Dr. Ramim Islam Ibne Noor

Dr. Ramim Islam Ibne Noor "মেডিসিন বিশেষজ্ঞ"
চেম্বার-পপুলার ডায়াগনস্টিক সেন্টার দিনাজপুর
সিরিয়ালের জন্য
01745782421
09666787815 Doctor, Writer, Presenter

20/07/2025

এখন একটা নীরব মহামারী চলছে।
ফ্যাটের মহামারী।
লিভারে অতিরিক্ত ফ্যাট।
পরিণতি হতে পারে লিভার সিরোসিস।

17/07/2025

আজকে একা পেয়ে এক রোগীর কিডনি বের করে নিলাম! প্রায় প্রতিদিনই দু'চারটা কিডনি এভাবে হাতে চলে আসে আমার!

তারপর কী করি জানেন? প্রিজারভেটিভ হিসেবে কয়েক চামুচ লবন মেশাই। (লবনের পরিমান আপনি স্বাদমত ব্যবহার করতে পারেন।) এরপর এক বালতি ফরমালিনের মধ্যে কয়েক ঘন্টা, কখনো কখনো রাতভর ভিজিয়ে রেখে পাড়ায় মহল্লায় ফেরি করতে বের হই।

কিডনির আবার ব্যাপক চাহিদা। গ্রাহকও প্রচুর। মোড়ে গিয়ে দাঁড়িয়ে ঘন্টা বাজাই। আগে যেসব ঘন্টা বাজিয়ে আইসক্রীম বিক্রি হতো সেরকম একটা ঘন্টা কিনেছি সস্তায় লোহা লক্করের দোকান থেকে। দৈনিক দুই তিনটা কিডনি তো বিক্রি হয়ই হয়। একেকটা লাখ দশেক দাম। খরচা বাদ দিয়েও দৈনিক আমার লাভ বিশ লাখের মত। মাসে ইনকাম ছয় কোটি টাকা।

আসল কথা:
আজকাল মাঝেমাঝেই যেভাবে দেখি বা শুনি যে অমুক ডাক্তার কিডনি বের করে নিয়েছে বা চুরি করেছে তখন উপরের কাল্পনিক ঘটনাও সত্য বলে ভাবতে বাধ্য হই।

আরে ভাই, কিডনি কী এত সোজা জিনিস! একজনের কিডনি আরেকজনকে লাগাতে নানা রকম টেস্ট করে ম্যাচিং হয়েছে কিনা দেখতে হয়। তারপর হয় কিডনি প্রতিস্থাপন। একটা কিডনি বের করে এভাবে ফেরি করে ক্রেতা পাওয়া যায়না। কিডনি সংরক্ষণ করাও ফরমালিন বা কেমিক্যাল দিয়ে ফল সংরক্ষণ করার মত ব্যাপার না।

কিন্তু, কিছু কিছু সাংবাদিক এ সম্পর্কে ন্যূনতম ধারণা না থাকলেও বিশেষজ্ঞের মতো নিউজ করেন। আবার কিছু পাবলিক আছেন যারা এসব বিশ্বাস করেন এবং শুধু বিশ্বাসই করেন না বরং এসব উদ্ভট নিউজ প্রচার করে সামাজিক দায়িত্ব পালন করেন।

কিন্তু, ক্ষতিটা হয় কার?
বাংলার মানুষের। এসব কারণেই বাংলাদেশে কিডনি প্রতিস্থাপনের সুযোগ থাকার পরেও বিষয়টা খুব একটা জনপ্রিয় বা সহজলভ্য হচ্ছেনা।

মুমূর্ষু রোগীকে বাঁচানোর চেষ্টায় ডাক্তার ইনজেকশন দিলে শুনতে হয়, "ইনজেকশন দিয়ে ডাক্তার রোগী মেরে ফেলেছে।" কিডনি নিয়ে কাজ করলে হয়তো 'কিডনি চোর', 'কিডনি ব্যবসায়ী' বা 'কিডনির দালাল' অপবাদ নিতে হবে। টুকটাক অপবাদ কি এখনো নিতে হচ্ছেনা!

তারচেয়ে বরং বিদেশেই যান। কিডনি লাগানোও হবে। ভ্রমনও হবে। ঐ যে বলেনা, রথও দেখলাম, কলাও বেচলাম।

পুনশ্চঃ
একটা গোপন কথা বলি। বাংলাদেশে কিন্তু প্রতিদিন আসলেই লাখ লাখ কিডনি বিক্রি হয়। ঐ গরু-খাসির কিডনির কথা বলছিলাম আরকি!

