ডা: অভিজিৎ রাহুত শুভ

ডা: অভিজিৎ রাহুত শুভ আপনি এবং আপনার পরিবারের সকল সদস্য পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা গ্রহণ করুন

ডা:অভিজিৎ রাহুত শুভডি এইচ এম এস (ঢাকা)
01/07/2025

ডা:অভিজিৎ রাহুত শুভ
ডি এইচ এম এস (ঢাকা)

03/06/2025

আপনারা অনেক সময় প্রশ্ন করেন হোমিওপ্যাথি ঔষধে কি সাইডইফেক্ট আছে? আমি বলছি মারাত্মক রকমের সাইডইফেক্ট আছে।
সাইডইফেক্ট টা কখন হয় জানেন,ঐ যে আপনারা রংবেরঙের প্রেসক্রিপশনে ঔষধ লিখে নিয়ে কিনে খান, যে ব্যক্তি আপনার কাছে ঔষধ বিক্রি করল ওর কাজ পড়েনি আপনাকে সুক্ষমাত্রাই ঔষধ বানিয়ে দেওয়ার এবং উনি পারবেও না কারণ যে ডাক্তার আপনাকে ঔষধ লিখেছে ঐ ডাক্তার ওনাকে শিখিয়ে দেননি, (এটা কোন ডাক্তারই দেবে না কারণ তার নিজস্ব হাত এটা, এটাই একটা ডাক্তারের গোপনীয়তা)।
হোমিওপ্যাথি বড্ড অদ্ভুত এবং ম্যাজিক্যাল চিকিৎসা পদ্ধতি, এটা সাধনা করে অর্জন করতে হয়, ডিগ্রি থাকলেও এটা পাওয়া যায় না।

নাক ডাকা (Snoring) ঘুমের সময় ঘরঘর শব্দ বা নাক ডাকা (Snoring) একটি সাধারণ সমস্যা। হোমিওপ্যাথিতে এই সমস্যার জন্য বেশ কিছু...
26/04/2025

নাক ডাকা (Snoring)
ঘুমের সময় ঘরঘর শব্দ বা নাক ডাকা (Snoring) একটি সাধারণ সমস্যা। হোমিওপ্যাথিতে এই সমস্যার জন্য বেশ কিছু ওষুধ ব্যবহার হয়, নির্দিষ্ট লক্ষণ অনুযায়ী। নিচে ৪টি কার্যকর হোমিওপ্যাথি ওষুধ এবং তাদের সংক্ষিপ্ত লক্ষণ বাংলায় তুলে ধরা হলো:
1. Nux Vomica-30
মদ্যপান, ধূমপান বা ভারী খাবার খাওয়ার পর নাক ডাকে। জটিল জীবনযাপন ও মানসিক চাপ।
রাতে ঘুমের মধ্যে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যায়।
2. Opium-30
গভীর ঘুমে নাক ডাকে।
নাক ডাকার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে নিঃশ্বাস বন্ধ থাকে। ঘুমে অলসতা ও অত্যন্ত গা ছাড়া ভাব।
3. Lemna Minor-30
নাক বন্ধ থাকে, বিশেষ করে রাতে। নাকের পলিপের কারণে নাক ডাকা।ভেজা ও আর্দ্র পরিবেশে সমস্যা বেড়ে যায়।
4. Kali Sulphuricum-12x
নাকের ভেতর হলুদ ও পাতলা শ্লেষ্মা।শ্বাস নিতে কষ্ট হয়, মুখ দিয়ে শ্বাস নিতে হয়।ঘুমের সময় মুখ খোলা থাকে ও ঘন ঘন নাক ডাকে।

Note-প্রতিটি রোগীর দেহের প্রকৃতি ও লক্ষণ অনুযায়ী ওষুধ নির্বাচন করা উচিত। অভিজ্ঞ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করাই ভালো।

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্...
18/02/2025

হজম শক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায়:

১) প্রতিদিন সকালে কুসুম গরম পানি পান করলে হজম প্রক্রিয়া সক্রিয় হয় এবং পাকস্থলীর এসিড ব্যালান্স ঠিক থাকে।

২) খাবারের সঙ্গে আদা, জিরা, গোলমরিচ ও ধনে ব্যবহার করলে পাচনতন্ত্রের এনজাইম উৎপাদন বাড়ে এবং হজমশক্তি উন্নত হয়।

৩) প্রতিদিন কমপক্ষে দুই লিটার পরিমাণ পানি পান করলে অন্ত্রের কার্যকারিতা ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।

৪) খাওয়ার সময় তাড়াহুড়ো না করে ধীরে ধীরে চিবিয়ে খেলে হজম প্রক্রিয়া সহজ হয় এবং গ্যাসের সমস্যা কমে।

৫) টক দই বা ফারমেন্টেড খাবার খেলে অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি পায়, যা হজমশক্তি উন্নত করতে সাহায্য করে।

৬) খাবারের পরপরই শুয়ে না পড়ে ১০-১৫ মিনিট স্বাভাবিকভাবে হাঁটলে খাবার দ্রুত হজম হয় এবং গ্যাস্ট্রিক সমস্যা কমে।

৭) প্রতিদিন কিছু সময় ইয়োগা বা স্ট্রেচিং করলে অন্ত্রের সঞ্চালন ঠিক থাকে এবং হজম প্রক্রিয়া দ্রুত হয়।

৮) পেঁপে, আনারস ও কলার মতো এনজাইম সমৃদ্ধ ফল খেলে হজমের গতি বৃদ্ধি পায় এবং পেট ফাঁপা কমে।

৯) অতিরিক্ত চা, কফি, কোল্ড ড্রিংক্স গ্রহণ কমালে পাকস্থলীর প্রদাহ কমে এবং হজমশক্তি স্বাভাবিক থাকে।

১০) প্রসেসড ও প্যাকেটের খাবার এড়িয়ে চলুন।

১১) বেশি রাত করে খাওয়া এড়িয়ে চলুন এবং রাতের খাবার হালকা রাখুন, এতে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে।

১২) মানসিক চাপ কমালে হজমশক্তি উন্নত হয়, কারণ অতিরিক্ত মানসিক চাপ হজমের এনজাইম ক্ষরণ কমিয়ে দেয় এবং গ্যাস, অ্যাসিডিটি বাড়ায়।

১৩) ফাইবার সমৃদ্ধ খাবার, যেমন শাকসবজি, ফলমূল ও গোটা শস্য বেশি পরিমাণে খেলে অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে এবং কোষ্ঠকাঠিন্য দূর হয়।

১৪) নিয়মিত ঘুমের সময় ঠিক রাখুন এবং পর্যাপ্ত ঘুম নিন, কারণ ঘুমের অভাব হজমশক্তি দুর্বল করে দেয়।

১৫) প্রতিদিন এক চিমটি মৌরি চিবিয়ে খেলে গ্যাস, অ্যাসিডিটি এবং বদহজমের সমস্যা কমে।

১৬) সপ্তাহে অন্তত দুই-তিন দিন গরম ভেষজ চা, যেমন আদা-লেবু চা বা পুদিনা চা পান করলে হজমশক্তি ভালো থাকে।

১৭) অতিরিক্ত তেল-মশলা এড়িয়ে চলুন, কারণ এটি হজম প্রক্রিয়াকে ধীর করে দিতে পারে এবং গ্যাস্ট্রিক সমস্যা বাড়ায়।

১৮) নিয়মিত শরীরচর্চা, বিশেষ করে হাঁটা ও হালকা ব্যায়াম করলে অন্ত্রের কার্যকারিতা উন্নত হয় এবং হজমশক্তি স্বাভাবিক থাকে।

শুভ সকাল সুস্থ থাকতে ফলের বিকল্প নেই। ❤️
06/02/2025

শুভ সকাল
সুস্থ থাকতে ফলের বিকল্প নেই। ❤️

জ্বর থাকলে কুসুম গরম পানিতে শরীর মুছে নিন, গলাব্যথা বা কাশি হলে কুসুম গরম তরল খেতে পারেন। নাক বন্ধ থাকলে উষ্ণ ভাপ নিন। জ...
03/02/2025

জ্বর থাকলে কুসুম গরম পানিতে শরীর মুছে নিন, গলাব্যথা বা কাশি হলে কুসুম গরম তরল খেতে পারেন। নাক বন্ধ থাকলে উষ্ণ ভাপ নিন। জ্বর- সর্দি-কাশির জন্য লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ঔষধ সেবন করতে পারেন।

যোগাযোগ: ডা: অভিজিৎ রাহুত শুভ
(ডি এইচ এম এস, ডি ইউ এম এস)
মো:০১৬১২ ৪১৪৩০০

01/02/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

রিংওয়ার্ম যা দাদ নামেও পরিচিত, একটি সাধারণ ফাংগাল সংক্রমণ যা ত্বকে গোলাকার দাগ সৃষ্টি করে। এটি শুধু ত্বকে নয়, বরং মাথার ...
01/02/2025

রিংওয়ার্ম যা দাদ নামেও পরিচিত, একটি সাধারণ ফাংগাল সংক্রমণ যা ত্বকে গোলাকার দাগ সৃষ্টি করে। এটি শুধু ত্বকে নয়, বরং মাথার ত্বক, নখ এবং শরীরের অন্যান্য অংশেও সংক্রমণ ঘটাতে পারে। এই সংক্রমণ থেকে মুক্তি পেতে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথিক চিকিৎসা নিন ❤️

31/01/2025

অনেকেই জানতে চান হোমিওপ্যাথি ডাক্তার কিভাবে হওয়া যায়?

হোমিও ডাক্তার হওয়ার জন্য বাংলাদেশে দুটি কোর্স চালু রয়েছে। ব্যাচেলর ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) এবং ডিপ্লোমা অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচএমএস)। এই দুটি কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী হোমিও চিকিৎসক হতে পারেন।

Send a message to learn more

যারা দুই দিনে নাকের পলিপাস ভাল হয় বলে নাকের ভিতরে বিভিন্ন প্রকার এসিড জাতীয় পদার্থ ব্যবহার করে নাকের পলিপাস পুরে দেয় ত...
23/01/2025

যারা দুই দিনে নাকের পলিপাস ভাল হয় বলে নাকের ভিতরে বিভিন্ন প্রকার এসিড জাতীয় পদার্থ ব্যবহার করে নাকের পলিপাস পুরে দেয় তাদের থেকে সাবধান থাকুন।
নাকে পলিপাস ও পাইলস চিকিৎসার নামে, বিভিন্ন প্রকার এসিড ও কেমিক্যাল এর সংমিশ্রণে যে ওষুধ নাকে ও মলদ্বারে লাগানো হয়,এটা মারাত্মক ক্ষতিকর। কিছু অর্থলোভী মানুষ বুঝে না বুঝেই এ ধরনের কাজের মাধ্যমে প্রতারণা করছে।অনেকের জীবন ধ্বংস করে দিচ্ছে।সবাই এ থেকে দূরে থাকবেন।

হোমিওপ্যাথিক চিকিৎসকের সাথে এই প্রতারণার কোন সম্পর্ক নেই। এটা হোমিওপ্যাথি চিকিৎসা নয়। হোমিওপ্যাথিক চিকিৎসায় মুখে ঔষধ সেবনে মাধ্যমে পলিপাস ও পাইলস চিরতরে ভালো হয়।
যোগাযোগ ঃ একজন ভালো হোমিওপ্যাথিক চিকিৎসক কাছে

সুস্বাস্থ্যের জন্য এই  নিয়ম গুলো মেনে চলুন
22/01/2025

সুস্বাস্থ্যের জন্য এই নিয়ম গুলো মেনে চলুন

⭕ জীবনঘাতী টিটেনাস বা ধনুষ্টংকার⁉️🔹কখনো জং ধরা লোহা বা পেরেক আথবা মাঠিতে পরে থাকা নোংরা যে কোনো কিছু দিয়ে কেটে গেলে এই র...
11/03/2024

⭕ জীবনঘাতী টিটেনাস বা ধনুষ্টংকার⁉️
🔹কখনো জং ধরা লোহা বা পেরেক আথবা মাঠিতে পরে থাকা নোংরা যে কোনো কিছু দিয়ে কেটে গেলে এই রোগ হবার সম্ভবনা বেশি থাকে ৷ তাই অবহেলা না করে ২৪ঘন্টা অতিক্রম হবার আগেই ১ফোঁটা "হাইপেরিকাম ২০০" এক ডোজ সেবন করবেন।

🔹"ক্লোস্ট্রিডিয়াম টিটানি" ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে টিটেনাস হয়, যা সাধারণত মাটি, লালা, ধুলো এবং সারে পাওয়া যায়। এই ব্যাকটেরিয়াটি সাধারণত দূষিত বস্তুুর দ্বারা সৃষ্ট কাটা বা খোঁচার মত চামড়ার ক্ষতর মাধ্যমে মানব দেহে প্রবেশ করে।

Address

Faridpur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801612414300

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা: অভিজিৎ রাহুত শুভ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram