
03/08/2025
নতুন ব্রিজের জ্যাম বিড়ম্বনা 🤬🤬🤬
চাকরি আর চেম্বারের কারণে প্রায় প্রতিদিন শহর থেকে গ্রামে যাওয়া আসা করতে হয়। কিন্তু নতুন ব্রিজ আসলে কোন কারণ ছাড়া জ্যামে পড়তে হয়। এক সাথে ১০/১৫ টা বাস সিরিয়াল মেইনটেইন না করে যাত্রী তুলে। ফলাফল যাত্রীর ভুগান্তি। সিরিয়াল মেইনটেইন করলে যেইখানে প্রতি মিনিটে একটা করে বাস ছাড়ার কথা সেখানে সিরিয়াল মেইনটেইন না করাতে বাস ছাড়তে সময় লাগে আধা ঘন্টার ও বেশি । এর মধ্যে কিছু দালাল শ্রেনীর মাধ্যমে অনৈতিক সুবিধা গ্রহণ করে দায়িত্বরত পুলিশ সদস্যদের কেউ কেউ। নতুন সরকার আসার পর থেকে নতুন ব্রিজে কেনো এত বেশি জ্যাম সেটা তদন্ত করে দেখা উচিৎ। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ।
বি: দ্র: গত ১ ঘণ্টা ধরে জ্যামে বসে বসে এই স্ট্যাটাস লিখলাম। জ্যাম শেষ করে বাসায় পৌঁছাতে আর কতক্ষন লাগবে আপনার কমেন্ট করে জানিয়ে দিন 😬😬