ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল

ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, Hospital, Shaheed Sufi Road, Faridpur.

বিভ্রান্তি ও অপপ্রচার সম্পর্কিত বিশেষ সতর্কবার্তা:সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেস...
13/10/2025

বিভ্রান্তি ও অপপ্রচার সম্পর্কিত বিশেষ সতর্কবার্তা:

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একদল অসাধু ও প্রতারক শ্রেণি ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের নামে ভিত্তিহীন ও ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সকল সাধারণ ব্যক্তি ও চাকুরী প্রার্থীদেরকে মারাত্মকভাবে বিভ্রান্ত করছে ও প্রতারিত করে আসছে।

বিশেষভাবে উল্লেখ্য যে, হাসপাতালে বর্তমানে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় নি এবং নিয়োগ কার্যক্রম ও চলমান নেই এবং আরো উল্লেখ থাকে যে, যে কোনো প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি বা নোটিশ হাসপাতালের নিজস্ব অফিসিয়াল এই পেইজ থেকে সব সময় আপডেট দেওয়া হয় এবং প্রকাশ করা হয় এবং বিশেষ প্রয়োজনে স্থানীয় দৈনিক পত্রিকাগুলোতেও প্রকাশ করা হয়।

সুতরাং, ভুয়া বিজ্ঞপ্তি ও পোস্ট দেখে কেউ প্রতারিত হবেন না বা ঐ বিজ্ঞপ্তির বিপরীতে কোনো প্রকার আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ভুয়া ও অসত্য বিজ্ঞাপন থেকে কেউ কোনো প্রকার প্রতারিত হলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না।

যে কোন জরুরী তথ্য বা সেবা সম্পর্কে জানতে নিম্ন বর্ণিত নম্বরে ফোন করুন।
ফোন নং: +৮৮-০২৪৭৮৮০ ১৪৬৪, +৮৮-০২৪৭৮৮০ ৩১২৮

সুখবর !                                সুখবর !!                               সুখবর !!!শিশু নিউরোমেডিসিন বিশেষজ্ঞ এখন থে...
15/09/2025

সুখবর ! সুখবর !! সুখবর !!!

শিশু নিউরোমেডিসিন বিশেষজ্ঞ এখন থেকে আমাদের হাসপাতালেই।

আর নয় ঢাকা যাওয়ার চিন্তা, ঢাকা যাওয়ার পেরেশানি, দুশ্চিন্তা

✨ শিশু নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এখন আপনার সবথেকে কাছে, নির্ভরযোগ্য ও আপনাদের বিশ্বস্ত ভরসার প্রতিষ্ঠানে ✨

শিশুর শারীরিক ও মানসিক বিকাশের সময় অনেক সময় বিভিন্ন স্নায়ুবিক সমস্যা দেখা দেয়। সঠিক সময়ে বিশেষজ্ঞ চিকিৎসা না পেলে এগুলো শিশুর ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে।

📢 অত্যন্ত আনন্দের ও সুসংবাদ হলো - এখন থেকে ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে নিয়মিত বসবেন ”বাাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা থেকে আগত শিশু নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার

🌟 কেন আমাদের প্রতিষ্ঠানে?

✔ শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসা সেবা।
✔ দক্ষ ও অভিজ্ঞ নিউরোমেডিসিন বিশেষজ্ঞ।
✔ আধুনিক চিকিৎসা পরামর্শ ও নিয়মিত ফলোআপ সুবিধা।
✔ আরামদায়ক পরিবেশ ও সুলভ পরামর্শ ফি।

**********************************************************************
🩺 ডা: মো: মাহাজুর আলম (সুমন)
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ)
বিসিএস (স্বাস্থ্য)
এমডি (শিশু নিউরোলজি ও শিশু বিকাশ)
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
শিশু নিউরোলজি বিশেষজ্ঞ।

📌 চেম্বার: [ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, ফরিদপুর]
🕒 সময়: [প্রতি সোমবার বিকাল ৪.০০ টা থেকে রাত ৯.০০ টা পর্যন্ত]
📞 যোগাযোগ: [সিরিয়ালের জন্য: ০১৯১৮-৭০২৯৯৬]
📞 সারা সপ্তাহব্যাপি সকাল ১০.০০ টা বিকাল ৫.০০ টা পর্যন্ত সিরিয়াল গ্রহণ করা হবে।
*********************************************************************

