Dr. Avro Turja Guha

Dr. Avro Turja Guha MBBS(DU)

একটি নিষ্পাপ শিশুর অন্ত্রভাগ, যেখানে বাসা বেঁধেছিল শত শত কৃমি…শেষ পর্যন্ত সেই অন্ত্রটাই কেটে বাদ দিতে হলো।ছবিতে যেটা দেখ...
14/09/2025

একটি নিষ্পাপ শিশুর অন্ত্রভাগ, যেখানে বাসা বেঁধেছিল শত শত কৃমি…
শেষ পর্যন্ত সেই অন্ত্রটাই কেটে বাদ দিতে হলো।

ছবিতে যেটা দেখছেন,
তা মাত্র ৭ বছরের একটি শিশুর অন্ত্র (intestine)।
অসংখ্য কৃমির কারণে অন্ত্রটি ব্লক হয়ে যায়—intestinal obstruction।
রক্ত চলাচল বন্ধ হয়ে অন্ত্র পঁচে গিয়েছিল।
অবস্থা গুরুতর হওয়ায় অপারেশন করে পুরো অংশটাই কেটে ফেলে দিতে হয়েছে।

ভাবতে পারেন, কতটা কষ্টের ভেতর দিয়ে যেতে হয়েছে সেই ছোট্ট শিশুটিকে?
সে তো জানেই না, তার শরীরের ভেতর অদৃশ্য শত্রু বাসা বেঁধে আছে।
একটু অবহেলা, অল্প সচেতনতার অভাব—আর সেই শিশুটি হারাতে বসেছিল তার জীবন।

---

কেন বারবার কৃমি হয়
শিশুরা খেলতে গিয়ে মাটি-ময়লা মুখে দেয়। হাত না ধোওয়া অবস্থায় খায়। নখ বড় থাকলে তার ভেতরে জমে থাকা ডিমও শরীরে প্রবেশ করে। অপরিষ্কার পানি ও খাবারও বড় কারণ। আর পরিবারের সবাই একসাথে ওষুধ না খেলে আবারও কৃমি ফিরে আসে।

প্রতিকার ও করণীয়
– ১ বছর বয়স পার হলে নিয়মিত সময়ে কৃমিনাশক খাওয়ানো।
– খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পরে সাবান দিয়ে হাত ধোওয়া।
– নখ ছোট রাখা, পরিষ্কার পোশাক ব্যবহার করা।
– পানীয় জল ফুটিয়ে বা ফিল্টার করে খাওয়া।
– ফল-সবজি ভালোভাবে ধুয়ে খাওয়ানো।
– খালি পায়ে মাটিতে হাঁটতে না দেওয়া।
– পরিবারের সবাইকে একসাথে কৃমিনাশক খাওয়ানো।

যা অবশ্যই বর্জনীয়
– কুসংস্কার মানা, যেমন ঠান্ডা-গরম আবহাওয়ায় ওষুধ খাওয়া যাবে না।
– ডাক্তারি পরামর্শ ছাড়া ডোজ দেওয়া।
– অপরিষ্কার, আধা সেদ্ধ খাবার খাওয়ানো।
– ময়লা খেলনা ব্যবহার করা।

---

আপনার সন্তানের এই অদৃশ্য শত্রুকে প্রতিরোধ করা সম্ভব—শুধু একটু সচেতন হলে।
আজ থেকেই শুরু করুন, কারণ একটি শিশুর হাসি নিভে যাওয়া মানেই একটি স্বপ্ন নিভে যাওয়া।

“ভালো থাকুক প্রতিটা নিষ্পাপ শিশু।”

14/07/2025

সামান্য ভালো ব্যবহার অনেক মানসিক রোগের সমাধান।

আজ চেম্বারে একজন মহিলা রোগী এসেছেন যার অনেক সমস্যা যেমন (ক্ষুধামন্দা, খিটখিটে মেজাজ, ওজন কমে যাচ্ছে, অনুভুতি নেই কোন ভালো মন্দ কিছুতেই, রাত্রে ঘুম হয় না, একটা জিনিস মাথায় এলে সবস্ময় ঐটা নিয়েই ট্রমাটাইজড থাকেন, সকালে উঠে কি কাজ করবেন এইটা ভাবেন আর করতে ভয় পান, সব কিছুতেই অনীহা)
অনেক টেস্ট ও করিয়েছেন নিজে থেকে সব ই নরমাল।
পেইসেন্টটি অনেক চাপা স্বভাবের। পরবর্তীতে তার এটেন্ডেন্টকে বাহিরে পাঠিয়ে আরো হিস্ত্রি শুনতে শুরু করলাম প্রায় ১০ মিনিট কথা বলার পর তিনি বলা শুরু করলেন ৮-৯ বছর স্বামীর থেকে কোন ভালোবাসা পান নি, স্বামী সকালে ৬ টায় বেরিয়ে যায় রাত্রে ১ টায় বাসায় এসে খেয়ে শুয়ে পড়েন। ছেলেরও বিয়ে হয়ে গেছে ছেলের বউ ও নিজ থেকে কথা বলেন না। তিনি আগে অনেক হাসিখুশি থাকতেন, নিজ থেকেই ডেকে কথা বলতেন। ইদানিং তার কিচ্ছু ভালো লাগে না।

একজন মেয়ে যখন বিয়ের পর স্বামীর বাড়ি আসে সে তখন তাকেই সম্পূর্ণ আপন ভেবে তাকে নিয়েই অনেক স্বপ্ন থাকে এক এক জনের এক এক রকম।, ভালোবাসা চায় স্বামী থেকে, হরমোনাল সিস্টেমটাই এমন মেয়েদের। ভালো ব্যবহার দিলে সে অনেক গুছিয়ে রাখে সব কিছু।
ভালোবাসা না দিলে তখন এলোমেলো হয়ে যায়।

Depressive Disorder ভয়ংকর জিনিস। ভালোবাসা দিলে এইটা থেকে ওভারকাম করা ইজি।

#ভালোবাসতে থাকুন, ভালো রাখতে জানুন

অনেকেই মনে করে ডাক্তাররা এতো হ্যাডম ক্যান দেখায়? অনেক ডাক্তারের পাশ করতে অনেক বছর ক্যান লাগে। তার একটা ছোট্ট নমুনা দেখাই...
29/01/2025

অনেকেই মনে করে ডাক্তাররা এতো হ্যাডম ক্যান দেখায়?
অনেক ডাক্তারের পাশ করতে অনেক বছর ক্যান লাগে।
তার একটা ছোট্ট নমুনা দেখাই।

একজনের পরীক্ষা নেয় ২০ জন ডাক্তার মিলে এবং এখানে কোন একজন পরীক্ষক সামান্য ল্যাকিং পেলে সেখানেই ফেইল হয়ে যায়। মানুষ মাত্রই ভুল এখানে বলার কোন সুযোগ নেই।

এভাবেই একজন বিশেষজ্ঞ ডাক্তার হতে হয়।

18/01/2025

যুক্তি দিয়ে তর্ক জয় করা যায়,
মন জয় করা যায় না।

হেলথ টিপস-
14/01/2025

হেলথ টিপস-

13/01/2025

এক ভোলা ভালাথা সিধা সাধাতা আনম্যারিড পেইসেন্টের পিনাইল ফ্রাকচার( পেনিস ফ্রাকচার) এর হিস্ত্রি এমন যে - রাত্রে ধর্মীয় কিছু শুনে ঘুমাইতে গেছে লাঠি দাঁড়িয়ে ছিলো, দুই পায়ের মধ্যে মুচড়ে ছিলো, উপুড় হয়েছে আর মোচড় খেয়ে ভেংগে গেছে এবং ক্যাংগারুর থলি বিশেষ (যা ঝুলে থাকে) সেটি ইন্টার্নাল ব্লি ডিং হয়ে অনেক ফুলে ছিলো।

অপারেশন করা হয়েছে, সেলাই দেওয়া আছে সেখানে, ক্যাথেটার ও পড়ানো।

ফলো আপে গিয়ে ফিস ফিস করে বলতেছে স্যার আমার গতকাল রাত্রে স্বপ্ন বেয়াদপি করছে এখন ব্যথা হচ্ছে অনেক।

মানুষের কত কারেন্ট থাকলে এই অবস্থাতেও চেতনা দন্ড দাঁড়ায়!!🫥🫥🫥

যারা ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না, সকল প্রতিকূল পরিবেশে ভালোবাসাকে সাথে নিয়েই থেকে যায়।
10/01/2025

যারা ভালোবাসে তারা কখনো ছেড়ে যায় না, সকল প্রতিকূল পরিবেশে ভালোবাসাকে সাথে নিয়েই থেকে যায়।

31/12/2024

২০২৪ অনেক প্যারাময় ছিলো।

২০২৫ এ লক্ষ্য-

১) মন মতো ঘুমাবো
২) পড়ালেখা করবো
৩) একটুখানি ঘুরে বেড়াবো।

সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা 🎆🎇

26/12/2024

রাগ নিয়ন্ত্রণে সবচেয়ে বেশি দরকার নিজের ইচ্ছা।

কেউ যদি মনে করে আমি রাগ ঠিক করব না, তাহলে তিনি কখনই রাগ নিয়ন্ত্রণ করতে পারবেনা।

রাগী মানুষ অনেক সময় রাগ বজায় রাখতে চায়, কারণ সে মনে করে রাগ হলে মানুষ তার কথা শুনে,‌ তাকে ভয় পায়। ‌

রাগী মানুষকে মানুষ ভয় পাই ঠিকই, কিন্তু তাকে ভালোবাসে না, শ্রদ্ধা করে না।

🩺 Baby with human tail
16/12/2024

🩺 Baby with human tail

ইদানিং ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ছিন*তাই কারীর সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়েছে। এরা মানুষরুপীহ হয়ে মানুষের মতো আচরণ করাও ভু...
17/11/2024

ইদানিং ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় ছিন*তাই কারীর সংখ্যা মাত্রাতিরিক্ত বেড়েছে। এরা মানুষরুপীহ হয়ে মানুষের মতো আচরণ করাও ভুলে যাচ্ছে।

এমন কান*কা*টা, গলা কেটে যাওয়া অনেক রোগী পাওয়া যায়। কারণ মেয়েরা ন্যাচারালি অলংকার(সোনা/রুপা/সিটিগোল্ড) পরিধান করে। বাইরে বের হয়ে হাটার সময়, অথবা রিক্সায় বসে থাকা অবস্থায় কিংবা শপিং মল, ফাকা জায়গায় দাঁড়িয়ে থাকলে এসব স্টুপিড চেইন এবং কানের দুল টান দিয়ে ছিন*তাই করার চেষ্টা করে। ফলশ্রুতিতে নিরীহ মেয়েরা/মহিলারা ইঞ্জুরড হচ্ছে। আর 'চিলে কান নিয়ে গেছে' এই প্রবাদের ভিজুয়াল রুপ হচ্ছে- স্টুপিড কান নিয়ে যাচ্ছে।

ছবিতে এই রোগীটি আজ গুলিস্থান বাসে বসে ছিলেন জানালার পাশে, বাস থেকে টান দিয়ে তার এক পাশের কানের দুল নিয়ে গেছে স্টুপিডটা। তার পরনে কানের দুল ছিলো সিটিগোল্ড এর। তিনি এসব ছিন*তাই এর ভয়ে সিটিগোল্ড পড়ে গিয়েছিলেন কিন্তু স্টুপিডটা না বুঝে তার কান কে*টে ফেলল। এখানে স্টুপিডটার কোন লস নেই লাভ ও নেই। কিন্তু রোগীর দেহের অংশ হারালো!

আইন শৃংখলা বাহিনীর আরো তৎপর হওয়া উচিৎ এসব স্টুপিডদের দম*ন করার জন্য।

সতর্কতা:
১) বর্তমান পরিস্থিতিতে মেয়েরা বাসে/গাড়িতে জানালার পাশে বসলে ভীড়/জ্যাম থাকলে / কোন চিকন রাস্তা দিয়ে গাড়ি গেলে জানালা আটকে বসবেন।
২) রিক্সায় বসার পর হুক তুলে রাখবেন(যদিও পিছন থেকে স্টুপিডরা টান দেয় সেক্ষেত্রে মাথায় ওড়না দিয়ে রাখতে পারেন।)

সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা। শুভ বিজয়া ❤️🙏🏻
13/10/2024

সকলকে বিজয়া দশমীর শুভেচ্ছা।

শুভ বিজয়া ❤️🙏🏻

Address

Faridpur
7800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Avro Turja Guha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Avro Turja Guha:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category