ফরিদপুর হিজামা -Faridpur Hijama

ফরিদপুর হিজামা -Faridpur Hijama ঢাকা, বাংলাদেশ

14/01/2025

প্রচুর ব্যথার সমস্যা সহ্য করতে না পেরে ইনজেকশন নিতে হত!!
সেই প্রচুর যন্ত্রণাময় ব্যথার চিকিৎসা হিজামা মাধ্যমে সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ

🫰সিঙ্গাপুর প্রবাসী ভাইটি- বলে দেশে আসলে আবারও হিজামা নিবো ইনশাআল্লাহ

হিজামা কি?একটি নববী চিকিৎসা ব্যবস্থা। হিজামার মাধ্যমে দূষিত রক্ত বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রু...
09/01/2025

হিজামা কি?
একটি নববী চিকিৎসা ব্যবস্থা। হিজামার মাধ্যমে দূষিত রক্ত বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অর্গান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।
কিভাবে হিজামা করি দেখতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন প্লিজ

যে কোন ধরণের ব্যাথা, বাত ব্যথা জনিত দীর্ঘদিনের সমস্যা হিজামা খুবই কার্যকরী,
যেকোনো সকল প্রকার এলার্জি সমস্যার জন্য হিজামা মাধ্যমে কার্যকরী হয়
সকল প্রকার চর্মরোগ সমস্যায় সমাধান হবে ইনশাআল্লাহ
চাবানো, কামড়ানো, যে কোন অর্গান এর সমস্যা এর জন্য হিজামা চিকিৎসা দিয়ে থাকি, হিজামা শরীরের সকল ব্যাথা, বাত ব্যাথা নিরসন এবং শরীরের খারাপ রক্ত Detoxified ( নিঃসরন) এর কার্যকরী, সুন্নাতি এবং আধুনিক মেডিক্যাল এপ্রুভ একটি থেরাপি।

আলহামদুলিল্লাহ।
কনভেনশনাল চিকিৎসা পদ্ধতিতে যদি আপনি সুস্থ না হয়ে থাকেন, হিজামা থেরাপি নিন, ইনশাআল্লাহ সুস্থ হবেন।

আমরা প্রায় সব রোগের চিকিৎসা করি হিজামা দ্বারা, আলহামদুলিল্লাহ।
Alamin: 019 88370 653

02/01/2025

হিজামা করানোর ফলে -✴️✴️
১) শরীরের ইমিউনিটি সিস্টেম বা রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়বে। ২) ব্লাড সার্কুলেশন বাড়বে ।
৩) টক্সিন দূর হবে । ৪) এনার্জি লেভেল বেড়ে যাবে ।
৫) যে যে পয়েন্টে হিজামা করা হবে সেই সেই পয়েন্টে ও সংলগ্ন এলাকায় ডিপ মেসেজ হবে ও ওই এলাকার কোষগুলো অক্সিজেন ও পুষ্টি বেশি পাবে। ৬) এন্টি এজিং থেরাপি হিসেবে কাজ করবে । ৭) নাইট্রিক অক্সাইড তৈরির কারণে যৌন জীবন ভালো থাকবে ।

27/12/2024

হিজামা ইসলামের দৃষ্টিতে একটি অত্যন্ত ফজিলতপূর্ণ ও কার্যকর চিকিৎসা পদ্ধতি। এটি শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, বরং আধ্যাত্মিকভাবে সুস্থ থাকার মাধ্যমও। রাসূল (সা.) এর সুন্নত হিসেবে এটি গ্রহণ করলে ইহকালীন সুস্থতা ও পরকালীন সাওয়াব লাভ করা যায়। তবে এটি করাতে হবে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে করতে হবে ।

আজ ভাংগা থানার ফরিদপুর, এক মহিলা (৫৪) হিজামা নিলেন, কিছু সমস্যার কারনে, মহান আল্লাহ্ তায়ালা উনাকে সুস্থ্যতায় বারাকাহ দান...
05/12/2024

আজ ভাংগা থানার ফরিদপুর, এক মহিলা (৫৪) হিজামা নিলেন, কিছু সমস্যার কারনে, মহান আল্লাহ্ তায়ালা উনাকে সুস্থ্যতায় বারাকাহ দান করুক, আমীন।

 #হিজামাঃ হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া...
24/11/2024

#হিজামাঃ হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা। এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় Cupping (কাপিং)। হিজামার মাধ্যমে দূষিত রক্ত (Toxin) বের করা হয়। এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়।

হিজামা (حِجَامَة ) একটি নববী চিকিৎসা ব্যবস্থা।
এটি আরবী শব্দ ‘আল-হাজম’ থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেওয়া।
হিজামাতে সকল প্রকার আধ্যাত্মিক, মানসিক ও শারিরিক সুস্থতা বিদ্যমান।
আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় কাপিং থেরাপি (Wet Cupping Therapy)বলে।

হিজামা
সহজ, নিরাপদ ও খুব কার্যকরী
একটি সুন্নতি চিকিৎসা ব্যবস্থা।

হিজামার মাধ্যমে নেগেটিভ প্রেসার দিয়ে টেনে স্কিন স্ক্যাচ করে চামরার প্রথম লেয়ার থেকে দূষিত রক্ত (Toxin) বের করা হয়।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়। পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়।

হিজামা বা হিসাবে এখন বিশ্বের জনপ্রিয় চিকিতৎসা গুলোর মধ্যে একটি। এটিতে কোন ধরনের ঔষধের প্রয়োজন হয় না।

হিজামা রাসুল (স:) শিখানো চিকিৎসা পদ্ধতি।
#রাসুল (স:) বলেছেন- ‘রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত।
এগুলো হলো— #হিজামা_লাগানে #মধু_পান_করা ও আগুন দিয়ে গরম সেঁক দেওয়া। তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি।’ (সহিহ বুখারি, হাদিস : ৫৬৮১)

রাসূলুল্লাহ (স:) বলেছেন-
#আমি_মিরাজের_রাতে_ফিরিস্তাদের_মাযখান_দিয়ে_গিয়েছি_তাদের_সবাই_বলেছেন_আপনার_উম্মতকে_হিজামার_আদেশ_দিবেন।
সুনান তিরমিযী হ/২০৫৩.

আবুহুরারা (রা:) থেকে বর্নিত রাসুল_স:_বলেছেন জিবরীল (আ:) আমাকে জানিয়েছেন
#মানুষ_চিকিৎসার_যতসব_উপায়_অবলম্বন_করে_তার_মধ্যে_হিজামাই_হলো_সর্বোত্তম ।
আল_হাকীম-৭৪৭০।

হিজামা_বা_wet_Cupping Therapy দ্বারা যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
১। দীর্ঘমেয়াদী মাথাব্যথা(মাইগ্রেনসহ)
২। রক্তদূষণ
৩। উচ্চরক্তচাপ(হাই প্রেসার)
৪। যেকোন ধরনের ব্যাথা
৫। ঘুমের ব্যাঘাত
৬। পায়ে ব্যথা
৭। বাতের ব্যথা
৮। জয়েন্ট পেইন
৯। আথর্রাইটিজ পেইন
১০। কালো যাদু
১১। ত্বকের বর্জ পরিস্কার
১২। লিভার ডিজিজ
১৩। দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
১৪। কিডনী রোগ
১৫। ক্রনিক কফ
১৬।গেটে বাত
১৭।ঘাড়ে ব্যথা
১৮।মাংস পেশীর ব্যথা(Muscle pain)
১৯।হাড়ের স্হানচু্তি জনিত ব্যথা
২০।সাইনুসাইটিস(nasal sinus)
২১।হাঁপানি (Asthma)
২২।হৃদরোগ(Cardiac Disease)
২৩।মানসিক প্রশান্তি
২৪।অবস(প্যরালাইসিস)
২৫।মহিলাদের মাসিক সমস্যা
২৬।বাচ্চা না হওয়া
২৭।মুঠিয়ে যাওয়া(Obesity)
২৮।থাইরয়েড
২৯।গ্যাস্ট্রিক পেইন,এসিডিটি
৩০।শারিরিক দুর্বলতা.
৩১।হরমোনজনিত সমস্যা
৩২।বিভিন্নরকম চর্মরোগ
৩৩।চুল পড়া
৩৪।ব্রন
ইত্যাদি ভিবিন্ন রোগ...


