যৌনদুর্বলতার চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ - হোমিও & হারবাল

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • যৌনদুর্বলতার চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ - হোমিও & হারবাল

যৌনদুর্বলতার চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ - হোমিও & হারবাল যৌন - সেক্স বিষয়ক যে কোন রোগে হোমিওপ্য্যাথিক ও হারবাল চিকিৎসা নিন। MD RAIHAN ALI
📞 +88 01704- 270027

হস্তমৈথুন জনিত রোগ , যৌনদুর্বলতা-ধ্বজভঙ্গ, স্বপ্নদোষ সহ অন্য যে কোন রোগের স্থায়ীভাবে সমাধান ও পরামর্শ
আপনার করনীয়:

* প্রাকৃতিক ও নিরাপদ হোমিওপ্যাথি ও হারবাল চিকিৎসার মাধ্যমে সুস্থ যৌনতা, সুস্থ জীবন নিশ্চিত করুন।
* গোপন সমস্যার চিকিৎসা এবং যৌন স্বাস্থ্য সচেতনতা, হোমিও ও হারবাল চিকিৎসা মাধ্যমের সহায়তায় নিন।

কার্যক্রম:
✅ যৌনদুর্বলতার হোমিওপ্যাথিক ও হার্বাল চিকিৎসা
✅ গোপন স্বাস্থ্য সমস্যা বিষয়ে ব্যক্তিগত পরামর্শ
✅ প্রাকৃতিক ও নিরাপদ চিকিৎসা পদ্ধতি
✅ সুস্থ জীবনধারা ও মানসিক সুস্থতার টিপস

আমাদের লক্ষ্য
👉 আপনার যৌন স্বাস্থ্য ও সুস্থতা আমাদের লক্ষ্য – নিরাপদ ও প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে।
👉 নিরাপদ ও প্রাকৃতিক উপায়ে রোগীকে সুস্থ করা এবং যৌন স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
👉 হোমিও ও হারবাল চিকিৎসার সাহায্যে যৌন দুর্বলতার সমাধান এবং সুস্থ জীবনধারা নিশ্চিত করুন।”

রোগ সমূহ:-

👉 স্ত্রীর সাথে দৈহিক মিলনে সময় টাইম কম পাওয়া
👉 দৈহিক মিলন শুরু করতে না করেতেই বীর্য বের হয়ে যাওয়া
👉 দৈহিক পরে শরীর অতিরিক্ত দুর্বল হাওয়া
👉 দৈহিক মিলন করতে মন চায় দুর্বলতার কারেন করতে না পারা
👉 স্ত্রীর সাথে দৈহিক মিলন করতে অনিচ্ছা
👉 লিঙ্গের রগ ঢিলা ঢালা হয়ে যাওয়া
👉 অতিরিক্ত হস্তমৈথুনের ইচ্ছা
👉 লিঙ্গের ছোট হয়ে যাওয়া
👉 লিঙ্গ শক্ত হয় না।
👉 পেশাবের সাথে বীর্য নির্গত হওয়া কিংবা এমনিতেই শুধু শুধু বীর্য বের হওয়া।
👉 অতিরিক্ত স্বপ্নদোষ হওয়া
👉 যৌন দুর্বলতার কারণে বিয়ে বিয়ে করতে ভয়
রোগ সমূহ:-
======
🔺 মেয়েদের স্তন অনেক ছোট, বয়স অনুযায়ী বৃদ্ধি না পাওয়া
🔺 স্তন ঝুলে পড়া
🔺 যোনিপথ ঢিলে হওয়া
🔺 কষ্টকর দৈহিক মিলন, যোনীপথ শুষ্ক, অত্যাধিক যন্ত্রনা
🔺 অতিরিক্ত হস্তমৈথুনের ইচ্ছা
🔺 দৈহিক মিলনে সুখ না পাওয়া, অস্বস্তি
🔺 শরীর মোটা বা শুকিয়ে যাওয়া
🔺 মেয়েদের বয়স অনুযায়ী লম্বা না পাওয়া।
🔺 চুল রুক্ষ, ঝড়ে পড়া, ত্বক খসখসে , ব্রণ, আচিল। যোগাযোগ :
Homeo & Herbal Healthcare - হোমিও ও হারবাল স্বাস্থ্যসেবা
👨‍⚕️ Dr. Md Raihan Ali (DHMS)
Homeopath Doctor (Registered)
Dinajpur Homeopathic Medical College & Hospital - DHMCH
With
MxN Modern Herbal Food Ltd
Dist.

17/03/2024

চিয়া সীড বা চিয়া
---------------
চিয়া সিড বা চিয়া বীজ মরুভূমিতে জন্মানো সালভিয়া হিসপানিকা (Salvia Hispanica) উদ্ভিদের বীজ। এই অতি উপকারি বীজটির আদি জন্মস্থান সেন্ট্রাল আমেরিকা এবং সেখানকার প্রাচীন আদিবাসি অ্যাজটেক জাতির খাদ্য তালিকায় এই বীজ অন্তর্ভুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়। প্রাচীন মায়া এবং অ্যাজটেক জাতির মানুষ চিয়া সিডকে সোনার থেকেও মূল্যবাণ মনে করত।
তারা বিশ্বাস করত এটা তাদের শক্তি ও সাহস জোগাবে।

চিয়া সীড সব ধরণের আবহাওয়ায় হয় এবং এতে পোকামাকড়ের আক্রমণ তেমন হয় না। চিয়া বীজ সাদা ও কালো রং এর এবং তিলের মত ছোট সাইজের হয়।
এখানে উল্লেখ্য যে চিয়া সীড এবং তোকমা নিয়ে একটি ভুল ধারণা আছে। অনেকেই তোকমাকে চিয়া সীড মনে করেন। চিয়া সীড তোকমার চেয়ে সাইজে ছোট।

চিয়া সীডের পুষ্টিগুণ সম্পর্কে
-------------------------------
# দুধের চেয়ে ৫ গুণ বেশী ক্যালসিয়াম
# স্যামন মাছের থেকে ৮ গুণ বেশী ওমেগা-৩
# কমলার চেয়ে ৭ গুণ বেশি ভিটামিন সি
# পালং শাকের চেয়ে ৩ গুণ বেশী আয়রন (লোহা)
# কলার চেয়ে দ্বিগুণ পটাশিয়াম

২৮ গ্রাম চিয়া সিডে আছে;
----------------------
ফাইবার- ১১ গ্রাম,

প্রোটিন- ৪ গ্রাম,

ফ্যাট- ৯ গ্রাম ( Omega-3s সহ)

ক্যালসিয়াম- RDA (Recommended Dietary Allowance) এর ১৮%

ম্যাঙ্গানিজ- RDA এর ৩০%

ম্যাগনেসিয়াম- RDA এর ৩০%

ফসফরাস- RDA এর ২৭%

সমুচিত পরিমাণে জিঙ্ক,
ভিটামিন বি৩ (নায়াসিন),
পটাশিয়াম,
ভিটামিন বি১ (থায়ামিন) ও ভিটামিন বি২

এনার্জি – ১৩৭ ক্যালোরি,
কার্বোহাইড্রেড – ৩ গ্রাম
জিঙ্ক – ১ মিলিগ্রাম
তামা – ১ মিলিগ্রাম,
পটাশিয়াম – ৮ মিলিগ্রাম,

চিয়া সীডের ১৫টি উপকারিতা আছে
------------------------------
১। শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে

২। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে

৩। ওজন কমাতে সহায়তা করে

৪। ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় অর্থাত ব্লাড সুগার স্বাভাবিক রাখে,

৫। হাড়ের স্বাস্থ্য (ক্ষয়রোধ) রক্ষায় বিশেষ উপকারি

৬। মলাশয় পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায়

৭। শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করতে

৮। প্রদাহজনিত সমস্যায়

৯। ভাল ঘুম হতে

১০। ক্যান্সার রোধে

১১। হজমে সহায়তায়

১২। হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করতে

১৩। এটেনশান ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসর্ডার

১৪। ত্বক, চুল ও নখ সুন্দর রাখে

১৫। গৃহপালিত পশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত করা যায়

খাবারের নিয়মঃ
দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে এবং রাতে ঘুমানোর আগে ১গ্লাস পানির মধ্যে ২ চা চামচ চিয়া সিড ও ২ চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যাবে।খাওয়ার ৩০মিনিট আগে নরমাল পানিতে ভিজিয়ে রাখতে হবে।

যে সব পানীয় খেতে পারেন।------------------------------* সাধারণ বিশুদ্ধ পানি* ভিনেগারের পানীয়* ডাবের পানি * চীয়া সিডের পান...
17/03/2024

যে সব পানীয় খেতে পারেন।
------------------------------
* সাধারণ বিশুদ্ধ পানি
* ভিনেগারের পানীয়
* ডাবের পানি
* চীয়া সিডের পানি
* লেবু পানি
* পিংক সল্ট দেওয়া পানি
* অর্গানিক গ্রীণ টি (সবুজ চা)
* হলুদের চা

লিঙ্গ উত্থান সমস্যা সাধারনত বয়স্ক লোকদের হয়ে থাকে। এই সমস্যা বিয়ের প্রায় কয়েক বছর পর অনেকেরই দেখা দিতে পারে এবং এটা স্বা...
30/01/2024

লিঙ্গ উত্থান সমস্যা সাধারনত বয়স্ক লোকদের হয়ে থাকে। এই সমস্যা বিয়ের প্রায় কয়েক বছর পর অনেকেরই দেখা দিতে পারে এবং এটা স্বাভাবিক । কিন্তু বর্তমানে অবিবাহিতদের এই সমস্যা দেখা দেয়।

এর কারণ:
১. দেরিতে ঘুমাতে যাওয়া / রাত জাগা
২. সকালে ঘুম থেকে না উঠা
৩. পর্নোগ্রাফি আসক্তি ও হস্তমৈথুন
৪. নারীদের নিয়ে কুচিন্তা করা
৫. মাত্রাতিরিক্ত ভেজাল খাদ্য
৬. নেশার করা
৭. সফট ড্রিংকসে আসক্ত
৮. নিজ নিজ ধর্ম অনুযায়ী ধামির্ক অনুশাসন না মানা।
৯. যৌন উস্কানি মূলক নাটক, টিভি সিরিয়াল, মুভি দেখা ।

এছাড়া আরো অনেক কারণ আছে।
এগুলো কারন চিহ্নিত করে স্বাভাবিক ভাবে জীবন যাপন করা যায় তাহলে এই লিঙ্গ উথান সমস্যা আর থাকবেনা। এর পর যদি ঠিক না হয় তাহলে ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিতে হবে।
ধন্যবাদান্তে
-----------------
Dr. Md Raihan Ali (DHMS)
Mobile: 01704-270027

[ অডিও - ভিডিও কলে চিকিৎসা পরামর্শ নিতে হোয়াটসএ্যাপে কল করুন ]

দ্রুত বীর্যপাত, ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা, হস্তমৈথুন জনিত যৌনরোগ বা যে কোন প্রকার রোগে হোমিওপ্যাথি ও হারবাল চিকিৎসা সেবা...
30/12/2023

দ্রুত বীর্যপাত, ধ্বজভঙ্গ বা পুরুষত্বহীনতা, হস্তমৈথুন জনিত যৌনরোগ বা যে কোন প্রকার রোগে হোমিওপ্যাথি ও হারবাল চিকিৎসা সেবা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন।

যৌন_দুর্বলতা সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান নিতে যোগাযোগ করুন
Dr. Md Raihan Ali
DHMS(Dinajpur Homeopathy Medical College & Hospital)
MxN Distributor Status: BS

Chamber:
----------
মেডিসিনসি কিউর এন্ড কেয়ার পয়েন্ট
Medicinesy Cure & Care Point
Dinajpur Sadar , Rangpur Division, BD.
Mobile: 01704-270027

হোয়াটসএ্যাপ / ইমোতে অডিও - ভিডিও কলে চিকিৎসা পরামর্শ নিতে কল করুন:

#যৌন দুর্বলতা
#দ্রুত বীর্যপাত
#ধ্বজভঙ্গ
#স্বপ্নদোষ
#হস্তমৈথুন
#ছোট_লিঙ্গ
#হারবাল ওষুধ
#হোমিও ওষুধ
#যৌনরোগ

চিয়া সীডের ১৫টি উপকারিতা ===========================১। শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে২। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তি...
27/12/2023

চিয়া সীডের ১৫টি উপকারিতা
===========================
১। শক্তি এবং কর্মক্ষমতা বৃদ্ধি করে

২। রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে

৩। ওজন কমাতে সহায়তা করে

৪। ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায় অর্থাত ব্লাড সুগার স্বাভাবিক রাখে,

৫। হাড়ের স্বাস্থ্য (ক্ষয়রোধ) রক্ষায় বিশেষ উপকারি

৬। মলাশয় পরিষ্কার রাখে ফলে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায়

৭। শরীর থেকে টক্সিন (বিষাক্ত পদার্থ) বের করতে

৮। প্রদাহজনিত সমস্যায়

৯। ভাল ঘুম হতে

১০। ক্যান্সার রোধে

১১। হজমে সহায়তায়

১২। হাঁটু ও জয়েন্টের ব্যথা দূর করতে

১৩। এটেনশান ডেফিসিট হাইপার এক্টিভিটি ডিসর্ডার

১৪। ত্বক, চুল ও নখ সুন্দর রাখে

১৫। গৃহপালিত পশুর খাদ্য হিসেবেও ব্যবহৃত করা যায়



খাবারের নিয়মঃ

দ্রুত ওজন কমাতে খালি পেটে সকালে এবং রাতে ঘুমানোর আগে ১গ্লাস পানির মধ্যে ২ চা চামচ চিয়া সিড ও ২ চামচ লেবুর রস মিশিয়ে খেলে ভালো ফলাফল পাওয়া যাবে। খাওয়ার ৩০মিনিট আগে নরমাল পানিতে ভিজিয়ে রাখতে হবে।

চিয়া সীড নিতে যোগাযোগ করুন
Dr. Md Raihan Ali (Homeopathy)
01704-270027
কুরিয়ারে পাঠানো হবে।

25/12/2023

হস্তমৈথুন (ma********on)
=======================
একরূপ যৌনক্রিয়া যাতে একজন ব্যক্তি কোনো সঙ্গী বা সঙ্গিনীর অংশগ্রহণ ব্যতিরেকেই যৌনসুখ অর্জনের চেষ্টা করে । মাধ্যম হিসাবে সচরাচর মানুষ নিজের হাত ব্যবহার করেই বীর্য স্খলন বা অর্গাজমের মাধ্যমে যৌনসুখ লাভ করেন। এটা একটি অস্বাভাবিক যৌন ক্রিয়া বা যৌন বিকৃতি। এই অস্বাভাবিক যৌন ক্রিয়াপ্রকার ফলে নিম্নের মানসিক ও শারীরিক ক্ষতিকর লক্ষণ বা দিকগুলো দেখা দেয়।

# দৃষ্টিশক্তি কমে যায়।
# স্মৃতিশক্তি কমে যায়। ফলে যেকোনো ব্যাপার দ্রুতই ভুলে যায়।
# জিহব্বায় জড়তা আসে ফলে তোতলামি দেখা দেয়।
# পড়াশোনা বা অন্যান্য যে কোন কাজে মনোনিবেশ করতে পারেনা ।
# খাবার হজম ক্ষমতা কমে যাওয়ায় ফলে ক্ষুধামন্দা দেখা যায়।
# শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় বিভিন্ন রোগ-ব্যাধি হয়।
# শরীরের ওজন কমতেই থাকে।
# মানসিক বিকৃতি ও অস্থিতিশীলতা দেখা যায়।
# শারীরিক দুর্বলতা অনুভব করা, শরীরে সর্বদা ঝিম ঝিম বা ঝিমুনি ভাব চলে আসে, সবসময়ই মাথা ব্যাথা অনুভূত হয়।
# লিঙ্গের শিথিলতা, সহজে শক্ত হয়না, আকৃতি পরিবর্তন হয়ে যায়। সামনের দিক মোট গোড়ার দিক চিক হয়ে যায় ।

বিবাহ পরে যে শারীরিক ক্ষতি গুলো হয়।
-----------------
# বীর্য একেবারে পাতলা হয়ে যায়। অল্প একটু উত্তেজনার বীর্য বের হয়ে আসে।
# বিবাহের পর স্ত্রীর সাথে সহবাস করতে গিয়ে দ্রুত বীর্যপাত ঘটতে দেখা যায়,
# দ্রুত বীর্যপাতের ফলে স্ত্রী পরিকীয় করে তার জন্য সংসারে নেমে আসে অশান্তি।
# অতিরিক্ত হস্তমৈথুনে বীর্যে শুক্রাণুর সংখ্যা কমে যায়। এর জন্য স্ত্রী গর্ভধারণ করতে পারে না।

ব্যক্তি ভেদে আরো অন্যান্য লক্ষন দেখা দিতে পারে।
----------------------------

হস্তমৈথুন ছাড়াতে সহজ ও কিছু কার্যকরী উপায় সমহূ:
---------------------
# পারিবারিক সক্ষমতা থাকলে বিবাহ করা।
# নির্জনতা পরিহার করতে হবে, যতটা সম্ভব নিজেকে কোনো না কোনো গঠনমূলক কাজে ব্যস্ত রাখা
# রুমে একা থাকা যাবে না, রুম শেয়ার / ঘরের দরজা খোলা রাখতে হবে।
# গোসল দ্রুত শেষ কারতে হবে কার সময় এ সময় হস্তমৈথুনের ইচ্ছে জাগে।
# হঠাৎ যদি কখন হস্ত মৈথুনের ইচ্ছে জাগে, তাহলে বাবা/ মা, ভাই/ বোন এর কাছে গিয়ে প্রয়োজনীয় কথার বলার জন্য সময় দেওয়া
# সন্ধ্যায় সময় কখনই ঘুমাবেন না। কিছু করার না থাকলে ছবি দেখুন বা বই পড়ুন।
# হস্তমৈথুন আমি আর করবনা এই মর্মে অঙ্গীকার করে একটি রুটিন করতে হবে ।
# ছোট ধরণের টার্গেট সেট করুন। ধরে নিন, প্রথম টার্গেট টানা ২-৩ দিন হস্তমৈথুন করবেন না। ২-৩ দিন না করে পারলে আস্তে আস্তে সময় বাড়াতে থাকবেন।
# যোগাযোগ মাধ্যম এর জন্য মোবাইল ব্যবহার করুন । মোবাইল দিয়ে বিনোদন এড়িয়ে চলুন।

সারকথা:
--------
ধৈর্য ধরতে হবে। একদিনে হস্তমৈথুন নেশা থেকে মুক্তি পাবেন, এমনটা কিন্তু না। একাগ্রতা থাকলে আস্তে আস্তে এই নেশা থেকে পুরোপুরি বেরিয়ে আসা যায়। মাঝে মধ্যে ভুল হয়ে যাবে। তখন সব হাল ছেড়ে দেবেন না। চেষ্টা সবসময় করে যাবেন। হস্তমৈথুন নামক যৌন বিকৃতি থেকে সবসময় দূরে থাকুন।

মহান আল্লাহ্‌ তা'আলাকে সবসময় ভয় করুন। সবশেষে হাদীস, রসূলুল্লাহ্‌ (সঃ) বলেছেন:

"যে ব্যক্তি আমাকে তার দুই চোয়ালের মধ্যবর্তী জিনিস (জিহ্বার) এবং দুই পায়ের মধ্যবর্তী জিনিস (যৌনাঙ্গ) নিশ্চয়তা (সঠিক ব্যবহার) দেবে আমি তার বেহেশতের নিশ্চয়তা দিব।" (বুখারী ও মুসলিম)

চিকিৎসা
------
# হস্তমৈথুন করার ফলে যে সমস্যা সমূহ তৈরি হয়েছে তা দীর্ঘ দিন থাকলে স্থানীয় হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা নিতে পারেন। ডাঃ কাউন্সেলিং ও ওষুধ দিয়ে হস্তমৈথুন এর আকাঙ্খা নিয়ন্ত্রন সহায়তা করবে।

ধন্যবাদ ও শুভেচ্ছান্তে
Dr. Md Raihan Ali
DHMS (Dinajpur Homeopathic Medical College & Hospital - DHMCH )
Reg No: 41566

প্রতিদিন এক গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করে। শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভি...
24/12/2023

প্রতিদিন এক গ্লাস গাজরের জুস শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আশ্চর্যজনকভাবে বৃদ্ধি করে। শরীরে ক্ষতিকর জীবাণু, ভাইরাস এবং বিভিন্ন ধরনের প্রদাহের বিরুদ্ধে কাজ করে। গাজরের জুসে ভিটামিন ছাড়াও বিভিন্ন ধরনের খনিজ, পটাশিয়াম, ফসফরাস ইত্যাদি থাকে যা হাড় গঠন, নার্ভাস সিস্টেমকে শক্ত করা ও মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করে।

ডাঃ মোঃ রায়হান আলী , ডি.এইচ.এম.এস
(দিনাজপুর হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল )
চিকিৎসক নিবন্ধন নং- ৪১৫৬৬

সহবাসে সময় কোন ভাবেই তাড়াহুড়ো করা ঠিক হবে না একটু সময় হাতে নিয়ে সহবাস করুন মনে রাখবেন অধিক উত্তেজেনার সহিত সহবাস করলে দূ...
31/10/2023

সহবাসে সময় কোন ভাবেই তাড়াহুড়ো করা ঠিক হবে না একটু সময় হাতে নিয়ে সহবাস করুন মনে রাখবেন অধিক উত্তেজেনার সহিত সহবাস করলে দূত বীর্য পাত হয়ে যাবে ।
------------
যৌন_দুর্বলতার স্থায়ীভাবে চিকিৎসা নিতে যোগাযোগ করুন
হোমিও এন্ড হারবাল কেয়ার
Dr. Md Raihan Ali (DHMS)
01704-270027,
Dinajpur, Rangpur Division, BD.

[ নোট :- * হোয়াটসএ্যাপ, ইমোতে অডিও - ভিডিও কলে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং কুরিয়ার মাধ্যমে ওষুধ পাঠানো হয় * ]

////////////////////////////////////
#যৌন_দুর্বলতা #দ্রুত_বীর্যপাত #ছোট_লিঙ্গ #হারবাল_ওষুধ #হোমিও_ওষুধ #টাইমিং #যৌন_রোগ #ধাতুক্ষয় #স্বপ্নদোষ #হস্তমৈথুন

শারিরিক বা মানসিক ভাবে যৌনদুবর্লতায় ভুগছেন। সময় নিয়ে সহবাস বা সেক্স করতে পারছেনা । তাহলে আপনার সহবাসের সময় বাড়াতে হলে প্...
31/10/2023

শারিরিক বা মানসিক ভাবে যৌনদুবর্লতায় ভুগছেন। সময় নিয়ে সহবাস বা সেক্স করতে পারছেনা । তাহলে আপনার সহবাসের সময় বাড়াতে হলে প্রতিদিন ৩০-৪০ মিটিন ব্যায়াম করুন। যারা কায়িক পরিশ্রম করেন না তাহাদের জন্য ব্যয়াম বাধ্যতামুলক । দৈহিক পরিশ্রম বা ব্যায়াম ছাড়া আপনি সহবাস বা সেক্স ভালোভাবে করতে পারবেন না ।
যে ব্যায়ামগুলো করবেন।
১. ইড়া পিঙলা নাড়ীর ব্যায়াম (৫ মিনিট করে দিনে ২ বার)
২. কেগেল এক্সারসাইজ (১০ মিনিট করে ২ বার)
৩. অন্যান্য ব্যায়াম (২০ মিনিট)
৪. দৌড়ানো ১৫ মিনিট
( ইউটিবউবে সার্চ দিয়ে দেখে নিবেন কিভাবে করতে হয়।
----------------------
যৌন_দুর্বলতার স্থায়ীভাবে চিকিৎসার নিতে যোগাযোগ করুন
হোমিও এন্ড হারবাল কেয়ার
Dr. Md Raihan Ali (DHMS)
01704-270027, Dinajpur, Rangpur Division, BD.

22/10/2023

** যৌন - সেক্স বিষয়ক সহ অন্য যে কোন রোগে হোমিওপ্যাথি ও হারবাল চিকিৎসা সেবা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন **

যৌন_দুর্বলতা সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান নিতে যোগাযোগ করুন
** হোমিও এন্ড হারবাল কেয়ার **

Dr. Md Raihan Ali (DHMS)
( যৌন - সেক্স বিষয়ক ও জটিল রোগের চিকিৎসক )
+88 01704 27 00 27
Dinajpur , Rangpur Division, BD.

[ নোট :- * হোয়াটসএ্যাপ, ইমোতে অডিও - ভিডিও কলে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং কুরিয়ার মাধ্যমে ওষুধ পাঠানো হয় * ]
ধন্যবাদ
////////////////////////////////////
#যৌন_দুর্বলতা #দ্রুত_বীর্যপাত #ছোট_লিঙ্গ #হারবাল_ওষুধ #হোমিও_ওষুধ #টাইমিং #যৌন_রোগ #ধাতুক্ষয় #স্বপ্নদোষ #হস্তমৈথুন

25/09/2022

যৌনরোগে ভুগছেন,, পুরুষ ও নারী
উভয়ইকেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
ইনশাআল্লাহ ১ম থেকে ৩য় সপ্তাহে সুফল পাবেন।
বিস্তারিত জানতে কল করুন 01309-176040 (হোয়াটস এপ) অথবা ইনবক্সে বিস্তারিত বলুন। ভিজিটের মাধ্যমে প্রেসক্রিপশন করা হয় এবং কুরিয়ার এর মাধ্যমে ঔষধ পাঠানো হয়।

** যৌন - সেক্স বিষয়ক সহ অন্য যে কোন রোগে হোমিওপ্যাথি ও হারবাল চিকিৎসা সেবা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন **যৌন_দুর্বলতা  সম...
06/08/2022

** যৌন - সেক্স বিষয়ক সহ অন্য যে কোন রোগে হোমিওপ্যাথি ও হারবাল চিকিৎসা সেবা গ্রহণ করুন এবং সুস্থ থাকুন **

যৌন_দুর্বলতা সমস্যা থেকে স্থায়ীভাবে সমাধান নিতে যোগাযোগ করুন
** হোমিও এন্ড হারবাল কেয়ার **

Dr. Md Raihan Ali (D.H.M.S Dhaka)
( যৌন - সেক্স বিষয়ক ও জটিল রোগের চিকিৎসক )
+88 01309 17 60 40
Dinajpur , Rangpur Division, BD.
www.HomeoHerbalCare.com

[ নোট :- * হোয়াটসএ্যাপ, ইমোতে অডিও - ভিডিও কলে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং কুরিয়ার মাধ্যমে ওষুধ পাঠানো হয় * ]
ধন্যবাদ
////////////////////////////////////
#যৌন_দুর্বলতা #দ্রুত_বীর্যপাত #ছোট_লিঙ্গ #হারবাল_ওষুধ #হোমিও_ওষুধ #টাইমিং #যৌন_রোগ #ধাতুক্ষয় #স্বপ্নদোষ #হস্তমৈথুন

Address

Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when যৌনদুর্বলতার চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ - হোমিও & হারবাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to যৌনদুর্বলতার চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ - হোমিও & হারবাল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

যৌন রোগ চিকিৎসায় হোমিওপ্যাথি ও হারবাল

================================================================

(পুরষত্বহীনতা বা ধ্বজভঙ্গ )

১. দ্রুত বির্যপাত ২. লিঙ্গ শক্ত না হওয়া ৩. মিণনের আগের শক্ত কিন্তু মিলনের সময়ে লিঙ্গ দুর্বল হয়ে যাওয়া। ৩. যৌন ইচ্ছা না থাকা ( স্ত্রী অথবা পুরুষ ) ৪. মিলনের সময় কষ্ট ( স্ত্রী অথবা পুরুষ )

( স্বপ্ন দোষ )