অনার্স ক্লাব ব্লাড ব্যাংক

অনার্স ক্লাব ব্লাড ব্যাংক পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্য?
(2)

”মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে” স্লোগানকে সামনে রেখে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের উদ্যোগে গঠিত ”অনার্স ক্লাব ব্লাড ব্যাংক” পরিবারে আপনাকে স্বাগত।
★যাত্রা শুরুঃ ৪ আগস্ট ২০২১ খ্রি.
★লক্ষ্য ও উদ্দেশ্যঃ
সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা মানুষের সেবা করতে চাই।
★ আমাদের কার্যক্রম সমূহ:
� বিনামূল্যে রক্তদান।
� অনলাইনের মাধ্যমে রক্তদাতা সংগ্রহ।
� ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন।
� রক্তদান সম্পর্কে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা।

আপনারা যারা স্বেচ্ছায় রক্ত দিতে চান , তারা রক্তের গ্রুপ (মোবাইল নাম্বার সহ) লিখতে পারেন অথবা ইনবক্সে করতে পারেন । মনে রাখবেন, একদিন আপনারও রক্তের প্রয়োজন হতে পারে।

পুরাপাড়া ইউনিয়নের সকলের সমন্বয়ে গড়ে উঠা আমাদের এই প্লাটফর্ম। ইউনিয়নের বাহিরেও আমাদের পরিধী বৃদ্ধি করতে আপনার সহযোগিতা প্রয়োজন। তাই আপনি বা আপনার পরিচিত যদি কেউ মানবতার সেবায় কাজ করতে চায় তাকেও আমরা আমাদের এই প্লাটফর্মে স্বাগত জানান।
আমরা চাই একই প্লাটফর্মে আসুক পুরাপাড়া ইউনিয়েনর সকল রক্তযোদ্ধারা।
যোগাযোগ:
রাজিব ইসলাম : ০১৭৩৮-০৪৬২০১
মোঃ জাকারিয়া : ০১৭১৭৮৬০৫৮০
জুয়েল মল্লিক : ০১৭১৪-৯৩৩৭২৫
নুরআলম হোসেন : ০১৭৩০-৬৯৩৮০০
আজাদ খান : ০১৬৪৬-৮৪৮৫২৮
এবং আরো তথ্য পেতে "পুরাপাড়া বঙ্গবন্ধু গণগ্রন্থাগার" এ রক্ষিত আমাদের নোটিশ বোর্ড দেখুন।
এছাড়াও এস.এস.ইউসুফ,মোঃ গিয়াস উদ্দীন,মোঃ ওসমান মোল্যাসহ পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের অন্যান্য সকল সদস্যদের সাথে যোগাযোগ করুন।
আমাদের ওয়েবসাইট: www.blood.puhclub.org
E-mail: puhc.blood@gmail.com এবং purapara.uhc@gmail.com
বাংলাদেশের যে কেউ অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের সদস্য হতে পারবে। রক্তদাতা এবং রক্তদান কাজের সম্বনয়কারীদের তথ্য সংগ্রহ ফরম পূরণ করতে নিচের গুগল ফরমটি পূরণ করুন।
লিংক: https://forms.gle/NVBRD8AxGzc2kAWB7

🩸 অনার্স ক্লাব ব্লাড ব্যাংক 🩸 আমাদের ব্লাড ব্যাংকের নিবেদিত সদস্য নাঈম আহম্মেদ তার দ্বিতীয়বারের মতো রক্তদান করেছেন। মান...
01/09/2025

🩸 অনার্স ক্লাব ব্লাড ব্যাংক 🩸
আমাদের ব্লাড ব্যাংকের নিবেদিত সদস্য নাঈম আহম্মেদ তার দ্বিতীয়বারের মতো রক্তদান করেছেন। মানবতার সেবায় তার এই মহৎ উদ্যোগ সত্যিই অনন্য উদাহরণ। 👏
🤔 আপনি কি জানেন?
🔹 প্রতি ৪ সেকেন্ডে একজন মানুষ রক্তের প্রয়োজন হয়।
🔹 রক্তদানের মাধ্যমে দাতা সুস্থ থাকেন এবং শরীরের নতুন
রক্তকণিকা দ্রুত তৈরি হয়।
❤️ রক্তদান শুধু একজন অসহায় মানুষের জীবনই বাঁচায় না, এটি আপনার নিজের কাছেও এনে দেয় মানসিক শান্তি ও আনন্দ।

👉 নাঈম আহম্মেদ আমাদের দেখালেন কিভাবে সামান্য একটি উদ্যোগ হয়ে উঠতে পারে মানবতার মহান দৃষ্টান্ত।
এখন প্রশ্ন হলো — পরবর্তী ডোনার কি আপনি হবেন?

