First Care Pharma Online

First Care Pharma Online ১৫লক্ষ রাজবাড়ী বাসীকে ওষুধ সেবার পাশাপাশি নানান পন্য দিয়ে সাজিয়েছি আমাদের ডিপার্টমেন্ট স্টোর

প্রিয় রাজবাড়ী,
উন্নত মানের ফার্মেসী(মডেল ফার্মেসী) সেবা দিতে আমরা এখন রাজবাড়ী তে।ওষুধের পাশাপাশি নানান পন্য দিয়ে সাজিয়েছি আমাদের প্রতিষ্ঠান।
# # সরাসরি সেলস এর পাশাপাশি আমাদের আছে অনলাইন সেবা।গ্রাহক অনলাইনে অর্ডারের মাধ্যমে হোম ডেলিভারি নেয়ার সুবিধা পেয়ে থাকে। হটলাইনঃ০১৫৭২-৩৫৫২৭২

🧒 B9 সিরাপ – রক্তশূন্যতা দূর করে, শিশু বড় হয় জোরে!✅ ফলিক অ্যাসিড সিরাপ✅ রক্ত তৈরি করে✅ ক্ষুধা বাড়ায়✅ বুদ্ধি ও শরীর গঠনে ...
04/08/2025

🧒 B9 সিরাপ – রক্তশূন্যতা দূর করে, শিশু বড় হয় জোরে!
✅ ফলিক অ্যাসিড সিরাপ
✅ রক্ত তৈরি করে
✅ ক্ষুধা বাড়ায়
✅ বুদ্ধি ও শরীর গঠনে সাহায্য করে
📦 কোম্পানি: Square Pharmaceuticals Ltd.
📍 First Care Pharma Online

আপনার শিশুর এলার্জি,হাচি,কাশি,সর্দি,চুলকানি দূরে থাকুক🧡চিকিৎসকে পরামর্শ নিয়ে সেবন করুন
04/08/2025

আপনার শিশুর এলার্জি,হাচি,কাশি,সর্দি,চুলকানি দূরে থাকুক🧡
চিকিৎসকে পরামর্শ নিয়ে সেবন করুন

🟩🩺 Pregcare Sachet: কী, কেন, কিভাবে? 🩺🟩গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য অতিরিক্ত পুষ্টির দরকার হয়। আর সেজন্যই আছে Pregcare ...
04/08/2025

🟩🩺 Pregcare Sachet: কী, কেন, কিভাবে? 🩺🟩
গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য অতিরিক্ত পুষ্টির দরকার হয়। আর সেজন্যই আছে Pregcare Sachet!

👇 নিচে জানুন বিস্তারিত —

🟢 Pregcare Sachet কী?
এটি একটি পুষ্টিকর সাপ্লিমেন্ট, যা গর্ভবতী মায়েদের জন্য তৈরি। এতে থাকে –
✅ Folate
✅ Iron
✅ Calcium
✅ Vitamin D
✅ Zinc
✅ Omega-3 (DHA)

🔵 কেন খাবেন?
✔️ শিশুর স্নায়ু ও মস্তিষ্ক বিকাশে সহায়ক
✔️ অ্যানিমিয়া ও দুর্বলতা রোধে কার্যকর
✔️ মা’র হাড় ও রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে

🟡 কিভাবে খাবেন?
📌 প্রতিদিন ১টি স্যাচে
📌 ১ গ্লাস কুসুম গরম পানি বা দুধে গুলিয়ে
📌 খাওয়ার পরে বা সকালে

❗ মনে রাখবেন:
👉 অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

📞 বিস্তারিত জানতে ইনবক্স করুন
📍 First Care Pharma Online – রাজবাড়ীর বিশ্বস্ত অনলাইন ফার্মেসি

