01/05/2025
রক্তের অপচয় রোধ করা যায় কিভাবে/ রক্তের বিকল্প কি?
🩸রক্তস্বল্পতায় রক্তের বিকল্প ব্যবহার করা যেতে পারে।
রক্তস্বল্পতা হলেই রক্ত দেওয়া হয় যা উচিত নয়। বিভিন্ন কারণে রক্তস্বল্পতা হতে পারে। কারণ ভেদে রক্তস্বল্পতার চিকিৎসায় ভিন্নতা আছে। তাই রক্তস্বল্পতার কারণ উদঘাটন করে সে অনুযায়ী সঠিক চিকিৎসা দিলেই পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।
🩸শরীরের যে কোনো জায়গা দিয়ে দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রমাগত রক্তক্ষরণ হলে আয়রনের ঘাটতি জনিত রক্তস্বল্পতা হয়ে থাকে। অতিমাত্রায় রক্তস্বল্পতা না হলে মুখে বা শিরায় আয়রন সাপ্লিমেন্ট নিয়ে রক্তের ঘাটতি পূরণ করা যায়। সেইসাথে ক্রমাগত রক্তক্ষরণ বন্ধ করতে পারলে রুগী পুরোপুরি সুস্থ হয়।
🩸অন্যান্য পরীক্ষানিরীক্ষা করে যদি নির্দিষ্ট ভিটামিন বা পুষ্টির ঘাটতি পাওয়া যায় সেক্ষেত্রেও রক্ত না নিয়ে নির্দিষ্ট ভিটামিন বা পুষ্টি নিয়ে রক্তের ঘাটতি পূরণ করা যায়।
🩸কিডনি রোগসহ কিছু কিছু রোগের ক্ষেত্রে ইরাইথ্রোপয়েটিনসহ অন্যান্য স্টিমুলেন্ট দিয়ে রক্তস্বল্পতা দূর করা সম্ভব।
যেসব ক্ষেত্রে আয়রন, ভিটামিন বা পুষ্টির অভাবে রক্তস্বল্পতা হয় না, সেসব ক্ষেত্রে আয়রন, ভিটামিন বা পুষ্টিকর খাবার খেয়েও রক্তস্বল্পতা দূর হবে না বরং কোনো কোনো ক্ষেত্রে আয়রন ও ভিটামিনের অধিক মাত্রার কারণে ক্ষতি হয়ে যায়।
🩸অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া যেখানে অটোএন্টিবডি শরীরের লোহিত রক্তকণিকা ভেংগে ফেলে। ফলে রক্তস্বল্পতা, জন্ডিস, প্লীহা বড় হয়। রক্ত নিলে, রক্ত বাড়ে না বরং জন্ডিস বেড়ে যায়। এক্ষেত্রে, এন্টিবডি সাপপ্রেস বা ইমিউন সাপ্রেশান্ট দিয়ে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়।
🩸লোহিত রক্তকণিকার গঠণগত ত্রুটির (থ্যালাসেমিয়া) কারণে রক্তস্বল্পতা হলে রক্ত নিয়েই রক্তের ঘাটতি পূরণ করতে হবে। তবে আধুনিক ও উন্নত চিকিৎসা বিজ্ঞানের কিছু ওষুধ খেয়ে থ্যালাসেমিয়া রুগীদেরও রক্ত কম লাগে।
🩸এনিমিয়ায় (রক্তস্বল্পতায়) রক্তের শুধু লাল অংশ (পিআরবিসি), প্লেটলেট কমে গেলে শুধু এফেরেটিক প্লেটলেট এবং হিমোফিলিয়ার মতো কোয়াগুলেশান অস্বাভাবিকতায় শুধু প্লাজমা দিন।
🩸রক্তের আলাদা আলদা অংশ, আলাদা আলদা ভাবে ব্যবহার করার মাধ্যমে একব্যাগ রক্ত থেকে তিন ধরনের রুগীর জীবন বাচানো যায়।
রক্তরোগ চিকিৎসায়, রক্তরোগ বিশেষজ্ঞ।
ডা: মো: কামরুজ্জামান
সহযোগী অধ্যাপক (বিএমটি, হেমাটোলজি)
ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।