হিজামা নিতে যোগাযোগঃ- 01988-370653
(মহিলাদের জন্য পৃথক ব্যাবস্তা এবং মহিলা থেরাপিষ্ট)

সুন্নতি এই চিকিৎসাটি শেয়ার করে অন্যকে জানিয়ে দিতে পারেন..
🌀you can share with others...

মাথায় হিজামা করানো সম্পর্কেঃ আ’রাজ (রহঃ) তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন বুহায়না (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (সাল্লাল...
22/11/2024

মাথায় হিজামা করানো সম্পর্কেঃ

আ’রাজ (রহঃ) তিনি বলেনঃ আমি আবদুল্লাহ ইবন বুহায়না (রাঃ)-কে বলতে শুনেছিঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মক্কার পথে ‘লাহইয়ু জামাল’ নামক স্থানে ইহরাম অবস্থায় মাথার মধ্যস্থলে শিংগা লাগিয়েছিলেন।

[সহিহ মুসলিম, হাদিস নং ২৮৫০]

রসূলুল্লাহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় হিজামায় শেফা রয়েছে।” [ছহীহ মুসলিম, হাদীছ নম্বর : ২২০৫]

হিজামা (Cupping) এর মাধ্যমে যে সব রোগের চিকিৎসা করা হয়ে থাকেঃ

❂উচ্চরক্তচাপ (High Blood Pressure)
❂কিডনির সমস্যা(Kidney Disease)
❂লিভারের সমস্যা
❂ঘুম জনিত সমস্যা (insomnia)
❂যে কোন রকমের চর্মরোগ (Chronic Skin Diseases)
❂আরথ্রাইটিস
❂জয়েন্টের ব্যথা (Gout Pain)
❂বাতের ব্যথা (Arthritis)
❂পায়ের তালুর ব্যথা
❂রক্ত জমাট বাধা বা অবস ভাব
❂হাঁটু ব্যথা (Knee Pain)
❂ঘাড়ে ব্যথা (Neck Pain)
❂কোমড় ব্যথা (Waist Pain)
❂ব্যথায় পায়ের পাতা ফেলতে সমস্যা
❂মাংসপেশীর ব্যথা (muscles spasm)
❂প্যারালাইসিস বা কোন অংগ অবশ হয়ে যাওয়া(Paralysis)
❂ডায়াবেটিস (Diabetes)
❂চুল পড়া (Hair fall)
❂মোটা সমস্যা (obesity)
❂হরমোনাল সমস্যা
❂মাইগ্রেনের ব্যথা (Migraine)
❂স্মৃতিহীনতা (Parkinson's disease)
❂মনোযোগ বৃদ্ধি
❂দীর্ঘকালীন মাথা ব্যথা (Headache)
❂থাইরয়েডের সমস্যা (Thyroid Problem)
❂সাইনুসাইটিস (Sinuses problem)
❂এজমা/ হাপানি (Asthma)
❂রক্তসংবহন তন্ত্রের ইনফেকশন(Blood circulation system)
❂গ্যাস্ট্রিক / আলসারের সমস্যা (Gastric/Ulcer)
❂ব্রণ (Acne)
❂শরীরের বর্জ্য নিষ্কাশন, খোস/পাচড়া (Remove toxin from body)
❂পিঠে বা সারা শরীরের যে কোন রকমের ব্যথা
❂হাড় ক্ষয় বা সরে যাওয়ার ফলে ব্যথা
❂মেয়েদের অনিয়মিত মাসিক কিংবা মেয়েদের অন্যান্য সমস্যা
❂রক্ত সঞ্চালন বৃদ্ধি করে প্রচলিত রোগ দূরীকরণে সাহায্য করা
❂রক্তজমাট বাঁধা (Varicose Vein)
❂দূষিত রক্ত পরিষ্কারকরণ
❂সার্জারির পরবর্তী ব্যথা এছাড়া
❂সুন্নাহ হিজামা যা সুস্থ থাকা অবস্থাতেও করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা (Develop Immune Power)
❂মানসিক সমস্যা (Psychological disorder) সহ ইত্যাদি বিভিন্ন সমস্যায় হিজামা করুন। উপকার পান।

