Musafir Hijama & Health Care

Musafir Hijama & Health Care নিশ্চয়ই হিজামার মধ্যে রয়েছে নিরাময়। ( সহীহ বুখারী: ৫২৯৪)

আসসালামু আলাইকুম,
Musafir Hijama & Health Care পেইজে আপনাকে স্বাগতম।

এখানে হিজামা, পলিপাস ,পাইলস, ডিভাইস কসমেটিকস(সুন্নতে খাতনা) মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়।

এছাড়া ফুড সাপ্লিমেন্ট প্রোডাক্ট পাওয়া যায় ।

স্বাস্থ্য সম্পর্কিত সকল ধরনের তথ্য ও পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করুন । বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন।

সকল কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও ভালবাসা 🥰
16/12/2024

সকল কে জানাই মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও ভালবাসা 🥰

আজকে পবিত্র জুমাবার জুম্মার দিনের মর্যদা বিষয়ক কয়েকটি হাদিস,  এই দিনের করনীয় কিছু আমল সম্পর্কে নীচে আলোকপাত করা হলো। আল্...
04/10/2024

আজকে পবিত্র জুমাবার
জুম্মার দিনের মর্যদা বিষয়ক কয়েকটি হাদিস, এই দিনের করনীয় কিছু আমল সম্পর্কে নীচে আলোকপাত করা হলো। আল্লাহ আমাদের সকলকে এই দিনে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুন।

১। গোসল করা (*বুখারি ৮৫০/৮৫১,*মুসলিম ১৮২৫,*তিরমিযী ৪৯২, *নাসাই ১৩৮০)

বুখারি ৮৫০ – আবূল ইয়ামান (রহঃ) – আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল ﷺ কে বলতে শুনেছি, “যে ব্যাক্তি জুম্মার নামাযে আসবে সে যেন গোসল করে।”

বুখারি ৮৫১ – আবদুল্লাহ ইবনু মাসলামা (রহঃ) আবূ সায়ীদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, রাসূল ﷺ বলেছেনঃ প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য জুম্মার দিন গোসল করা কর্তব্য 1।

মুসলিম ১৮২৫ – কুতায়বা ইবনু যাঈদ ও ইবনু রুমহ (রহঃ) আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বর্ণিত যে, রাসুলুল্লাহ ﷺ একবার মিম্বরে দাঁড়িয়ে বললেন, তোমাদের কেউ জুমুআয় এলে সে যেন গোসল করে নেয়।

নাসাই ১৩৮০ – আবূল আশআস (রহঃ) নামুরা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ ﷺ বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন অযু করে তা তার জন্য যথেষ্ট এবং তা উত্তম কাজ; আর যে ব্যক্তি গোসল করে তবে তা পরমোত্তম কাজ।

২। সুগন্ধি/ তেল ব্যবহার করা (*বুখারি ৮৩৬/৮৩৯,*মুসলিম ১৮৩৭)

৩। জুমু’আর সালাতে শীঘ্র উপস্থিত হওয়া (*বুখারি ৮৮২,*মুসলিম ১৮৪১,*তিরমিযী ৪৯৯)

৪। পায়ে হেঁটে মাসজিদে যাওয়া (*বুখারি ৮৬১/৮৬২,তিরমিজি ৪৯৬)

৫। ২ রাকাত তাহিয়্যাতুল মসজিদ এর নামাজ পড়া (*মুসলিম ১৮৯৭,*তিরমিযী ৫১০)

৬। মনোযোগ সহকারে খুত্‍বা শোনা (*বুখারি ৮৮৭,*মুসলিম ১৮৪২,১৮৬৫,*তিরমিযী ৫১২)

৭। দু’আ ক্ববুলের মুহুর্ত অন্বেষণ (*বুখারি ৮৮৮,*মুসলিম ১৮৪৭,*তিরমিযী ৪৮৯,*আবু দাউদ ১০৪৮)

তিরমিযী ৪৮৯ – আবদুল্লাহ ইবনুল সাববাহ আল-হাশিমী আল-আত্তার (রহঃ) …… আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ জুমাবারের যে মুহূর্তটিতে দু’আ কবূলের আশা করা যায়, তোমার সে মুহূর্তটিকে বাদ আসর সূর্যাস্ত পর্যন্ত সময়টিতে তালাশ কর।

তিরমিযী ৪৯০ – যিয়াদ ইবনু আয়্যূব আল-বাগদাদী (রহঃ) ……… আমর ইবনু আওফ আল-মুযানী থেকে বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ জুমুআর দিনে এমন একটি মুহূর্ত আছে। কোন বান্দা যদি সেই মুহূর্তে আল্লাহর কাছে কিছু দু’আ করে, তবে অবশ্যই তিনি তার দু’আ বাস্তবায়িত করেন। সাহাবীগণ আরয করলেন : হে আল্লাহর রাসূল! কোনটি এই মুহূর্ত? তিনি বললেনঃ জুমুআর ইকামতে সালাত থেকে নিয়ে তা শেষ হওয়া পর্যন্ত।

৮। সূরাহ কাহফ তিলাওয়াত (হাকিম ২/৩৯৯,বায়হাকি ৩/২৪৯)

মুসতাদারেক হাকিম ২/৩৯৯, বায়হাকী ৩/২৪৯, ফয়জুল ক্বাদীর ৬/১৯৮ :: আবু সাঈদ খুদরী (রা.) বলেন, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত আলো বিচ্ছুরিত হবে।“

আত তারগীব ওয়া তারহীব ১/২৯৮ :: হযরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “যে ব্যক্তি শুক্রবার দিন সূরা কাহফ পাঠ করবে তার পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে, যা কেয়ামতের দিন আলো দিবে এবং বিগত জুমা থেকে এ জুমা পর্যন্ত তার সব গুনাহ মাফ হয়ে যাবে।“

সহিহ মুসলিম হা: ১৩৪২, মুসনাদু আহমদ হা:২০৭২০, আবু দাউদ হা:৩৭৬৫ :: আবু দারদা (রা.) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, “যে ব্যক্তি সুরায়ে কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফেৎনা হতে রক্ষা পাবে।”

৯। নবীর (ﷺ) এর ওপর বেশি বেশি দরূদ পড়া
(*ইবন মাজাহ ১০৮৫,*আবু দাউদ ১০৪৭)
Musafir Hijama & Health Care Family ❤️
Musafir Hijama Centre

24/08/2024

আজ ২৪ শে আগষ্ট রোজ শনিবার (১৯ই সফর)
হিজামার দ্বিতীয় সুন্নাহ ডেট ❤️

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামার উপকারিতা হলোঃ

- শরীর থেকে টক্সিন রিমুভ হয়।
- শরীরে প্রাকৃতিক ভাবে নাইট্রিক অক্সাইড তৈরি হয়।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বহুগুণে বৃদ্ধি পায়।
- ইন্সটেন্ট ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পায়।
- নার্ভগুলো একটিভ হয়।
- শরীরের কোষগুলো তাদের শক্তি ফিরে পায়।
- শরীরের অঙ্গ-প্রতঙ্গের কার্যকারিতা বৃদ্ধি করে।
- যার ফলে শরীর হয় সুস্থ,সবল এবং শক্তিশালী।

🌹 হযরত ইবনে আব্বাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা যেদিনগুলিতে হিজামা লাগাও তার মধ্যে সর্বোত্তম দিন হলো (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখ। [ তিরমিযী শরীফ২০৫১]

🌹 হযরত আবূ হুরাইরা রাযি. থেকে বর্ণিত, রাসূলিল্লাহ ﷺ বলেন, যে ব্যক্তি (চাঁদের) সতের, উনিশ ও একুশ তারিখে হিজামা লাগাবে,এ হিজামা তার সকল রোগের নিরাময়কারী হবে। [আবূ দাউদ শরীফ ৩৮৬১]

