S S Homeio Hall

S S Homeio Hall আসসালামু আলাইকুম!

🌿 সুস্থতা আল্লাহপাকের বড় নিয়ামত — আলহামদুলিল্লাহ।
🩺 সম্পূর্ণ জার্মানি আমদানিকৃত বিদেশি ঔষধে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা।
🔹 চর্ম, যৌন, নতুন-পুরাতন, জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা।
✅ ঘরে বসেই বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম - SS Homeio Hall। "S S Homeio Hall" এ আপনাকে স্বাগতম।

S S Homeio Hall" হোমিও চিকিৎসা সেবায় একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য প্লাটফর্ম।
আমরা আপনাদের সুস্থতার কথা চিন্তা করে, চর্ম, যৌন, স্ত্রী

রোগ সহ যেকোনো রোগের পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত চিকিৎসা সেবা দিয়ে আসছি।

আমাদের রয়েছে দীর্ঘদিন সুনামের সহিত সু-চিকিৎসা সেবার মাধ্যমে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা চর্ম, যৌন, শিশু ও মহিলা বিষয়ক বিভিন্ন পুরাতন ও জটিল যেকোনো রোগের পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা সেবার সুবিধা।

# আপনি কি চর্ম, যৌন, শিশু ও মহিলা বিষয়ক বিভিন্ন পুরাতন ও জটিল যেকোনো রোগ নিয়ে চিন্তিত? ভুল চিকিৎসা নিয়ে বারবার প্রতারিত হচ্ছেন?
# হাত ও পায়ের তালু ঘামা এবং দুর্গন্ধ থেকে মুক্তি পেতে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিন।

# ডায়াবেটিস নিয়ন্ত্রণে হোমিও ওষুধের বিশেষত্ব-
হোমিওপ্যাথিতে (Homeopathy) রোগীকে পরীক্ষা করে এবং রোগীর লক্ষণ বুঝে কিছু ওষুধ ও সঠিক পরামর্শ এর মাধ্যমে সু-চিকিৎসা দেওয়া হয়।

# বিনা অপারেশন গলব্লাডার হোমিওপ্যাথি চিকিৎসা সেবার বিশেষ সুবিধা।

# দাদ এবং যেকোনো চর্মরোগের স্থায়ী চিকিৎসা নিন।

# শুধুমাত্র আমরাই দিচ্ছি গ্যারান্টি সহকারে সকল রোগের সু-চিকিৎসা।
সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে দেশের যে কোন স্থান থেকেই চিকিৎসা পরামর্শ এবং সারা বাংলাদেশে ও বিদেশে কুরিয়ারে মাধ্যমে ঔষধ পাঠানো হয়।

# এ ছাড়াও এখানে বিশেষজ্ঞ ও অভিজ্ঞ ডাক্তার দ্বারা চর্ম, যৌন, শিশু ও মহিলা বিষয়ক বিভিন্ন পুরাতন ও জটিল যেকোনো রোগের চিকিৎসা এবং সু-পরামর্শ দেওয়া হয়।

# এখানে হোমিওপ্যাথির সকল প্রকার ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়।

# চিকিৎসা করবেন, আপনাদের সুপরিচিত,
ডাঃ ইমরান হোসেন।
ফরিদপুর।

# যোগাযোগঃ
S S Homeio Hall
sshomeiohall@gmail.com
01912531631, +880 1710-230304 ( হোয়াটসঅ্যাপ ) ।

মিলনে অক্ষমতা, যা যৌন কর্মহীনতা বা ইরেকটাইল ডিসফাংশন নামেও পরিচিত, পুরুষদের মধ্যে একটি সাধারণ সমস্যা। এটি এমন একটি অবস্থ...
23/07/2025

মিলনে অক্ষমতা, যা যৌন কর্মহীনতা বা ইরেকটাইল ডিসফাংশন নামেও পরিচিত, পুরুষদের মধ্যে একটি সাধারণ সমস্যা। এটি এমন একটি অবস্থা যেখানে পুরুষাঙ্গ পর্যাপ্ত পরিমাণে শক্ত বা খাড়া হয় না, অথবা উত্তেজনা ধরে রাখতে পারে না, যার ফলে যৌন মিলন করা কঠিন বা অসম্ভব হয়ে পড়ে।
👉হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেক কম খরচে এই সমস্যা সম্পুর্ণভাবে ভালো হয়।
👉হোমিও চিকিৎসা সম্পুর্ন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
💥বিভিন্ন জায়গায় অযথা টাকা ও সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন।
📳 WhatsApp 01710-230304

স্বপ্ন দোষ/ হস্তমৈথুন ঃরোগ বিবরন : রাতে বা দিনে ঘুমের ঘোরে স্বপ্ন দেখিয়া অনিচ্ছাকৃত বীর্যপাত হইলে তাহাকে স্বপ্ন দোষ বলে...
20/07/2025

স্বপ্ন দোষ/ হস্তমৈথুন ঃ

রোগ বিবরন : রাতে বা দিনে ঘুমের ঘোরে স্বপ্ন দেখিয়া অনিচ্ছাকৃত বীর্যপাত হইলে তাহাকে স্বপ্ন দোষ বলে। হস্তমৈথুনাদি ইহার প্রধান কারন। হস্তমৈথুন বা স্বপ্ন দোষ জনিত কারনে যে সর্বনাশ হয় তাহা তারা বুজিতেই পারে না। শারীরিক ও মানসিক শক্তি কমিয়া যায়। দেহ জীর্ণ, শীর্ণ, যৌবনের লাবন্য হারিয়ে ফেলে, ফলে ক্ষুধা মন্দা বিষন্নতা উদাসীনতা প্রভূতি লক্ষন প্রকাশ পায়।

নিয়ম মেনে চলুন ঃ
হস্তমৈথুনের মত কু অভ্যাস ত্যাগ করিবে। কাম উদ্দিপক চিন্তা পরিত্যাগ করিতে হইবে। সাধুসঙ্গ ও ধর্ম গ্রন্থ পাঠ উপকারী। শয়নের পূর্বে পুরুষাঙ্গ অন্ডকোষ শীতল জল দ্বারা ধৌত করিবে। নিয়মিত ব্যায়াম, প্রত্যুষে শয্য ত্যাগ, শক্ত বিছানায় শয়ন করা ভাল। মদ্য, মাংষ, উত্তেজক খাদ্য পরিত্যাগ করা ও লঘুপথ্য পুষ্টিকর খাদ্য আহার করা বিধেয়।

👉হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেক কম খরচে স্বপ দোষ ও নিজেকে হস্তমৈথুন থেকে কন্ট্রোল করা সম্পুর্ণভাবে ভালো হয়।
👉হোমিও চিকিৎসা সম্পুর্ন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
💥বিভিন্ন জায়গায় অযথা টাকা ও সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন।
📳 WhatsApp 01710-230304

নাকের পলিপাস হল এক ধরনের মাংসপিণ্ড যা নাকের ভেতর এবং সাইনাসের মধ্যে বৃদ্ধি পায়। এটি সাধারণত অ্যালার্জি, হাঁপানি, বা বার...
20/07/2025

নাকের পলিপাস হল এক ধরনের মাংসপিণ্ড যা নাকের ভেতর এবং সাইনাসের মধ্যে বৃদ্ধি পায়। এটি সাধারণত অ্যালার্জি, হাঁপানি, বা বারবার সাইনাসের সংক্রমণের কারণে হয়ে থাকে।
👉হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অনেক কম খরচে নাকের পলিপাস সম্পুর্ণভাবে ভালো হয়।
👉হোমিও চিকিৎসা সম্পুর্ন পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।
💥বিভিন্ন জায়গায় অযথা টাকা ও সময় নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন।
📳 WhatsApp 01710-230304

👉এলার্জিজনিত সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া ও ঘুমের সমস্যা হোমিও চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে ভালো করা সম্ভব। 👉 বিভিন্ন ...
19/07/2025

👉এলার্জিজনিত সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া ও ঘুমের সমস্যা হোমিও চিকিৎসার মাধ্যমে স্থায়ীভাবে ভালো করা সম্ভব।
👉 বিভিন্ন জায়গায় অযথা সময় ও টাকা নষ্ট না করে আমাদের সাথে যোগাযোগ করুন।
💥হোমিও চিকিৎসা সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত।

📳 whatsapp 01710230304

বাত বা আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিরা শরীরের বিভিন্ন জয়েন্টে প্রচণ্ড ব্যথা এবং ফোলা অনুভব করেন। এই রোগের জন্য হোমিওপ্য...
18/07/2025

বাত বা আর্থ্রাইটিসে আক্রান্ত ব্যক্তিরা শরীরের বিভিন্ন জয়েন্টে প্রচণ্ড ব্যথা এবং ফোলা অনুভব করেন। এই রোগের জন্য হোমিওপ্যাথিতে কার্যকরী ওষুধ রয়েছে যা উপসর্গের উপর নির্ভর করে ব্যবহার করা হয়।

👉আপনার বাতের সমস্যার সঠিক ও কার্যকরী সমাধানের জন্য ইনবক্সে মেসেজ দিন।

আজকের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলেছে —> ❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞এই ধারণা শুধু ভুল না ...
18/07/2025

আজকের সমাজে এক অদ্ভুত প্রতিযোগিতা চলেছে —

> ❝সহবাসে যদি ৩০ মিনিট না পারো — তুমি শক্তিশালী পুরুষ নও!❞

এই ধারণা শুধু ভুল না — এটি স্বাস্থ্যবিরোধী, বৈজ্ঞানিকভাবে অস্বাভাবিক এবং দাম্পত্য সম্পর্কের জন্য ক্ষতিকর।

---

📊 এখন চলুন দেখা যাক আন্তর্জাতিক গবেষণায় কী বলা হয়েছে:

🔹 গবেষণা ১: (Pennsylvania State University, USA)

👉 গবেষক Dr. Eric Corty এবং Jenay Guardiani-এর নেতৃত্বে এক যৌন স্বাস্থ্য জরিপে দেখা যায়:

ধরন সহবাসের সময়কাল (গড়)

“Too short” ১–২ মিনিট
“Adequate” ৩–৭ মিনিট
“Desirable” ৭–১৩ মিনিট
“Too long” ১০–২০ মিনিটের বেশি (অনেক নারী বিরক্ত বা ব্যথা অনুভব করে)

📌🔴 এই গবেষণা অনুযায়ী, ৩–৭ মিনিট সহবাসই অধিকাংশ দম্পতির জন্য যথেষ্ট এবং স্বাভাবিক।

---

🔹 গবেষণা ২: (Journal of Sexual Medicine, 2008)

👉 ৫০০ দম্পতির উপর পরিচালিত এক আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে:

প্রবেশের পর গড় সহবাসকাল: ৫.৪ মিনিট

“থ্রাস্ট” সংখ্যা (পুশ ইন–আউট): গড়ে ১০০–৫০০ বার, যার চেয়ে বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে ক্লান্তি বা বিরক্তি তৈরি হয়।

📌 🔴গবেষকরা বলেন:

> “Longer in*******se is not equal to better satisfaction. Connection, communication and emotional intimacy matter far more.”

---

🔹 গবেষণা ৩: (University of Queensland, Australia)

👉 Dr. Brendan Zietsch-এর নেতৃত্বে পরিচালিত গবেষণায় বলা হয়:

“Intercourse duration does not correlate with relationship satisfaction.”

অর্থাৎ, সহবাসের সময় বেশি হলেও দাম্পত্য সুখ বাড়ে না, বরং সঙ্গীর চাহিদা ও আরাম বোঝাই আসল বিষয়।

---

📛 সমাজ কী শিখাচ্ছে?

🔴 “৩০ মিনিট না পারলে ব্যর্থ”
🔴 “হাজার বার থ্রাস্টই সুখ”
🔴 “দ্রুত বীর্যপাত মানেই দুর্বলতা”

এই সব কুসংস্কার পুরুষদের মনে দুশ্চিন্তা, হীনম্মন্যতা ও আত্মবিশ্বাসহীনতা তৈরি করে।
আর স্ত্রীদের জন্য এটি হতে পারে — শরীরী কষ্ট, মানসিক দুরত্ব, নিরব ক্ষোভ।

---

🌙 ইসলাম কী বলে?

রাসূল ﷺ বলেছেন:

> “তোমরা স্ত্রীর সঙ্গে পশুর মতো আচরণ করো না। আগে আদর করো, পরস্পরের অনুভূতি বোঝো, তারপর মিলনে যেয়ো।”
(ইহইয়া উলুমুদ্দিন – ইমাম গাযযালি)

📌🔴 কোনো হাদীস, কোনো ইসলামী শিক্ষায় —
❌ থ্রাস্টের সংখ্যা
❌ সময়ের দৈর্ঘ্য
— এগুলোর উপর কোনো গৌরব বা শর্ত নেই।

---

🟢 উপসংহার:

> ❝ সহবাসে সাফল্য মানে — কতবার পুশ ইন–আউট হলো নয়, বরং স্ত্রী চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ফেললো কি না — সেটাই সত্যিকারের জয়। ❞
❝ বিজ্ঞান ও দ্বীন — উভয়েই বলে, সময় নয় — অনুভবই মুখ্য! ❞

---

📣📣 তরুণদের জন্য বার্তা:

🔜 ৩ মিনিটে প্রেমে জয় করা যায়, ৩০ মিনিটে ক্লান্তি ডেকে আনা যায়

🔜 হাজার থ্রাস্টে নয়, স্ত্রীর সন্তুষ্টির হাসিতে প্রমাণ হয় পুরুষত্ব

🔜 বিজ্ঞানের কথা শোনো, সমাজের কুসংস্কার ভাঙো

#একমাত্র পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা সেরা।

#সহবাস_সচেতনতা
#যৌনশিক্ষা
#বিজ্ঞান_ও_ইসলাম
#থ্রাস্ট_কুসংস্কার
#স্বাস্থ্যকর_সম্পর্ক



Collect

 #কাশি (কফ) হইলে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিন।রোগ বিবরন : কাশি নিজে কোন রোগ নয় । অন্য রোগের উপ...
12/07/2025

#কাশি (কফ) হইলে পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিন।

রোগ বিবরন : কাশি নিজে কোন রোগ নয় । অন্য রোগের উপসর্গ স্বরুপ । ঠান্ডা বা সর্দি লাগা ঠান্ডা দ্রব্য আহার উপ জিহ্বা বৃদ্ধি ইত্যাদি কারনে কাশি হইয়া থাকে সাধারনত কাশি দুই প্রকার সরল ও শুস্ক কাশি ।কাশির সময় কিছু বাহির না হইলে শুস্ক কাশি । কাশির সময় তরল শ্লেম্বা হইলে বাহির হইলে তাহাকে সরল কাশি বলে।

➡️রুগীর রোগের লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি চিকিৎসা দেওয়া হয়।

➡️আপনার কাশি (কফ) হওয়ার বিভিন্ন ধরনের লক্ষণ হতে পারে নিম্নে দেওয়া হলো :-

🔜আপনার কাশি (কফ) হওয়ার লক্ষণ
কোন নাম্বার টি বলুন ?

(০১). গরম হইতে ঠান্ডা লাগিয়া গলা সুড় সুড় করিয়া খুক খুকে শুস্ক কাশি কাশিতে রোগী বেদম হইয়া পড়ে।

(০২). প্রবল শুস্ক কাশি অবিরত গলা সুড় সুড় করে গলার ভিতর বেদনা ঢোক গিলিতে কষ্ট । কাশিতে কাশিতে চোখ মুখ লাল হইয়া উঠে । ঠান্ডা লাগিয়া কাশির উৎপত্তি।

(০৩). ঠান্ডা লাগিয়া কাশি । সেই কাশি অধিক দিন স্থায়ী হইলে কাশিলে যে গয়ার শ্লেম্বা উঠে তাহা পরিমানে অত্যন্ত অধিক । শ্লেম্বার স্বাদ লোনতা । কাশিতে কাশিতে রোগীর অত্যন্ত দুর্বল হইয়া পড়ে ।

(০৪). গলা সুড় সুড় কুট কুট করিয়া অবিরত শুস্ক কাশি কাশি ঠান্ডায় বৃদ্ধি ঠান্ডা বাতাসে বৃদ্ধি সন্ধ্যায় বৃদ্ধি শয়নে বৃদ্ধি মাঝে মাঝে কাশির দমকে অসাড়ে প্রস্রাব নিঃসরন হয়ে যায়।

(০৫). সর্দি কাশি রাত্রে কাশির বৃদ্ধি ঘুমের ঘরে শিশু কাশিতে কাশিতে দম বন্ধের ভাব হয় । বুকের ভিতর সাই সাই ঘড় ঘড় শব্দ শ্বাস গ্রহন করিবার জন্য ব্যাকুল হইয়া পড়ে । সর্দিতে নাসিকা বন্ধ মুখ দিয়া নিঃশ্বাস ফেলে শিশু স্তন দু্ধ পান করিতে কষ্ট ।

(০৬). গলা কুট কুট করিয়া কাশি কাশিতে কাশিতে অধিক পরিমানে গয়ার উঠে । গয়ার শ্লেম্বা ফেলিতে গেলৈ আঠার মত ঠোটে লাগিয়া থাকে । হাত দিয়া টানিয়া ফেলিতে সুতার মত লম্বা হইয়া পড়ে ।

(০৭). সরল বা শুস্ক উভয় প্রকার কাশি সরল কাশিতে প্রচুর পরিমানে ডিমের অংশের ন্যায় শ্লেম্বা নির্গত হয় ।শ্লেম্বার স্বাদ মিষ্ট । সন্ধ্যা ডান পার্শে শুইলৈ কাশির বৃদ্ধি ।কথা বলিলে গান করিলে হাসিলে গরম দ্রব্যাদি পান করি কাশি বাড়ে।

(০৮). খুক খুকে কাশি গলায় সাই সাই ঘড় ঘড় শব্দ কাশিকে কাশিতে বমি করিয়া ফেলে । বমির চেয়ে বমির ভাব বেশী হয়।

(০৯). শুস্ক কাশি দিনের চেয়ে রাত্রে কাশির বৃদ্ধি ।কাশিতে কাশিতে বুকে সুচ ফুটানো ব্যাথা । ব্যথার স্থান চাপিয়া ধুরিলে উপশম । অনেকক্ষন কাশিলেও গয়ার উঠেনা । মাঝে মাঝে হলুদ বর্ণের রক্ত মিশ্রিত শ্লেম্বা গয়ার বাহির হয়।

(১০). ঠান্ডা লাগিয়া সর্দি হাচি গলা সুড় সুড় করিয়া ঘন ঘন কাশি । রাত্রে কাশির বৃদ্ধি । গলা সুড় সুড়ানি কাশিতে রোগীর ঘুম হয় না । সর্দি শুকাইয়া নাশিকা বন্ধ হইয়া থাকে । হাম জ্বরের পর শিশুদের অরিশ্রান্ত কাশি হইলে।

(১১). গলায় সাই সাই শব্দ করাত দিয়া কাঠ চেরার মত কাশিতে কাশিতে বৃদ্ধি । গলা সুড় হইয়া পড়ে । শিশুদের ঘুড়িং কাশি।

(১২). নম্র স্বভাব অল্প কথায় মনে ব্যথা তীক্ষ্ বৃদ্ধি লম্বা এক হারা চেহারা হাটিতে সম্মুখ দিকে একটু ঝুকিয়া চলে । অল্পেই ঠান্ডা লাগে শীত কাতর এই ধাতুর রোগীদের গলা সুড় সুড় করিয়া চলে । অল্পেই কাশি সন্ধ্যা হইতে বাড়ে । বাম পাশৈ চাপিয়া বা চিত হইয়া গুইলে কাশি বাড়ে । কথা বলিলে বা হাসিলে বাড়ে শ্লেম্বার সহিত মাঝে মাঝে রক্তের ছিট হলুদ বর্ণের পুজের মত গয়ার নির্গত হয় । স্বাদ লোনা প্রভুতি লক্ষন।

(১৩). কাশি কখনও শুস্ক কখনও সরল গলায় সাই সাই ঘড় ঘড় শব্দ । মুখে বাতাস লাগিলে ও কাশি বাড়ে অনেক ক্ষন কাশিলে অল্প একটু উঠে । কাশিতে কাশিতে রোগী ঘুমান্ত হইয়া যায় । শীত কাতর মেজাজ রাগী অল্পেই রাগিয়া উঠে প্রভুতি লক্ষন।

(১৪). বুকে সর্দি বসিয়া গলায় সাই সাই ঘড় ঘড় শব্দ ।অনেকক্ষন কাশিয়াও গয়ার তুলিতে না পারিয়া নিস্তেজ হইয়া পড়িয়া থাকে । দম আটকানো কাশি রাতে বৃদ্ধি শ্বাস প্রশ্বাসের টানে বুক চাপিয়া হইয়া পড়িয়া থাকে । দম আটকানো কাশি রাতে বৃদ্ধি শ্বাস অন্তর কাশির বৃদ্ধি হয় ।

(১৫). শুস্ক কাশি শুইলে বৃদ্ধি উঠিয়া বসিলে নিবৃত্তি ।বহুক্ষন কাশিলেও কিছু মাত্র গয়ার উঠে না আলজিব বাড়িয়া যায়। রাত্রে শুইলে কাশি বৃদ্ধি হয়।

(১৬). গর্ভাবস্থায় দমকা কাশি। হুপিং কফের মত শুস্ক মাত্র গয়ার উঠে না । আলজিব্হা বাড়িয়া যায় উক্ত প্রকারের কাশি দিনে কম রাতে বেশি হয়।

(১৭). ভয়স্কর শুস্ক কাশি । কাশি রাত্রে বৃদ্ধি কাশির জন্য ঘুমাইতে পারে না বসিয়া থাকে । কাশির সহিত অত্যাধিক পচা দুর্গন্ধ বাহির হয় ।

(১৮). আপেক্ষিত শুস্ক কাশি । বুকে সুচ ফুটানো ব্যথা ।ব্যথার স্থান চাপিয়া শুইলে ব্যথা বাড়ে । স্থির হইয়া থাকিলে বাড়ে । নড়াচড়ায় সামান্য আরাম । কাশি শেষ রাতে বৃদ্ধি । অত্যন্ত শীত কাতর ঠান্ডা সহ্য করিতে পারে না।

(১৯). গলা সুড় সুড় করিয়া কাশি । কাশিতে কাশিতে গলায় টাটানি ব্যথা । অনেকক্ষন কাশিবার পর একটু গয়ার উঠে । ঠান্ডা কাশিতে গলা ভাঙ্গিয়া যায় । কাশির দমকে মাঝে মাঝে অসাড়ে পর একটি গয়ার উঠে ।

(২০). শুস্ক কাশি দিনের বেলায় কম রাতে কাশির বৃদ্ধি রাতে শুইলে কাশি উড়িয়া আসিয়া জ্বড়িয়া বসে বসে দম আটকানো শুস্ক কাশি।

(২১). দিন রাত্রি কাশি কাশির সহিত প্রচুর পরিমানে পুজের মত গয়ার উঠে সবুজ বা হলুদ কফের সহিত রক্তের ছিট দেখা যায় । শিশুদের বুকের ভিতর কফ ঘুড় ঘুড় শব্দ শ্বাস প্রশ্বাস কষ্ট সর্দিতে নাসিকা বন্ধ বিকাল ৪ টা হইতে রাত ৮ টায় রোগের বৃদ্ধি ।

(২২). অবিশ্রপ্ত খুক খুকে কাশি কাশিবুকে শ্লেম্বা গলায় ঘড় ঘড় সাই সাই শব্দ । দম আটকানো শুস্ক কাশি । কাশি রাতে বৃদ্ধি হয়।

(২৩). সর্দি কাশি জ্বর গলায় সাই সাই ঘড় ঘড় শব্দ ।শিশুদের উদরাময়ের সহিত উক্ত লক্ষনে সরল কাশিতে ইহা অমোঘ ।

(২৪). গলা সুড় সুড় কুট কুট করিয়া দমকা কাশি জোড়ে কথা কহিলে বা পরিলে কাশি বাড়ে । কাশির সময় বুক চাপিয়া ধরে । কুকুরের আওয়াজের মত ঢঙ ঢঙ কাশিতে শব্দ হয় ।

(২৫). ক্রমাগত কাশি বুকের ডান দিকে সুচ ফোটানো বেদনা কাশিতে ইহা দুর্গন্ধ গয়ার উঠে । রাত্রে কাশি বৃদ্ধি । কাশির জন্য রোগী শুইতে পারে না । বসিয়া থাকে ।

(২৬). গলা সুড় সুড় করে খুক খুকে কাশি শুস্ক বিরক্তিকর কাশি।

(২৭). গলায় সাই সাই ঘড় ঘড় শব্দ কষ্টকর কাশি শ্বেত বর্ণের গয়ার উঠে কোষ্টবদ্ধ । জিহ্বায় শ্বেত বর্ণের প্রলেপযুক্ত হয়।

(২৮). সরল কাশি তরল কফ কাশিতে বুকে ব্যথা হাতে বুক চাপিয়া ধরিয়া কাশে । সবুজ বর্ণের অধিক পরিমানে কফ উঠে । ঠান্ডায় কাশির বৃদ্ধি ।

☪️ উপরোক্ত লক্ষণ অনুযায়ী হোমিপ্যাথি চিকিৎসা সেবা দেওয়া হবে।
সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত। হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিন সুস্থ হোন।

বিঃদ্রঃ কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে যে কোন প্রান্তে ঔষধ পাঠানো হয়।

07/07/2025
 #বীর্যবর্ধকজৈষ্ঠ্যমাসকে বলকারক বা বীর্যবর্ধক মাস বলা হয়। তার কারন এই মাসে প্রচুল ফল পাওয়া যায়। বিশেষ করে আমা, জাম, কাঁঠ...
14/06/2025

#বীর্যবর্ধক

জৈষ্ঠ্যমাসকে বলকারক বা বীর্যবর্ধক মাস বলা হয়। তার কারন এই মাসে প্রচুল ফল পাওয়া যায়। বিশেষ করে আমা, জাম, কাঁঠাল, লিচু, লটকন, জামরুল।

সিজেনাল যে কোন ফলমূল বীর্য বৃদ্ধিতে সহায়তা করে।।
আজ যা বলবো সিজেন শেষ হওয়া পর্যন্ত খান দৈনিক।।।

দরকারঃ পাকা আম, দুধ বা দই। পাকা আমের সাথে দুধ দিয়ে দৈনিক ১ বেলা ভাত অথবা চিঁড়া খান। এটি দৈনিক শক্তির পাশাপাশি যৌন শক্তি বৃদ্ধি করবে। বীর্য ঘন করবে, টাইমিং বৃদ্ধি করবে।

🇧🇩যোগাযোগের ঠিকানা🇧🇩
ডা. মো ইমরান হোসেন
তালতলা, ঈদগাঁ রোড, পূর্ব খাবাসপুর, ফরিদপুর।

এখানে নারী, পুরুষের সকল ব্যক্তিগত, শারীরিক ও যৌ,ন রোগ সহ সকল জটিল কঠিন, পুরাতন, রোগের সুচিকিৎসা করা হয়।

নিয়ম গুলো জেনে রাখুন:-

১. সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে কনফার্ম করলে কুরিয়ার খরচ আমরাই বহন করবো।ক্যাশ অন ডেলিতেও (পণ্য হাতে পেয়ে বিল পরিশোধ করে) নিতে পারেন তবে কুরিয়ার খরচ অগ্রিম পরিশোধ করতে হবে। যদি পছন্দ না হয়, ভালো না লাগে, ইচ্ছে না হয়, রুচিসম্মত না হয় দয়া করে এড়িয়ে চলার বিনীত 🙏অনুরোধ🙏 রইলো। এটাই নিয়ম সকলের জন্য।

২. অবশ্যই বাংলা ফ্রন্টে লিখতে হবে যদি সমস্যা শেয়ার করতে চান। কেননা বাংলিশ লেখলে পড়তে কষ্ট হয়, পরিস্কার ভাবে সমস্যা গুলো বুঝা যায় না। বাংলা ফ্রন্টে লিখলে আপনার জন্যই নিরাপদ। অথবা ইংরেজিতে লিখেন, আলহামদুলিল্লাহ অনুবাদ করার যথেষ্ট সক্ষমতা আছে। তবুও বাংলিশ লিখবেন না প্লিজ।

৩. রিপ্লে দিতে দেরি হলে ধৈর্য নিয়ে অপেক্ষা করুন। একটিভ দেখালেও সর্বদা ফোন হাতে থাকে না।। তাছাড়া সবাইকে সময় দিতে হয়।

৪. মনোযোগ আকর্ষণের জন্য অযথা লাইক, হাই, হ্যালো, কিছু বলুন, কিছু বলছেন না যে, কোথায় গেলেন, আছেন নাকি, কিছু একটা বলুন, রিপ্লে দেন- এমন অসৌজন্যমূলক ক্ষেত মার্কা আচরণ থেকে দূরে থাকুন।
অস্থির হওয়াই যাবে না।। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধৈর্য, বী:র্য ধরে রাখতে না পারলে পুরুষ হলেন কেন?

৫. ফ,লো দিয়ে রাখুন, এতে সকল পোস্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।

10/06/2025

আসসালামু আলাইকুম

Send a message to learn more

17/04/2025

আমার বাবা আর নেই

আঁচিল ত্বকের এক বিব্রতকর সমস্যা। মুখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এটি হতে পারে। ক্ষতিকর না হলেও এটি শারীরিক সৌন্দর্...
01/02/2025

আঁচিল ত্বকের এক বিব্রতকর সমস্যা। মুখ, পিঠ, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এটি হতে পারে। ক্ষতিকর না হলেও এটি শারীরিক সৌন্দর্যের জন্য হানিকর। আবার একেবারে নিরীহও কিন্তু নয় এ আঁচিল। ক্যানসারের ভাইরাস লুকিয়ে থাকে এতে। তাই সচেতন হওয়া জরুরি।
হোমিওপ্যাথি চিকিৎসায় রোগীর উপসর্গ, শারীরিক অবস্থা এবং ব্যক্তিগত ইতিহাস বিবেচনা করে ওষুধ নির্বাচন করা হয়।
আঁচিল এর সমস্যার জন্য হোমিওপ্যাথি একটি কার্যকর ও স্থায়ী চিকিৎসা পদ্ধতি হতে পারে। হোমিওপ্যাথি চিকিৎসা সেবা নিন।
সারা বাংলাদেশে এবং বিদেশে যে কোন স্থান থেকে ফ্রি পরামর্শ এবং কুরিয়ারের মাধ্যমে ঔষধ পাঠানো হয়।

Address

Eastkhabuspur
Faridpur
7800

Telephone

+8801710230304

Website

Alerts

Be the first to know and let us send you an email when S S Homeio Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to S S Homeio Hall:

Share