Health Care Tips

Health Care Tips ᴄʀᴇᴀᴛᴇᴅ ʙʏ :
𝗔𝗵𝗺𝗲𝗱 𝗔𝘇𝗶𝘇𝘂𝘀 𝗦𝗮𝗹𝗲𝗵𝗶𝗻
ᴏᴡɴᴇʀ & ᴀᴅᴍɪɴɪꜱᴛʀᴀᴛᴏʀ ᴏꜰ ᴛʜɪꜱ ᴘᴀɢᴇ🧰
𝓜𝓑𝓑𝓢 - 𝓕𝓲𝓷𝓪𝓵 𝓨𝓮𝓪𝓻👨‍⚕️
𝗙𝗔𝗥𝗜𝗗𝗣𝗨𝗥 𝗠𝗘𝗗𝗜𝗖𝗔𝗟 𝗖𝗢𝗟𝗟𝗘𝗚𝗘🩺

শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম টক্সিন বিষক্রিয়ায় শিশুর কি অবস্থা হয়েছে দেখুন!         Infant Botulis...
05/07/2025

শিশুকে মধু খাওয়ানোর পর ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম টক্সিন বিষক্রিয়ায় শিশুর কি অবস্থা হয়েছে দেখুন!

Infant Botulism (শিশু বটুলিজম) একটি বিরল কিন্তু গুরুতর নিউরোলজিক্যাল রোগ, যা Clostridium botulinum নামক ব্যাকটেরিয়া থেকে উৎপন্ন টক্সিনের কারণে হয়ে থাকে! এটি সাধারণত ১ বছর বয়সের নিচের শিশুরা আক্রান্ত হয়।

🦠 Infant Botulism এর কারণ:

Clostridium botulinum ব্যাকটেরিয়ার spores (বীজাণু) শিশুর অন্ত্রে প্রবেশ করে এবং সেখানে বৃদ্ধি পেয়ে botulinum toxin উৎপাদন করে। এই টক্সিন acetylcholine নামক স্নায়ুবিষয়ক রাসায়নিকের নিঃসরণ বন্ধ করে দেয়, যার ফলে শিশুর পেশিগুলো দুর্বল হয়ে পড়ে!

🧬 সংক্রমণের উৎস:
🔹মাটি বা ধুলাবালি। প্রাকৃতিক পরিবেশ (বাগান, কৃষিক্ষেত্র) গিয়ে সেগুলো মুখে খাওয়া।

🔸মধু (হানি) — ১ বছরের নিচে শিশুদের কখনোই মধু খাওয়ানো উচিত নয়!

🔹ঘরের ধুলোবালি (spore-দূষিত হতে পারে)

🤒লক্ষণসমূহ (Symptoms):
জীবাণু মুখ দিয়ে পেটে প্রবেশের পর সাধারণত ৩ থেকে ৩০ দিনের মধ্যে এই রোগটির লক্ষণ দেখা যায়। লক্ষণগুলো ধীরে ধীরে শুরু হয় এবং ক্রমান্বয়ে বাড়তে থাকে:

1️⃣ শিশুর অতিরিক্ত নিস্তেজতা (floppiness) – “floppy baby syndrome”

2️⃣ শিশু সঠিকভাবে মাথা ধরে রাখতে পারে না

3️⃣ শিশুর চুষে খাওয়ার ক্ষমতা কমে যায় – খাওয়ায় সমস্যা

4️⃣ শিশুর কাঁদার শব্দ দুর্বল হয়ে পড়া

5️⃣ শিশুর কোষ্ঠকাঠিন্য (constipation) দেখা দেয়– প্রাথমিক লক্ষণ

6️⃣ শিশুর শ্বাসপ্রশ্বাসের জটিলতা দেখা যায়

7️⃣ শিশুর রক্তচাপ কমে যায় এবং অবচেতনতা দেখা যায় (চরম ক্ষেত্রে)

🔬রোগ নির্ণয় (Diagnosis):

— শিশুর মল পরীক্ষা (stool test) – toxin বা ব্যাকটেরিয়ার স্পোর শনাক্ত করতে

—শিশুর রক্ত পরীক্ষা!

— শিশুর EMG (Electromyography) – স্নায়ু-পেশি কার্যকলাপ দেখতে!

— শিশুর নিউরোলজিক্যাল পরীক্ষা। যা শিশু বিশেষজ্ঞ চিকিৎসক নিজ হাত দিয়ে করে দেখবেন।

🧰চিকিৎসা (Treatment):

১. Botulism Immune Globulin (BIG-IV) – মার্কিন যুক্তরাষ্ট্রে “BabyBIG®” নামে ব্যবহৃত হয়

২. সমর্থনমূলক চিকিৎসা (Supportive care):
— শ্বাসযন্ত্র সহায়তা (যদি দরকার হয়) বা ventilation
— তরল ও পুষ্টি প্রদানের জন্য IV therapy
— NG tube দিয়ে তরল খাবার খাওয়ানো

৩. অ্যান্টিবায়োটিক সাধারণত প্রয়োজন হয় না, কারণ এন্টিবায়োটিক টক্সিন এর বিরুদ্ধে লড়াই করতে পারে না।

🔸প্রতিরোধ:

— ১ বছরের নিচের বয়সের শিশুদের মধু খেতে না দেওয়া!
—শিশুকে পরিষ্কার এবং ধুলাবালিমুক্ত পরিবেশে রাখা!
— শিশুর খাবার রান্নার সময় সবজির ভালোভাবে রান্না করে সিদ্ধ করে খাওয়ানো উচিত!

🔹মনে রাখবেন:
ইনফ্যান্ট বটুলিজম একবার শনাক্ত হলে দ্রুত চিকিৎসা শুরু করলে বেশিরভাগ শিশুই পুরোপুরি সেরে ওঠে। তবে এটি একটি জরুরি অবস্থা, তাই উপরের লক্ষণগুলোর কোনোটি দেখা গেলে দ্রুত শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন! মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ!

পোস্টটি শেয়ার করুন! অসংখ্য বাবা-মায়ের সচেতনতা বৃদ্ধির জন্য এই পোষ্টটি পড়া অত্যন্ত জরুরী। একটি শেয়ার হয়তো একটি শিশুর জীবন রক্ষা করবে।

ধন্যবাদ 🙏

— ডা. মানিক মজুমদার
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য), এমডি (শিশু)
কনসালটেন্ট (শিশু)
ময়মনসিংহ!

05/07/2025

মেয়েদের চেয়ে তুলনামূলকভাবে
ছেলেদের হার্ট অ্যাটাক বেশি হয় কেন❓
— কারণ মেয়েদের ইস্ট্রোজেন হরমোন কার্ডিও-প্রোটেক্টিভ ; মানে এটি হার্টকে কিছুটা সুরক্ষা প্রদান করে!❤️‍🩹

ইসিজিতে স্ট্রেট লাইন এসে পড়লে কেউ আর কারো আপন থাকে না!           গতকাল সকালের ঘটনা! উনি গতদিনের দেখা আমার প্রথম রোগী! আম...
02/07/2025

ইসিজিতে স্ট্রেট লাইন এসে পড়লে কেউ আর কারো আপন থাকে না!

গতকাল সকালের ঘটনা! উনি গতদিনের দেখা আমার প্রথম রোগী! আমার বন্ধু পারভেজ কল দিয়ে ইমার্জেন্সি চেম্বারে নিয়ে এসেছে! রোগীর ডায়াবেটিস আছে! কিন্তু উনি রেগুলার ওষুধ খান না! আমার চেম্বারে এসে দম নিতে কষ্ট হচ্ছিলো! তাও টুকটাক কথা বললেন!

উনার বুকে স্টেথোস্কোপ লাগিয়েই টের পেলাম হার্টে সমস্যা! হার্ট অ্যাটাক হয়েছে! বুকে পানি এসে পড়েছে! ফলশ্রুতিতে শ্বাস-প্রশ্বাসে অসুবিধা হচ্ছে! ইমার্জেন্সি পরীক্ষা দিলাম করাতে! হাসপাতালে ভর্তি হতে হবে এমন প্রস্তুতি নিতে বললাম!

উনাকে ঠিক ১২ টায় আমি দেখেছি! আমার সাথে কথা বলে বের হয়েছেন! আনুমানিক ১২:৩০ টায় উনি ইন্তেকাল করেন! দুপুর ১:৪০ এ উনাকে ডেড ডিকলেয়ার দেয়া হয়! মানুষের জীবন খুব আনসার্টেইন!

ডায়াবেটিস খুবই খারাপ রোগ।ডায়াবেটিস হলে হার্টের মাংসপেশী ড্যামেজ হয়ে যায়! যার জন্য ডায়াবেটিক রোগীরা অনেক সময় হার্ট অ্যাটাকের তীব্র ব্যাথা অনুভব করেন না! সামান্য বেখেয়ালে অনেক বড় দুর্ঘটনা ঘটে যায়! ডায়াবেটিক রোগীদের ছোট ছোট সমস্যাগুলোকেও ইগনোর করা যাবেনা! আর কখনোই ঔষধ বন্ধ করা যাবে না!

— ডাঃ মোঃ আরিফুল আলম!
মেডিকেল অফিসার,
ইসলামী ব্যাংক হাসপাতাল, মতিঝিল!

এই শিশুটির স্ক্যাবিস (Scabies) নামক চর্মরোগ হয়েছিলো! ডায়াগনোসিস একদম সঠিকভাবে না হওয়ায় তাকে দেওয়া হয়েছিল কিটোকোনাজল শ্যা...
02/07/2025

এই শিশুটির স্ক্যাবিস (Scabies) নামক চর্মরোগ হয়েছিলো! ডায়াগনোসিস একদম সঠিকভাবে না হওয়ায় তাকে দেওয়া হয়েছিল কিটোকোনাজল শ্যাম্পু! — যা এই রোগের জন্য উপযুক্ত ছিল না!

ফলস্বরূপ, শিশুটির শরীরে দেখা দেয় এডভার্স ড্রাগ রিয়েকশন! এমন অনেক ড্রাগ আপনারা ফার্মেসী থেকে নিয়ে ফার্মেসীওয়ালার পরামর্শ মতো ব্যবহার করেন! ফার্মেসীওয়ালা ঔষধ বিক্রেতা ভাই, তারা ডাক্তার না! এই যুগে এসেও ফার্মেসীওয়ালার উপর নির্ভর করলে কখনো বেনেফিট পাবেন না! উল্টো নিজের, পরিবারের সদস্যদের ক্ষতি করবেন!

— নিজের ও সন্তানের রোগ সম্পর্কে সচেতন হোন!
— ডাক্তারকে রোগের সঠিক ও বিস্তারিত বর্ণনা দিন!
যেমনঃ রোগটি কীভাবে শুরু হলো, কি কি সমস্যা হচ্ছে, কতদিন ধরে হচ্ছে, কী কী চিকিৎসা নিয়েছেন, কোন ওষুধে সমস্যা হয়েছিল ইত্যাদি!
— মনে রাখবেন, চিকিৎসকের জন্য রোগীর তথ্যই মূল অস্ত্র! সঠিক তথ্য না জানালে সঠিক চিকিৎসাও সম্ভব হয় না!

এক অশিক্ষিত ফার্মেসি দোকানদারের কাণ্ড!!𝗖𝗼𝘁𝘀𝗼𝗻 🆚 𝗖𝗼𝗿𝘁𝗮𝗻             একজন রোগী ওজন বাড়ানোর জন্যে হারবাল মেডিসিন খেয়েছিলেন!...
02/07/2025

এক অশিক্ষিত ফার্মেসি দোকানদারের কাণ্ড!!

𝗖𝗼𝘁𝘀𝗼𝗻 🆚 𝗖𝗼𝗿𝘁𝗮𝗻

একজন রোগী ওজন বাড়ানোর জন্যে হারবাল মেডিসিন খেয়েছিলেন! আমার কাছে এসেছিলেন ইদানিং খুব ক্লান্ত লাগে এবং ওজন ৬০ কেজি থেকে কমে ৩৯ কেজিতে এসেছে!

পরীক্ষা করে দেখলাম তার সিরাম কর্টিসল হরমোন অনেক কমে গেছে এবং বর্তমানে খুব ক্রিটিকেল অবস্থা! স্বাভাবিক মাত্রায় শরীরের হরমোন মেইনটেইন করার জন্য Tab. 𝗖𝗼𝘁𝘀𝗼𝗻 20mg daily দিয়েছিলাম। এর ৩ মাস পরে সাক্ষাৎ করতে বলেছিলাম! রোগী এসেছে ৬ মাস পরে!

এবার দেখি রোগী আরও ভয়াবহ অবস্থায় আমার কাছে এসেছে.... প্রক্সিমাল মায়োপ্যাথি, তীব্র দুর্বলতা, ত্বকে অস্বাভাবিক দাগ আরও অনেক কিছু নিয়ে রোগী হাজির হলো!

কোন কিছুই মিলছে না। কিভাবে সম্ভব❓ 𝗖𝗼𝘁𝘀𝗼𝗻 20mg খেয়ে এই অবস্থা কোন ভাবেই সম্ভব না। বারবার জিজ্ঞেস করলাম আসলেই কি ২০ মিলিগ্রাম খায়। সব ঠিক আছে। পরে বললাম, ওষুধ কি কাছে আছে? থাকলে বের করেন দেখি!

এটা দেখেই বুঝতে পারলাম আসল কাহিনী! ২০ মিলিগ্রাম 𝗖𝗼𝘁𝘀𝗼𝗻 না দিয়ে, দোকানদার ২০ মিলিগ্রাম 𝗖𝗼𝗿𝘁𝗮𝗻 দিয়েছে। বলেছে একই কাজ করবে। কোন সমস্যা নেই!

𝗖𝗼𝗿𝘁𝗮𝗻 ১ মিলিগ্রাম হলো ৪-৫ মিলিগ্রাম 𝗖𝗼𝘁𝘀𝗼𝗻 এর সমান! দুটোই স্টেরয়েড কিন্তু পাওয়ার আলাদা!
তাহলে রোগী ৬ মাস ধরে যদি ২০ মিলিগ্রাম 𝗖𝗼𝘁𝘀𝗼𝗻 এর পরিবর্তে ১০০ মিলিগ্রাম 𝗖𝗼𝘁𝘀𝗼𝗻 (যা ২০ মিলিগ্রাম 𝗖𝗼𝗿𝘁𝗮𝗻 থেকে এসেছে) খায় তাহলে কী অবস্থা হবে একটু চিন্তা করুন! এরকম ঘটনা এই প্রথম না, এর অগেও কয়েকবার এই ঘটনা ঘটেছে!

হারবালের অবস্থা কী আর বলব! হারবালের একটা বড় অংশই স্টেরয়েড মিক্স! সবগুলো আল্টিমেটলি আমাদের কাছে আসে রক্তে কর্টিসল হরমোন কমে যাওয়া সম্পর্কিত সমস্যা নিয়ে!

অশিক্ষিত ফার্মেসীর দোকানদার দেশের সাধারণ মানুষকে শেষ করে ফেলছে! সবাইকে ওষুধের দোকান বা ওষুধ বিক্রির অনুমতি দেওয়া উচিৎ না। সরকারের এই বিষয়ে দৃষ্টি দেওয়া উচিৎ!

(এবার তো প্রেসক্রিপশন টাইপ করা, দেখি এবার কী যুক্তি দেয় আগে হাতের লেখা ঠিক করেন দলের সদস্যরা!)

— ডা. রাকিবুল হাসান (এন্ডোক্রাইনোলজিস্ট)

‘স্পাইনা বাইফিডা (𝗦𝗽𝗶𝗻𝗮 𝗕𝗶𝗳𝗶𝗱𝗮)’ & ‘এনেনকেফালি (𝗔𝗻𝗲𝗻𝗰𝗲𝗽𝗵𝗮𝗹𝘆)’— এদেরকে বলা হয় নিউরাল টিউব ডিফেক্ট! সাধারণত মাতৃগর্ভের 𝟮𝟴 ...
02/07/2025

‘স্পাইনা বাইফিডা (𝗦𝗽𝗶𝗻𝗮 𝗕𝗶𝗳𝗶𝗱𝗮)’ & ‘এনেনকেফালি (𝗔𝗻𝗲𝗻𝗰𝗲𝗽𝗵𝗮𝗹𝘆)’
— এদেরকে বলা হয় নিউরাল টিউব ডিফেক্ট! সাধারণত মাতৃগর্ভের 𝟮𝟴 তম দিনের মধ্যে নিউরাল টিউব ডেভেলপমেন্ট এবং ক্লোজ হয়ে যায়!

গর্ভাবস্থায় ফোলিক এসিডের ঘাটতিজনিত কারণে বাচ্চাদের জন্মগত এই দুটি প্রধান সমস্যা দেখা দেয়!
ক্লিনিক্যাল রিসার্চ করে জানা গিয়েছে, কিছু জেনেটিক ও পরিবেশগত কারণও এর সঙ্গে জড়িত!
যেমনঃ নিম্ন আর্থ-সামাজিক অবস্থা (যার ফলে পুষ্টিহীনতা দেখা দিতে পারে!)

🧠এনেনকেফালি (𝗔𝗻𝗲𝗻𝗰𝗲𝗽𝗵𝗮𝗹𝘆)
এনেনকেফালি-তে বাচ্চার ব্রেইনের উপর কোনো হাড় থাকে না (ফলে ব্রেইন টিস্যু উন্মুক্ত অবস্থায় থাকে), হাড়ের উপর স্কিন (𝗦𝗰𝗮𝗹𝗽/স্ক্যাল্প) থাকে না এবং ব্রেইনের কিছু অংশও অনুপস্থিত থাকে! পাশাপাশি তার ঠোঁট, উর্ধ্ব ও নিম্ন চোয়ালের গঠন অপরিপূর্ণ থাকে, কানের গঠনে এবনরমালিটি, হাত-পা ও মুখমন্ডলের হাড়ের ক্ষেত্রেও অস্বাভাবিকতা দেখা দেয়, চোখ গুলো বের হয়ে থাকে (‘এক্সোপথালমোস’)!

উল্লেখ্য,
— মেয়ে বাচ্চার ক্ষেত্রে এটি বেশি ঘটে!
— প্রথম প্রেগন্যান্সির ক্ষেত্রে এমন সমস্যা হওয়ার চান্স বেশি থাকে!
— কম বয়সে মাতৃত্ব / অধিক বয়সে প্রথম মাতৃত্বের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে!

🔴ডায়াগনোসিসঃ
🔹গর্ভাবস্থার প্রারম্ভিক সময়ে - অ্যামনিওটিক ফ্লুইডে আলফা ফিটোপ্রোটিন (𝗔𝗹𝗽𝗵𝗮-𝗙𝗲𝘁𝗼𝗽𝗿𝗼𝘁𝗲𝗶𝗻) এর মাত্রা বেড়ে যায় এবং সপ্তাহ বয়সে আল্ট্রাসনোগ্রামের (𝗨𝗦𝗚) মাধ্যমে কনফার্ম করা যায়!

🔸গর্ভাবস্থার শেষ সময়ে - পেটে হাত দিলে ফিটাসের মাথা ঠিকমতো শনাক্ত করা যায় না! আল্ট্রাসনোগ্রাম (𝗨𝗦𝗚) করে এক্ষেত্রে কনফার্ম হওয়া যায়!

☣️পরিত্রাণ পাওয়ার উপায়ঃ
— প্রেগন্যান্সির আগে স্বামী-স্ত্রী কে কাউন্সেলিং করানো!
— প্রেগন্যান্সির 𝟰 সপ্তাহ আগে থেকে প্রেগন্যান্সির 𝟭𝟮 সপ্তাহ সময় পর্যন্ত প্রতিদিন 𝟰 গ্রাম ফোলিক এসিড সেবন করা!

🧠স্পাইনা বাইফিডা (𝗦𝗽𝗶𝗻𝗮 𝗕𝗶𝗳𝗶𝗱𝗮)
গর্ভাবস্থার প্রারম্ভিক অবস্থায় স্পাইনাল কর্ডের চারদিকে নিউরাল টিউবের (স্পাইন ও মেমব্রেন) অসম্পূর্ণভাবে ক্লোজ হয় ফলে এমন সমস্যা দেখা দেয়! সাধারণত বাচ্চার ব্যাক সাইডের নিম্নাংশে এমন সমস্যা পরিলক্ষিত হয়! মাঝেমধ্যে মধ্যাংশে, ঘাড়েও হতে পারে!

এমন সমস্যা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করলে স্পাইনাল কর্ডের ইনফেকশন হয়ে অল্প কয়েকদিনের মধ্যে মৃত্যু ঘটতে পারে! যারা বেঁচে থাকে তাদের ক্ষেত্রে এবনরমালিটির, সাইকোলসোশ্যাল সমস্যা দেখা দেয়! পাশাপাশি তার নিউরোলজিকাল সমস্যার কারণে হাত-পা ও স্পাইনের বিকৃতি দেখা দেয় ফলশ্রুতিতে তার হাঁটাচলা করতে অসুবিধা হয়, প্রস্রাব-পায়খানা করতে অসুবিধা (আমরা যেভাবে প্রস্রাব/পায়খানার চাপ আসলে কিছুটা কন্ট্রোল করতে পারি, স্নায়বিক কারণে তাদের ক্ষেত্রে সেই ক্যাপাবিলিটি থাকে না) এবং সেক্সুয়াল ডিসফাংশন দেখা দেয়!

🛡️যেসব ক্ষেত্রে ঝুঁকিপূর্ণঃ
— প্রেগন্যান্সি তে ফোলিক এসিডের ঘাটতি
— খিঁচুনি (𝗖𝗼𝗻𝘃𝘂𝗹𝘀𝗶𝗼𝗻 / 𝗘𝗽𝗶𝗹𝗲𝗽𝘀𝘆) এর বিভিন্ন ড্রাগ সেবন করা
— স্থূলতা (𝗢𝗯𝗲𝘀𝗶𝘁𝘆)
— অনিয়ন্ত্রিত ডায়াবেটিস (𝗨𝗻𝗰𝗼𝗻𝘁𝗿𝗼𝗹𝗹𝗲𝗱 𝗗𝗶𝗮𝗯𝗲𝘁𝗲𝘀)

সবকিছু আল্লাহ তা'য়ালার সৃষ্টি! আল্লাহ যেটা যেভাবে সৃষ্টি করেছেন ঐটার ঐভাবেই দুনিয়ায় আগমন ঘটবে!

যেসব ক্ষেত্রে অসুবিধা দেখা দেয় সেসবে একটু সচেতনতা অবলম্বন করা জরুরী! গর্ভাবস্থায় মহিলাদের সঠিক যত্ন, রেগুলার চেক-আপ করানো এবং পুষ্টির অভাবে যাতে কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে!