হিজামা একটি বিজ্ঞানসম্মত অসাধারণ ইসলামিক চিকিৎসা। হিজামার যে কোন রোগ সারানোর আশ্চর্য ক্ষমতা আছে।হিজামা/Wet Cupping সম্পর্কে আরো জানুন।

হিজামা করানোর জন্য যোগাযোগঃ 01988-370653

[ মেয়েদের হিজামার জন্য মেয়ে হিজামা থেরাপিষ্ট আছে]

19/11/2024

"হিজামা গ্রহণকারী কতোই উত্তম লোক!
সে দূষিত রক্ত বের করে মেরুদন্ড শক্ত করে ও দৃষ্টিশক্তি প্রখর করে!"
[সুনানে তিরমিযী; ২০৫৩]

18/11/2024

আজ সারা দিন
মাদারীপুর হিজামার করানো হবে । ✅
মাদারীপুর শহরে হিজামা নিতে যোগাযোগ করুন।

15/11/2024

চুলকানি, এলার্জি ও সোরিয়াসিসে দীর্ঘদিন স্টেরয়েডের ব‍্যবহারে লিভার ও কিডনি ড‍্যামেজ হতে পারে।
তাই হিজামা নিন ও সুস্থ থাকুন।

02/11/2024

🛡️ফরিদপুর ভিতরে হিজামা নিতে চাইলে প্রয়োজনে 🖇️
সরাসরি কল করেন
01988-370653

20/10/2024

প্রচন্ড গরমের সময় হিজামা করুণ,উচ্চরক্তচাপ ও কোলষ্টরল নিয়ন্ত্রণ হবে, শারিরীক দুর্বলতাও দূর হবে, শরীরের ব্যাথা-বেদনা থাকবেনা ইনশাআল্লাহ,
হিজামা নবী আঃগনের ন্যাচারাল চিকিৎসা,এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই

20/10/2024

#সুন্নাহ_চিকিৎসা_নিন_সুস্থ_জীবন_গড়ুনঃ #প্রত্যেক আরবি মাসের ১৭-১৯ ২১ তারিখ। আর ২০২৪ এর অক্টোবর মাসের ২১-২৩-২৫ তারিখ। #বিঃদ্রঃ আরবি মাস এর তারিখ শুরু মাগরিবের নামাজের পর থেকে, সুতরাং ২০-২২-২৪ তারিখের মাগরিব পর থেকেই সুন্নাহ ডেট শুরু।

20/08/2024

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে হিজামা কাপিং থেরাপি ট্রাই করেছেন কী?
✅রক্তচাপের কারণে যেন তোমাদের কারো মৃত্যু না হয়, সেদিকে লক্ষ্য রাখবে।” সুনানে ইবনে মাজা, হাদীছ নম্বর: ৩৪৮৬

18/08/2024

আলহামদুলিল্লাহ 🖤 আজ মাদারীপুর শহরে এক ইটালী প্রবাসী ভাইয়েে কোমর ব্যাথার জন্য হিজামা করানো হল।।
আল্লাহ উনাকে সুস্থ্যতা দান করুন।

17/06/2024

আল হিজামা বিডি পরিবারের পক্ষ থেকে ঈদ-মোবারক....🌙

25/05/2024

হিজামাই ডিটক্সিফিকেশনের একমাত্র নেচারাল পদ্ধতি।
এই পদ্ধতিতে শরীর থেকে দূষিত রক্ত বের করা হয় যা শরীর কে সতেজ ও অধিক কর্মক্ষম করে।

19/05/2024

মাদারীপুর শহরে
হিজামা সফরে আছি,
,🌸🤍
এখন হিজামা চলছে...

Address

Faridpur

Alerts

Be the first to know and let us send you an email when ফরিদপুর হিজামা -Faridpur Hijama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share