Ihsan dental and maxillofacial center

Ihsan dental and maxillofacial center মুখ ও দন্ত সেবামূলক প্রতিষ্ঠান। come and get services

Alhamdulillah...Completion of another orthodontic case.
18/06/2025

Alhamdulillah...
Completion of another orthodontic case.

16/06/2025

ডেন্টাল সহকারী আবশ্যক।
শিক্ষাগত যোগ্যতা:এসএসসি পাশ।
অভিজ্ঞতার প্রয়োজন নেই
বেতন: আলোচনা সাপেক্ষে
ইহসান ডেন্টাল, নিমনগর ফুলবাড়ি বাস স্ট্যান্ড, সদর, দিনাজপুর।
যোগাযোগ: ডা: আমীমুল ইহসান মীম
01719666556

12/03/2025
🦷 আপনার কেনো দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত।রক্তের ক্যান্সারের অন্যতম লক্ষণ হচ্ছে দাঁতের মাড়ি ফুলে যায়,মাড়ি দিয়ে রক্ত ...
30/01/2025

🦷 আপনার কেনো দাঁতের ডাক্তারের কাছে যাওয়া উচিত।

রক্তের ক্যান্সারের অন্যতম লক্ষণ হচ্ছে দাঁতের মাড়ি ফুলে যায়,মাড়ি দিয়ে রক্ত পরে।যেহেতু রক্তের উপাদান কমে যায় তখন মাড়িতে পাথর জমে গেলে,ঠিকমত দাঁত ব্রাশ না করলে আস্তে আস্তে মাড়ি ফুলে যায় এবং রক্ত পড়া শুরু হয়।

ডায়াবেটিস হলে থুতুতে অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ উপস্থিত থাকে যেটা মুখ শুকায়ে ফেলে।এছাড়া এক ধরণের ডায়াবেটিসে বার বার প্রোসাব হয় এবং সেই তুলনায় পানি পান না করলে মুখ শুকিয়ে যায়।আবার মুখের লালা গ্রন্থিতে সমস্যা হলেও মুখ শুকিয়ে যেতে পারে।তাই সঠিক কারণ বের করা আবশ্যক।

লিভার বা কিডনি ঠিকমত কাজ করতে না পারলে শরীর থেকে কিছু ক্ষতিকর উপাদান বের হয়ে যেতে পারেনা।তখন মুখে দুর্গন্ধ দেখা দেয়।এছাড়াও টনসিলে পুঁজ বা পাথর হলেও মুখে দুর্গন্ধ হয়।

আপনি সাইনোসাইটিসের সমস্যায় ভূগতেছেন কিন্তু ভাল হচ্ছে না।হতে পারে আপনার উপরের মাড়িতে ভাঙ্গা দাঁত আছে,পুঁজ হয়ে আছে,ক্রমাগত দাঁতের গোড়া দিয়ে রক্ত আসে,দাঁত নড়ে।উপরের মাড়ির দাঁতের শেকড় সাইনাসের সাথে সম্পৃক্ত তাই উপরের মাড়ির দাঁতে এসব সমস্যা হলে সাইনাসের সমস্যাও তৈরী হয়।তাই এমন হলে অবশ্যই একজন ডেন্টাল সার্জনের পরামর্শ নিন।

চোখা বা ধারালো ভাঙ্গা দাঁত মুখে ক্যান্সারের অন্যতম কারণ।এই দাঁতগুলো থেকে জিহ্বা বা মুখের চামড়াতে ক্রমাগত আঘাতের কারণে মুখে ঘা তৈরী হয়।যেটা শুকাতে পারেনা এবং আস্তে আস্তে সেখান থেকে মুখের ক্যান্সার তৈরী হয়।তাই ভাঙ্গা দাঁত থেকে তৈরী "ঘা" কে ছোট না ভেবে দ্রুত দাঁতের ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থ থাকুন।