👉 আপনার সন্তানের সঠিক বিকাশ ও সুস্থ ভবিষ্যতের জন্য এখনই অ্যাপয়েন্টমেন্ট বুক করুন।

সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে শিশুর ভবিষ্যৎ হবে উজ্জ্বল।

ডাঃ  মোহাম্মদ জাহেদ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী-২০২৫ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ফরিদপুরের কৃতি সন্তান ...
02/09/2025

ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকী-২০২৫

ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল এর প্রতিষ্ঠাতা ফরিদপুরের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক এবং চিকিৎসক জনাব ডাঃ মোহাম্মদ জাহেদ এর ৩৫ তম মৃত্যুবার্ষিকীতে ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার রুহের মাগফিরাত কামনা করছি।

ডাঃ মোহাম্মদ জাহেদের জন্ম ১ লা মার্চ ১৯২৮ সালে ফরিদপুর শহরতলীর ঢোল সমুদ্র পাড়ে আলিয়াবাদ ইউনিয়নের বিলমামুদপুর গ্রামে। পিতা মোহাম্মদ ইছহাক ডাক বিভাগের পোষ্ট মাষ্টার ছিলেন। মাতা হুরমতুন নেসা গৃহিনী ছিলেন। নিজগ্রাম আলিয়াবাদে প্রাথমিক শিক্ষা শেষ করে ডাঃ মোহাম্মদ জাহেদ ১৯৪৪ সালে ফরিদপুর হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ করেন। তিনি ১৯৪৭ সালে রাজেন্দ্র কলেজ থেকে আইএসসি পাশ করেন। এরপর তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন ১৯৪৮ সালে । ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার পর দেখলেন যে সেখানে বাংলা নাটক নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। তিনি ছাত্র-ছাত্রীদের নিয়ে আন্দোলনে নামলেন এবং তাদের তীব্র আন্দোলনের ফলে ঢাকা মেডিকেল কলেজে প্রথম বাংলা নাটক মঞ্চস্থ করা শুরু হলো। আর এই আন্দোলনের মাধ্যমেই তিনি বাংলা ভাষা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন । আর তখন থেকেই ১৯৫২ সালের ভাষা আন্দোলনের নেতৃত্ব দেন। তিনি ছিলেন ভাষা আন্দোলনের একজন অগ্রসৈনিক । ১৯৫২-৫৩ সালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্র/ছাত্রী সংসদের সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। ১৯৫৮ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। চিকিৎসা পেশার পাশাপাশি মওলানা ভাসানীর অনুপ্রেরণায় দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেন। ১৯৫৮ সালে চুয়াডাঙ্গা মহকুমা মেডিকেল অফিসার পদে সরকারি চাকুরিতে যোগদান করেন। ১৯৬০ সালে সরকারি চাকুরী ইস্তফা দিয়ে নিজ জেলা ফরিদপুরে ফিরে আসেন। ফরিদপুর শহরের চকবাজার স্ট্যান্ডার্ড ফার্মেসীতে, পরে আলীপুর ভাড়া বাসায় অতঃপর হরি গোবিন্দ সাহার টিনের ঘরে এবং সবশেষে আলীপুর বাসায় চেম্বার চেম্বার করে প্রাকটিস করেন। ডাক্তারী পেশার সাথে ব্যক্তিগত পর্যায়ে গরীব রোগীদের বিনামূল্যে ফ্রি স্যাম্পল প্রদানের কাজ চালিয়ে যান।

১৯৮০ সালে হাসান নামের এক চার বছরের শিশু কৃমির ঔষুধের অভাবে অন্ধ হয়ে যায়। বিষয়টি তাকে ভীষন বেদনা দেয়। এরপর তিনি ডাঃ ননী গোপাল সাহা, ডাঃ আব্দুর রাজ্জাক, ডাঃ আবদুস সালাম চৌধুরী, রকিব উদ্দীন আহমেদ, অধ্যাপক এম এ সামাদ, অধ্যাপক রবীন্দ্রনাথ সাহা, কামরুজ্জামান খান জাসু প্রমূখ ব্যক্তিদের সাথে নিয়ে এই বছরের ২রা মার্চ সানডে ফ্রি ক্লিনিক নামে একটি দাতব্য প্রতিষ্ঠান গড়ে তোলেন যা বর্তমানে একটি পূর্নাঙ্গ ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে । ১৯৮০ সালের ২১ অক্টোবর বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি ফরিদপুর জেলা শাখা প্রতিষ্ঠা করেন।

রেডক্রস সানডে ক্লিনিক প্রতিষ্ঠা করার পর ১৯৮১ সালের ৮ সেপ্টেম্বর শিশু চিকিৎসা কেন্দ্রের নিজস্ব ভবন শিশু ভবন এর ভিত্তি স্থাপন করেন। এরপর ১৯৮২ সালের ১৬ সেপ্টেম্বর এই শিশু ভবনটি উদ্ধোধন করে তৎকালীন সামরিক শাসক লেফটেন্যান্ট জেনারেল এইচ এম এরশাদ।
এরপর তিনি ১৯৮৩ সালের ২৫ নভেম্বর বাংলাদেশ ডায়বেটিক সমিতি এর ফরিদপুর জেলা শাখা প্রতিষ্ঠা করেন।

১৯৮৮ সালে বাংলাদেশ সরকার তার সমাজ কর্মের স্বীকৃতি স্বরুপ তাঁকে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদ পুরস্কার-১৯৮৮ প্রদান করে। এরপর ১৯৯৬ সালে জসীম ফাউন্ডেশন স্বর্ণপদক(মরণোত্তর) লাভ করেন। ১৯৯৯ সালে বিএমএ ফরিদপুর শাখা তাঁকে মরণোত্তর সম্মাননা প্রদান করে।

ফরিদপুরে সমাজসেবায় তাঁর রয়েছে বিশাল অবদান। তিনি মৃত্যুর আগ পর্যন্ত চিকিৎসা পেশায় ও সমাজসেবায় নিবেদিত প্রাণ ছিলেন। ফরিদপুরে স্বাস্থ্য ও সমাজ সেবায় বিশেষ ভূমিকা পালন করায় ফরিদপুর বাসী তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

31/08/2025
21/08/2025

যে কোন জরুরী তথ্য বা সেবা সম্পর্কে জানতে নিম্ন বর্ণিত নম্বরে ফোন করুন।
ফোন নং:
+৮৮-০২৪৭৮৮০ ১৪৬৪, +৮৮-০২৪৭৮৮০ ৩১২৮

21/04/2024

যে কোন জরুরী তথ্য বা সেবা সম্পর্কে জানতে নিম্ন বর্ণিত নম্বরে ফোন করুন।
ফোন নং:
+৮৮-০২৪৭৮৮০ ১৪৬৪, +৮৮-০২৪৭৮৮০ ৩১২৮

বিশেষ ঘোষণা !!সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,  হাসপাতাল, ডাক্তার ও অন্যান্য সেবা সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্...
01/02/2024

বিশেষ ঘোষণা !!

সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, হাসপাতাল, ডাক্তার ও অন্যান্য সেবা সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য জানতে অনেকেই আমাদের পেইজের ইনবক্সে ম্যাসেজ দিয়ে থাকেন। অনেক সময় ই সঙ্গত অনেক কারণে সময়মতো ম্যাসেজের উত্তর দেওয়া সম্ভব হয় না। জরুরী বিষয় হলে ম্যাসেজের অপেক্ষা না করে হাসপাতালের নির্ধারীত ফোন নম্বরে ফোন করে তথ্য জেনে নেওয়ার জন্য অনুরোধ করা হলো।

যে কোন জরুরী তথ্য বা সেবা সম্পর্কে জানতে নিম্ন বর্ণিত নম্বরে ফোন করুন।
ফোন নং: +৮৮-০২৪৭৮৮০ ১৪৬৪, +৮৮-০২৪৭৮৮০ ৩১২৮

09/09/2023

শোক সংবাদ!! শোক সংবাদ!! শোক সংবাদ!!

ডা: জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল, ফরিদপুর ডায়াবেটিক হাসপাতাল ও ফরিদপুর চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা মরহুম ডাঃ মোহাম্মদ জাহেদ এর সহধর্মিণী ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে ও ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের আজীবন সহ-সভাপতি এবং ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালের সম্পাদক জনাব মোঃ সালাহউদ্দিন ফরিদ- এর আম্মা বেগম ফাতেমা জাহেদ অদ্য ৯/৯/২৩ তারিখ দূপুর ৩ টায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন( ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রজিউন)।
মরহুমার নামাজে জানাজা অদ্য বাদ এশা চকবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে। সকল ধর্মপ্রাণ মুসলমানকে জানাযায় শরীক হওয়ায় জন্য অনুরোধ করা যাচ্ছে।

Address

Shaheed Sufi Road
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডাঃ জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতাল:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category