✍️𝗔𝗵𝗺𝗲𝗱 𝗔𝘇𝗶𝘇𝘂𝘀 𝗦𝗮𝗹𝗲𝗵𝗶𝗻
এমবিবিএস - ফাইনাল ইয়ার,
ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর!👨‍⚕️
এডমিন অফ Health Care Tips পেইজ!🩺

আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন। বিদেশে থাকা দুই মেয়ের স...
02/07/2025

আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাজ করলেন। বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কল করলেন, বিদায় নিলেন এমনভাবে যেন আর দেখা হবেনা কখনো। ভাগ্যের জোরে আমি দেশে ছিলাম। আব্বার কাছে মাফ চেয়ে নিলেন। রাত ৩ টার দিকে আমাকে আর মেজো ভাইয়াকে ডাকলেন। অনেক কথা বললেন। পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা। আম্মা বললেন কাল একটু থেকে যা। বিকেলের দিকে যাস।

এরপর আমরা রুমে চলে আসি। ফজরের আযানের আধা ঘন্টা আগে আম্মার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি কোলে করে বেলকনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য। বারবার বলতে থাকি মা একটু শ্বাস নেয়ার চেষ্টা করো। তিনি বারবার বললেন না সেটার সময় শেষ। চলে যেতে হবে। এরপর উনি কালিমা পড়ে ইস্তিগফার করতে করতে সিজদায় চলে গেলেন। আমরা উনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম। তখন দুলাভাই দরজায় দাড়িয়ে ছিলেন। উনি মুফতি। আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন এখন কি সূরা ইয়াসিন পড়ার সময় হয়েছে? একটু পরে ঘরের দক্ষিণ কোনায় ছাদের দিকে তাকিয়ে বললেন আপনারা আসেন। এর একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি। কল্পনাও করতে পারিনা!😔

— উস্তাদ সাঈদুল মোস্তফা হাফিজাহুল্লাহ

এই ছোট বাচ্চাটা কে গ্রাম্য চিকিৎসক/ কোয়াক মানে ভুয়া ডাক্তার দেখিয়ে মাসের পর মাস ভুল ট্রিটমেন্ট করিয়েছে তার পরিবার! বাচ্চ...
30/06/2025

এই ছোট বাচ্চাটা কে গ্রাম্য চিকিৎসক/ কোয়াক মানে ভুয়া ডাক্তার দেখিয়ে মাসের পর মাস ভুল ট্রিটমেন্ট করিয়েছে তার পরিবার! বাচ্চার সারা শরীরে এইরকম অবস্থা করে ফেলেছে!😢

আপনারা এই যুগে এসেও যদি কে আসল আর কে নকল ডাক্তার তা না বুঝেন তাহলে কিভাবে চলবে বলেন! ফার্মেসিওয়ালা সব জানলে সে তো ডাক্তারই হইতো! ঠিক না?

আপনাদের ভুল সিদ্ধান্তের কারণেই বাচ্চারা কষ্ট পাচ্ছে! মুখে আপনি বলতে পারেন, কষ্ট প্রকাশ করতে পারেন, সে কি পারে❓

🩸একজন ব্যক্তিকে রক্তদানের পূর্বে কিছু নিয়মাবলী মেনে চলা আবশ্যকঃ— বয়সঃ 𝟭𝟴-𝟲𝟱 বছর হতে হবে!— ব্লাড প্রেশার / রক্তচাপঃ 𝟭𝟬𝟬/𝟲...
30/06/2025

🩸একজন ব্যক্তিকে রক্তদানের পূর্বে কিছু নিয়মাবলী মেনে চলা আবশ্যকঃ

— বয়সঃ 𝟭𝟴-𝟲𝟱 বছর হতে হবে!

— ব্লাড প্রেশার / রক্তচাপঃ 𝟭𝟬𝟬/𝟲𝟬 থেকে 𝟮𝟬𝟬/𝟭𝟬𝟬 মিলিমিটার পারদ চাপ [𝗺𝗺(𝗛𝗴)] থাকতে হবে!

— রক্তদাতার ওজন কমপক্ষে 𝟰𝟱 কেজি (𝟭𝟬𝟬 পাউন্ড) বা ততোধিক হতে হবে!

— রক্তদাতা কে শারীরিকভাবে সুস্থ থাকতে হবে!

— শরীরের তাপমাত্রা স্বাভাবিক হতে হবে (𝟵𝟵° ফারেনহাইট এর কম থাকা জরুরী)

— পালস রেটঃ প্রতি মিনিটে 𝟲𝟬-𝟭𝟬𝟬 হতে হবে!

— রক্তের হিমোগ্লোবিন লেভেল নরমাল থাকতে হবে! এটি অবশ্যই দেখা জরুরী! কারণ রক্তদাতা এক ব্যাগ রক্ত দান করলে 𝟮 ইউনিট (𝟮 গ্রাম/ডিসিলিটার) হিমোগ্লোবিন লেভেল কমে যায়! ফলে রক্তশূন্যতা দেখা দিতে পারে!
(কমপ্লিট ব্লাড কাউন্ট/𝗖𝗕𝗖 টেস্ট করে জানা যায়!)

