14/06/2025
#বীর্যবর্ধক
জৈষ্ঠ্যমাসকে বলকারক বা বীর্যবর্ধক মাস বলা হয়। তার কারন এই মাসে প্রচুল ফল পাওয়া যায়। বিশেষ করে আমা, জাম, কাঁঠাল, লিচু, লটকন, জামরুল।
সিজেনাল যে কোন ফলমূল বীর্য বৃদ্ধিতে সহায়তা করে।।
আজ যা বলবো সিজেন শেষ হওয়া পর্যন্ত খান দৈনিক।।।
দরকারঃ পাকা আম, দুধ বা দই। পাকা আমের সাথে দুধ দিয়ে দৈনিক ১ বেলা ভাত অথবা চিঁড়া খান। এটি দৈনিক শক্তির পাশাপাশি যৌন শক্তি বৃদ্ধি করবে। বীর্য ঘন করবে, টাইমিং বৃদ্ধি করবে।
🇧🇩যোগাযোগের ঠিকানা🇧🇩
ডা. মো ইমরান হোসেন
তালতলা, ঈদগাঁ রোড, পূর্ব খাবাসপুর, ফরিদপুর।
এখানে নারী, পুরুষের সকল ব্যক্তিগত, শারীরিক ও যৌ,ন রোগ সহ সকল জটিল কঠিন, পুরাতন, রোগের সুচিকিৎসা করা হয়।
নিয়ম গুলো জেনে রাখুন:-
১. সম্পূর্ণ টাকা অগ্রিম পরিশোধ করে কনফার্ম করলে কুরিয়ার খরচ আমরাই বহন করবো।ক্যাশ অন ডেলিতেও (পণ্য হাতে পেয়ে বিল পরিশোধ করে) নিতে পারেন তবে কুরিয়ার খরচ অগ্রিম পরিশোধ করতে হবে। যদি পছন্দ না হয়, ভালো না লাগে, ইচ্ছে না হয়, রুচিসম্মত না হয় দয়া করে এড়িয়ে চলার বিনীত 🙏অনুরোধ🙏 রইলো। এটাই নিয়ম সকলের জন্য।
২. অবশ্যই বাংলা ফ্রন্টে লিখতে হবে যদি সমস্যা শেয়ার করতে চান। কেননা বাংলিশ লেখলে পড়তে কষ্ট হয়, পরিস্কার ভাবে সমস্যা গুলো বুঝা যায় না। বাংলা ফ্রন্টে লিখলে আপনার জন্যই নিরাপদ। অথবা ইংরেজিতে লিখেন, আলহামদুলিল্লাহ অনুবাদ করার যথেষ্ট সক্ষমতা আছে। তবুও বাংলিশ লিখবেন না প্লিজ।
৩. রিপ্লে দিতে দেরি হলে ধৈর্য নিয়ে অপেক্ষা করুন। একটিভ দেখালেও সর্বদা ফোন হাতে থাকে না।। তাছাড়া সবাইকে সময় দিতে হয়।
৪. মনোযোগ আকর্ষণের জন্য অযথা লাইক, হাই, হ্যালো, কিছু বলুন, কিছু বলছেন না যে, কোথায় গেলেন, আছেন নাকি, কিছু একটা বলুন, রিপ্লে দেন- এমন অসৌজন্যমূলক ক্ষেত মার্কা আচরণ থেকে দূরে থাকুন।
অস্থির হওয়াই যাবে না।। ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধৈর্য, বী:র্য ধরে রাখতে না পারলে পুরুষ হলেন কেন?
৫. ফ,লো দিয়ে রাখুন, এতে সকল পোস্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ।