ডা. শাওন শিশু চিকিৎসা কেন্দ্র

ডা. শাওন শিশু চিকিৎসা কেন্দ্র “প্রতিটি শিশু এই বার্তা নিয়ে জন্মগ্রহণ করে যে, স্রষ্টা এখনও মানুষের প্রতি আস্থা হারান নি”
– বিশ্বকবি

মেঘলা আকাশ বাগড়া বাধায়, সেবার দরজা তবুও খোলা রয়২৪/৭ ৩৬৫, সবসময়।
15/05/2025

মেঘলা আকাশ বাগড়া বাধায়,
সেবার দরজা তবুও খোলা রয়
২৪/৭ ৩৬৫, সবসময়।

প্রথমে ছোট্ট একটা ফুস্কুড়ি,তারপরে ফকিরের ঝাড়ফুক, এরপর হোমিও, এরপর সরিষার তেল থেরাপি। অতপর বাবুর বারটা বেজে গেলে অবশেষে ...
08/05/2025

প্রথমে ছোট্ট একটা ফুস্কুড়ি,তারপরে ফকিরের ঝাড়ফুক, এরপর হোমিও, এরপর সরিষার তেল থেরাপি। অতপর বাবুর বারটা বেজে গেলে অবশেষে ডাক্তার।

07/05/2025

আসসালামু আলাইকুম।
আজকে আমরা অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিয়ে কথা বলবো। অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করতে সাহায্য করে। তবে এর ভুল ব্যবহারে অনেক সমস্যা হতে পারে।
মনে রাখবেন:
* ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাবেন না।
* কোর্সের পুরো সময় অ্যান্টিবায়োটিক সেবন করুন, যদিও ভালো লাগতে শুরু করে।
* নিজের ইচ্ছামতো অ্যান্টিবায়োটিকের ডোজ পরিবর্তন করবেন না।
* অন্য কারো জন্য দেওয়া অ্যান্টিবায়োটিক খাবেন না।
অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহারে জীবাণু resistant (অ্যান্টিবায়োটিক প্রতিরোধী) হয়ে যেতে পারে। এর ফলে সাধারণ রোগও মারাত্মক রূপ নিতে পারে এবং ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না।
আসুন, আমরা সবাই অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হই এবং সুস্থ থাকি।
ধন্যবাদ।
#অ্যান্টিবায়োটিক #সঠিক_ব্যবহার #স্বাস্থ্য #সচেতনতা

আপনার বাবুর কি অস্বাভাবিক কিছু খাওয়ার অভ্যাস? জেনে নিন "পিকা" সম্পর্কে! 🤔প্রিয় অভিভাবক,কেমন আছেন সবাই? আজ একটি বিশেষ বি...
07/05/2025

আপনার বাবুর কি অস্বাভাবিক কিছু খাওয়ার অভ্যাস? জেনে নিন "পিকা" সম্পর্কে! 🤔

প্রিয় অভিভাবক,
কেমন আছেন সবাই? আজ একটি বিশেষ বিষয় নিয়ে কথা বলতে চাই – "পিকা" (PICA)। হয়তো এই নামটি অনেকের কাছেই নতুন।
পিকা হলো এমন একটি রোগ বা অস্বাভাবিক অভ্যাস যেখানে ব্যক্তি খাদ্য নয় এমন জিনিস, যেমন মাটি, চক, কাগজ, সাবান, বরফ অথবা অন্য কোনো অপুষ্টিকর জিনিস বারবার খাওয়ার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করে এবং খেয়েও ফেলে।
ছোট বাচ্চা বা গর্ভবতী মহিলাদের মধ্যে এই প্রবণতা দেখা গেলেও, এটি যেকোনো বয়সের মানুষের হতে পারে। অনেক সময় শরীরে কোনো পুষ্টির অভাব (যেমন আয়রন বা জিঙ্কের অভাব) থাকলে এমনটা হতে পারে। এছাড়াও, মানসিক বা স্নায়বিক কিছু কারণেও পিকা দেখা দিতে পারে।
যদি আপনি বা আপনার পরিচিত কেউ এমন অস্বাভাবিক কিছু খাওয়ার অভ্যাস করে থাকেন, তবে এটিকে হালকাভাবে নেবেন না। একজন ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। সঠিক রোগ নির্ণয় এবং চিকিৎসার মাধ্যমে এই অভ্যাস থেকে মুক্তি পাওয়া সম্ভব।
আসুন, আমরা সবাই সচেতন হই এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়াই। ❤️
#পিকা #স্বাস্থ্য #সচেতনতা #চিকিৎসা #অস্বাভাবিক_অভ্যাস #হেলথ_টিপস

Some Random case. Pray for this little angel.
06/05/2025

Some Random case. Pray for this little angel.

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉Abdul Mannan, Md Parvez Mir, Aysha Hasan
05/04/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉

Abdul Mannan, Md Parvez Mir, Aysha Hasan

Address

Faridpur
7802

Alerts

Be the first to know and let us send you an email when ডা. শাওন শিশু চিকিৎসা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা. শাওন শিশু চিকিৎসা কেন্দ্র:

Share

Category