রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা

  • Home
  • Bangladesh
  • Dinajpur
  • রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা

রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা 🔴 "রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি"
🩸 একটি অরাজনৈতিক, সনাতনী স্বেচ্ছাসেবী রক্তদান সংগঠন
🕉️ মানবতার টানে, পাশে থাকি প্রাণের টানে
জরুরী রক্তের জন্য ইনবক্স করুন

28/09/2025

রক্তাঞ্জলি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয় শুভেচ্ছা❤️
মা এর আশীর্বাদ-এ সকলের জীবনে সুখ,শান্তি ও সমৃদ্ধি আসুক।🥀🙏🏻

🍂🌸✨শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা✨🌸🍂মা দুর্গার আগমনে মুছে যাক জীবনের সকল দুঃখ-দুর্দশা,আনুক সুখ-সমৃদ্ধি, শান্তি আর আনন্দে ভ...
27/09/2025

🍂🌸✨
শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা
✨🌸🍂

মা দুর্গার আগমনে মুছে যাক জীবনের সকল দুঃখ-দুর্দশা,
আনুক সুখ-সমৃদ্ধি, শান্তি আর আনন্দে ভরে উঠুক প্রতিটি হৃদয়।

🙏 শুভ মহালয়া ও শারদীয় দুর্গোৎসবের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏

— রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, দিনাজপুর জেলা শাখা 🩸❤️

🔴 "রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি"

🌸✨ শারদীয় শুভেচ্ছা ✨🌸🔴 "রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি" 🔴রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানা...
24/09/2025

🌸✨ শারদীয় শুভেচ্ছা ✨🌸

🔴 "রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি" 🔴

রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

🙏 মা দুর্গার আশীর্বাদে সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।
❤️ মানবতার সেবায় এগিয়ে চলুক আমাদের অঙ্গীকার— রক্ত দানে গড়ে উঠুক জীবনের সেতুবন্ধন।

✍️ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক
দিনাজপুর জেলা শাখা
মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ

📣✨ আনন্দের সাথে জানানো যাচ্ছে ✨📣আমাদের সংগঠন রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, দিনাজপুর জেলা শাখা-র নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার...
23/09/2025

📣✨ আনন্দের সাথে জানানো যাচ্ছে ✨📣

আমাদের সংগঠন রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, দিনাজপুর জেলা শাখা-র নতুন সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন – জনাব ✍️ জয় কুমার ( Joy Kumar )

সংগঠনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই তাঁকে। 🌹
আমরা বিশ্বাস করি, তাঁর দূরদর্শী নেতৃত্ব, নিষ্ঠা ও অক্লান্ত পরিশ্রম আমাদের সংগঠনকে আরও সামনে এগিয়ে নিতে সহায়ক হবে। 🙌

👉 নতুন সভাপতি হিসেবে তাঁর হাত ধরে আমাদের সংগঠন গড়ে তুলবে আরও ঐক্য, আরও মানবিকতা এবং রক্তদানের মাধ্যমে সমাজসেবার নতুন দৃষ্টান্ত।
👉 আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব একটি সুন্দর ভবিষ্যতের পথে। 💪

আসুন, নতুন সভাপতি জয় কুমার-এর নেতৃত্বে আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও মানবকল্যাণে নিবেদিত করে তুলি। ❤️

✍️ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক
📍 দিনাজপুর জেলা শাখা

রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক,বাংলাদেশ✊🏻🕉️মানবতার পথচলায় এক নিরলস প্রচেষ্টায়, দিনাজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ বছ...
23/09/2025

রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক,বাংলাদেশ✊🏻🕉️

মানবতার পথচলায় এক নিরলস প্রচেষ্টায়, দিনাজপুর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি আগামী ২ বছরের জন্য অনুমোদন দেওয়া হলো।✊🏻❤️

এক ফোঁটা রক্ত, একটুকু ভালোবাসা-বাঁচাতে পারে একটি প্রাণ 🥀

"রক্ত নয় দিচ্ছি জীবনের অঞ্জলি"-এই মনোভাব নিয়েই আমরা আছি সব সময় আপনাদের পাশে✊🏻

জয় শ্রী রাম🕉️❤️

20/09/2025

🌸✨ রক্তাঞ্জলি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা ✨🌸

🙏 মহালয়ার এই শুভ প্রভাতে শুভ শক্তির আগমনে দূর হোক অশুভ,
আলোয় ভরে উঠুক সকলের জীবন,
মা দুর্গার আশীর্বাদে পৃথিবী হোক সুস্থ, সুন্দর ও শান্তিময়।

💉 আসুন, মানবতার বন্ধনে যুক্ত হয়ে আমরা প্রতিজ্ঞা করি—
“রক্ত দিয়ে পাশে থাকব মানুষের।”

✨ জয় মা দুর্গা ✨
— রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক

রক্তাঞ্জলি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা। ❤️या देवी सर्वभूतेषु शक्ति-रूपेण संस्थिता ।   नमस्तस्यै नमस्...
20/09/2025

রক্তাঞ্জলি পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা। ❤️
या देवी सर्वभूतेषु शक्ति-रूपेण संस्थिता ।
नमस्तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः।।🕉️

🔴গুরুত্বপূর্ণ নোটিশ🔴আগামী ১২ তারিখ, শুক্রবার রক্তাঞ্জলি ব্লাড ব্যাংকের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন...
10/09/2025

🔴গুরুত্বপূর্ণ নোটিশ🔴
আগামী ১২ তারিখ, শুক্রবার রক্তাঞ্জলি ব্লাড ব্যাংকের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে একটি মিটিংয়ের আয়োজন করা হয়েছে।

সময়: বিকেল ৫:৩০ মিনিট

স্থান: দিনাজপুর সরকারি কলেজ, কলা ভবনের সামনে

সকলে সময়মতো উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

যোগাযোগ:

Niloy Roy 01889-683567

Bondhon 01852-726766

Shushanto 01345-280236

Diponkor 01780-608601

আসুন একসাথে মানবতার সেবায় এগিয়ে আসি।❤️

📢 মানবিক সাহায্যের আবেদন 📢রাজবাড়ী জেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাধা গোবিন্দ দাস ও শিখা দাসের ছেলে গৌতম দাস স্থানীয় একটি এ...
26/08/2025

📢 মানবিক সাহায্যের আবেদন 📢

রাজবাড়ী জেলার পৌরসভার ৬ নং ওয়ার্ডের রাধা গোবিন্দ দাস ও শিখা দাসের ছেলে গৌতম দাস স্থানীয় একটি এনজিওতে চাকরি করে সংসার চালাতেন। হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসকের পরামর্শে পরীক্ষা করাতে গিয়ে জানা যায়, তিনি ক্যান্সারে আক্রান্ত।

তার চিকিৎসার জন্য প্রায় ২০,০০,০০০ টাকা (বিশ লক্ষ) প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

👉 তাই গৌতম দাসের চিকিৎসার জন্য আপনাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
আপনাদের ছোট্ট সহযোগিতা একটি জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখতে পারে।

💳 সহায়তার জন্য বিকাশ (Personal): 01889683567
💳 নগদ/রকেট (Personal): 01308196214

🙏 আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করুন

🩸 রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক – দিনাজপুর শাখা 🩸"রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি" আমাদের সংগঠনের সক্রিয় সদস্য বাধন রায় রক্তদ...
25/08/2025

🩸 রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক – দিনাজপুর শাখা 🩸
"রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি"
আমাদের সংগঠনের সক্রিয় সদস্য বাধন রায় রক্তদান করেছেন।
🩸 রক্তের গ্রুপ: O+
📍 স্থান: দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল

👉 এই রক্তদানের মাধ্যমে আমাদের সংগঠন থেকে এ পর্যন্ত মোট ৯ জন রক্তদান সম্পন্ন হয়েছে ✅

প্রতিটি রক্তদান মানে একটি জীবন বাঁচানো, একটি পরিবারকে নতুন আশার আলো দেখানো। 🙏

আমরা গর্বিত আমাদের প্রতিটি সদস্যের জন্য,
যারা মানবতার টানে নিরলসভাবে রক্তদানে এগিয়ে আসছেন। ❤️

👉 মনে রাখুন, এক ফোঁটা রক্ত একটি জীবন বাঁচাতে পারে।

রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক – সর্বদা মানবতার পাশে।

22/08/2025

🚨 জরুরি প্রতিবাদ 🚨

আজকে “থ্যালাসেমিয়া ব্লাড কালেকশন, Bochagonj” সংগঠনের সৎ ও মানবিক সদস্যদের উপর কিছু অসাধু মানুষ হামলা চালিয়েছে।
আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।

🔴 রক্তদান একটি মানবিক কাজ।
🔴 অসহায় মানুষের জীবন বাঁচাতে যাঁরা এগিয়ে আসেন, তাঁদের উপর এ ধরনের হামলা সভ্য সমাজে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

👉 আমরা আশা করি, প্রশাসন দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেবে এবং ভবিষ্যতে যেন আর এ ধরনের ঘটনা না ঘটে।

22/08/2025

🔴 সংগঠনের বিজ্ঞপ্তি | রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক 🔴
স্লোগান: "রক্ত নয়, দিচ্ছি জীবনের অঞ্জলি"

প্রিয় সদস্যবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা,
আমাদের সংগঠনকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সক্রিয় সদস্য নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হচ্ছে।

👉 যারা আন্তরিকভাবে আমাদের সঙ্গে কাজ করতে চান, মানবতার সেবায় নিজেদের নিয়োজিত করতে চান – তাদের আমরা আমাদের সংগঠনে স্বাগত জানাই।

📌 আগ্রহীরা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করুন অথবা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।

💠 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য:
✅ জরুরি রক্ত সংগ্রহ ও বিতরণ
✅ অসহায় মানুষের পাশে দাঁড়ানো
✅ মানবিক কাজ ও সামাজিক সচেতনতা

আসুন, মানবতার সেবায় একসাথে হাত বাড়াই।
এক ফোঁটা রক্ত – এক নতুন জীবনের হাসি। ❤️

🕉️ রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক – সেবার অঙ্গীকার, সনাতনের অহংকার।

Address

Dinajpur Sadar
Dinajpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when রক্তাঞ্জলি ব্লাড ব্যাংক, বাংলাদেশ দিনাজপুর শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category