Dr. Ramim Islam Ibne Noor

Dr. Ramim Islam Ibne Noor "মেডিসিন বিশেষজ্ঞ"
চেম্বার-পপুলার ডায়াগনস্টিক সেন্টার দিনাজপুর
সিরিয়ালের জন্য
01745782421
09666787815 Doctor, Writer, Presenter

16/08/2025

দু'দিন আগে আমার একজন রোগীর ছেলে বায়োপসি রিপোর্ট নিয়ে দেখা করলো। রিপোর্ট দেখে আমি বললাম, "যেরকমটা সন্দেহ করছিলাম রিপোর্ট সেটাই এসেছে। পাকস্থলির ক্যান্সার।" পরবর্তী চিকিৎসার জন্য রেফার করে দিলাম।

রোগীর ছেলে যাবার আগে শক্তভাবে আমার সাথে হাত মিলিয়ে বলে গেল, "আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি প্রথমবারেই আমার বাবার এরকম একটা সিরিয়াস রোগ ধরে দিলেন।"

এবার রোগীর ব্যাপারে জানাই। বয়স ৫০ এর আশেপাশে। নিম্নমধ্যবিত্তই হবেন। সমস্যা সামান্য। কিছুদিন পরপর উপর পেটে ব্যথা করে। স্বাস্থ্য খুব একটা খারাপ না। সমস্যাও খুব বেশি না। দেখলে বোঝার উপায় নেই যে তিনি অসুস্থ। আমি নিজেও ক্যান্সার ধারণা করিনি, কিন্তু আলসার হতে পারে চিন্তা রেখে এন্ডোস্কোপি করতে দিয়েছিলাম। সেই টেস্টে দেখা গেল বাজে রকমের আলসার। সেই আলসার থেকে বায়োপসি নেয়া হলো, আর তাতেই সনাক্ত হলো ক্যান্সার।

রোগীর বর্তমান যে অবস্থা তাতে ধারণা করছি হয়তো ক্যান্সারটি ছড়িয়ে যায়নি। প্রাথমিক অবস্থায় সনাক্ত হলে ক্যান্সারের মতো জটিল রোগও চিকিৎসাযোগ্য এবং সুস্থ হওয়ার সুযোগ থাকে। অথচ, রোগীর স্বাস্থ্য খুব একটা খারাপ না, সমস্যা খুব বেশি না বলে আমি যদি এন্ডোস্কোপিটা না করে গ্যাসের ওষুধ সহ অন্যান্য ওষুধ দিয়ে চিকিৎসা দিয়ে দিতাম তাহলেও হয়তো রোগটা সনাক্ত হতো কিন্তু কয়েক মাস পরে। তখন হয়তো ক্যান্সারের বিস্তার ঘটে যেতো দূরবর্তী কোথাও!

সঠিক সময়ে সঠিক টেস্ট করতে দেয়াটাও চিকিৎসা। রোগ গরীব আর ধনী চেনে না, সেই রোগ সনাক্তে গরীব আর ধনীদের আলাদা পদ্ধতি নেই। আমাদের বইয়ে আলাদা অধ্যায় নেই।

আমি এটা মানি, মানুষের সামর্থ্য সীমিত। কিন্তু, যে মানুষ ৫০ টাকার ওষুধ কিনতে সমস্যা বোধ করে, সেই মানুষটাই হয়তো সিগারেটের পেছনে তারচেয়ে বেশি ব্যয় করে। মানুষ নানা খাতে সঞ্চয় রাখে, কিন্তু অধিকাংশ মানুষ চিকিৎসার জন্য বরাদ্দ রাখেনা।

এসব বিষয়ে রাষ্ট্রীয়ভাবেও কিছু উদ্যোগ নেয়া যেতে পারে। শুধুশুধু ডাক্তার আর রোগী পক্ষের মধ্যে বিবাদ, অবিশ্বাস, অনাস্থা বাড়িয়ে লাভ কি! কত শতাংশ মানুষই বা বিদেশ যেতে পারে? তারচেয়ে বরং এই দূরত্বটা ঘুচিয়ে দিন...

16/08/2025

🩺 সচেতনতাই সুস্থতার মূলমন্ত্র

বর্তমান যুগে অনেক সাধারণ নিয়ন্ত্রণযোগ্য রোগও আমাদের জীবনকে মারাত্মক ঝুঁকিতে ফেলছে। যেমন-
• উচ্চ রক্তচাপ (Hypertension)
• ডায়াবেটিস (Diabetes)
• স্থূলতা (Obesity)
• উচ্চ কোলেস্টেরল (High Cholesterol)
• হৃদরোগ (Heart Disease)
ইত্যাদি।

এসব রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়-
🔸 অনিয়ন্ত্রিত জীবনযাপন
🔸 অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
🔸 ব্যায়াম বা কায়িক পরিশ্রমের অভাব
🔸 ধূমপান ও অ্যালকোহল

👉 নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও সঠিক জীবনধারা অনুসরণ করলে এসব রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব।

ডা. রামিম ইসলাম ইবনে নূর
জুনিয়র কনসালট্যান্ট (মেডিসিন)
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল

📍 চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দিনাজপুর
📞 অ্যাপয়েন্টমেন্ট: 01745782421, 09666787815

আগামী ১৫ আগস্ট, শুক্রবার চেম্বার বন্ধ থাকবে। শনিবার হতে নিয়মিত সময়ে চেম্বার খোলা থাকবে।
13/08/2025

আগামী ১৫ আগস্ট, শুক্রবার চেম্বার বন্ধ থাকবে। শনিবার হতে নিয়মিত সময়ে চেম্বার খোলা থাকবে।

🟡 বারবার জন্ডিস দেখা দিচ্ছে? এটি ছোটখাটো কোন সমস্যা নাও হতে পারে!বারবার জন্ডিস হলে এটি হতে পারে –✅ লিভারের সমস্যা✅ পিত্ত...
07/08/2025

🟡 বারবার জন্ডিস দেখা দিচ্ছে? এটি ছোটখাটো কোন সমস্যা নাও হতে পারে!

বারবার জন্ডিস হলে এটি হতে পারে –
✅ লিভারের সমস্যা
✅ পিত্তনালিতে পাথর
✅ রক্ত রোগ
✅ সংক্রমণ বা জিনগত সমস্যা

👉 জন্ডিস হলে অবহেলা নয়, চিকিৎসকের পরামর্শ নিন।

📞 প্রয়োজনে এপয়েনমেন্ট নিন:
ডা. রামিম ইসলাম ইবনে নূর
মেডিসিন বিশেষজ্ঞ
চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দিনাজপুর
অ্যাপয়েন্টমেন্ট: ০১৭৪৫৭৮২৪২১, ০৯৬৬৬৭৮৭৮১৫

07/08/2025

Google Maps

একটু আগে মেসেজ এলো আমার "২০ হাজার টাকা এসে গেছে" নিচে একটা লিঙ্ক।এসব লিঙ্কে ক্লিক করলেই বিপদ!
06/08/2025

একটু আগে মেসেজ এলো আমার "২০ হাজার টাকা এসে গেছে"

নিচে একটা লিঙ্ক।
এসব লিঙ্কে ক্লিক করলেই বিপদ!

❗ অতিরিক্ত লবণ – নীরব ঘাতক হতে পারে!🔸 প্রতিদিনের খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ করলে উচ্চ রক্তচাপ, কিডনির অসুখ, স্ট্রোক এবং হ...
05/08/2025

❗ অতিরিক্ত লবণ – নীরব ঘাতক হতে পারে!

🔸 প্রতিদিনের খাবারে অতিরিক্ত লবণ গ্রহণ করলে উচ্চ রক্তচাপ, কিডনির অসুখ, স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায়।

🔸 বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন প্রাপ্তবয়স্কের দিনে ৫ গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয় (১ চা চামচ)।

🔸 লবণ খাওয়া কমিয়ে দিন, বিভিন্ন রোগের ঝুঁকি কমান।

✅ অসুস্থতার ঝুঁকি কমাতে যা করবেন:

🔸 রান্নায় পরিমিত লবণ ব্যবহার করুন
🔸 প্রক্রিয়াজাত খাবার (চিপস, সস, ইনস্ট্যান্ট নুডলস) এড়িয়ে চলুন
🔸 খাবারে লেবু, ঝাল, বা ভিনেগার দিয়ে স্বাদ বাড়ান

🩺 নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। স্বাস্থ্য পরীক্ষা করুন ও সচেতন থাকুন।

👨‍⚕️ ডা. রামিম ইসলাম ইবনে নূর
মেডিসিন বিশেষজ্ঞ

🏥 চেম্বার: পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দিনাজপুর।

অগ্রিম সিরিয়ালের জন্য:
📞 Appointment: 01745782421, 09666787815

🩺 গর্ভাবস্থায় ওষুধ সেবনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হতে পারে ভয়াবহ!অনেক গর্ভবতী মা ডায়রিয়ার কিংবা অন্য সমস্যার কারণে দ্রুত ...
31/07/2025

🩺 গর্ভাবস্থায় ওষুধ সেবনের ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত হতে পারে ভয়াবহ!

অনেক গর্ভবতী মা ডায়রিয়ার কিংবা অন্য সমস্যার কারণে দ্রুত আরাম পেতে বিভিন্ন ওষুধ সেবন করেন পরিচিত কারও পরামর্শে বা ফার্মেসির কথায়। কিন্তু আপনি কি জানেন, সব ওষুধ গর্ভাবস্থায় নিরাপদ নয়?

ডায়রিয়া হলে
✅ পর্যাপ্ত তরল খাবার ও ওরস্যালাইন (ORS) পান করুন
✅ ঘরে তৈরি স্বাস্থ্যসম্মত ও স্বাভাবিক খাবার খান
✅ অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন

🧬 একজন ভবিষ্যৎ মায়ের একটু সচেতনতা একটি সুস্থ প্রজন্মের বীজ বপন করে।

📍 আপনার পাশে আছি—আপনার স্বাস্থ্য সুরক্ষায়।

📞 অ্যাপয়েন্টমেন্ট নিতে কল করুন:
01745782421, 09666787815

🩺 ডা. রামিম ইসলাম ইবনে নূর
মেডিসিন বিশেষজ্ঞ
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, দিনাজপুর
রুম # ৫০৮ (পঞ্চম তলা)

#গর্ভাবস্থার_সচেতনতা

🎗️ ২৮ জুলাই | বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫🧬 থিম: "Hepatitis: Let’s Break It Down"হেপাটাইটিস সম্পর্কে জানুন। ভয় নয়, সচেতনতা...
28/07/2025

🎗️ ২৮ জুলাই | বিশ্ব হেপাটাইটিস দিবস ২০২৫
🧬 থিম: "Hepatitis: Let’s Break It Down"

হেপাটাইটিস সম্পর্কে জানুন। ভয় নয়, সচেতনতা ছড়িয়ে দিন। বিশ্বজুড়ে ৩৫ কোটিরও বেশি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত—অথচ অধিকাংশই জানে না তারা সংক্রমিত!

🔍 Let’s Break It Down — আমরা বিষয়গুলো সহজভাবে বোঝাই:

🦠 হেপাটাইটিস কি?
লিভারের প্রদাহ, যা ভাইরাস, অ্যালকোহল, ওষুধ বা টক্সিনের কারণে হতে পারে। সবচেয়ে বিপজ্জনক হলো Hepatitis B ও C—এগুলো লিভার সিরোসিস ও ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

📊 কেন এটি ভয়ংকর?
☞ অনেকেই কোনো উপসর্গ ছাড়াই আক্রান্ত
☞ দেরিতে ধরা পড়লে জটিলতা বাড়ে
☞ লিভার ক্যানসার বা ফেইল্যুর হতে পারে

অথচ, শতকরা ৯৫% মানুষ চিকিৎসা পেলে ভালো থাকে।

✅ কি করণীয়?
☞ হেপাটাইটিস B ও C টেস্ট করুন (চিকিৎসকের পরামর্শ অনুযায়ী)
☞ হেপাটাইটিস B ভাইরাসের টিকা নিন
☞ নিরাপদ ইনজেকশন, রক্তদান ও যৌন আচরণ বজায় রাখুন
☞ নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন

🩺 বিশেষজ্ঞ পরামর্শ ও স্ক্রিনিংয়ের জন্য যোগাযোগ করুন:
📍 Dr. Ramim Islam Ibne Noor
🩺 Medicine Specialist
🏥 Popular Diagnostic Centre, Dinajpur
📞 Appointment: 01745782421, 09666787815

Address

Popular Diagnostic Centre Ltd. Dinapur
Dinajpur
5200

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Ramim Islam Ibne Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Ramim Islam Ibne Noor:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category