🔴স্বাভাবিক হিমোগ্লোবিনের মাত্রাঃ
পুরুষদের ক্ষেত্রে, 𝟭𝟯.𝟱-𝟭𝟳.𝟱 𝗴𝗺/𝗱𝗟 (গ্রাম/ডেসিলিটার) এবং মহিলাদের ক্ষেত্রে, 𝟭𝟭.𝟱-𝟭𝟲.𝟱 𝗴𝗺/𝗱𝗟 (গ্রাম/ডেসিলিটার)

— পর্যাপ্ত ঘুম (অন্তত 𝟲 ঘন্টা) মেইনটেইন করতে হবে! নাহয় রক্তদাতার ক্লান্তি বোধ প্রকাশ পেতে পারে, ব্লাড প্রেশার কমে গিয়ে মাথা ঘোরার সমস্যা দেখা দিতে পারে!

— রক্তদানের পূর্বে ভারী কাজকর্ম এবং শারীরিক ব্যায়াম ত্যাগ করুন!

— হাইড্রেশন মেইনটেইন করতে হবে! দৈনিক 𝟮.𝟱-𝟯 লিটার পানি পান করা অত্যাবশ্যক!

★(রক্তদানের পরবর্তী সময়ে এক প্যাকেট স্যালাইন 𝟱𝟬𝟬 মিলি পানিতে মিক্স করে খাওয়া জরুরী! কারণ স্যালাইনে থাকা সোডিয়াম ক্লোরাইড পানি কে ধরে রাখে! ফলে ব্লাড প্রেশার নরমালাইজ করা সম্ভব হয়!)

— পরিমিত পুষ্টিসমৃদ্ধ খাবার খাওয়া প্রয়োজন (যেমনঃ কলিজা, সবুজ শাক-সবজি, চর্বিহীন মাংস, ডাল, সিদ্ধ ডিম ইত্যাদি খাবেন যাতে পর্যাপ্ত ভিটামিন বিশেষত ফোলিক এসিড ও সায়ানোকোবালামিন/ভিটামিন:বি-১২, মিনারেলস বিশেষ করে আয়রন এবং প্রোটিনের ঘাটতি পূরণ হয়)

★আয়রন, প্রোটিন, ফোলিক এসিড, ভিটামিন:বি-১২ ইত্যাদি লোহিত রক্তকণিকা তৈরীতে (এরিথ্রোপোয়েসিস) সাহায্য করে! এক্ষেত্রে কিডনী থেকে নিঃসৃত এরিথ্রোপোয়েটিন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে! লোহিত রক্তকণিকার প্রধান উপাদান হিমোগ্লোবিনও প্রোটিন আর হিম (লৌহ/আয়রন) দিয়ে গঠিত!

— আরামদায়ক পোশাক পরিধান করুন! সহজে হাতা গুটানো যায় এমন পোশাক পরিধান করা জরুরী যাতে রক্তদানে অসুবিধা নাহয়!

— পূর্বে কখনো রক্তদান করে থাকলে বা রক্তের গ্রুপিং করা থাকলে তার ডকুমেন্ট সাথে নিয়ে আসা (ডোনার কার্ড / ব্লাড গ্রুপিং এর কার্ড ইত্যাদি)

— কিছু ক্ষেত্রে রক্তদান কনসিডার করতে হবে যেমনঃ ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের রোগী, হৃদরোগ, প্রেগন্যান্ট মহিলা, মাসিক চলাকালীন সময়, মাদকাসক্ত ব্যক্তি, পূর্বের 𝟰 মাসের মধ্যে রক্তদান করেছেন এমন ব্যক্তি (বিশেষ তাগিদে এরাও রক্তদান করতে পারবে)

★রক্তদানের পূর্বে ধূমপান করা যাবে না এবং ২৪ ঘন্টা পূর্বে অ্যালকোহল গ্রহণ করা যাবে না! এগুলো আপনার রক্তের কোয়ালিটি নষ্ট করে!

★প্রেগন্যান্ট মহিলা / সদ্য প্রসূত মহিলারা রক্ত দান না করাটাই ভালো! কারণ তাদের রক্তে সাধারণত আয়রনের ঘাটতি থাকে!(ডিমান্ড বেড়ে যায় ঐ অবস্থায়) ফলে রক্তশূন্যতা দেখা দিতে পারে!

— ভ্যাক্সিনেশনঃ রক্তদানের পূর্বের 𝟯 সপ্তাহের মধ্যে ভ্যাক্সিন দেয়া না থাকলে সে ব্যক্তি রক্তদান করতে পারবে!

— রক্তের মাধ্যমে ছড়ায় এমন কিছু রোগ থাকলে সে ব্যক্তি রক্তদান করতে পারবে না!
যেমনঃ ম্যালেরিয়া (𝗠𝗮𝗹𝗮𝗿𝗶𝗮), হেপাটাইটিস (𝗛𝗲𝗽𝗮𝘁𝗶𝘁𝗶𝘀), সিফিলিস (𝗦𝘆𝗽𝗵𝗶𝗹𝗶𝘀) এবং এইচআইভি/এইডস (𝗛𝗜𝗩/𝗔𝗜𝗗𝗦) ইত্যাদি!

ধন্যবাদ সবাইকে! প্রয়োজনীয় তথ্য জানতে Health Care Tips পেইজের সাথেই থাকুন!❤️‍🩹

✍️𝗔𝗵𝗺𝗲𝗱 𝗔𝘇𝗶𝘇𝘂𝘀 𝗦𝗮𝗹𝗲𝗵𝗶𝗻
এমবিবিএস - ফাইনাল ইয়ার,
ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর!👨‍⚕️🩺

কয়েকদিন আগের ঘটনা!ধৌড় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কাজ করতে গিয়ে নির্মান শ্রমিক মোঃ হাসান মিয়া (৩০) গুরুতর ভাবে মাথায় আঘাত পেয়...
29/06/2025

কয়েকদিন আগের ঘটনা!
ধৌড় বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় কাজ করতে গিয়ে নির্মান শ্রমিক মোঃ হাসান মিয়া (৩০) গুরুতর ভাবে মাথায় আঘাত পেয়ে আহত হন। নির্মানাধীন একটি উঁচু স্থান থেকে একটি রড বল্টু সহ তার মাথায় এসে পড়লে হেলমেট ভেঙ্গে সেটি মাথার হাড় ছিদ্র করে মগজের ভিতরে ঢুকে যায়। সাথে সাথেই তার সহকর্মীরা দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে তাকে নিয়ে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক দ্রুত সিটি স্ক্যান করান এবং নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদ রোগীটিকে জরুরী বিভাগেই পর্যবেক্ষন করেন!

পরবর্তীতে দ্রুত হাই ডিপেন্ডেসি ইউনিট (এইচ ডি ইউ) এ স্থানান্তর করা হয়। রোগীর স্বজন ও কাজ তদারকী প্রতিষ্ঠানের সুপারভাইজার এর সম্মতিতে মাত্র ১ ঘন্টার মাঝেই মস্তিস্কে অপারেশন এর সকল ব্যবস্থা গ্রহন করা হয়। অপারেশনের মাধ্যমে মগজের ভিতরর প্রায় ৩ ইঞ্চি পর্যন্ত দেবে যাওয়া রড টি সফলভাবে বের করে নিয়ে আসেন নিউরোসার্জন ডা: মো: হুমায়ন রশিদ ও তার টিম! অপারেশনে সার্বিক তত্বাবধানে ছিলেন হাসপাতালের দক্ষ এনেস্থেশিওলজিস্ট বৃন্দ যে টিমের লিড করেন সহকারী অধ্যাপক ডা: সাইমুস শাকির। ৩ ঘন্টার সফল অপারেশনের পরে রোগীর জ্ঞান ফিরে আসে এবং তিনি হাত - পা স্বাভাবিকভাবে নাড়াতে পারেন, কথাও বলতে পারেন!

শহীদ জিয়াউর রহমান মেডিকেলে আবারও পায়ুর ফুটা (A**l Or***ce) সেক্সুয়াল পার্ভার্সনের শিকার হয়েছে! এবার কলম এর খেল দেখিয়ে দি...
29/06/2025

শহীদ জিয়াউর রহমান মেডিকেলে আবারও পায়ুর ফুটা (A**l Or***ce) সেক্সুয়াল পার্ভার্সনের শিকার হয়েছে! এবার কলম এর খেল দেখিয়ে দিলো! RIP ম্যাটাডোর পিন পয়েন্ট! ক্ষেমতার (ক্ষমতার) অপব্যবহার!🙂
শিক্ষণীয় উপকরণ নিয়েও কোনো ছাড়াছাড়ি নাই!😕

আহা! ডাব, গ্লাস, Colour Me পারফিউম, কলম এসবের পর আর কিছু বাকি থাকলে সেটাও উত্তেজনা মিটাতে ব্যবহার করো! যত্তসব নষ্টের গোড়া!😵‍💫

মাল্টিপল হাইপারডন্টিয়া!😬🦷
27/06/2025

মাল্টিপল হাইপারডন্টিয়া!😬🦷

Address

Faridpur

Telephone

+8801979175704

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Care Tips posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Health Care Tips:

Share

Category