Kazi Office Noyonpur

Kazi Office Noyonpur MARRIAGE AND DIVORCE REGISTRAR (KAZI)

10/09/2025

"একটা সময় ছিল—
প্রতিটি দোয়ার মাঝে তোমাকে চাইতাম, চোখের পানি দিয়ে আল্লাহকে বলতাম, তোমাকে নিয়ে একটা শান্তির সংসার দাও।

আজও আমি দোয়া করি—তবে এবার বলি, হে আল্লাহ, আমাকে এই বন্ধন থেকে মুক্তি দাও।"

আত্মীয়তার সঙ্গে সদ্ব্যবহার হাদিসের বাণী ~
08/09/2025

আত্মীয়তার সঙ্গে সদ্ব্যবহার
হাদিসের বাণী ~

06/09/2025

"শারীরিক নির্যাতনের ক্ষত দেখা যায়, অনুভব করানো যায়। কিন্তু মানসিক নির্যাতনের ক্ষত—সে তো শুধু অনুভব করে ভুক্তভোগী। বললেও অনেকে বোঝে না, আবার বারবার বললে বিরক্ত হয়।
মেয়েদের বিয়ে দেওয়ার আগে শুধু পাত্রের চাকরি বা গাড়ি নয়—তার মন, আচরণ আর মূল্যবোধও যাচাই করুন।
সমাজে এখনো এমন অনেক নরপিশাচ আছে, যারা মুখোশ পরে ঘোরে। স্বার্থ হাসিল হলে মুখোশ খুলে বেরিয়ে আসে তাদের ভয়ঙ্কর রূপ।
সচেতন হোন, সচেতন করুন।"
#মানসিক_নির্যাতন #নারীর_নিরাপত্তা #সচেতনতা

☪️ রাসূল (সা.) বলেন:  সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনে আদম (আ.) সৃষ্টি হয়েছেন, এই দিনেই তিনি জান্না...
08/08/2025

☪️ রাসূল (সা.) বলেন:
সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো শুক্রবার। এই দিনে আদম (আ.) সৃষ্টি হয়েছেন, এই দিনেই তিনি জান্নাতে প্রবেশ করেন এবং এই দিনেই তাকে জান্নাত থেকে বের করা হয়।”*
(মুসলিম)

➤ এই দিনে জুমার নামাজ, দোয়া কবুলের বিশেষ সময়, দুরুদ পাঠ ও কুরআন তিলাওয়াতের ফজিলত রয়েছে।
➤ শুক্রবারকে "ঈদের দিন" বলেও আখ্যায়িত করেছেন হাদিসে।

আসুন, এই মহিমান্বিত দিনকে যথাযথভাবে মূল্যায়ন করি।
জুম্মা মোবারক! 🌿🕋

*শোক ও বিদায়ের এক সন্ধিক্ষণে...*  আজকের এই ক্ষণটি আমাদের জন্য একদিকে শোকাবহ, অন্যদিকে আবেগঘন। আমাদের প্রিয় সহকর্মী জনা...
02/08/2025

*শোক ও বিদায়ের এক সন্ধিক্ষণে...*

আজকের এই ক্ষণটি আমাদের জন্য একদিকে শোকাবহ, অন্যদিকে আবেগঘন। আমাদের প্রিয় সহকর্মী জনাব মোঃ মাহবুবুর রহমান সাহেবের আকস্মিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর বিদায় আমাদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে।

অন্যদিকে, জনাব মোঃ ইয়াকুব আলী সাহেবের অবসর গ্রহণ উপলক্ষে আমরা তাঁর প্রতি সম্মান প্রদর্শনের জন্য এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করেছি। তাঁর নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতা আমাদের কাজের পরিসরে চিরস্মরণীয় হয়ে থাকবে।

এই প্রথমবারের মতো এমন একটি অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা গর্বিত। ভবিষ্যতে যেন আরও পরিপূর্ণ ও সুসংগঠিতভাবে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করতে পারি—এই প্রত্যাশা রাখি। সকলের অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতা আমাদের পথ চলাকে আরও সমৃদ্ধ করবে।

*আল্লাহ যেন আমাদের সকল প্রয়াত সহকর্মীকে জান্নাত দান করেন এবং বিদায়ী ব্যক্তিত্বদের আগামীর জীবন শান্তিময় ও সফল করে তোলেন।*
আমিন।
স্থান: দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুম
তারিখ:০২/০৮/২০২৫ং
রোজ শনিবার

29/07/2025

আলহামদুলিল্লাহ!
সব প্রশংসা আল্লাহর জন্যই, যিনি আমাদের সঠিক পথে রাখেন।
আপনার জীবন ভরে উঠুক শান্তি, রহমত ও বারাকায়।

28/07/2025

শোক ও বিশেষ আলোচনাসভা সংক্রান্ত বিজ্ঞপ্তি

দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির পক্ষ থেকে সম্মানিত সকল উপজেলা কমিটির সভাপতি ও সেক্রেটারিগণের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

ফুলবাড়ী উপজেলার নিকাহ রেজিস্ট্রার জনাব মাহবুবুর রহমান সাহেবের আকস্মিক ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আমিন।

এছাড়াও পার্বতীপুর উপজেলার ৭নং মোস্তফাপুর ইউনিয়নের নিকাহ্ রেজিস্ট্রার জনাব ইয়াকুব আলী সাহেবের অবসর গ্রহণ উপলক্ষে, আগামী *শনিবার*০২/০৮/২০২৫ইং তারিখে একটি *বিশেষ আলোচনাসভার* আয়োজন করা হয়েছে।

উক্ত আলোচনাসভায় *প্রত্যেক উপজেলা কমিটির সভাপতি ও সেক্রেটারিগণকে* বিশেষভাবে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

আসুন, আমরা একসাথে দোয়া ও শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করি।

আহবানে---
সভাপতি /সাধারণসম্পাদক
— দিনাজপুর জেলা মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি*

28/07/2025

*বৈধ সম্পর্ক করুন বিয়ের মাধ্যমে —*
বিয়ে শুধু একটি সামাজিক রীতি নয়,
বরং এটি ভালোবাসাকে হালাল পথে পরিচালনার শ্রেষ্ঠ উপায়।
সম্পর্কে আসুন সম্মান, দায়িত্ব ও বিশ্বস্ততার ভিত্তিতে।
*হারাম থেকে বাঁচুন, হালালকে বেছে নিন।*

08/06/2025

🌙 *ঈদুল আযহার পবিত্রতা ও ভালোবাসায় ভরে উঠুক আমাদের প্রতিটি মুহূর্ত* 🌙
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক জীবন, হৃদয়ে আসুক শান্তি ও ভালোবাসা।
আসুন, পবিত্র এই দিনে একে অপরের পাশে দাঁড়াই, মানবতার আলো ছড়িয়ে দেই।
*ঈদ মোবারক! ❤️🤲* 🄺🄰🅉🄸-🄼🄾🄽🄾🅆🄰🅁

একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে র...
12/12/2024

একদিন মোল্লা নাসিরুদ্দিন নিজের পোষা গাধাটিকে বাড়ির ছাদে নিয়ে গেলেন। কিন্তু সেখানে গিয়ে দেখা গেল, গাধা আর নিচে নামতে রাজি নয়। মোল্লা বহু চেষ্টা করলেন, পীড়াপীড়ি করলেন, কিন্তু গাধা অনড়।

অগত্যা মোল্লা নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধঘণ্টা, এক ঘণ্টা—এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবু নিচে নামছে না। উপরন্তু, ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো, গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে।

বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরোনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল—ছাদ ভেঙে গেলে ঝড়-বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য। কিন্তু গাধা এক ইঞ্চিও সরল না। বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল।

শেষমেশ, মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। কিন্তু ফল হলো উল্টো। গাধা হঠাৎ লাথি মেরে মোল্লাকে ছাদ থেকে নিচে ফেলে দিল। মোল্লা গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে রইলেন। তার হাত ভেঙে গেছে, কোমরেও চোট লেগেছে।

আর ছাদ? গাধার লাগাতার লাথিতে সেটাও ভেঙে পড়ল। গাধাসহ ছাদ থেকে ইট-পাথর মেঝেতে পড়ল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে মাটিতে শুয়ে রইল। তার পা ভেঙে গেছে, উঠতে পারছে না।

মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটা বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন, গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়।
কারণ:
যে জায়গায় তাকে তোলা হবে,
সেই জায়গার ক্ষতি করবে।😟
যিনি তাকে তোলেন, তারও ক্ষতি করবে।😟
শেষে গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে।😟

গল্পের শিক্ষা📌📌📌
অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চপদে বসালে, সে নিজের, আপনার, এবং আশপাশের সবকিছুর ক্ষতি করবে।
From collected

Address

4no Ward, Dinajpur Pouroshava, Dinapur
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Office Noyonpur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram