Physio Care Bangladesh - Pain, Paralysis, Autism & Physiotherapy Centre

Physio Care Bangladesh - Pain, Paralysis, Autism & Physiotherapy Centre ব্যথা,প্যারালাইসিস ও প্রতিবন্ধী শিশুদের
সর্বাধুনিক মানের ফিজিওথেরাপি চিকিৎসা এখন ফরিদপুর ও মাদারীপুরে

13/07/2025
12/07/2025

সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা অনুষদ বা স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ হতে ফিজিওথেরাপি প্রফেশনাল বিষয়ে পাঁচ বছর মেয়াদি প্রফেশনাল ব্যাচেলর ডিগ্রিধারী গনই ফিজিওথেরাপি চিকিৎসক।
সুত্রঃ বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮

ঘাড়ে ব্যথা  অনেকের জন্য নিত্যদিনের সমস্যা। নিচে ৩ টি ব্যায়াম দেখানো হলো যা প্রতিদিন করলে উপকার পাবেন।
12/07/2025

ঘাড়ে ব্যথা অনেকের জন্য নিত্যদিনের সমস্যা। নিচে ৩ টি ব্যায়াম দেখানো হলো যা প্রতিদিন করলে উপকার পাবেন।

27/06/2025

🎥 শাহিন মিয়ার গল্প – ব্যথা থেকে মুক্তির এক বাস্তব অভিজ্ঞতা

প্রবাসজীবনের একপর্যায়ে শাহিন মিয়ার কোমরে শুরু হয় প্রচণ্ড ব্যথা।
দিনের পর দিন কষ্ট, রাতের ঘুম হারাম।
বাংলাদেশে ফিরে বারবার ডাক্তার দেখিয়েছেন,
অনেক ওষুধ খেয়েছেন, অনেক জায়গায় গিয়েছেন—
তবুও সেই ব্যথা কিছুতেই তাকে মুক্তি দেয়নি।

শেষ পর্যন্ত, আশার শেষ ঠিকানা হয়ে উঠল
ফিজিও কেয়ার বাংলাদেশ।
এখানে তিনি নিয়েছেন আধুনিক ফিজিওথেরাপি ও উন্নত শক-ওয়েভ থেরাপি।
ফলাফল? আজ তিনি পুরোপুরি সুস্থ। ব্যথামুক্ত জীবন, হাঁসি মুখে দিন পার করছেন।

🌿 আপনিও কি দীর্ঘদিন ধরে ব্যথায় ভুগছেন?
👉 সমাধান আছে। দেরি না করে আসুন ফিজিও কেয়ার বাংলাদেশে।
আমাদের চিকিৎসা শুধু আধুনিক নয়, মানুষের ভরসার জায়গা।

📍 ফরিদপুর শাখা
চৌরঙ্গীর মোড় (অম্বিকা হলের বিপরীতে), বিদ্যুৎ অফিসের সামনে, ঝিলটুলি, ফরিদপুর।

📍 মাদারীপুর শাখা (মোস্তফাপুর)
মোস্তফাপুর বাজার (হাই স্কুলের বিপরীতে), মাদারীপুর।

📞 ০১৭১৭-৩৫০৩৩২
📞 ০১৬৪৩-৩৯৪৭৭৬

🔷 ফিজিও কেয়ার বাংলাদেশ
যেখানে আছে আশা, আছে আরোগ্যের নিশ্চয়তা।

#ব্যথামুক্তজীবন

🛑কার্পাল টানেল সিনড্রোম (Carpal Tunnel Syndrome - CTS) একটি সাধারণ সমস্যা যা হাতের কব্জিতে অবস্থিত মিডিয়ান নার্ভের (med...
19/06/2025

🛑কার্পাল টানেল সিনড্রোম (Carpal Tunnel Syndrome - CTS) একটি সাধারণ সমস্যা যা হাতের কব্জিতে অবস্থিত মিডিয়ান নার্ভের (median nerve) উপর চাপের কারণে হয়। এর ফলে হাতে ব্যথা, অসাড়তা, ঝিনঝিন করা এবং দুর্বলতা দেখা দিতে পারে। ফিজিওথেরাপি এই অবস্থার চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
⤵️কার্পাল টানেল সিনড্রোমের (সি টি এস) ফিজিওথেরাপি চিকিৎসায় সাধারণত নিম্নলিখিত পদ্ধতিগুলো অন্তর্ভুক্ত থাকে:
✅১. বিশ্রাম (Rest) এবংক্রিয়াকলাপ পরিবর্তন (Activity Modification):
* যে কাজগুলো কব্জির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে, সেগুলো এড়িয়ে চলা বা পরিবর্তন করা।

* দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে কাজ না করে মাঝে মাঝে বিরতি নেওয়া।

* সঠিক ভঙ্গিতে কাজ করার অভ্যাস তৈরি করা, বিশেষ করে কম্পিউটারে টাইপ করার সময় হাতের অবস্থান সঠিক রাখা।

✅২. স্প্লিন্ট ব্যবহার (Splinting):
* রাতে বা কিছু নির্দিষ্ট কাজ করার সময় কব্জিতে স্প্লিন্ট ব্যবহার করা হয়। এটি কব্জিকে একটি নিরপেক্ষ অবস্থানে রাখে, যা মিডিয়ান নার্ভের উপর চাপ কমাতে সাহায্য করে এবং উপসর্গ উপশম করে।

✅৩. বরফ থেরাপি (Ice Therapy):
* ফোলাভাব এবং ব্যথা কমাতে বরফ ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থানে ১০-১৫ মিনিটের জন্য বরফের প্যাক প্রয়োগ করা উপকারী।

✅৪. নরম টিস্যু ম্যাসেজ (Soft Tissue Massage):
* এই ম্যাসেজ রক্ত ​​সঞ্চালন বাড়াতে, পেশী শিথিল করতে, প্রদাহ কমাতে এবং পেশীর টান কমাতে সাহায্য করে।

✅৫. আলট্রাসাউন্ড থেরাপি (Ultrasound Therapy):
* উচ্চ তীব্রতার আলট্রাসাউন্ড আক্রান্ত টিস্যুগুলোতে তাপমাত্রা বাড়ায়, যা নিরাময় প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এবং আরাম দেয়।

✅৬. শকওয়েভ থেরাপি (Shockwave Therapy):
* কিছু ক্ষেত্রে ব্যথামুক্তির জন্য অত্যাধুনিক শকওয়েভ থেরাপি ব্যবহার করা হয়।

✅৭. স্নায়ু গ্লাইডিং ব্যায়াম (Nerve Gliding Exercises):
* এই ব্যায়ামগুলো মিডিয়ান নার্ভকে মসৃণভাবে স্লাইড করতে সাহায্য করে, যার ফলে সোজা করে হাতকে টেবিলটপ অবস্থানে আনুন।
* ধাপ ৫: প্রথম দুটি আঙ্গুলের জয়েন্ট ভাঁজ করে একটি সোজা মুষ্টি তৈরি করুন।
* ধাপ ৬: কব্জি এবং আঙ্গুল সোজা রাখুন, বুড়ো আঙ্গুল নিরপেক্ষ অবস্থানে রাখুন।
* ধাপ ৭: বুড়ো আঙ্গুলকে আঙ্গুল থেকে দূরে সরিয়ে নিন, কব্জি, আঙ্গুল এবং বুড়ো আঙ্গুল সব সোজা থাকবে।
* ধাপ ৮: আপনার বাহু ঘুরিয়ে সুপিনেশন (হাতের তালু উপরের দিকে) করুন।
* ধাপ ৯: অন্য হাত দিয়ে আলতো করে বুড়ো আঙ্গুলে চাপ দিন, এটিকে আরও প্রসারিত করুন।

✅৮. স্ট্রেচিং ব্যায়াম (Stretching Exercises):
* কব্জি এবং হাতের পেশীগুলির নমনীয়তা বাড়াতে সাহায্য করে। যেমন: কব্জি ফ্লেক্সর এবং এক্সটেনসর স্ট্রেচ।

✅৯. শক্তি বৃদ্ধির ব্যায়াম (Strengthening Exercises):
* কব্জি এবং হাতের পেশীগুলির শক্তি বাড়াতে সাহায্য করে, যা কব্জিকে স্থিতিশীল করতে এবং ভবিষ্যতে আঘাত প্রতিরোধ করতে সহায়ক।

✅১০. এরগনোমিক পরামর্শ (Ergonomic Advice):
* ফিজিওথেরাপিস্ট কাজের পরিবেশের সঠিক সেটআপ সম্পর্কে পরামর্শ দিতে পারেন, যাতে কব্জির উপর চাপ কমে।

গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
* প্রতিটি রোগীর অবস্থা ভিন্ন হওয়ায় ফিজিওথেরাপি প্রোটোকল ভিন্ন হতে পারে। একজন যোগ্য ফিজিওথেরাপিস্টের সাথে পরামর্শ করে আপনার জন্য উপযুক্ত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা উচিত।

* ব্যথা উপশমের জন্য কিছু ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে, তবে সম্পূর্ণ নিরাময়ের জন্য ফিজিওথেরাপি অপরিহার্য।

* যদি conservative চিকিৎসায় (যেমন ফিজিওথেরাপি) উন্নতি না হয় এবং উপসর্গ গুরুতর হয়, তাহলে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।

কার্পাল টানেল সিনড্রোমের চিকিৎসায় ফিজিওথেরাপি একটি নিরাপদ এবং কার্যকর পদ্ধতি যা বেশিরভাগ ক্ষেত্রে উপসর্গ কমাতে এবং হাতের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে।

আপনি যদি এরকম কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন।
আমাদের সাথে এখনি যোগাযোগ করুন।আমরা আপনার সেবায় সব সময় নিয়োজিত।
⛳আমাদের ঠিকানা:
🌀ফরিদপুর শাখা:
চৌরঙ্গীর মোড় (অম্বিকা হল এর বিপরীতে) ঝিলটুলি, ফরিদপুর ।
🌀মোস্তফাপুর/মাদারীপুর শাখা:
মোস্তফাপুর বাজার (হাই স্কুলের বিপরীতে) মাদারীপুর।
🛑সিরিয়ালের জন্য যোগাযোগ করুন: ০১৬৪৩-৩৯৪৭৭৬,০১৭১৭-৩৫০৩৩২

18/06/2025

দীর্ঘ দিনের কোমর ব্যথার স্বল্প সময়ে চিকিৎসা-Short-term treatment of chronic back pain (PHYSIO CARE BANGLADESH)

✳️সফলতার গল্প✳️

রোগীর নামঃ হামীদা চৌধুরী
বয়সঃ ৫৫ বছর
ঠিকানাঃ ফরিদপুর
রোগীর সমস্যাঃ উঠতে সমস্যা,বসতে সমস্যা,ঘুমাতে সমস্যা,বাথরুমে যেতে সমস্যা, জ্বালাপোড়া,কোমরে তীব্র ব্যথা (রোগীর কথা) ইত্যাদি ।
ট্রিটমেন্ট প্লানঃ ১৫ টি ফিজিওথেরাপি সেশন ✅
ডক্টর এসেসমেন্টঃ PLID (L4-L5 & L5-S1)

রোগীর কিছু কথাঃ
আসলামুয়ালাইকুম স্যার।স্যার,আমার কোমরে প্রচন্ড ব্যথা।ব্যথায় আর বাচতেছি না।পায়ে ঝি্নঝিন করে।স্যার আমার,উঠতে সমস্যা,বসতে সমস্যা,গুমাতে সমস্যা,বাথরুমে যেতে সমস্যা, জ্বালাপোড়া,কমরে তীব্র ব্যথা করে।অনেক ডাক্তারের কাছে গেছি।অনেক ওষুধ খেয়েছি কাজ হচ্ছে না।যতদিন খাই ভালো।ওষুধ খাওয়া বন্ধ করলে আবার তীব্র ব্যথা শুরু করে যে আমি টিকে থাকতে পারি না।স্যার, আমি কোনো স্থায়ী সমধান পাইতেছি না।এখন আমি কি করতে পারি?এই রোগ থেকে কিভাবে সম্পূর্ণ মুক্তি পেতে পারি?

🔴বি:দ্র: রোগী যখন আমাদের কাছে এসেছিলেন তখন প্রচন্ড কোমর ব্যথা সাথে বাম পায়ে ঝিনঝিন, অবশ ও পা দুর্বল হয়ে গিয়েছিল। রোগীকে ৩-৪ জন মিলে ধরে নিয়ে আসছে আমাদের কাছে। তখন রোগীর হাটা-বসা দূরের কথা ঘুমাতে পর্যন্ত পারতেন না ব্যথায়। ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ আমাদের রোগী। এখন হাঁটতে, বসতে পারছেন খুব সুন্দরভাবেই কোন সমস্যা হচ্ছে না।
✅আপনাদের যেকোনো ব্যাথা সংক্রান্ত জটিলতায়, স্ট্রোকের কারণে প্যারালাইসিস ও প্রতিবন্ধী বাচ্চাদের উন্নত চিকিৎসার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
🔴সিরিয়ালের জন্য যোগাযোগ করুন: ০১৬৪৩-৩৯৪৭৭৬,০১৭১৭-৩৫০৩৩২
⛳আমাদের ঠিকানা:
🌀ফরিদপুর শাখা:
চৌরঙ্গীর মোড় (অম্বিকা হল এর বিপরীতে) ঝিলটুলি, ফরিদপুর ।
🌀মোস্তফাপুর/মাদারীপুর শাখা:
মোস্তফাপুর বাজার (হাই স্কুলের বিপরীতে) মাদারীপুর ।

আপনি কি জানেন , নিয়মিত হাঁটার উপকারিতা কি?জানলে অবাক হয়ে যাবেন!চলুন যেনে নেয়া যাক, নিয়মিত হাঁটার ফলে পেশী সুগঠিত হয়, শর...
17/06/2025

আপনি কি জানেন , নিয়মিত হাঁটার উপকারিতা কি?
জানলে অবাক হয়ে যাবেন!
চলুন যেনে নেয়া যাক,
নিয়মিত হাঁটার ফলে পেশী সুগঠিত হয়, শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ সুরক্ষিত থাকে ও মেরামত হয়, হজমে সাহায্য করে, এবং মস্তিষ্ককেও সতেজ রেখে বার্ধক্য প্রতিরোধ করে।

এর পাশাপাশি হাঁটার ফলে মানুষের চিন্তার সৃজনশীলতা বৃদ্ধি পায়, মেজাজ বা মুড ভালো রাখে এবং স্ট্রেস বা মানসিক চাপ কমাতেও সাহায্য করে।
এছাড়াও নিয়মিত হাঁটার বেশ কিছু উপকারিতা রয়েছে।
যেমনঃ
১. মস্তিষ্ক সক্রিয় থাকে
২. হার্ট ভালো থাকে (হৃদরোগের ঝুঁকি কমায়)
৩. হজমে সাহায্য করে
৪. সমস্যা সমাধানে সাহায্য করে
৫. বিষণ্ণতা কাটাতে সাহায্য করে
৬. আরো বেশি খোলা মনের ও বহির্মুখী হতে সাহায্য করে
৭. বিপাক প্রক্রিয়ায় সাহায্য করে
৮. শারীরিক গঠন অটুট রাখতে সাহায্য করে
৯. ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে
১০. হাড় ও পেশী শক্তিশালী করে
১১. শারীরিক ভারসাম্য বজায় রাখে
১২. শক্তি বৃদ্ধি
১৩. ক্যান্সারের ঝুঁকি কমায় ইত্যাদি

