
05/08/2025
#জিহবা_এবং_মুখের_ভেতরের_কন্ডিশন_দেখে_অনেক_রোগ_ডায়াগ্নোসিস_করা_যায়।।
👅👄🦷
স্কুল লাইফের বান্ধোবী। অনেকদিন দেখা হয়না কিন্তু একই শহরে থাকি! ছোট্ট শহর দিনাজপুর। তবু দেখা হয়না। আমার মত তারও কোথাও যেতে ইচ্ছা হয়না!!তাই কারো কোন অভিযোগ নাই কারো প্রতি!!🫠🫠
কাল হঠাৎ বিকেলে কল করে সন্ধায় এলো। দাঁত ভেংগে গেছে আলুবোখারা খেতে গিয়ে!
এসে সে নিজেই লজ্জিত এজন্য যে কতদিন আসিনা, দেখা করিনা অথচ আজকে দরকারে চলে আসছি!!
আমি বললাম: আলহামদুলিল্লাহ যে দরকারের মানুষ বানিয়েছেন আমাকে আল্লাহ🥰🥰।।
যাহোক রুট ক্যানাল ট্রিটমেন্ট শুরু করতে গিয়ে মুখের ভেতরের স্কিন( ওরাল মিউকোসা) দেখে বললাম: " তোমার কি এনিমিয়া আছে? হিমোগ্লোবিন কম!?"
সে বল্ল হ্যা!! আরো কিছু উপসর্গের কথা জিজ্ঞেস করলাম, সেগুলো আছে কিনা, বল্ল সবই আছে! ডা: মেডিসিন দিয়েছিলো কিন্তু মেডিসিন খেয়ে প্রচুর গ্যাস, এসিডিটি আর পেট ব্যাথা হতো তাই কন্টিনিউ করেনি।
আমি বললাম তোমার আজকে দাঁত ভাংগার কারন দাঁতের প্রব্লেম নয়, এই এনিমিয়া, লো হিমোগ্লোবিন!!
এরপর তাকে স্পিরিলুনা আর রোজেলা দিলাম খাওয়ার জন্য।
৩ মাস খাওয়ার পর ব্লাড টেস্ট করে দেখতে বলেছি।
এই স্পিরিলুনা+ রোজেলা খেয়ে আমার এক ডাক্তার ছোট বোনের হিমোগ্লোবিন ৮ থেকে বেড়ে ১৪ হয়েছে আলহামদুলিল্লাহ।
ডাঃ জেসমিন জাহান পলাশী
ওরাল এন্ড ডেন্টাল সার্জন
ওনার অফ ঃ
♦️ Perfect 32 Dental Zone
♦️ jesmin's baraka gallery