মানবতা ব্লাড ফাউন্ডেশন

মানবতা ব্লাড ফাউন্ডেশন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মানবতা ব্লাড ফাউন্ডেশন, Blood bank, Faridpur.

যদি হই রক্ত দাতা, জয় করবো মানবতা

মানবতা ব্লাড ফাউন্ডেশন খানগঞ্জ(বেলগাছি),রাজবাড়ী,সংগঠন একটি অরাজনৈতিক সামাজিক সেচ্ছাসেবী সংগঠন।
মানুষের কল্যানে এক ঝাঁক তরুন সেচ্ছাসেবী ভাই বোন মানুষের সেবায় কাজ করে যাচ্ছে অনবরত।
মানবতা ব্লাড ফাউন্ডেশন

29/06/2025

নতুন রক্তের গ্রুপ (G নেগেটিভ) সম্পর্কে:

বিজ্ঞানীরা বহু বছর ধরে জানেন যে, রক্তের মূল গ্রুপ হয় A, B, AB, O, আবার Rh ফ্যাক্টরের ভিত্তিতে হয় পজিটিভ বা নেগেটিভ।

কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, এর বাইরেও কিছু বিরল রক্তের গ্রুপ রয়েছে, যেগুলো সাধারণ পরীক্ষায় ধরা পড়ে না।

G গ্রুপ বা Rh-null (অথবা গোল্ডেন ব্লাড) এগুলোর মধ্যে অন্যতম। Rh-null বা "Golden Blood" হলো এমন রক্ত, যেখানে Rh সিস্টেমের সব ধরনের এন্টিজেন অনুপস্থিত।

তাহলে G নেগেটিভ কি আলাদা?

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, কেউ কেউ Rh সিস্টেমের নির্দিষ্ট কিছু অ্যান্টিজেন (যেমন D, C, E, c, e) এর সাথে "G এন্টিজেন" নামক একটি উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতি নিয়ে জটিলতা পান।

সাধারণত G এন্টিজেন থাকে এমন ব্যক্তিদের মধ্যে যাদের রক্তের গ্রুপ A, B বা O-Positive বা Negative যেকোনো হতে পারে।

কিন্তু কেউ কেউ যদি G এন্টিজেন নেগেটিভ হন, সেটা বিরল, এবং এতে রক্তদানের ক্ষেত্রে আলাদা সতর্কতা প্রয়োজন।

G নেগেটিভ আসলে কী?

G নেগেটিভ বলতে এমন একজনকে বোঝায় যার রক্তে G এন্টিজেন অনুপস্থিত।

এটা সরাসরি মূল রক্তের গ্রুপ নয়, বরং সাব-টাইপিং বা বিশেষায়িত পরীক্ষার মাধ্যমে ধরা পড়ে।

মূলত কিছু ক্ষেত্রে গর্ভাবস্থায় বা ট্রান্সফিউশনে জটিলতা তৈরি করতে পারে।

এই রক্ত কতটা বিরল?

Rh-null বা Golden Blood পৃথিবীতে সবচেয়ে বিরল (এখন পর্যন্ত মাত্র ৫০-এর মতো ব্যক্তি পাওয়া গেছে)।

তবে G নেগেটিভ পরিস্থিতি Golden Blood এর মতো ভয়াবহ বিরল নয়, কিন্তু স্বাভাবিক মানুষের তুলনায় অনেক কম দেখা যায়।

শেষ কথা:

✅ সাধারণ মানুষকে এতে ভয়ের কিছু নেই।
✅ যারা জটিল ট্রান্সফিউশন বা বারবার রক্তদান বা গ্রহণ করেন, শুধু তাদের জন্যই বিষয়টি গুরুত্বপূর্ণ।
✅ বাংলাদেশে এখনো G নেগেটিভ নিয়ে বড় কোনো আলোড়ন বা জাতীয় ঘোষণা পাওয়া যায়নি।

মানবতা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে নতুন উদ্যোগ! 🩸 রাজবাড়ী শহরের মানুষের জন্য রক্তসেবা এখন হাতের মুঠোয়!💡 Rajbari City Ap...
25/06/2025

মানবতা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে নতুন উদ্যোগ!
🩸 রাজবাড়ী শহরের মানুষের জন্য রক্তসেবা এখন হাতের মুঠোয়!
💡 Rajbari City App-এ যুক্ত হলো নতুন রক্ত ফিচার, যা রক্ত খোঁজা, দান এবং ফাউন্ডেশনের সাথে যোগাযোগকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলেছে।
🔹 ফিচারসমূহ:
✅ ফাউন্ডেশন ডিরেক্টরি – রাজবাড়ীর সব রক্ত ফাউন্ডেশনের তালিকা, ডোনার লিস্ট ও যোগাযোগের তথ্য এক জায়গায়।
✅ রক্তদাতা লিস্ট – প্রত্যেক রক্তদাতার প্রোফাইল দেখে সরাসরি যোগাযোগের সুযোগ।
✅ রক্তের আবেদন – রক্তের প্রয়োজন হলে সহজে অ্যাপ থেকেই রিকোয়েস্ট দিন।
✅ ফাউন্ডেশন ম্যানেজমেন্ট – নিজের ফাউন্ডেশন তৈরি করে ডোনার যুক্ত করুন, সদস্যদের ম্যানেজ করুন।
🔥 ডোনার খোঁজা, রক্ত দেওয়া, ফাউন্ডেশন পরিচালনা — সব এক অ্যাপে!
📲 Rajbari City App এখনই ডাউনলোড করুন:
👉 https://play.google.com/store/apps/details...
❤️ রক্ত দিন, জীবন বাঁচান। আসুন রাজবাড়ীকে করি আরও মানবিক।
🤝 মানবতা ব্লাড ফাউন্ডেশন - মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ

মানবতা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা 🌸আগামীকাল শুরু হচ্ছে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর...
25/06/2025

মানবতা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা 🌸

আগামীকাল শুরু হচ্ছে দেশের লক্ষ লক্ষ শিক্ষার্থীর স্বপ্নের পথচলা— এইচএসসি ও সমমানের পরীক্ষা।
আমরা মানবতা ব্লাড ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল পরীক্ষার্থীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

✅ তোমাদের পরিশ্রম, অধ্যবসায় ও সাহস যেন সফলতার সিঁড়ি হয়ে দাঁড়ায়।
✅ মনে রাখবে—সৎভাবে, আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিলে সাফল্য অবশ্যম্ভাবী।
✅ ভালো থেকো, সুস্থ থেকো, নিজেকে বিশ্বাস করো—তোমরাই আগামীর সম্ভাবনা।

আল্লাহ যেন সকলের জন্য সহজ ও কল্যাণময় করেন।
সবার জন্য শুভকামনা — মানবতা ব্লাড ফাউন্ডেশন পরিবার। ❤️

24/06/2025

📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি 📢

সাম্প্রতিক ফেসবুক আপডেট/গ্লিচের কারণে আমাদের সংগঠনের ফেসবুক গ্রুপ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর পরিবর্তে মানবতা ব্লাড ফাউন্ডেশন -এর অফিসিয়াল পেইজ চালু রাখা হয়েছে।

✅ সকল আপডেট, কার্যক্রম, এবং যোগাযোগের জন্য পেইজটি ফলো করুন।

সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আপনাদের সহযোগিতা এবং মানবতার পাশে থাকার জন্য ধন্যবাদ। ❤️

📢 গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি 📢

সাম্প্রতিক ফেসবুক আপডেট/গ্লিচের কারণে আমাদের সংগঠনের ফেসবুক গ্রুপ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

এর পরিবর্তে মানবতা ব্লাড ফাউন্ডেশন -এর অফিসিয়াল পেইজ চালু রাখা হয়েছে।

✅ সকল আপডেট, কার্যক্রম, এবং যোগাযোগের জন্য পেইজটি ফলো করুন।

সাময়িক এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত।

আপনাদের সহযোগিতা এবং মানবতার পাশে থাকার জন্য ধন্যবাদ। ❤️

Send a message to learn more

🔴 আলহামদুলিল্লাহ!আজ মানবতা ব্লাড ফাউন্ডেশন -এর আয়োজনে একটি গুরুত্বপূর্ণ অফলাইন মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।👥 উপস্থিত ছি...
21/06/2025

🔴 আলহামদুলিল্লাহ!
আজ মানবতা ব্লাড ফাউন্ডেশন -এর আয়োজনে একটি গুরুত্বপূর্ণ অফলাইন মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

👥 উপস্থিত ছিলেন:
🔹 উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ
🔹 কার্যকরী কমিটির সদস্যবৃন্দ
🔹 সাধারণ সদস্য ও নতুন স্বেচ্ছাসেবীবৃন্দ
🔹 এলাকার বিভিন্ন শ্রেণির শুভাকাঙ্ক্ষীবৃন্দ

📌 মোট উপস্থিতি: ৫০+ সদস্য

📝 আলোচনার মূল বিষয়বস্তু:
✅ আগামীর লক্ষ্য ও পরিকল্পনা গ্রহণ
✅ বিগত কার্যক্রম পর্যালোচনা ও ভুল-ত্রুটি সংশোধন
✅ নতুন স্বেচ্ছাসেবীদের উদ্বুদ্ধকরণ ও দিকনির্দেশনা প্রদান
✅ রক্তদানের প্রতি মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি
✅ দলমত নির্বিশেষে মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে একসাথে কাজ করা

💬 আমাদের অঙ্গীকার:
“মানবতার কল্যাণে, সবাই মিলে কাজ করবো –
রক্তদানে হবো অগ্রগামী,
সামাজিক সেবায় হবো দৃঢ়প্রতিজ্ঞ।”

🤝 আমরা বিশ্বাস করি, আজকের এই সভা আমাদের সংগঠনকে আরও সংগঠিত, গতিশীল ও কার্যকর করে তুলবে ইনশাআল্লাহ।

13/06/2025

"আজ ১৪ই'জুন বিশ্ব রক্তদাতা দিবস"🌼💝
বিশ্বের সকল রক্ত দাতাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা অবিরাম🌼

রক্ত কৃত্রিম এটা তৈরি করা সম্ভব না,এক জনের রক্তে অন্য জন বাচতে পারে তাই আসুন নিজে রক্ত দেইএবং অন্য জনকে উৎসাহিত করি🥰💝

Send a message to learn more

🌟 মানবতা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে নতুন উদ্যোগ! 🌟🩸 রাজবাড়ী শহরের মানুষের জন্য রক্তসেবা এখন হাতের মুঠোয়!💡 Rajbari City...
13/06/2025

🌟 মানবতা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে নতুন উদ্যোগ! 🌟
🩸 রাজবাড়ী শহরের মানুষের জন্য রক্তসেবা এখন হাতের মুঠোয়!

💡 Rajbari City App-এ যুক্ত হলো নতুন রক্ত ফিচার, যা রক্ত খোঁজা, দান এবং ফাউন্ডেশনের সাথে যোগাযোগকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করে তুলেছে।

🔹 ফিচারসমূহ:
✅ ফাউন্ডেশন ডিরেক্টরি – রাজবাড়ীর সব রক্ত ফাউন্ডেশনের তালিকা, ডোনার লিস্ট ও যোগাযোগের তথ্য এক জায়গায়।
✅ রক্তদাতা লিস্ট – প্রত্যেক রক্তদাতার প্রোফাইল দেখে সরাসরি যোগাযোগের সুযোগ।
✅ রক্তের আবেদন – রক্তের প্রয়োজন হলে সহজে অ্যাপ থেকেই রিকোয়েস্ট দিন।
✅ ফাউন্ডেশন ম্যানেজমেন্ট – নিজের ফাউন্ডেশন তৈরি করে ডোনার যুক্ত করুন, সদস্যদের ম্যানেজ করুন।

🔥 ডোনার খোঁজা, রক্ত দেওয়া, ফাউন্ডেশন পরিচালনা — সব এক অ্যাপে!

📲 Rajbari City App এখনই ডাউনলোড করুন:
👉 https://play.google.com/store/apps/details?id=com.flexlab.rajbaricity

❤️ রক্ত দিন, জীবন বাঁচান। আসুন রাজবাড়ীকে করি আরও মানবিক।
🤝 মানবতা ব্লাড ফাউন্ডেশন - মানবতার সেবায় অঙ্গীকারবদ্ধ।

🕋 আলহামদুলিল্লাহ 🕋বন্ধু মহল ফাউন্ডেশন- বেলগাছি🌙 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের আনন্দ ছড়িয়ে দিল ৭৭টি পরিবারে! 🌙আলহামদুলিল...
11/06/2025

🕋 আলহামদুলিল্লাহ 🕋
বন্ধু মহল ফাউন্ডেশন- বেলগাছি
🌙 পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদের আনন্দ ছড়িয়ে দিল ৭৭টি পরিবারে! 🌙

আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে এবং মানবতা ব্লাড ফাউন্ডেশন এর আন্তরিক সহযোগিতায়, বন্ধু মহল ফাউন্ডেশনের পক্ষ থেকে ৭৭টি অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

🎁 বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল:

চাল

ডাল

সেমাই

চিনি

দুধ

এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্যপণ্য

এই উদ্যোগের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যেন ঈদের আনন্দ থেকে কেউ বঞ্চিত না থাকে।
এই মহৎ কার্যক্রমে যারা অর্থ, সময় ও শ্রম দিয়ে পাশে ছিলেন – আপনাদের প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া।

🌟 আসুন, একসাথে মানবতার পাশে থাকি 🌟
মানবতা ব্লাড ফাউন্ডেশন – মানবতার সেবায় অগ্রগামী।

আগে নামাজ পরে মানবসেবা-!!🥰🥀"সবার উর্ধে মানবতা শ্রেষ্ঠ তুমি রক্তদাতা""রক্তে নেই জাত ধর্ম রক্ত বোঝে জীবনের মর্ম "- আলহামদু...
11/06/2025

আগে নামাজ পরে মানবসেবা-!!🥰🥀
"সবার উর্ধে মানবতা শ্রেষ্ঠ তুমি রক্তদাতা"
"রক্তে নেই জাত ধর্ম রক্ত বোঝে জীবনের মর্ম "

- আলহামদুলিল্লাহ মানবতার যোদ্ধা বর্ষা আপু মানবতার ডাকে সারা দিয়ে ৫ম তম বার তার
ও পজেটিভ লাল ভালোবাসা দান করলো-!!🖤
- রোগী ও রক্ত দাতার জন্য দোয়া ও ভালোবাসা রইলো-!!🤲🥀

মানবতা ব্লাড ফাউন্ডেশন

06/06/2025

🌙 ঈদুল আযহার শুভেচ্ছা 🌙
মানবতা ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে
আপনাকে ও আপনার পরিবারকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

"ত্যাগেই প্রকৃত ঈদ"
আসুন, কোরবানির শিক্ষা থেকে মানবতা, সহানুভূতি ও ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে
একসাথে গড়ি একটি মানবিক সমাজ।

ঈদ মোবারক!
“যদি হই রক্ত দাতা, জয় করবো মানবতা”

Send a message to learn more

29/05/2025

বর্তমানে এত ব্লাড এর রিকোয়েস্ট আসতেছে তা বলার বাহিরে

সেই ভাবে রক্তদাতা মিলিতেছে না😔😪

Address

Faridpur

Telephone

01763328775

Alerts

Be the first to know and let us send you an email when মানবতা ব্লাড ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মানবতা ব্লাড ফাউন্ডেশন:

Share

Category