#গর্ভাবস্থা #সন্তানের_সঠিক_বিকাশ #গর্ভবতী_মা #ফোলেট

03/08/2025

🟢 শসা খেলে কী হয়? জেনে নিন এই অসাধারণ সবজিটির উপকারিতা! 🟢

শসা শুধু গরমে ঠাণ্ডা লাগায় না, বরং শরীরের জন্যও দারুণ উপকারী! চলুন দেখে নেই:

🥒 ১. পানিশূন্যতা দূর করে
শসায় রয়েছে ৯৫% পানি – এটি শরীরকে ঠাণ্ডা ও হাইড্রেটেড রাখে।

🥒 ২. ত্বক ভালো রাখে
অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন ত্বককে করে উজ্জ্বল ও ব্রণমুক্ত।

🥒 ৩. ওজন কমায়
ক্যালোরি কম, তাই ওজন কমাতে চাইলে শসা রাখুন প্রতিদিনের খাদ্য তালিকায়।

🥒 ৪. হজমে সাহায্য করে
শসার ফাইবার হজমশক্তি বাড়ায় ও কোষ্ঠকাঠিন্য কমায়।

🥒 ৫. রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
পটাশিয়াম সমৃদ্ধ শসা উচ্চ রক্তচাপ কমাতে সহায়ক।

🥒 ৬. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক
গ্লাইসেমিক ইনডেক্স কম, ফলে রক্তে শর্করার মাত্রা স্থির রাখে।

❗ সতর্কতা: অতিরিক্ত শসা খেলে গ্যাস্ট্রিক বা ঠাণ্ডা লাগার সমস্যা হতে পারে।

✅ স্বাস্থ্যকর খাবার, সুস্থ জীবন
👉 নিয়মিত স্বাস্থ্য টিপস ও মেডিসিনের জন্য চোখ রাখুন First Care Pharma Online পেজে।

#শসা #স্বাস্থ্যটিপস #গরমের_পানিশূন্যতা #ডায়াবেটিস ানো

03/08/2025

.মরিচ বেশি খেলে শরীরের উপর কিছু ভালো এবং কিছু খারাপ প্রভাব পড়তে পারে। নিচে বিস্তারিতভাবে উল্লেখ করা হলো:

✅ ভালো দিক:

1. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় – মরিচে ক্যাপসেইসিন নামক উপাদান থাকে, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে।

2. রক্ত সঞ্চালন ভালো হয় – মরিচ খেলে হৃৎপিণ্ডের কার্যকারিতা উন্নত হয়।

3. অতিরিক্ত ক্যালরি পোড়াতে সাহায্য করে – যারা ওজন কমাতে চান, তাদের জন্য সামান্য মরিচ উপকারী হতে পারে।

❌ ক্ষতিকর দিক (বেশি খেলেই শুধু হয়):

1. গ্যাস্ট্রিক বা আলসার বাড়তে পারে – অতিরিক্ত ঝাল পেটে জ্বালা, গ্যাস্ট্রিক বা আলসার সৃষ্টি করতে পারে।

2. হজমের সমস্যা – ডায়রিয়া, পেট ফাঁপা, এসিড রিফ্লাক্স হতে পারে।

3. রক্তচাপ বাড়তে পারে – অতিরিক্ত ঝাল খেলে কারও কারও রক্তচাপ বেড়ে যেতে পারে।

4. স্কিন বা মুখে জ্বালাপোড়া – হাত-মুখে মরিচের ঝাল লেগে গেলে জ্বালা করতে পারে।

উপসংহার:

স্বল্পমাত্রায় মরিচ খাওয়া উপকারী হলেও অতিরিক্ত মরিচ খাওয়া শরীরের জন্য ক্ষতিকর। তাই পরিমিতভাবে মরিচ খাওয়াই বুদ্ধিমানের কাজ।

রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মেটারনিটি) হাসপাতাল একটি পূর্ণাঙ্গ সরকারী হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণা...
03/08/2025

রাজবাড়ী মা ও শিশু কল্যাণ কেন্দ্র (মেটারনিটি) হাসপাতাল একটি পূর্ণাঙ্গ সরকারী হাসপাতাল। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন এই হাসপাতালটিতে রয়েছে ২৪/৭ নরমাল ডেলিভারীর সু-ব্যবস্থা। এখানে প্রশিক্ষিত দক্ষ চিকিতসকের তত্তবাবধানে নরমাল ডেলিভারী করানো হয়। জুলাই ২৫ মাসে মোট ১১ জন এসেছেন ডেলিভারী সেবা নিতে যার মধ্যে ১০ জনের নরমাল ডেলিভারী সুন্দর এবং নিরাপদে সম্পন্ন হয়েছে।

এছাড়াও এখানে প্রসব পূর্ব সেবা, প্রসব পরবর্তী সেবা, সাধারণ রুগীর সেবা, বিভিন্ন পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবা দেয়া হয়।

সেবা নিন, সুস্থ্য থাকুন।

রাতে বেলা ব্রাশ করে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে এক গ্লাস পানি খেলে, গ্যাস্ট্রিক সহ প্রায় ৩৬ রকম রোগের উপকার হয়।🟢 বাসি ...
03/08/2025

রাতে বেলা ব্রাশ করে সকালে ঘুম থেকে উঠে বাসি মুখে এক গ্লাস পানি খেলে, গ্যাস্ট্রিক সহ প্রায় ৩৬ রকম রোগের উপকার হয়।

🟢 বাসি পেটে পানি খাওয়ার উপকারিতা:

1. দেহের টক্সিন দূর করে
– খালি পেটে পানি পান করলে শরীর থেকে ক্ষতিকর টক্সিন সহজে বের হয়ে যায়। এটি লিভার ও কিডনির কার্যক্ষমতা বাড়ায়।

2. হজমে সহায়তা করে
– পেট পরিষ্কার থাকে এবং হজম প্রক্রিয়া ভালোভাবে চলে। বদহজম, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা কমে যায়।

3. কব্জা দূর করে
– নিয়মিত খালি পেটে পানি পান করলে কোষ্ঠকাঠিন্য কমে এবং পায়খানা নরম হয়।

4. ওজন কমাতে সাহায্য করে
– খালি পেটে পানি খেলে পেট ভরা থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে যায়।

5. ত্বক ভালো থাকে
– শরীরের ভিতর পরিষ্কার থাকলে ত্বকে এর প্রতিফলন পড়ে। ব্রণ, র‍্যাশ, কালো দাগ কমে।

6. মাথাব্যথা ও ক্লান্তি দূর করে
– শরীরে পানির ঘাটতি থাকলে মাথাব্যথা হতে পারে। সকালে পানি খেলে তা কমে যায়।

7. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
– নিয়মিত পানি পান শরীরকে ভিতর থেকে পরিষ্কার রাখে, যা রোগ প্রতিরোধে সহায়তা করে।
---

🕖 কিভাবে খাওয়া উচিত?

ঘুম থেকে উঠে ১–২ গ্লাস কুসুম গরম পানি পান করুন।

এরপর অন্তত ৩০ মিনিট কিছু খাবেন না

ফলিসন (Folison) মূলত ফোলিক অ্যাসিড (Folic Acid) সমৃদ্ধ একটি ভিটামিন জাতীয় ঔষধ। এটি ভিটামিন বি-৯ (Vitamin B9)-এর একটি রূ...
02/08/2025

ফলিসন (Folison) মূলত ফোলিক অ্যাসিড (Folic Acid) সমৃদ্ধ একটি ভিটামিন জাতীয় ঔষধ। এটি ভিটামিন বি-৯ (Vitamin B9)-এর একটি রূপ। নিচে ফলিসন বা ফোলিক অ্যাসিডের মূল কাজগুলো দেওয়া হলো:
---

🟢 ফলিসন / ফোলিক অ্যাসিড এর কাজ:

1. ✅ রক্তশূন্যতা (Anemia) প্রতিরোধ করে:

বিশেষ করে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যা ফোলিক অ্যাসিডের ঘাটতির কারণে হয়।

2. ✅ গর্ভাবস্থায় ভ্রূণের সঠিক বৃদ্ধি নিশ্চিত করে:

গর্ভাবস্থার শুরুতে এটি গ্রহণ করলে শিশুর নিউরাল টিউব ডিফেক্ট (যেমন স্পাইনা বিফিডা) হওয়ার ঝুঁকি কমে।

3. ✅ রক্ত কোষ তৈরিতে সহায়তা করে:

লাল রক্তকণিকা (RBC) সঠিকভাবে তৈরি ও বৃদ্ধি পেতে এটি প্রয়োজন।

4. ✅ ডিএনএ (DNA) ও আরএনএ (RNA) তৈরিতে সহায়ক:

কোষ বিভাজন ও নতুন কোষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

5. ✅ মানসিক স্বাস্থ্যের উন্নতিতে সহায়ক:

কিছু ক্ষেত্রে বিষণ্নতা (depression) কমাতেও সাহায্য করতে পারে।
--

🟠 কে কখন খাবে?

গর্ভবতী নারী

সন্তান নিতে ইচ্ছুক নারী

রক্তশূন্যতা আছে এমন ব্যক্তি

যাদের খাদ্যতালিকায় শাকসবজি ও ফলমূল কম

দীর্ঘমেয়াদি ঔষধ ব্যবহারে যারা ফোলিক অ্যাসিডের ঘাটতিতে ভুগছেন (যেমন মেথোট্রেক্সেট)
---

প্রয়োজনে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক ডোজে গ্রহণ করা উচিত। অতিরিক্ত গ্রহণে কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও হতে পারে।

মায়ের দুধ শিশুর জন্য শুধু পুষ্টি নয়, এ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুরক্ষা কবচ। এই বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে আসুন আমরা প্রতিটি শিশ...
02/08/2025

মায়ের দুধ শিশুর জন্য শুধু পুষ্টি নয়, এ হলো পৃথিবীর শ্রেষ্ঠ সুরক্ষা কবচ।

এই বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে আসুন আমরা প্রতিটি শিশুর সুস্থ ও সুন্দর জীবনের সূচনা নিশ্চিত করি।

✅নির্দেশনা

ম্যাক্সিমিল্ক ক্যাপসুল মাতৃদুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য নির্দেশিত।

✅মাত্রা ও সেবনবিধি

একটি ক্যাপসুল দিনে তিন বার খাবার পরে বা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

❤️নির্দেশনা❣️টোজেন্ট ক্রীম সাময়িকভাবে ব্যথা এবং চুলকানি দূর করা সহ পোকার কামড়, অল্প পোড়া, সূর্যের আলোতে পোড়া, অল্প কাটা,...
01/08/2025

❤️নির্দেশনা

❣️টোজেন্ট ক্রীম সাময়িকভাবে ব্যথা এবং চুলকানি দূর করা সহ পোকার কামড়, অল্প পোড়া, সূর্যের আলোতে পোড়া, অল্প কাটা, আঁচড়, র‍্যাশ যা আইভি, ওক, সুমাক এর বিষ ক্রিয়ায় হয়ে থাকে সেগুলোতেও নির্দেশিত।

✅মাত্রা ও প্রয়োগবিধি

পূর্ণ বয়স্ক এবং দুই বছরের অধিক:

আক্রান্তস্থানে দিনে ৩ থেকে ৪ বার ব্যবহার করুন। ক্রীম ব্যবহারের আগে ত্বক পরিস্কার, ঠান্ডা ও শুষ্ক করে নিতে হবে। ব্যবহারের পূর্বে গরম পানি দিয়ে গোসল করা যাবে না। মৃদুভাবে ব্যবহার করতে হবে যতক্ষণ না পর্যন্ত ক্রীম অদৃশ্য হয়। সমগ্র ত্বকের উপরিভাগে যেমন হাত ও পায়ের আঙ্গুলের ভাজে, নখের নিচে এবং হাত ও পায়ের তালুতে ভালভাবে ব্যবহার করুন।

দুই বছরের নিচের শিশুদের ক্ষেত্রে:

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মুখমন্ডল, ঘাড়, কান মাথায় ব্যবহার করুন। চোখ, মুখ এবং নিকটবর্তী এলাকায় ব্যবহার থেকে বিরত থাকুন।

ব্যবহারের আট (৮) ঘন্টা পর ধুয়ে ফেলুন। কোথাও ৮ ঘন্টার আগে ধুয়ে বা মুছে গেলে পুনরায় ব্যবহার করুন।

Calamine লোশন একটি বহুল ব্যবহৃত ওষুধ যা ত্বকের বিভিন্ন সমস্যা উপশমে ব্যবহার করা হয়। এটি মূলত ত্বকে ঠাণ্ডা অনুভূতি দিয়ে চ...
01/08/2025

Calamine লোশন একটি বহুল ব্যবহৃত ওষুধ যা ত্বকের বিভিন্ন সমস্যা উপশমে ব্যবহার করা হয়। এটি মূলত ত্বকে ঠাণ্ডা অনুভূতি দিয়ে চুলকানি, জ্বালাপোড়া ও লালচে ভাব কমাতে সাহায্য করে।

🧴 Calamine লোশনের কাজঃ

1. চুলকানি কমানো – যেমন পানিতে চুলকানি, গরমে ঘামাচি, পোকা কামড়।

2. ত্বকের জ্বালাভাব ও লালচে ভাব হ্রাস করা

3. সানবার্ন বা রোদে পোড়া ত্বকে ঠাণ্ডা অনুভূতি দেওয়া

4. ত্বকের অ্যালার্জি বা র‍্যাশে আরাম দেওয়া

5. হালকা মাত্রার একজিমা ও চামড়া ওঠা কমানো
---

🧴 ব্যবহার পদ্ধতিঃ

1. প্রথমে আক্রান্ত জায়গাটি পরিষ্কার ও শুকনো করুন।

2. তারপর একটি পরিষ্কার তুলা বা হাত দিয়ে লোশনটি আক্রান্ত স্থানে লাগান।

3. প্রয়োজনে দিনে ২–৩ বার ব্যবহার করা যায়।

4. ব্যবহার শেষে হাত ধুয়ে ফেলুন।

5. চোখ, মুখ, ও মুখের ভেতরে লাগাবেন না।

⚠️ সতর্কতা:

কাটা বা খোলা ঘায়ে ব্যবহার করবেন না

কারও ত্বকে অ্যালার্জি থাকলে ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নিন

শিশুদের ক্ষেত্রে ব্যবহারে বাড়তি সতর্কতা নিন

যাদের খাবার দেখলেই ব'মি /ব'মি ব'মি ভাব, পেটে গ্যাস,ফাঁ'পা ও স্ত*নদানকারী মায়েদের বু'কের দু'ধ বাড়াতে। ডাক্তারের পরামর্শ ...
31/07/2025

যাদের খাবার দেখলেই ব'মি /ব'মি ব'মি ভাব, পেটে গ্যাস,ফাঁ'পা ও স্ত*নদানকারী মায়েদের বু'কের দু'ধ বাড়াতে।

ডাক্তারের পরামর্শ নিন

Address

Sadar Hospital Road, Rajbari
Faridpur
70

Opening Hours

Monday 08:00 - 00:00
Tuesday 08:00 - 00:00
Wednesday 08:00 - 00:00
Thursday 08:00 - 00:00
Friday 08:00 - 00:00
Saturday 08:00 - 00:00
Sunday 08:00 - 00:00

Telephone

+8801307104091

Website

Alerts

Be the first to know and let us send you an email when First Care Pharma Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to First Care Pharma Online:

Share