🌹তোমরা চিকিৎসার জন্য যত সকল পন্থা অবলম্বন করো তার মধ্যে সর্বোত্তম পন্থা হচ্ছে হিজামা। (বুখারী শরীফ)

আমাদের স্পেশাল অফার গুলো হচ্ছে।

👉প্যাকেজ ১:
✍️হিজামা কাপিং সেশন‌ মাত্র ১০০০ টাকা
শরীরের সবোর্চ্চ ১৫ টি পয়েন্টে।
👉 প্যাকেজ ২:
✍️হিজামা কাপিং সেশন মাত্র ২০০০ টাকা
শরীরের সর্বোচ্চ ২৫ টি পয়েন্টে।

👉 প্যাকেজ ৩:
✍️হিজামা কাপিং সেশন মাত্র ২৫০০ টাকা
শরীরের সর্বোচ্চ ৩০টি পয়েন্টে।

👉 প্যাকেজ ৪:
✍️হিজামা কাপিং সেশন মাত্র ৩০০০ টাকা
ফুল বডি ৩৫ কাপ।

👉 অফার গ্রহণের নিয়মাবলী:
✍️অগ্রিম সিরিয়াল নিয়ে আসতে হবে।
✍️অফারের কথা সিরিয়াল এর সময় উল্লেখ করতে হবে।
✍️চুলসহ অফারটি প্রযোজ্য নয়। সেই ক্ষেত্রে রেগুলার চার্জ মাথায় চুলসহ প্রতি কাপ ২০০ টাকা।
✍️ উল্লেখিত প্যাকেজের নিচে প্রতি কাপ ১০০ টাকা রেগুলার চার্জ প্রযোজ্য হবে।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

আমাদের সেন্টারে রয়েছে হিজামা কাপিং থেরাপি বিষয়ে প্রশিক্ষিত হিজামা এক্সপার্ট।

এছাড়া মহিলাদের জন্য পরিপূর্ণ শরয়ী পর্দার সাথে আলাদা রুমে অভিজ্ঞ মহিলা এক্সপার্ট দ্বারা হিজামা চিকিৎসা প্রদান করা হয়।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

👉হিজামা একটি সুন্নাহ ভিত্তিক প্রাচীন চিকিৎসা ব্যাবস্থা আধুনিক পদ্ধতিতে অসংখ্য সহীহ হাদীস দ্বারা বর্নিত এবং মডান মেডিকেল সাইন্স দ্বারাও প্রমানিত।

হিজামাই একমাত্র চিকিৎসা ব্যবস্থা যা সম্পূর্ণ ন্যাচারাল এবং পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂▂

📍 আমাদের সেন্টারের ঠিকানাঃ
ভাটি লক্ষিপুর চুনাঘাটা ব্রীজ সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায়
মুছাফির হিজামা এন্ড হেলথ কেয়ার।

🚌যাতায়াত: ফরিদপুর জনতার মোড় থেকে ডিসি অফিস থেকে সামনে চুনাঘাটা ব্রীজ সংলগ্ন।

☎️ অ্যাপয়েন্টমেন্ট নিতে আজই যোগাযোগ করুন

প্রতিদিন (সকাল ৯ থেকে দুপুর ২টা)
01892300780
01944313130
Musafir Hijama Centre
Musafir Hijama & Health Care
Musafir Hijama & Health Care Family ❤️


আজ 16 ই সফর22 শে আগস্ট এই মাসের হিজামার প্রথম সুন্নাহ ডেট।
22/08/2024

আজ 16 ই সফর
22 শে আগস্ট
এই মাসের হিজামার প্রথম সুন্নাহ ডেট।

 #জিরো_কোল্ড_ক্যাপসুলেই_নির্মূল_ইনশাআল্লাহ ❤️ #দীর্ঘমেয়াদী_নতুন_পুরাতন_সকল_ধরনের  #সর্দি_ঠান্ডায়_অত্যন্ত_দ্রুত_কার্যকর ...
20/08/2024

#জিরো_কোল্ড_ক্যাপসুলেই_নির্মূল_ইনশাআল্লাহ ❤️

#দীর্ঘমেয়াদী_নতুন_পুরাতন_সকল_ধরনের
#সর্দি_ঠান্ডায়_অত্যন্ত_দ্রুত_কার্যকর
#জিরো_কোল্ড_ক্যাপসুল
👉 #প্রথম_৩_৫_দিন_ব্যবহারেই
নতুন পুরাতন সকল ধরনের সর্দি ঠান্ডা/ হাচি/এলার্জি
পূর্ন কন্ট্রোলে নিয়ে আসে -
জিরো লেভেলে নামিয়ে নিয়ে আসে ইনশাআল্লাহ ❤️

#কালিজিরাতে প্রায় শতাধিক পুষ্টি ও উপকারী উপাদান আছে। কালিজিরা খাদ্যাভাসের ফলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন ও শক্তিশালী হরমোন, বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান, পাচক এনজাইম ও অম্লনাশক উপাদান এবং অম্লরোগের প্রতিষেধক।

#আমাদের_জিরো_কোল্ড_ক্যাপসুল
✍️ সকল ধরনের কোল্ড এলার্জিতে দ্রুত কার্যকর

✍️ যাদের 20 থেকে 30 বছরের পুরনো সর্দি ঠান্ডা
রয়েছে, তাদের ক্ষেত্রে মাত্র দুই সপ্তাহেই সর্দি-ঠান্ডা
বিদায় নিবে ইনশাআল্লাহ।

✍️নারীদের স্তন ডেভলপ কারক / উন্নত কারক
বৃদ্ধি কারক / চেহারার উজ্জ্বলতা ও সুস্বাস্থ্য
আনায়ন কারক।

✍️ অরুচী এবং বদহজমে অত্যন্ত কার্যকর।

✍️ স্তন্যদানকারী মহিলাদের স্তন দুগ্ধ বৃদ্ধি করে।
( ওজন বৃদ্ধির ক্ষেত্রে নারী-পুরুষ উভয়ের জন্য প্রযোজ্য)

✍️এর_প্রধান_উপাদানের_মধ্যে
আমিষ ২১শতাংশ
শর্করা ৩৮ শতাংশ
স্নেহ বা ভেষজ তেল ও চর্বি ৩৫ শতাংশ।
এছাড়াও ভিটামিন ও খনিজ পদার্থ আছে।

#প্রতি_গ্রাম_কালিজিরা_পুষ্টি_উপাদান_হলো:
প্রোটিন ২০৮ মাইক্রোগ্রাম
ভিটামিন বি১ ১৫ মাইক্রোগ্রাম
নিয়াসিন ৫৭ মাইক্রোগ্রাম
ক্যালসিয়াম ১.৮৫ মাইক্রোগ্রাম
আয়রন ১০৫ মাইক্রোগ্রাম
ফসফরাস ৫.২৬ মিলিগ্রাম
কপার ১৮ মাইক্রোগ্রাম
জিংক ৬০ মাইক্রোগ্রাম
ফোলাসিন ৬১০ আইউ
কালিজিরার অন্যতম উপাদানের মধ্যে আরও আছে নাইজেলোন, থাইমোকিনোন ও স্থায়ী তেল। পাশাপাশি কালিজিরার তেলে আছে লিনোলিক এসিড, অলিক এসিড, ফসফেট, লৌহ, ফসফরাস, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, জিংক, ম্যাগনেশিয়াম, সেলেনিয়াম, ভিটামিন-এ, ভিটামিন-বি, ভিটামিন-বি২, নিয়াসিন ও ভিটামিন-সি ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান যা হাজারও উপকার করে।

📱01892300780
📱01734548434
💌 musafirhijamacenter@gmail.com
💌 musafiragrofoodcosmetics@gmail.com

আমাদের ইউটিউব চ্যানেল লিংক :
https://youtube.com/?si=3wVIlnqi6F_E_08y

15/06/2024

আলহামদুলিল্লাহ ❤️
আল্লাহর রাসূল (সা:)সুন্নাহ পদ্ধতি চিকিৎসা হিজামা করিয়ে নিলেন কাজি মোঃ মোঃ আশিকুজ্জামান আশিক স্যার❤️
হিজামা কেমন লেগেছে চলুন স্যারের মুখ থেকে শুনে আসি।
Musafir Hijama Centre
Musafir Hijama & Health Care
Musafir Hijama & Health Care Family ❤️

01/06/2024

হিজামা সংক্রান্ত বিষয়ে আলোচনা।
Musafir Hijama Centre
Amir Foysal Musafir
Amir Foysal Musafir

মুছাফির হিজামা এন্ড হেলথ কেয়ার পক্ষ থেকে বিশ্বের সকল মেহনতি মানুষদের প্রতি আন্তরিক শ্রদ্ধা,কৃতজ্ঞতা, ভালোবাসা। সমুন্নত ...
01/05/2024

মুছাফির হিজামা এন্ড হেলথ কেয়ার পক্ষ থেকে
বিশ্বের সকল মেহনতি মানুষদের প্রতি আন্তরিক শ্রদ্ধা,কৃতজ্ঞতা, ভালোবাসা।
সমুন্নত থাকুক শ্রমজীবী মানুষের অধিকার।

International Workers Day ❤️
আন্তর্জাতিক শ্রমিক দিবস❤️



#আন্তর্জাতিকশ্রমিকদিবস


27/04/2024

হিজামা করার সুন্নাহ তারিখ হচ্ছে
আরবী মাসের 17,19,21.
ইংরেজি মাসের হিসাব 27,29,01.
শনিবার, সোমবার, বুধবার।

☘ভেষজ উদ্ভিদ অশোক গাছের বিস্ময়কর উপকারিতা☘🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿 #মহিলাদের-স্বাস্থ্যের সুরক্ষায় বিশেষ উপকারী হলো অশোক ছাল। ...
05/04/2024

☘ভেষজ উদ্ভিদ অশোক গাছের বিস্ময়কর উপকারিতা☘
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
#মহিলাদের-স্বাস্থ্যের সুরক্ষায় বিশেষ উপকারী হলো অশোক ছাল।
#পিরিয়ডের ব্যথা থেকে ত্বকের সমস্যা, একাধিক রোগের মহৌষধ হলো #অশোক
✍️ বাংলা নাম :অশোক
✍️English Name:Ashoka
✍️ Botanical Name: Saraca Indica Lina.
✍️ব্যবহৃত অংশ:
সাধারণত অশোক গাছের ছাল ব্যবহৃত হয়। তবে ফুল এবং বীজ ও ব্যবহার করা হয়।
👉 পরিচিত:
অশোক মাঝারি আকৃতির চির সবুজ, বহু শাখা-প্রশাখা বিশিষ্ট ছায়াতুরু বৃক্ষ। কান্ড মসৃণ,ধূসর ও উন্নত। বর্তমানে বিভিন্ন বাগানের শোভা বর্ধনের জন্য অশোক গাছ লাগানো হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন রাস্তার ধারে অশোক গাছ দেখা যায়। একটি পূর্ণবয়স্ক গাছ 25 থেকে 30 ফুট পর্যন্ত লম্বা হয়। পাতা বিরাট আকৃতির ৫ থেকে ৯ ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ডাঁটায় সাধারণত 56 জোড়া পাতা হয়। কচি পাতার বর্ণ কালচে ও তামাটে হয়। ফেব্রুয়ারি মার্চ মাসে লালচে কমলা রঙের ফুল হয়।
✍️উপকারিতা/লোকজ ব্যবহার:
রোগের বিভিন্ন যন্ত্রণা উপশমে এই গাছ বিশেষ উপকারী। কবিরাজ গন অশোকের ত্বককে স্ত্রীলোকের যাবতীয় ঋতুকালীন সমস্যার মূল্যবান ওষুধ বলে নির্দেশ করেছেন।
✍️কোন অংশ কিভাবে ব্যবহৃত হয়:

1️⃣ স্ত্রীলোকের ঋতুস্রাবের সমস্যায় অথবা ঋতুজনিত অসুবিধায় অশোক অন্তত উপকারী ভেষজ। অশোকের ছাল ও বীজের ক্বাথ মিছরি অথবা মধুসহ খেলে #স্ত্রীলোকের ঋতুর অসুবিধা ভালো হয়।

2️⃣প্রদর হলে দুই তুলা পরিমাণ অশোকছাল বেটে ৩০০ গ্রাম পানি ও ১৫০ গ্রাম গরুর দুধ সহ ঘুটের আগুনে সিদ্ধ করতে হবে। পানি ও দুধ শুকিয়ে যখন ১৫০ গ্রামের মত হবে তখন ছেকে পান করলে রক্ত প্রদর ও শ্বেতপ্রদর এবং অনিয়মিত ঋতুস্রাবে বিশেষ উপকারী।

3️⃣ জরায়ু ঘটিত যে কোন রোগে #অশোক-ছাল নিরাময়ক।

4️⃣ প্রসাব বন্ধ হলে অশোকের একটি বীজ ঠান্ডা পানি সহ ভিটে খেলে উপকার পাওয়া যায়।

5️⃣ অত্যন্ত পিপাসা বোধ করলে অশোকের কিছু ছাল পেটে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হবে। এরপরে ওই পানি অল্প অল্প করে ৩-৪ বার চুমুক দিয়ে পান করলে পিপাসা বোধ কমে আসে।

6️⃣ পেটের কৃমি তে দুই তোলা পরিমাণ অশোক ছাল আধা সের পানিতে সিদ্ধ করলে পানি শুকিয়ে যখন আধা পোয়ার মতো হবে তখন নামিয়ে ছেঁকে নিতে হবে। ওই পানি এক ছটাক পরিমাণ পরপর ৩/৪ দিন পার করলে কৃমি মারা যায়।

7️⃣ কোথাও পুড়ে গেলে অশোকের ক্বাথ এর প্রলেপ দিলে উপকার পাওয়া যায়।

8️⃣ রক্তদূষণে #অশোকের পাচন/ গাজন পান করলে সুফল পাওয়া যায়।

9️⃣ কোন জায়গায় কেটে গেলে অশোক ছালের মিহি গুড়া সেখানে দিয়ে বেঁধে রাখলে রক্ত পড়া বন্ধ হয়।

1️⃣0️⃣ এছাড়াও বিভিন্ন রোগের ক্ষেত্রে অশোক ছাল এর ব্যবহার করা হয়।

03/04/2024

মাত্র_৫_থেকে_৭_দিনে
হাঁপানি_ও_শ্বাসকষ্ট_কে_বিদায়_জানান
#ইনশাআল্লাহ
বিস্তারিত জানতে ভিডিও টি সম্পূর্ণ দেখুন

❌ হাঁপানি ও শ্বাসকষ্টে পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত
মেডিসিন এবং ইনহেলার কে না বলুন।

❌ সারা জীবন ব্যাপী মেডিসিন চালিয়ে
যাওয়া বন্ধ করুন।

❌ হাঁপানি ও শ্বাসকষ্টের জন্য কুসংস্কার এবং
অপচিকিৎসা প্রতিরোধ করুন।

✅ কর্পোরেট মেডিসিন বাণিজ্য থেকে
বের হয়ে আসুন।

❤️ হাঁপানি শ্বাসকষ্ট নিয়ে কিছু কথা ❤️
------------------------------------------------------------

হাঁপানী_শ্বাসকষ্ট
ইউনানী নামঃ জীকুন নাফাস-ধমা
ইংরেজিতেঃ Asthma

রোগ_ও_স্বভাবঃ
হাপানী একটি কষ্টদায়ক দীর্ঘমেয়াদী রোগ।
এটি এমন একটি শ্বাসকষ্ট দায়ক রোগ, যেখানে শ্বাস যন্ত্রের সংকোচনের জন্য রোগী নিঃশ্বাস নিতে এবং ফেলতে খুবই কষ্ট পায়।

রোগী শ্বাস গ্রহন করার চাইতে শ্বাস ফেলতে বেশী কষ্ট পায় ফলে রক্ত সংবহনে ব্যাঘাত ঘটে।

হাপানী রোগে ফুসফুসের বায়ুনালী গুলো সংকুচিত বা খিচা হয়ে যায় এবং বায়ুনালী গুলো আবর্জনা দ্বারা রুদ্ধ হয়ে যায়।
ফলে শ্বাস গ্রহন এবং শ্বাস ত্যাগের সময় প্রবল কষ্ট হয়।

বাতাস পরিমাণমতো ফুসফুসে প্রবেশ করতে না পারলে দেহে তখন অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। সহজে দেহস্থিত বাতাস কে ফুসফুস বাহির করতে পারে না, তাই দেহে কার্বনডাই-অক্সাইড বেড়ে যায় এবং তাহা রক্তে মিশে, রক্তের স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটায়।
আর মনব দেহের জন্য এ দুটুই ক্ষতিকর।

#হাঁপানীর_কারণঃ
--------------------------
✍️ দেহে ফুসফুস সব সময় সংবেদনশীল থাকা
✍️ উওেজক বস্তু/ অবাঞ্ছিত রক্ত বিশেষ এলার্জি ফুসফুসের কাছে আসলে ফুসফুস সংবেদনশীল হয়ে খিচে যায় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।

✍️ রক্তে ইয়োসিনোফিল বৃদ্ধি পাওয়া
✍️ পুরাতন ব্রংকাইটিস রোগে ভোগা
✍️ কফ সর্দি কাশি ইত্যাদি রোগের
সুচিকিৎসা না হওয়া
✍️ বংশগত কারনেও এ রোগ হয়।
✍️ঘাস/ ফুলের রেণু/ ধুলাবালি / লেপ তোশক / বালিশ কার্পেট ইত্যাদিতে থাকা আবর্জনা/ ময়লা এবং তথায় বসবাস কারী এক প্রকার জীবাণু এর মাধ্যমেও ফুসফুসে পৌঁছে এ রোগ হয়।

✍️ বিড়ি সিগারেট / কল কারখানার ধূয়া
ঠান্ডা খাদ্য ও পানীয়/ ঠান্ডা বাতাস।

✍️ বুকে আঘাত লাগা
✍️ মানষিক দুশ্চিন্তা ইত্যাদি কারনে
এ রোগ দীর্ঘস্থায়ী হয়।

হাঁপানীর_লক্ষণঃ

প্রবল শ্বাসকষ্টই এ রোগের লক্ষন
হাপানীর সাথে কাশি, বুকে শাই শাই শব্দ,
মাঝে মাঝে জ্বর ভাব ও ঘাম হওয়া।
রোগী শোয়ে থাকতে কষ্ট হয়।
সামান্য কথা বললে / হাটাচলা করলে রোগী হয়রান/ দূর্বল হয়ে পড়ে।

নাড়ী( পালস) দূর্বল হয়ে যায়
ক্রমে রোগী ক্ষীন ও দূর্বল হয়ে পড়ে।

ইউনানী আয়ুর্বেদ তথা ভৈষজ মেডিসিনের মধ্যেই রয়েছে হাপানীর_পূর্ণ_নিরাময়
👉হাপানীর রোগীকে সর্বদা আলো বাতাস পূর্ণ
পরিষ্কার ঘরে রাখতে হবে।
👉 শীত ও ঠান্ডা হতে নিরাপদ রাখতে হবে।

ইনহেলার_কে_না_বলুন
পার্শ্ব_প্রতিক্রিয়া_যুক্ত_চিকিৎসা থেকে দূরে থাকুন

✍️ দীর্ঘদিন যাবৎ আমরা স্টাডি করে যাচ্ছিলাম হাঁপানি এবং শ্বাসকষ্টের সর্বোচ্চ নিরাপদ এবং পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থায় ন্যাচারাল মেডিসিন নিয়ে,,,

✍️আল্লাহর ইচ্ছায়/ আল্লাহর রহমতে কল্যাণ এবং
বরকতে এখন সফলতার চূড়ান্ত দ্বারপ্রান্তে,,,,,

👉ব্যবহৃত_উপাদান
-------------------------------------------------
✍️ যষ্টিমধু
✍️ বাসক
✍️ তুলসী
✍️পুদিনা
✍️ আনীসুন তৈল
✍️ ইউক্যালিপটাস তৈল
✍️ দারচিনি তৈল
✍️ কাবাব চিনি তৈল
আরো অন্যান্য উপাদান প্রয়োজন অনুপাতে,,,

✍️কার্যকারিতা
---------------------
✍️ নতুন এবং পুরাতন সকল ধরনের হাঁপানি ও #শ্বাসকষ্টে দুর্দান্ত পজিটিভ ফিডব্যাক

✍️ যারা ইনহেলার ব্যবহার করেন -তারা প্রথম সপ্তাহ মেডিসিন সেবন করার পর থেকেই #ইনহেলার পরিপূর্ণ পরিত্যাগ করতে পারবেন ইনশাআল্লাহ ❤️

✍️ ইহা শ্বসনতন্ত্রের শক্তি ও কার্য ক্ষমতা বৃদ্ধি করে।
✍️ গলা ব্যথা এবং টনসিলের ব্যথা উপশম করে।

✍️ শ্বাসনালীর প্রদাহ স্বরভঙ্গ ইনফ্লুয়েঞ্জা
দ্রুত নিরাময় করে।
✍️ যাদের শ্বাস গ্রহণের সময় কষ্ট হয় শ্বাসনালী বন্ধ হওয়ার আশঙ্কা বা উপক্রম দেখা দেয় তাদের জন্য চূড়ান্ত ভাবে দ্রুত পজেটিভ কাজ করে।

✍️ ঠান্ডা সর্দি কাশি ও গলা ব্যথা নিরাময়েও অত্যন্ত পজেটিভ কাজ করে।

✍️ যারা 15-20 বছর যাবত অথবা আরও অধিক সময় ধরে হাঁপানি এবং শ্বাসকষ্ট কষ্ট অনুভব করে আসতেছেন,,,,
তাদের জন্য #ন্যাচারাল_এন্টিএ্যাজমা_কিউর সো-সহনীয় প্রাকৃতিক নিরাপদ নির্ভরযোগ্য এবং স্থায়ীভাবে শ্বাসকষ্ট নিরাময়ে চমৎকার একটি প্রাকৃতিক ঔষধ।

সতর্কতা:
----------------
✍️ এলার্জি জাতীয় সকল ধরনের খাবার
পরিত্যাগ করে চলতে হবে।
✍️ ধুলাবালি অতিরিক্ত ঠাণ্ডা এবং
অতিরিক্ত গরম থেকে সাবধানে থাকতে হবে।

বিস্তারিত_তথ্য_এবং_পরামর্শের জন্য যোগাযোগ করুন
--------------------------------------
মুছাফির হিজামা এন্ড হেলথ কেয়ার
চুনাঘাটা ব্রীজ সংলগ্ন/
আফজাল মন্ডল হাট
ফরিদপুর সদর ফরিদপুর
📱01734548434/01892300780
Musafir Hijama Centre
Musafir Hijama & Health Care
Amir Foysal Musafir

Address

চুনাঘাটা ব্রীজ সংলগ্ন ভবনের দ্বিতীয় তলায়, ফরিদপুর সদর ফরিদপুর
Faridpur
7800

Alerts

Be the first to know and let us send you an email when Musafir Hijama & Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Musafir Hijama & Health Care:

Share

Category