কিছু উচ্চ রক্তচাপের ঔষধ আছে যেমন frusemide,spironolactone এগুলো খেলে শরীর থেকে প্রোসাবের মাধ্যমে অনেক পানি বের হয়ে যায়।যদি এই অবস্থায় পর্যাপ্ত পানি পান না করেন তবে মুখ শুকিয়ে যাবে।অনেকে মুখ শুকানোর চিকিৎসা নিতে আসে এবং এসব ঔষধের কথা এড়িয়ে যায়।এই অবস্থা হলে কখনোই মুখ শুকানো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়।

অনেক রোগী মাড়ি ফুলে যাওয়ার সমস্যা নিয়ে আসেন।ভাল দেখলে দেখা যায় মুখের ভেতর মাড়ি ফোলার কোন কারণ নেই।তখন হিস্ট্রি নিয়ে দেখা যায় উনি উচ্চ রক্তচাপের কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার খান যেমন nifedipine। তাই মাড়ি ফুলে গেলে ডাক্তারের কাছে আপনি উচ্চ রক্তচাপের ঔষধের কথা এড়িয়ে যাবেন না।সাধারণত রোগীরা মাড়ির সমস্যা বলতে শুধু দাঁত থেকেই সমস্যা মনে করেন।

লিভার বা যকৃৎ,পিত্তথলিতে সমস্যা হলে জিহ্বা হলুদ হয়ে যায়।আবার হার্টের কিছু রোগে জিহ্বা বেগুনি রং ধারণ করে।রক্তের সমস্যার কারণে জিহ্বা নীল বর্ণ ধারণ করতে পারে।ঠিক এসব কারণেই জিহ্বার রং পরিবর্তন হচ্ছে নাকি মুখের প্রদাহের কারণে সেটা নিরুপণ জরুরী।তাই এগুলোকে ছোট সমস্যা না ভেবে দ্রুত দাঁতের ডাক্তারের পরামর্শ নিন।উনি আপনাকে সঠিক পরামর্শ দিবেন।

এছাড়াও আরো অনেক মুখের ছোট ছোট সমস্যা আছে যেগুলো অন্য রোগ বা ঔষধের সাথে সম্পর্কিত।তাই নিজে ও পরিবারের মানুষকে সুস্থ রাখতে নিয়মিত ডেন্টাল সার্জনের পরামর্শ নিন। ৬ মাসে অন্তত একবার অবশ্যই ফলোআপ করায়ে নিন।মনে রাখবেন ঠিকমত খেতে পারলে তবেই সুস্থ থাকতে পারবেন 😀
তাই মুখের যেকোন সমস্যায় আপনার নিকটস্থ ডেন্টাল সার্জনের সরনাপন্ন হতে ভূলবেন না।

আলহামদুলিল্লাহ।উঁচু দাঁত নিচু করার এই কাজটি আজ সম্পন্ন হল।
03/11/2024

আলহামদুলিল্লাহ।
উঁচু দাঁত নিচু করার এই কাজটি আজ সম্পন্ন হল।

ত্রিপুরার বন্যা আকস্মিক না। ত্রিপুরায় অতিমাত্রায় বৃষ্টি হচ্ছিল সেটা ৪ দিন ধরেই। তাই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা যেতে পা...
23/08/2024

ত্রিপুরার বন্যা আকস্মিক না। ত্রিপুরায় অতিমাত্রায় বৃষ্টি হচ্ছিল সেটা ৪ দিন ধরেই। তাই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বা যেতে পারে তা ভারতের আন্দাজের বাইরে ছিল এমনটা বলার মত কোনো কারণ নেই। আবহমান কাল ধরে আমরা ভাটির দেশের মানুষ বর্ষার বৃষ্টিতে নদীর বাড়তি ঢেউয়ের সাথে সংগ্রাম করে টিকে আছি। বৃষ্টিতে নদীতে পানি বাড়বে, সেই বাড়তি পানি চলেও যাবে। এ তো স্বাভাবিক নিয়ম। কিন্তু বন্যা হয় অন্যভাবে। ত্রিপুরার ডুম্বুর এর টেরেইন টা খেয়াল করলাম। স্বাভাবিকভাবেই পাহাড়ি এলাকায় হাইড্রোইলেকট্রিক প্লান্টটা। উঁচু বা উজান থেকে পানি বেশি প্রেশার ফ্লো নিয়ে দ্রুত গড়ায়। আচমকা গেট খুলে দিয়ে নদীর অলরেডি বাড়তি পানিকে ওভারফ্লো করিয়ে গ্রামগুলো ভাসানো হইলো।

ডুম্বুর হাইড্রোইলেক্ট্রিক প্লান্ট থেকে একদম সরলরৈখিক ভাবেও ফেনীর দূরত্ব পাক্কা ৫০ কিলোমিটার। গোমতী, মুহুরি নদী জলপথে যেটা ১০০ কিলোমিটারের বেশি। ১০০ কিলোমিটার নদীপথে পানি বাংলাদেশের সীমানায় ঢুকতে যে সময় লাগতো ততক্ষণে আমরা একটা মিনিমাম শেল্টার ও প্রোটেকশনের ব্যবস্থা করতে পারতাম। প্রাণহানিটা এড়ানো যেত। কি লাগতো তাতে? লাগতো একটু ইনফরমেশন। ভারত স্লুইস গেট খুলে দেয়ার আগে বাংলাদেশকে ইনফর্ম করেনি। বাংলাদেশকে ইচ্ছে করে রিস্কে ফেলা হলো।

উজানের দেশের দায়িত্বটা রাস্তার পাশের উঁচু বাড়ির বাসিন্দার মত। আপনি বারান্দা দিয়ে কিছু ফেলার আগে দেখতে হয় নিচে কেউ আছে কিনা? তার মাথায় গিয়ে পড়বে কিনা বস্তুটা। ভারত দেখেনি। কখনোই দেখেনা।

আমাদের এমন প্রতিবেশীর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিৎ এখনই। ক্ষতিপূরণও আদায় করতে হবে। উজানের দেশ হয়ে পানি আটকে রেখে আর বিপদের সময় পানি ছেড়ে দিয়ে ভারত যেভাবে ন্যাচারকে উইপোনাইজ করতেছে এর জন্য অবশ্যই ভারতকে শাস্তি পেতে হবে।

Artwork: Debashish Chakrabarty
Post Courtesy: Imtiaz Alam

Alhamdulillah
05/08/2024

Alhamdulillah

15/07/2024



14/07/2024



Just waiting for healing.RCS rainbow 🌈 one file .Irrigation 5% NaOCl, EDTA, chlorhexidine Sealer- Cerafill RCS.Happy den...
09/07/2024

Just waiting for healing.
RCS rainbow 🌈 one file .
Irrigation 5% NaOCl, EDTA, chlorhexidine
Sealer- Cerafill RCS.
Happy dentistry 😁

🌹রুট ক্যানাল চিকিৎসা 🌹 আজ চেম্বারে এই রুট ক্যানাল দুটি সম্পন্ন হয়েছে।  যোগ্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিন, ভালো ও সুস্থ থ...
22/05/2024

🌹রুট ক্যানাল চিকিৎসা 🌹
আজ চেম্বারে এই রুট ক্যানাল দুটি সম্পন্ন হয়েছে।
যোগ্য চিকিৎসকের কাছে চিকিৎসা নিন,
ভালো ও সুস্থ থাকুন।

বিডিএস চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে চাইলে সকলের আমন্ত্রণ রইলো। আমাদের ঠিকানা -
১. ইহসান ডেন্টাল। নিমনগর ফুলবাড়ি বাসস্ট্যান্ড,সদর, দিনাজপুর -01773878111
২ইহসান ডেন্টাল। পুরাতন সোনালী ব্যাংক মোড়, বিরামপুর, দিনাজপুর -01706741936

সৌন্দর্য বর্ধনের চেষ্টা।
11/03/2024

সৌন্দর্য বর্ধনের চেষ্টা।

Address

Dinajpur
5200

Telephone

+8801773878111

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ihsan dental and maxillofacial center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ihsan dental and maxillofacial center:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category