📌 আপনার সামান্য দানেই কারো মা, কারো বাবা, কারো সন্তান নতুন করে বাঁচার সুযোগ পেতে পারে। তাই আসুন, আমরা সবাই মিলে এই মহৎ উদ্যোগে শামিল হই।

🩸 "মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে"––––– অনার্স ক্লাব ব্লাড ব্যাংকআলহামদুলিল্লাহ!অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের নিবেদিত...
06/08/2025

🩸 "মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে"
––––– অনার্স ক্লাব ব্লাড ব্যাংক

আলহামদুলিল্লাহ!

অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের নিবেদিত এক সৈনিক,
মুফতি র‌বিউল ইসলাম রুবেল আজ ১৩ তম বার রক্তদানের মাধ্যমে লাল ভালোবাসা ছড়িয়ে দিলেন মানবতার টানে। ❤️

এই মহান কাজে অংশগ্রহণ করে তিনি প্রমাণ করেছেন—
রক্তদাতা মানেই শুধু জীবনদাতা নয়,
তিনি সমাজের অন্তরালের নীরব নায়ক।

আল্লাহ তায়ালা যেন তাঁকে এই মহৎ কাজের জন্য কবুল করেন এবং উত্তম প্রতিদান দান করেন। সুম্মা আলহামদুলিল্লাহ।

🤝 আপনার একটু রক্তদান,
বাঁচাতে পারে কারো পুরো জীবন।

📌 আপনিও হতে পারেন এই মানবতার শৃঙ্খলে এক গুরুত্বপূর্ণ কণিকা।
যোগ দিন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের এই জীবন রক্ষার যাত্রায়।

#রক্তদান_পুণ্যদান
#অনার্স_ক্লাব_ব্লাড_ব্যাংক
#মানবতার_জয়গানে
#জীবন_বাঁচাতে_আগামীর_প্রত্যয়

06/08/2025

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

🎉 অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক অনন্য উপহার 🎉আলোকিত মেহেরদিয়া সংগঠনের শিক্ষা  সাহিত্য ও সংস্কৃতি ব...
04/08/2025

🎉 অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকীতে এক অনন্য উপহার 🎉

আলোকিত মেহেরদিয়া সংগঠনের শিক্ষা সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এবং অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের একজন নিবেদিতপ্রাণ সদস্য মো: ফুরকান মোল্লা আজ একটি মহৎ কাজের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রেখেছেন।

🩸 তিনি একজন রক্তশূন্যতা রোগীকে এক ব্যাগ লাল ভালোবাসা উপহার দিয়েছেন — একটি ব্যাগ রক্ত, যা হতে পারে একটি নতুন জীবনের শুরু।

❤️ এই মহান কার্যক্রমটি তিনি উৎসর্গ করেছেন অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে।

ফুরকান মোল্লা’র এই মানবিক উদ্যোগ আমাদের সবার জন্য অনুপ্রেরণা। আসুন, আমরা সবাই এভাবে মানবসেবায় এগিয়ে আসি।

🔁 শেয়ার করে ছড়িয়ে দিন এই ভালোবাসার গল্প।

”মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে” এই স্লোগানকে সামনে রেখে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এর উদ্যোগে ২০২১ সালের ৪ অগাস্...
03/08/2025

”মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে”
এই স্লোগানকে সামনে রেখে পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব এর উদ্যোগে ২০২১ সালের ৪ অগাস্ট প্রতিষ্ঠিত অনার্স ক্লাব ব্লাড ব্যাংক এর আজ ৪ বছর পূর্ণ হলো।

প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের সম্মানিত রক্তদাতা ও সমন্বয়কারীদের প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

24/07/2025

অনার্স ক্লাব ব্লাড ব্যাংক এর সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করছি। একজন রক্তস্বল্পতা রোগীর জন্য জরুরি এবি (AB+) পজেটিভ রক্তের প্রয়োজন।

💠রক্তের গ্রুপ: এবি (AB+) পজেটিভ
💠রক্তের পরিমাণ: ২ ব্যাগ
💠 রক্তদানের তারিখ: ২৪/০৭/২০২৫ খ্রি:
💠রক্তদানের স্থান: ফরিদপুর
💠 যোগাযোগ: ০১৭১৪-৯৩৩৭২৫ (জুয়েল মল্লিক)
০১৬৩৮-৩৭৩৩০১(শাকিল কাজী)
💠 রেফারেন্স: গনেশ সাহা (গোয়ালদী)
#মানবতার_জয়গানে_এগিয়ে_আসুন_রক্তদানে

📢 জরুরি রক্তের প্রয়োজন 📢বনগ্রামের মোহাম্মদ জামিল মোল্লার ছেলে মোহাম্মদ হাসিব মোল্লা গত ১০ জুলাই ২০২৫ তারিখে বনগ্রাম থেকে...
16/07/2025

📢 জরুরি রক্তের প্রয়োজন 📢

বনগ্রামের মোহাম্মদ জামিল মোল্লার ছেলে মোহাম্মদ হাসিব মোল্লা গত ১০ জুলাই ২০২৫ তারিখে বনগ্রাম থেকে আসার পথে গোয়ালদী সোয়া মিলের পাশে একটি মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। তিনি বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

🩸 আগামীকাল সকালেই ২ ব্যাগ A+ রক্ত জরুরিভাবে প্রয়োজন।

👉 ঢাকায় অবস্থানরত A+ রক্তদাতাদের কাছে অনুরোধ, মানবিক সহায়তায় এগিয়ে আসুন।

📞 এলাকার কেউ রক্ত দান করতে ইচ্ছুক হলে, আমরা তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পূর্ণ ব্যবস্থা করব।

জীবন বাঁচাতে আপনার একটি উদ্যোগই হতে পারে হাসিবের সুস্থতার পথে এক সাহসী পদক্ষ‌েপ।

যোগাযোগের জন্য: 01834-387105 (Shakil)

অনার্স ক্লাব ব্লাড ব্যাংক এর নিয়মিত রক্তদাতা  Mehedi Hasan  আজ মানবতার ডাকে সাড়া দিয়ে  স্বেচ্ছায় রক্তদান করেছেন  চতুর্থ ...
23/05/2025

অনার্স ক্লাব ব্লাড ব্যাংক এর নিয়মিত রক্তদাতা Mehedi Hasan আজ মানবতার ডাকে সাড়া দিয়ে স্বেচ্ছায় রক্তদান করেছেন চতুর্থ বারের মতো। তাঁর এই মহৎ উদ্যোগ অসংখ্য জীবন বাঁচাতে অনুপ্রেরণা জোগাবে।"

মেহেদী হাসানের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

অনার্স ক্লাব ব্লাড ব্যাংক এর নিয়মিত রক্তদাতা মো: ইব্রা‌হিম ফ‌কির(দফা) ৩য় বারের মতো একজন রোগীকে এক ব্যাগ লাল ভালোবাসা প্...
23/05/2025

অনার্স ক্লাব ব্লাড ব্যাংক এর নিয়মিত রক্তদাতা মো: ইব্রা‌হিম ফ‌কির(দফা) ৩য় বারের মতো একজন রোগীকে এক ব্যাগ লাল ভালোবাসা প্রদান করেছেন।
ইব্রাহিমের জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

ধন্যবাদ, আবুল হাসান!রক্তদানে সদা প্রস্তুত একজন নিঃস্বার্থ সহযোদ্ধার নাম—আবুল হাসান। আজ রক্তদানের জন্য ফরিদপুর পর্যন্ত ছু...
07/05/2025

ধন্যবাদ, আবুল হাসান!

রক্তদানে সদা প্রস্তুত একজন নিঃস্বার্থ সহযোদ্ধার নাম—আবুল হাসান। আজ রক্তদানের জন্য ফরিদপুর পর্যন্ত ছুটে গিয়েছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত রক্তের প্রয়োজন হয়নি। তবুও তার এই মানবিক উদ্যোগ, উদার মানসিকতা এবং প্রস্তুতির মনোভাব নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

এ ধরনের আত্মত্যাগী মনোভাবই সমাজে মানবতার আলো ছড়িয়ে দেয়। আমরা গর্বিত এমন একজন মানুষের পাশে থাকতে পেরে।

01/05/2025

রক্তের অপচয় রোধ করা যায় কিভাবে/ রক্তের বিকল্প কি?

🩸রক্তস্বল্পতায় রক্তের বিকল্প ব্যবহার করা যেতে পারে।

রক্তস্বল্পতা হলেই রক্ত দেওয়া হয় যা উচিত নয়। বিভিন্ন কারণে রক্তস্বল্পতা হতে পারে। কারণ ভেদে রক্তস্বল্পতার চিকিৎসায় ভিন্নতা আছে। তাই রক্তস্বল্পতার কারণ উদঘাটন করে সে অনুযায়ী সঠিক চিকিৎসা দিলেই পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব।

🩸শরীরের যে কোনো জায়গা দিয়ে দৃশ্যমান বা অদৃশ্যমান ক্রমাগত রক্তক্ষরণ হলে আয়রনের ঘাটতি জনিত রক্তস্বল্পতা হয়ে থাকে। অতিমাত্রায় রক্তস্বল্পতা না হলে মুখে বা শিরায় আয়রন সাপ্লিমেন্ট নিয়ে রক্তের ঘাটতি পূরণ করা যায়। সেইসাথে ক্রমাগত রক্তক্ষরণ বন্ধ করতে পারলে রুগী পুরোপুরি সুস্থ হয়।

🩸অন্যান্য পরীক্ষানিরীক্ষা করে যদি নির্দিষ্ট ভিটামিন বা পুষ্টির ঘাটতি পাওয়া যায় সেক্ষেত্রেও রক্ত না নিয়ে নির্দিষ্ট ভিটামিন বা পুষ্টি নিয়ে রক্তের ঘাটতি পূরণ করা যায়।

🩸কিডনি রোগসহ কিছু কিছু রোগের ক্ষেত্রে ইরাইথ্রোপয়েটিনসহ অন্যান্য স্টিমুলেন্ট দিয়ে রক্তস্বল্পতা দূর করা সম্ভব।

যেসব ক্ষেত্রে আয়রন, ভিটামিন বা পুষ্টির অভাবে রক্তস্বল্পতা হয় না, সেসব ক্ষেত্রে আয়রন, ভিটামিন বা পুষ্টিকর খাবার খেয়েও রক্তস্বল্পতা দূর হবে না বরং কোনো কোনো ক্ষেত্রে আয়রন ও ভিটামিনের অধিক মাত্রার কারণে ক্ষতি হয়ে যায়।

🩸অটোইমিউন হিমোলাইটিক এনিমিয়া যেখানে অটোএন্টিবডি শরীরের লোহিত রক্তকণিকা ভেংগে ফেলে। ফলে রক্তস্বল্পতা, জন্ডিস, প্লীহা বড় হয়। রক্ত নিলে, রক্ত বাড়ে না বরং জন্ডিস বেড়ে যায়। এক্ষেত্রে, এন্টিবডি সাপপ্রেস বা ইমিউন সাপ্রেশান্ট দিয়ে দীর্ঘদিন চিকিৎসা নিতে হয়।

🩸লোহিত রক্তকণিকার গঠণগত ত্রুটির (থ্যালাসেমিয়া) কারণে রক্তস্বল্পতা হলে রক্ত নিয়েই রক্তের ঘাটতি পূরণ করতে হবে। তবে আধুনিক ও উন্নত চিকিৎসা বিজ্ঞানের কিছু ওষুধ খেয়ে থ্যালাসেমিয়া রুগীদেরও রক্ত কম লাগে।

🩸এনিমিয়ায় (রক্তস্বল্পতায়) রক্তের শুধু লাল অংশ (পিআরবিসি), প্লেটলেট কমে গেলে শুধু এফেরেটিক প্লেটলেট এবং হিমোফিলিয়ার মতো কোয়াগুলেশান অস্বাভাবিকতায় শুধু প্লাজমা দিন।

🩸রক্তের আলাদা আলদা অংশ, আলাদা আলদা ভাবে ব্যবহার করার মাধ্যমে একব্যাগ রক্ত থেকে তিন ধরনের রুগীর জীবন বাচানো যায়।

রক্তরোগ চিকিৎসায়, রক্তরোগ বিশেষজ্ঞ।

ডা: মো: কামরুজ্জামান
সহযোগী অধ্যাপক (বিএমটি, হেমাটোলজি)
ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা।

অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের নতুন রক্তদাতাদের জন্য রয়েছে বিশেষ সৌজন্য উপহার!আপনার মহৎ রক্তদানের পর অনুরোধ থাকবে, অনার্স ক...
27/04/2025

অনার্স ক্লাব ব্লাড ব্যাংকের নতুন রক্তদাতাদের জন্য রয়েছে বিশেষ সৌজন্য উপহার!
আপনার মহৎ রক্তদানের পর অনুরোধ থাকবে, অনার্স ক্লাব পাবলিক লাইব্রেরিতে যোগাযোগ করে সৌজন্য উপহার সংগ্রহ করে নিন।
আপনার একফোঁটা রক্ত হতে পারে কারও জীবন বাঁচানোর কারণ, এই মানবিকতায় আপনার অংশগ্রহণকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণীয় করে রাখতে চাই।
আসুন, রক্তদানের মহৎ অভিযাত্রায় একসঙ্গে এগিয়ে আসি।

"মানবতার জয়গানে, এগিয়ে আসুন রক্তদানে"
অনার্স ক্লাব ব্লাড ব্যাংক

Address

Purapara Bangabandhu Public Library, Purapara Bazar, Nagarkanda
Faridpur
7840

Alerts

Be the first to know and let us send you an email when অনার্স ক্লাব ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to অনার্স ক্লাব ব্লাড ব্যাংক:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category