লেখা: ১৭ জুলাই, ২০১৭

02/07/2025

অনিবার্য কারণে অদ্য ০২ জুলাই, ২০২৫ তারিখে পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দিনাজপুরে আমার ব্যক্তিগত চেম্বার বন্ধ থাকবে।

আগামীকাল হতে যথানিয়মে চেম্বার চালু থাকবে।

২৭ জুন, শুক্রবারচেম্বার সময়সূচি: সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দিনাজপুরে...
27/06/2025

২৭ জুন, শুক্রবার
চেম্বার সময়সূচি: সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দিনাজপুরে...

20/06/2025
13/06/2025

কোভিড বা করোনা নিয়ে আমার প্রাথমিক অভিমত:

দেখুন, আবারও করোনার একটা প্রকোপ দেখা দিচ্ছে। এটা নিয়ে আমাদের খুব বেশি আতঙ্কিত হওয়ার যেমন দরকার নেই, তেমনি একেবারে অবহেলা করাও উচিত হবেনা।

কেননা, ইদানিং কোভিড জনিত কিছু কিছু মৃত্যুর খবর ঠিকই পাচ্ছি আমরা। তাহলে করণীয় কি?

১. জনসমাগম হয় যেখানে সেখানে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
২. হাঁচি-কাশির ভদ্রতা বজায় রাখুন।
৩. হাত স্যানিটাইজ করা বা সাবান দিয়ে ধোয়ার বিষয়টা অভ্যাস করুন।
৪. জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট বা যেকোন অসুস্থতাতে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

এই অভ্যাসগুলো শুধু করোনা না বরং সংক্রমণ ঘটায় এমন অধিকাংশ জীবাণু থেকে আপনাকে ও আপনার পরিবারকে রক্ষা করবে।

করোনা আসবে যাবে! হয়তো নতুন কিছুও আসবে সময়ে সময়ে। কোন জীবাণু কতোটা ভয়াবহ হবে অথবা হবেনা তার উত্তর সময়ই দিবে। তবে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন বা অভ্যাস পালনে তো কোন সমস্যা নেই।

লম্বা ছুটির কারণে হয়তো এখনও ঈদের আমেজ কাটেনি অনেকের! তবে আমার সরকারি হাসপাতালে দায়িত্ব পালন এবং প্রাইভেট প্র্যাক্টিস শুর...
10/06/2025

লম্বা ছুটির কারণে হয়তো এখনও ঈদের আমেজ কাটেনি অনেকের! তবে আমার সরকারি হাসপাতালে দায়িত্ব পালন এবং প্রাইভেট প্র্যাক্টিস শুরু হয়ে গেছে যথানিয়মে...

08/06/2025

করোনা নিয়ে আগে বলা কথাগুলো বোধহয় সবার একটু রিভিশন দরকার। আমরা নিশ্চয়ই কেউ চাইবো না যে আবার আগের অবস্থায় আমরা উপনীত হই। আবার লকডাউন হোক সবকিছু তা নিশ্চয়ই চাইনা কেউ! তাই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মন দেয়া দরকার।

আগামীকাল ৯ জুন ২০২৫, সোমবার হতে চেম্বার খোলা থাকছে।সময়সূচি:☞ শনি হতে বৃহস্পতিবার বিকাল ৪ টা হতে রাত ১০ টা ☞ শুক্রবার সকা...
08/06/2025

আগামীকাল ৯ জুন ২০২৫, সোমবার হতে চেম্বার খোলা থাকছে।

সময়সূচি:
☞ শনি হতে বৃহস্পতিবার বিকাল ৪ টা হতে রাত ১০ টা
☞ শুক্রবার সকাল ১০ টা হতে সন্ধ্যা ৭ টা পর্যন্ত

অগ্রিম সিরিয়ালের জন্য নিচের নম্বরে কল করুন:
✔ ডক্টর এসিস্ট্যান্ট: 01745782421
✔ পপুলার হটলাইন: 09666787815

- এডমিন

আবার করোনা হুমকি ধামকি দেয়!আমাদের সচেতনতাতেই তার পরাজয়!
08/06/2025

আবার করোনা হুমকি ধামকি দেয়!
আমাদের সচেতনতাতেই তার পরাজয়!

07/06/2025

Address

Dinajpur

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ramim Islam Ibne Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ramim Islam Ibne Noor:

Share

Category