আপনার সাস্থ্য সচেতনতায়
আমরা আপনার পাশে আছি
⛳আমাদের ঠিকানা:
🌀ফরিদপুর শাখা:
চৌরঙ্গীর মোড় (অম্বিকা হল এর বিপরীতে) ঝিলটুলি, ফরিদপুর ।
🌀মোস্তফাপুর/মাদারীপুর শাখা:
মোস্তফাপুর বাজার (হাই স্কুলের বিপরীতে) মাদারীপুর ।
☎️অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
০১৬৪৩-৩৯৪৭৭৬,০১৭১৭-৩৫০৩৩২

☎️BOOK AN APPOINTMENT✅Dr. Badal HalderBPT (DU), MSS-GGW (DU)Trained in Autism, Sports injury And Advanced Pain Managemen...
14/06/2025

☎️BOOK AN APPOINTMENT✅

Dr. Badal Halder
BPT (DU), MSS-GGW (DU)
Trained in Autism, Sports injury And Advanced Pain Management
Physiotherapy Consultant-
(Physio Care Bangladesh)
Ex Consultant Physiotherapist-
(Gono Unnayan Prochesta & Light House Foundation)
Ex Clinical Physiotherapist-
United Hospital Ltd, Dhaka .

🏢Address:
✅Faridpur Brance:
Chowringhee Mor (Oposite The Ambika Memorial Hall), Jhiltuly, Faridpur.
Mob: 01643-39477

✅Mostofapur/Madaripur Brance:
Mostofapur Market (Oposite The High School),Madaripur
Mob:01717-350332

☎️অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
০১৬৪৩-৩৯৪৭৭৬,০১৭১৭-৩৫০৩৩২
আজই চলে আসুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে!!
⛳আমাদের ঠিকানা:
🌀ফরিদপুর শাখা:
চৌরঙ্গীর মোড় (অম্বিকা হল এর বিপরীতে) ঝিলটুলি, ফরিদপুর ।
🌀মোস্তফাপুর/মাদারীপুর শাখা:
মোস্তফাপুর বাজার (হাই স্কুলের বিপরীতে) মাদারীপুর ।

BACK PAIN ব্যথা নিয়ে চিন্তিত!  BACK PAIN ব্যথা সমস্যা❌ সমাধানের জন্য✅ PHYSIO CARE BANGLADESH (ফিজিও কেয়ার বাংলাদেশ) নিয়ে...
13/06/2025

BACK PAIN ব্যথা নিয়ে চিন্তিত!
BACK PAIN ব্যথা সমস্যা❌ সমাধানের জন্য✅
PHYSIO CARE BANGLADESH (ফিজিও কেয়ার বাংলাদেশ) নিয়ে এসেছে "কোনো প্রকার ঔষধ ছাড়াই" BACK PAIN ব্যথার আধুনিক চিকিৎসা ।

☎️অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুনঃ
০১৬৪৩-৩৯৪৭৭৬,০১৭১৭-৩৫০৩৩২
আজই চলে আসুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে!!
⛳আমাদের ঠিকানা:
🌀ফরিদপুর শাখা:
চৌরঙ্গীর মোড় (অম্বিকা হল এর বিপরীতে) ঝিলটুলি, ফরিদপুর ।
🌀মোস্তফাপুর/মাদারীপুর শাখা:
মোস্তফাপুর বাজার (হাই স্কুলের বিপরীতে) মাদারীপুর ।

Address

Faridpur

Telephone

+8801717350332

Website

Alerts

Be the first to know and let us send you an email when Physio Care Bangladesh - Pain, Paralysis, Autism & Physiotherapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Physio Care Bangladesh - Pain, Paralysis, Autism & Physiotherapy Centre:

Share