ও স্লিপ অ্যাপনিয়া বিশেষজ্ঞ-
ডাঃ মোঃ শাহজাহান আলী
এমবিবিএস (এসএসএমসি), বিসিএস (স্বাস্থ্য)
এমডি (পালমনোলজি), এমএসিপি (ইউএসএ)
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।

চিকিৎসা সেবা সমূহ:

নিউমোনিয়া,

উচ্চ রক্তচাপ,

রাতে নাক ডাকা,

• অ্যাজমা,

• বুকে ব্যথা,

• হাঁপানি,

শ্বাসকষ্ট,

এলার্জী ও মেডিসিন রোগী দেখছেন।

রোগী দেখার সময়:
প্রতি বৃহস্পতিবার :
দুপুর২টা - রাত ১০টা পর্যন্ত।

চেম্বার: হেলথ্ কেয়ার (প্রাঃ) হসপিটাল এন্ড ডায়াগনস্টিক
মেডিকেল কলেজ রোড, উপশহর-১, দিনাজপুর। সিরিয়ালের জন্য: ০১৭৯৭-৯৬৯৫৭৭

19/01/2025

নিয়মিত চেম্বারে চর্ম ও যৌন রোগী দেখছেন -

ডাঃ মোঃ রওজা ফিরোজ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
ডিডিভি (চর্ম ও যৌন) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, (প্রাক্তন পিজি হাসপাতাল), ঢাকা।
এক্স মেডিকেল অফিসার
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, ঢাকা।
চর্ম, যৌন, এলার্জি ও কুষ্ঠ রোগ বিশেষজ্ঞ
চর্ম ও যৌনরোগ বিভাগ
দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনাজপুর।

যেসব রোগের চিকিৎসা প্রদান করছেন:-
০১)এলার্জি, চুলকানি, দাদ, একজিমা, সোরিয়াসিস, ফোঁড়া, খোস-পাঁচড়া ও চিকেন পক্স।
০২)মুখে ছোপ দাগ, সাদা-কালো দাগ ও চুলি।
০৩) ব্রণ ও ব্রণ জনিত দাগ, ঘামাচি, অকালে বুড়িয়ে যাওয়া চিকিৎসা করা হয়।
০৪)ঠোটের কোনা ফেটে যাওয়া, মুখের লাবণ্য ও সৌন্দর্য্য কমে যাওয়া।
০৫)নখ কালো হয়ে যাওয়া, পড়ে যাওয়া, নখে সাদা দাগ ও নখের কোণা উঠা বা ফুলে যাওয়া।
০৬) চোখের নিচে কালি পড়া, ঘাড়ে কালো দাগ ও মেছতা।
০৭) বয়ঃসন্ধিকালের দাগ, অবাঞ্চিত লোম।
০৮)শ্বেতী ও কুষ্ঠ রোগ।
০৯) মহিলাদের গর্ভকালীন সময়ে মুখের কালো দাগ, পেটে/তলপেটে ফাটা দাগ।
১০)হাত-পা ফেটে যাওয়া, আঙ্গুলের ফাঁকে ঘা, হাত-পা ঘামা বা শুষ্ক হয়ে যাওয়া।
১১)চুল পড়া ও মাথার খুশকি।
১২)বিভিন্ন যৌন সমস্যা।
১৩)শিশুদের বিভিন্ন চর্মরোগের উন্নত চিকিৎসা।
১৪) অত্যাধুনিক কসমেটিক সার্জারি।
১৫)নতুন চুল গজানোর আধুনিক চিকিৎসা।
১৬) ডার্মাটো-সার্জারি, Cryo, PRP, Biopsy কেমিক্যাল পিলিং করা হয়।

চেম্বার : হেলথ কেয়ার (প্রা:) হসপিটাল & ডায়াগনস্টিক
মেডিকেল কলেজ রোড, উপশহর -০১, সদর, দিনাজপুর।
সিরিয়াল :০১৭৯৭-৯৬৯৫৭৭

রোগী দেখার সময় : প্রতি শনিবার, রবিবার , সোমবার ও বৃহস্পতিবার বিকাল -৩:০০ টা থেকে রাত -৮:০০ টা পর্যন্ত।

15/01/2025

নিয়মিত চেম্বারে রোগী দেখছেন ও প্রয়োজনীয় অপারেশন করছেন -
হাড়-জোড়া, বাত-ব্যাথা ও স্পাইন বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন
ডাঃ মোঃ সুলতান মাহমুদ
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),
এম.এস (অর্থোপেডিক সার্জারী) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) (এক্স পঙ্গু হাসপাতাল), ঢাকা
অর্থোপেডিক বিশেষজ্ঞ ও ট্রমা সার্জন
কনসালটেন্ট
অর্থোপেডিক ও ট্রমা বিভাগ দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনাজপুর।
রোগী দেখার সময়: প্রতিদিন ৩:০০ টা থেকে (শুক্রবার বন্ধ)

14/01/2025

নতুন সংযোজন :- ঢাকা থেকে আগত নিয়মিত রোগী দেখছেন ও প্রয়োজনীয় অপারেশন করছেন -
ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন-
কিডনী, মূত্রথলি, প্রস্রাবের রাস্তা, যৌনাঙ্গ রোগ বিশেষজ্ঞ ও সার্জন-
ডাঃ মোঃ আল্লামা ইকবাল (বাপ্পি)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস-শেষপর্ব (সার্জারী)
এম.এস (ইউরোলজি)
ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।
চেম্বার: হেলথ্ কেয়ার (প্রাঃ) হসপিটাল এন্ড ডায়াগনস্টিক
মেডিকেল কলেজ রোড, উপশহর-১, দিনাজপুর। সিরিয়ালের জন্য: ০১৭৯৭৯৬৯৫৭৭
রোগী দেখার সময়: প্রতি বৃহস্পতিবার - দুপুর ১২:০০ টা থেকে রাত্রি ৮:০০ টা পর্যন্ত।

14/01/2025

নতুন সংযোজন :
মেডিসিন বিশেষজ্ঞ -
ডাঃ মোঃ শাহিনুর আলম (শাহিন)
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (মেডিসিন)
সিসিডি (বারডেম)
মেডিসিন বিশেষজ্ঞ
২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, দিনাজপুর।

চিকিৎসা সেবা সমূহ:-
০১)মেডিসিন,
০২)হৃদরোগ ও উচ্চ রক্তচাপ,
০৩)বক্ষব্যধি, অ্যাজমা ও শ্বাসকষ্ট,
০৪)লিভার ও পাকস্থলীর রোগ,
০৫)নিউমোনিয়া, টাইফয়েড,
০৬)ডায়াবেটিস ও হরমোন জনিত রোগ,
০৭)কিডনী ও প্রোস্টেট এর রোগ,
০৮)বাতব্যথা-বাতজ্বর,
০৯)স্ট্রোক ও প্যারালাইসিস রোগ,
১০)চর্ম ও যৌন রোগ,
১১)রক্তশুন্যতা ও রক্তের রোগ সমূহ,
১২)টেনশন, দুশ্চিন্তা ও মানসিক রোগসহ অন্যান চিকিৎসা।

চেম্বার : রুম নং-১০৩, ১ম তলা,
হেলথ কেয়ার (প্রা:) হসপিটাল
মেডিকেল কলেজ রোড, উপশহর-১,
দিনাজপুর।

রোগী দেখার সময়সূচী:
সিরিয়ালের জন্য:০১৭৯৭-৯৬৯৫৭৭
শনিবার - বুধবার :- বিকাল ৩ টা - রাত ১০টা

নতুন সংযোজন -মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ হুমায়ুন কবিরএম.বি.বি.এস (ঢাকা) বি.সি.এস (স্বাস্থ্য), ডি-কার্ড (বি.এস.এম....
11/01/2025

নতুন সংযোজন -

মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ
ডাঃ মোঃ হুমায়ুন কবির
এম.বি.বি.এস (ঢাকা) বি.সি.এস (স্বাস্থ্য),
ডি-কার্ড (বি.এস.এম.এম.ইউ) (ঢাকা),
রেসিডেন্ট ফিজিশিয়ান (কার্ডিওলজি),
দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল, দিনাজপুর।
বাত-ব্যথা, বাতজ্বর, উচ্চ- রক্তচাপ, ডায়াবেটিস, শ্বাসকষ্ট মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ

চেম্বার :
হেলথ্ কেয়ার (প্রাঃ) হসপিটাল & ডায়াগনস্টিক মেডিকেল কলেজ রোড, উপশহর- ১, সদর, দিনাজপুর।
সিরিয়াল: ০১৭৯৭-৯৬৯৫৭৭
রোগী দেখার সময় :
প্রতি শনিবার থেকে বুধবার বিকাল- ৩:০০ টা থেকে রাত্রি ৮:৩০ পর্যন্ত ।

Address

Dinajpur
৫২০০

Alerts

Be the first to know and let us send you an email when Health Care Pvt. Hospital হেলথ কেয়ার প্রাইভেট হসপিটাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Care Pvt. Hospital হেলথ কেয়ার প্রাইভেট হসপিটাল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category