
09/08/2025
★★টাইফয়েড জ্বর প্রতিরোধী জাতীয় ভ্যাকসিনেশন ক্যাম্পেইন★★
★আসন্ন ১ সেপ্টেম্বর ২০২৫ তারিখ হতে শুরু হতে যাওয়া টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ( ০৯ মাস হতে ১৫ বছর এর কম বয়সী সকল শিশু এর আওতাভুক্ত) এর জন্য vaxepi.gov.bd ওয়েবসাইটে ঢুকে নিম্নের ছবিসমূহে দেখানো ধাপগুলো অনুসরণ পূর্বক সহজেই আপনার শিশুর রেজিস্ট্রেশন সম্পন্ন করে নিন।
শিক্ষা প্রতিষ্ঠান : শুরু হতে নবম শ্রেণী পর্যন্ত সকল শিশু
শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত : ৯মাস- ১৫ বছরের কম সকল শিশু
#প্রসঙ্গত, টিকা গ্রহণের পূর্বশর্ত হচ্ছে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ড সংগ্রহ করা । রেজিষ্ট্রেশন এর জন্য অবশ্যই ১৭ ডিজিটের অনলাইন ভেরিফাইড জন্মনিবন্ধন প্রয়োজন।
অনলাইনে সার্ভারে ত্রুটির কারণে মাঝে মধ্যে রেজিস্ট্রেশন করতে সাময়িক অসুবিধা দেখা দিলে কিছুক্ষণ পর আবার চেষ্টা অব্যাহত রাখতে হবে।