হোমিও ডক্টরস্ চেম্বার & রিসার্চ কমপ্লেক্স

  • Home
  • Bangladesh
  • Faridpur
  • হোমিও ডক্টরস্ চেম্বার & রিসার্চ কমপ্লেক্স

হোমিও ডক্টরস্ চেম্বার & রিসার্চ কমপ্লেক্স পুরুষ/মহিলাদের বন্ধাত্ব, যৌন ও চর্ম রোগ, হাঁপানী, পাইলস,ভগন্দর, টিউমারসহ বিভিন্ন ক্রনিক রোগের চিকিৎসা করা হয়

শারীরিক সমস্যা আর নয়-সংসার হবে সুখময়, আপনি কি কোন রোগে ভুগছেন..? তাহলে আর সময় নষ্ট করবেন না, প্রতিদিন বেল ২টার মধ্যে ফিস...
16/07/2025

শারীরিক সমস্যা আর নয়-সংসার হবে সুখময়, আপনি কি কোন রোগে ভুগছেন..? তাহলে আর সময় নষ্ট করবেন না, প্রতিদিন বেল ২টার মধ্যে ফিস-সহ ফোনে সিরিয়াল নিশ্চিত করে নির্ধারিত সময়ে ডাক্তারের পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসা নিন (ফিস- 01918068686 বিকাশ/নগদে)। মনে রাখবেন, এখানে শুধুমাত্র সিরিয়াল দেওয়া রুগিদেরই বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সরাসরি বা টেলিফোনে/অনলাইনে চিকিৎসা সেবা দেওয়া হয়, তবে অতি দরিদ্র রুগীদের চিকিৎসার জন্য ডাক্তারের ফিস নেওয়া হয়না। পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন চিকিৎসা নিন, সুস্থ-সবল কাটবে দিন। তাই আজই যোগাযোগ করুন...
@
ডা. পি, কে, কর DHMS, BHB(Dhaka)
নীলটুলি, মুজিব সড়ক, ফরিদপুর।
মোবাঃ/ইমু/হোয়ার্টঅ্যাপঃ+8801918068686
(বিঃদ্রঃ এখানে টেলিফোনে/অনলাইনে রোগ লক্ষণের বিবরণ নিয়ে চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনে কুরিয়ারের মাধ্যমেও ঔষধ পাঠানোর ব্যাবস্থা করা হয়)

♦প্রয়োজনে/প্রথমে নিচের ফর্মটি কপি করে বিস্তারিত লিখে পাঠাতে পারেনঃ
০১. রুগির নাম ও বয়সঃ
০২. ঠিকানাঃ
০৩. মোবাইল নম্বরঃ
০৪. পেশাঃ
০৫. বর্তমানে কি কি কষ্ট বা রোগে ভুগছেনঃ
০৬. কোন কষ্ট বা রোগটি বেশী সমস্যা করছেঃ
০৭. কষ্ট বা রোগটি কখন বাড়ে ও কমেঃ
০৮. রোগটা হওয়ার কারণ কি বলে মনে হয়ঃ
০৯. ঠান্ডা বা গরমে কোন সমস্যা হয় কিনাঃ
১০. শীতকাল না গরমকাল ভালো লাগেঃ
১১. গরম না ঠান্ডা খাবার ভালো লাগেঃ
১২. মাছ, মাংস, দুধ, ডিম, টক, মিষ্টি, ঝাঁল, লবন, পিঁয়াজ, রসুন, কোনটা ভালো লাগেঃ
১৩. ঘাম কেমন হয়ঃ
১৪. পানি পিপাসা কেমন হয়ঃ
১৫. প্রসাব ও পায়খানা কেমন হয়ঃ
১৬. যৌন/কামোত্তেজনায় বা মাসিকের কোনো সমস্যা আছি কিনাঃ
১৭. ঘুম কেমন হয়ঃ
১৮. স্বপ্নদোষ/ভয়ের স্বপ্ন দেখেন কিনাঃ
১৯. মনের অবস্থা শান্তশিষ্ট নাকি রাগীঃ
২০. কোন কষ্টে কান্নাকাটি করেন কিনাঃ
২১. চোর-ডাকাত, ভুত-প্রেত বা কোন জীবজন্তু দেখে ভয় পান কিনাঃ
২২. রুগি কৃপন/মৃতব্যায়ি বা উদার/দানশীল কিনাঃ
২৩. মৃত্যু ভয় হয় কিনাঃ
২৪. এই মূহুর্তে রোগ নিয়ে কি ভাবছেনঃ

★সকল মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন হোন, সুস্থ থাকুন।🙂 Be positive, think positive 😘 #মেয়েদের_যোনি_নিয়ে_একটি_গুরুত্বপ...
08/07/2025

★সকল মেয়েদের দৃষ্টি আকর্ষণ করছি, সচেতন হোন, সুস্থ থাকুন।
🙂 Be positive, think positive 😘
#মেয়েদের_যোনি_নিয়ে_একটি_গুরুত্বপূর্ণ_তথ্যঃ ❤
টাটা ক্যান্সার হাসপাতালের মেডিকেল অনুশীলন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জরায়ু ক্যান্সার বেড়ে যাওয়ার কারন সমর্পক এ তারা গবেষনা করে দেখেছে যে,যেসব নারীরা সঠিক পন্থা অবলম্বন করে না তাদের যোনি তে ক্যান্সার সৃষ্টি হচ্ছে। যাহাতে একাধিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে নিমেষের ভিতরে।
❌দয়া করে আপনার যোনি সাবান দিয়ে ধোবেন না।শুধুমাত্র পানি দিয়ে ধুয়ে ফেলুন, সাবানের মধ্যে একটি নির্দিষ্ট রাসায়নিক আছে, সাধারণত এটা খুবই বিপজ্জনক এবং এটা থেকেই ক্যান্সারের সৃষ্টি হয়ে থাকে।
📢একটি সমিক্ষাতে হুয়িস্পার, স্টেফ্রি,
সোফি,সেনোরার মতো প্যাডগুলিকে ব্যবহার করার কারণে ৫৫৬ জন জরায়ু ক্যান্সার এ মেয়ে মারা গিয়েছে।
❌একটি প্যাডকে আপনি সারাদিন ব্যবহার করবেন না,আপনি সেটিকে ৫ঘন্টা ব্যবহার করুন।হুয়িস্পারের মত প্যাড গুলিতে আল্ট্রা ন্যাপকিন ব্যবহার করা হয়, যা তরল ন্যাপকিনে রূপান্তরিত করে,এটি ব্লাডার ও জরায়ুতে ক্যান্সার সৃষ্টি করে । সুতরাং অনুগ্রহ করে কটন তৈরি প্যাড ব্যবহার করার চেষ্টা করুন এবং যদি আপনি আল্ট্রা প্যাড ব্যবহার করেন, তবে অনুগ্রহ করে ৫ ঘন্টার মধ্যে এটি পরিবর্তন করুন। । সময় যদি দীর্ঘায়িত হয় রক্ত সবুজ হয়ে যায় এবং ছত্রাক গঠন জরায়ু ও শরীরের ভিতরে প্রবেশ করে।
#লক্ষণ সমূহ:
১.যোনি থেকে সাদাস্রাবের মতো তরল বের হওয়া।
২.যোনিরস বের হওয়া বন্ধ হওয়া।
#সতর্কতাঃ
1⃣ কালো প্যান্টি পরবেন না।
2⃣ ভেজা প্যান্টি পরবেন না।
3⃣ যোনিতে কোন ক্যামিকেল ব্যবহার করবেন না।
4⃣ ফরেন অবজেক্ট ঢুকাবেন না।
#স্তন ক্যান্সার কিভাবে বন্ধ করবেন?
1⃣প্রতিদিন আপনার ব্রা ধুয়ে নিন ।
2⃣গ্রীষ্মে কালো ব্রা এড়িয়ে চলুন।
3⃣ঘুমানোর সময় ব্রা পরবেন না ।
4⃣খুব ঘন ঘন ব্রা পরবেন না ।
5⃣আপনি যখন সূর্যের নিচে থাকবেন তখন সবসময় আপনার ওড়না দিয়ে আপনার বুক পুরোপুরি ঢেকে রাখুন ।
6⃣একটি ডিওডোরেন্ট ব্যবহার করুন, যেটি এন্টি antiperspirant নয় ।
সব মহিলাদের কাছে এটা পৌছান যাতে করে তারা এটি নিজে নিজেই যত্ন নিতে পারে।
এটি শেয়ার করতে লজ্জা করবেন না, সে ছেলে হোক কিংবা মেয়ে।
আমি প্রচারণা শুরু করলাম আপনিও শুরু করুন আপনার মা,বোন,স্ত্রীর কিংবা নিজের জন্য।
ধন্যবাদ সবাইকে।
#তথ্যঃ টাটা ক্যান্সার হাসপাতাল এর গবেষনা টিম।
#সংগৃহীত
@
শারীরিক সমস্যা আর নয়-সংসার হবে সুখময়, আপনি কি কোন রোগে ভুগছেন..? তাহলে আর সময় নষ্ট করবেন না, প্রতিদিন বেল ২টার মধ্যে ফিস-সহ ফোনে সিরিয়াল নিশ্চিত করে নির্ধারিত সময়ে ডাক্তারের পরামর্শ ও হোমিওপ্যাথিক চিকিৎসা নিন (ফিস- 01918068686 বিকাশ/নগদে)। মনে রাখবেন, এখানে শুধুমাত্র সিরিয়াল দেওয়া রুগিদেরই বিকাল ৫টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত সরাসরি বা টেলিফোনে/অনলাইনে চিকিৎসা সেবা দেওয়া হয়, তবে অতি দরিদ্র রুগীদের চিকিৎসার জন্য ডাক্তারের ফিস নেওয়া হয়না। পার্শ্বপ্রতিক্রিয়া বিহীন চিকিৎসা নিন, সুস্থ-সবল কাটবে দিন। তাই আজই যোগাযোগ করুন...
@
ডা. পি, কে, কর DHMS, BHB(Dhaka)
নীলটুলি, মুজিব সড়ক, ফরিদপুর।
মোবাঃ/ইমু/হোয়ার্টঅ্যাপঃ+8801918068686
(বিঃদ্রঃ এখানে টেলিফোনে/অনলাইনে রোগ লক্ষণের বিবরণ নিয়ে চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান এবং প্রয়োজনে কুরিয়ারের মাধ্যমেও ঔষধ পাঠানোর ব্যাবস্থা করা হয়)

🔸অদ্ভুত কিছু লক্ষন আছে যে লক্ষন গুলো অন্য ঔষধে খুব একটা পাওয়া যায়না, এমন হলে দু একটা লক্ষনেই ঔষধ প্রয়োগে আশ্চর্য জাদুকরী...
12/06/2025

🔸অদ্ভুত কিছু লক্ষন আছে যে লক্ষন গুলো অন্য ঔষধে খুব একটা পাওয়া যায়না, এমন হলে দু একটা লক্ষনেই ঔষধ প্রয়োগে আশ্চর্য জাদুকরী ফলাফল পাওয়া যায়। এমনই কিছু ঔষধের অদ্ভুত লক্ষন তুলে ধরা হল---

★ বিসমাথ---- জলপান করা মাত্রই বমি ( এ্যাপো, আর্স)

★ বোরাক্স --- নাগরদোলায় চড়তে চায় না, লিফট দিয়ে নামতে চায় না।

★ ব্যাপটিসিয়া---- মুখে দারুন গন্ধ,

★ ব্যারাইটা কার্ব --- বাচ্চারা বাড়ীতে অতিথি আসলেই লুকিয়ে পড়ে,বৃদ্ধেরা বাচ্চাদের সাথে খেলতে চায়,কি করবে বুঝতে পারে না, কোন ডিসিশন নিতে পারে না।

★ বেলেডোনা --- মাথার যন্ত্রণা এক কান থেকে অন্য কানের দিকে আড়াআড়ি ভাবে যায় ,

★ বেঞ্জোয়িক এ্যাসিড--- প্রস্রাবে ভীষণ দূর্গন্ধ

★ বোভিষ্টা --- মাসিকের আগে বা পরে পাতলা পায়খানা হয়,

★ ব্রোমিয়াম--- জাহাজে যারা দীর্ঘদিন থাকে তাদের কারুর হাঁপানি থাকলে সেই হাঁপানির কষ্ট জাহাজ ল্যান্ডিং করলে ডাঙ্গায় আসলে যেখানে কমার কথা, সেখানে না কমে বরং উল্টে বেড়ে যায়,

★ ব্রায়োনিয়া--- রাত ৯ টায় জ্বর বা অন্য কোন কমপ্লেইন বৃদ্ধি হয়।

★ বিউফো রানা - রাতে ঘুমের মধ্যে তড়কা বেশী হয়, ( ঘুমের মধ্যে হয় না দিনে বেশী হয়--- এগারিকাস)

নোট: সঠিকভাবে লক্ষন বুঝতে না পারলে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিবেন।

🌹☃︎ঘুমের লক্ষনের উপর হোমিওপ্যাথি ঔষধঃ➪✩কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে দিতে ঘুমিয়ে পড়ে – ব্যাপ , হায়োস ।۞চেয়ারে বসলেই ঘুম ...
19/05/2025

🌹☃︎ঘুমের লক্ষনের উপর হোমিওপ্যাথি ঔষধঃ➪
✩কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে দিতে ঘুমিয়ে পড়ে – ব্যাপ , হায়োস ।
۞চেয়ারে বসলেই ঘুম পায় – নেট – ফস ।
۞সন্ধ্যাবেলায় বসে থাকলেই ঘুম পায় – নাক্স – ভম ।
۞ বিকেলবেলায় ঘুম পায় – ক্যাল্কে – কার্ব ।
۞পড়তে বসলে ঘুম পায় – কলচি , নেট – মিউর ।
𖣘 বসলেই ঘুম পায় – সিনা , নেট – মিউর , নাক্স – ভম , সিপিয়া ।
𖧷খাওয়ার পরেই ঘুম পায় – এগারি , ক্যাল্কে-কার্ব , ক্যাপ্সি , চায়না , কেলি-কার্ব , নাক্স – ভম , ফস , রাস- টক্স , সালফ , কার্ব – ভেজ , একোন ।
𑁍 খাওয়ার পর দাঁড়িয়ে থাকতে পারে না, ঘুম পায় – ম্যাগ – কার্ব ।
❁খাওয়ার পর দাঁড়ালে ঘুম পায় - ম্যাগ – কার্ব ।
❁খাওয়ার পর কথা বললে ঘুম পায় - ম্যাগ – কার্ব ।
☼︎ বমির পর ঘুম পায় – ইথুজা , এ-টাট , ইপি , স্যানিকি ।
𖣔সর্বদা অত্যন্ত ঘুমঘুম ভাব – নাক্স- ম , ফাইসসটিগমা ।
𖣔হাসি ঠাট্টার পর ঘুম পায় – ফস ।
۞সকালে ঘুম পায় – ক্যাল্কে – কার্ব , ক্যাল্কে – ফ , কোনি , গ্রাফাই , নাক্স-ভম , সিপিয়া , সালফ ।
߷প্রসবের পর প্রসূতিদের ঘুম পায় – ফেলানড্রি ।
۞হাঁটতে হাঁটতে ঘুম পায় – একোন ।
۞মলত্যাগের পর ঘুম পায় – ইথুজা , নাক্স-ম , সালফ ।
** কথা বলতে বলতে ঘুম পায় – চেলিডো , ম্যাগ-কার্ব , প্লাম্বাম ।
𖣔লিখতে বসলে ঘুম পায় – এসিড-ফস
@
হোমিওপ্যাথিক চিকিৎসার জন্য...
ডা. পি, কে, কর DHMS (BHB)
নীলটুলী, মুজিব সড়ক, ফরিদপুর।
মোবাইলঃ 01918068686

🏖️ইমারজেন্সি ১০টি হোমিও  ঔষধের  নাম (সাথে  প্রধান  প্রধান  লক্ষণ) দেওয়া  হলো  যেগুলো  কিনে  এনে সব সময় ঘরে রাখবেন।তাহলে ...
11/05/2025

🏖️ইমারজেন্সি ১০টি হোমিও ঔষধের নাম (সাথে প্রধান প্রধান লক্ষণ) দেওয়া হলো যেগুলো কিনে এনে সব সময় ঘরে রাখবেন।তাহলে প্রয়োজনের সময় রাত-বিরাতে জরুরী মুহূর্তে চিকিৎসার জন্য ছোটাছুটি করতে হবেনা।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
১🍒Arnica montana : যে-কোন ধরনের আঘাত, থেতলানো, মচকানো, মোচড়ানো, ঘুষি, লাঠির আঘাত বা উপর থেকে পড়ার কারণে ব্যথা পেলে আর্নিকা খেতে হবে। শরীরের কোন একটি অঙ্গের বেশী ব্যবহারের ফলে যদি তাতে ব্যথা শুরু হয়, তবে আর্নিকা খেতে ভুলবেন না। আক্রান্ত স্থানে এমন তীব্র ব্যথা থাকে যে, কাউকে তার দিকে আসতে দেখলেই সে ভয় পেয়ে যায় (কারণ ধাক্কা লাগলে ব্যথার চোটে তার প্রাণ বেরিয়ে যাবে)। রোগী ভীষণ অসুস্থ হয়েও মনে করে তার কোন অসুখ নেই, সে ভালো আছে। উপরের লক্ষণগুলোর কোনটি থাকলে যে-কোন রোগে আর্নিকা প্রয়োগ করতে পারেন।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
২🍒 Aconitum napellus :- যে-কোন রোগই হউক না কেন (জ্বর-কাশি-ডায়েরিয়া-আমাশয়-নিউমোনিয়া-পেটব্যথা-হাঁপানি-মাথাব্যথা-বুকেব্যথা-শ্বাসকষ্ট-বার্ড ফ্লু-বুক ধড়ফড়ানি প্রভৃতি), যদি হঠাৎ শুরু হয় এবং শুরু থেকেই মারাত্মকরূপে দেখা দেয় অথবা দুয়েক ঘণ্টার মধ্যে সেটি মারাত্মক আকার ধারণ করে, তবে একোনাইট ঔষধটি হলো তার এক নাম্বার ঔষধ। একোনাইটকে তুলনা করা যায় ঝড়-তুফান-টর্নেডোর সাথে.....প্রচণ্ড কিন্তু ক্ষণস্থায়ী। একোনাইটের রোগী রোগের যন্ত্রণায় একেবারে অস্থির হয়ে পড়ে। রোগের উৎপাত এত বেশী হয় যে, তাতে রোগী মৃত্যুর ভয়ে ভীত হয়ে পড়ে। রোগী ভাবে সে এখনই মরে যাবে।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
৩🍒 Bryonia alba : ব্রায়োনিয়ার প্রধান প্রধান লক্ষণ হলো রোগীর ঠোট-জিহ্বা-গলা শুকিয়ে কাঠ হয়ে থাকে,প্রচুর পানি পিপাসা থাকে, রোগী অনেকক্ষণ পরপর একসাথে প্রচুর ঠান্ডা পানি পান করে, নড়াচড়া করলে রোগীর কষ্ট বৃদ্ধি পায়, রোগীর মেজাজ খুবই বিগড়ে থাকে, কোষ্টকাঠিন্য দেখা দেয় অর্থাৎ পায়খানা শক্ত হয়ে যায়, প্রলাপ বকার সময় তারা সারাদিনের পেশাগত কাজের কথা বলতে থাকে অথবা বিছানা থেকে নেমে বাড়ি যাওয়ার কথা বলে, শিশুদের কোলে নিলে তারা বিরক্ত হয়, মুখে সবকিছু তিতা লাগে। যে-কোন রোগই হউক না কেন, যদি উপরের লক্ষণগুলোর অন্তত দু-তিনটি লক্ষণও রোগীর মধ্যে পাওয়া যায়, তবে ব্রায়োনিয়া সেই রোগ সারিয়ে দিবে। ব্রায়োনিয়া ঔষধটি নিউমোনিয়ার জন্য আল্লাহ্‌র একটি বিরাট রহমত স্বরূপ। সাধারণত নিম্নশক্তিতে খাওয়ালে ঘনঘন খাওয়াতে হয় কয়েকদিন কিন্তু (১০,০০০ বা ৫০,০০০ ইত্যাদি) উচ্চশক্তিতে খাওয়ালে দুয়েক ডোজই যথেষ্ট।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
৪🍒 Rhus toxicodendron : রাস টক্সের প্রধান প্রধান লক্ষণ হলো প্রচণ্ড অস্থিরতা, রোগী এতই অস্থিরতায় ভোগে যে এক পজিশনে বেশীক্ষণ স্থির থাকতে পারে না, রোগীর শীতভাব এমন বেশী যে তার মনে হয় কেউ যেন বালতি দিয়ে তার গায়ে ঠান্ডা পানি ঢালতেছে, নড়াচড়া করলে (অথবা শরীর টিপে দিলে) তার ভালো লাগে অর্থাৎ রোগের কষ্ট কমে যায়, স্বপ্ন দেখে যেন খুব পরিশ্রমের কাজ করতেছে। বর্ষাকাল, ভ্যাপসা আবহাওয়া বা ভিজা বাতাসের সময়কার যে-কোন জ্বরে (বা অন্যান্য রোগে) রাস টক্স এক নাম্বার ঔষধ। রাস টক্স খাওয়ার সময় ঠান্ডা পানিতে গোসল বা ঠান্ডা পানিতে গামছা ভিজিয়ে শরীর মোছা যাবে না। বরং এজন্য কুসুম কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। কেননা ঠান্ডা পানিতে গোসল করলে রাস টক্সের একশান নষ্ট হয়ে যায়। (* ব্রায়োনিয়া এবং রাস টক্সের প্রধান দুটি লক্ষণ মনে রাখলেই চলবে ; আর তা হলো - নড়াচড়া করলে ব্রায়োনিয়ার রোগ বেড়ে যায় এবং রাস টক্সের রোগ হ্রাস পায় / কমে যায়।)
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
৫🍒 Belladonna : তিনটি লক্ষণের উপর ভিত্তি করে বেলেডোনা ঔষধটি প্রয়োগ করা হয়ে থাকে, যথা-উত্তাপ, লাল রঙ এবং জ্বালা-পোড়া ভাব। যদি শরীরে বা আক্রান্ত স্থানে উত্তাপ বেশী থাকে, যদি আক্রান্ত স্থান লাল হয়ে যায় (যেমন- মাথা ব্যথার সময় মুখ লাল হওয়া, পায়খানার সাথে টকটকে লাল রক্ত যাওয়া), শরীরে জ্বালা-পোড়াভাব থাকে, রোগী ভয়ঙ্কর সব জিনিস দেখে, ভয়ে পালাতে চেষ্টা করে, অনেক সময় মারমুখী হয়ে উঠে ইত্যাদি ইত্যাদি। জ্বরের সাথে যদি রোগী প্রলাপ বকতে থাকে, তবে বেলেডোনা তাকে উদ্ধার করবে নিশ্চিত। উপরের লক্ষণগুলো কোন রোগীর মধ্যে পাওয়া গেলে যে-কোন রোগে (জ্বর-কাশি-ডায়েরিয়া-আমাশয়-রক্তআমাশয়-পেটব্যথা-মাথাব্যথা-বুকেব্যথা-শ্বাসকষ্ট-বার্ড ফ্লু-বুক ধড়ফড়ানি প্রভৃতি) বেলেডোনা প্রয়োগ করতে পারেন।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
৬🍒 Arsenicum album : আর্সেনিকের প্রধান প্রধান লক্ষণ হলো রোগীর মধ্যে প্রচণ্ড অস্থিরতা (অর্থাৎ রোগী এক জায়গায় বা এক পজিশনে বেশীক্ষণ থাকতে পারে না। এমনকি গভীর ঘুমের মধ্যেও সে নড়াচড়া করতে থাকে।), শরীরের বিভিন্ন স্থানে ভীষণ জ্বালা-পোড়া ভাব, অল্প সময়ের মধ্যেই রোগী দুর্বল-কাহিল-নিস্তেজ হয়ে পড়ে, রোগীর বাইরে থাকে ঠান্ডা কিন্তু ভেতরে থাকে জ্বালা-পোড়া, অতি মাত্রায় মৃত্যু ভয়, রোগী মনে করে ঔষধ খেয়ে কোন লাভ নেই- তার মৃত্যু নিশ্চিত, গরম পানি খাওয়ার জন্য পাগল কিন্তু খাওয়ার সময় খাবে দুয়েক চুমুক। বাসি-পচাঁ-বিষাক্ত খাবার খেয়ে যত মারাত্মক রোগই হউক না কেন, আর্সেনিক খেতে দেরি করবেন না। ফল-ফ্রুট খেয়ে (ডায়েরিয়া, আমাশয়, পেট ব্যথা ইত্যাদি) যে-কোন রোগ হলে আর্সেনিক হলো তার এক নম্বর ঔষধ।প
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
৭🍒 Mercurius solubilis: মার্ক সল ঔষধটির প্রধান প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয় কিন্তু রোগী আরাম পায় না, ঘামে দুর্গন্ধ বা মিষ্টি গন্ধ থাকে, কথার বিরোধীতা সহ্য করতে পারে না, ঘুমের মধ্যে মুখ থেকে লালা ঝরে, পায়খানা করার সময় কোথানি, পায়খানা করেও মনে হয় আরো রয়ে গেছে, অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায়। রোগী ঠান্ডা পানির জন্য পাগল। ঘামের কারণে যাদের কাপড়ে হলুদ দাগ পড়ে যায়, তাদের যে-কোন রোগে মার্ক সল উপকারী। এটি আমাশয়ের এক নম্বর ঔষধ। উপরের লক্ষণগুলো থাকলে যে-কোন রোগে মার্ক সল প্রয়োগ করতে পারেন।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
৮🥀Phosphorus : ফসফরাসের প্রধান প্রধান লক্ষণ হলো এই রোগীরা খুব দ্রুত লম্বা হয়ে যায় (এবং এই কারণে হাঁটার সময় সামনের দিকে বেঁকে যায়), অধিকাংশ সময় রক্তশূণ্যতায় ভোগে, রক্তক্ষরণ হয় বেশী, অল্প একটু কেটে গেলেই তা থেকে অনেকক্ষণ রক্ত ঝরতে থাকে, রোগী বরফের মতো কড়া ঠান্ডা পানি খেতে চায়, মেরুদন্ড থেকে মনে হয় তাপ বেরুচ্ছে, একা থাকতে ভয় পায়, হাতের তালুতে জ্বালাপোড়া ইত্যাদি ইত্যাদি লক্ষণ থাকলে যে-কোন রোগে ফসফরাস প্রয়োগ করতে হবে।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
৯🍒Nux vomica : যারা অধিকাংশ সময়ে পেটের অসুখে-বদহজমে ভোগে, বদমেজাজী, ঝগড়াটে, বেশীর ভাগ সময় শুয়ে-বসে কাটায়, কথার বিরোধীতা সহ্য করতে পারে না এবং অল্প শীতেই কাতর হয়ে পড়ে, এটি তাদের (জ্বর-কাশি-ডায়েরিয়া-আমাশয়-রক্তআমাশয়-পেটব্যথা-মাথাব্যথা-বুকেব্যথা-শ্বাসকষ্ট প্রভৃতি) ক্ষেত্রে ভালো কাজ করে। অধিকাংশ রোগ রাতের বেলা বেড়ে যায়। পান-সিগারেট-মদ-গাজা-ফেনসিডিল-হিরোইন দীর্ঘদিন সেবনে শরীরের যে ক্ষতি হয়, নাক্স ভমিকা তাকে সুস্হ করবে।
🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
১০🍒 Eupatorium perfoliatum : ইউপেটোরিয়াম পারফো নামক ঔষধটি প্রধানত ডেঙ্গু জ্বরে ব্যবহৃত হয়। তবে যে-কোন জ্বরে এটি খেতে পারেন যদি তাতে ডেঙ্গু জ্বরের মতো প্রচণ্ড শরীর ব্যথা থাকে। জ্বরের মধ্যে যদি শরীরে এমন প্রচণ্ড ব্যথা থাকে যেন মনে হয় কেউ শরীরের সমস্ত হাড় পিটিয়ে গুড়োঁ করে দিয়েছে। পানি বা খাবার যাই পেটে যায় সাথে সাথে বমি হয়ে যায়।আইসক্রীম বা ঠান্ডা পানি খেতে ইচ্ছে হয়। রোগী খুবই অস্থির থাকে, এক মুহূর্ত স্থির হয়ে বসতে পারে না। ইনফ্লুয়েঞ্জা বা সিজনাল ভাইরাস জ্বরেও যদি প্রচণ্ড শরীর ব্যথা থাকে তবে ইউপেটোরিয়াম খেতে হবে।
-----------------------------------------------------
🌹সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে, হেল্পলাইন- 01918068686

12/04/2025

পুরুষের যৌন উত্তেজনা বাড়ানোর জন্য
ওয়ান টাইম ঔষধ খেয়ে
কিডনি ও লিভারের ক্ষতি করবেন না।
"স্থায়ী চিকিৎসা নিন"

*সিনিয়র সিটিজেনদের জন্য অতি প্রয়োজনীয়*সিনিয়র সিটিজেনদের শরীরের হাড় ভাঙ্গা থেকে রক্ষা পাওয়ার  জন্য প্রয়োজনীয়  কিছু টিপসসম...
25/01/2025

*সিনিয়র সিটিজেনদের জন্য অতি প্রয়োজনীয়*

সিনিয়র সিটিজেনদের শরীরের হাড় ভাঙ্গা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজনীয় কিছু টিপসসম্বলিত একটি পোস্ট ------

বয়োবৃদ্ধদের জন্য bone density পরীক্ষা করিয়ে কোনো লাভ নেই। কারণ তাদের osteoporosis থাকবেই, আর বয়স যত বাড়বে, এর মাত্রাও বাড়তে থাকবে, সেই সাথে বাড়বে হাড় ভাঙ্গার ঝুঁকি।

বর্ষীয়ান যত লোক পড়ে গিয়ে চোট পান তাদের প্রায় অনেকেই অল্প দিনের মধ্যে মারা যান। পড়ে গিয়ে সবসময় আঘাত গুরুতর না হলেও পতনের দৈহিক ও মানসিক ঝাঁকুনি শরীর ও মনকে ভীষণ ভাবে পর্যুদস্ত করে দেয় যার ধকল সকলে সামলে উঠতে পারে ন।

যাদের বয়স ষাট পেরিয়ে গেছে তাদের হাড় ভাঙ্গা ঠেকানোর সবচেয়ে বড় উপায় হলো পড়ে গিয়ে ব্যাথা পাওয়া রোধ করা।
কীভাবে করবেন?

একটাই উপায় --- “সাবধান, সাবধান, সবসময় সাবধান”!

যেমন ---
১) কোনো কিছু ধরা বা পাড়ার জন্য কখ্খনো চেয়ার বা টুলজাতীয় কিছুর ওপর উঠে দাঁড়াবেন না।

২) বৃষ্টির দিনে বাইরে হাঁটতে যাবেন না।

৩) এই বয়সে কোমড়ের হাড় ভাঙ্গার এক নম্বর কারণ হলো বাথরুমে পা পিছলে পড়ে যাওয়া। তাই স্নান করার সময় বা বাথরুম ব্যবহারের সময় অতিরিক্ত সতর্ক থাকুন।

 বিশেষ করে নারীরা, বাথরুমে দাঁড়িয়ে কাপড় বদলাবেন না। স্নান শেষে তোয়ালে বা শাড়ি পেঁচিয়ে বেরিয়ে আসুন এবং ধীরে সুস্থে ঘরে গিয়ে কাপড় পরুন।

 বাথরুমে ঢোকার আগে ভালো করে দেখুন মেঝে ভেজা কিনা। ভেজা থাকলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করুন।
কেবল কমোড ব্যবহারের চেষ্টা করুন। হাঁটু ভাঁজ করে বসলে উঠতে অনেক বেগ পেতে হতে পারে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
সম্ভব হলে কমোড থেকে উঠার সময় হাতে টান দিয়ে ধরার মতো কোনো হাতল দেওয়ালে লাগিয়ে নিন।
স্নান করার সময়ও বসার জন্য টুল ব্যবহার করুন। চোখ বন্ধ করে মাথায় জল ঢালবেন না।

৪) রাতে ঘুমাতে যাওয়ার আগে দেখে নিন ঘরের মেঝেতে কিছু পড়ে আছে কিনা যাতে পা লেগে হোঁচট খেতে পারেন। মেঝে যেন অবশ্যই ভেজা না থাকে সে ব্যাপারে অতিরিক্ত সকর্ক থাকুন।

৫) রাতে ঘুম ভাঙ্গলে বিছানা ছাড়ার সময় আগে ২-৩ মিনিট বিছানার পাশে বসুন, তারপর উঠে দাঁড়ান।

৬) অন্তত রাতের বেলায় বাথরুমের দরজা ভেতর থেকে বন্ধ করবেন না। সম্ভব হলে বাথরুমের ভেতরে একটি এলার্ম লাগিয়ে নিন যাতে করে জরুরি মুহূর্তে বেল বাজিয়ে কারোর সাহায্য চাইতে পারেন।

৭) কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাপড় বদলাবেন না। চেয়ারে বা বিছানায় বসে নিন।

৮) সিঁড়ি দিয়ে ওঠার সময় রেলিং ধরুন। দুই হাত পকেটে ঢুকিয়ে কখনো সিঁড়িতে পা রাখবেন না।

৯) যদি কখনো পড়েই যেতে থাকেন, চেষ্টা করুন হাত বাড়ান যাতে মাটি বা মেঝে ধরে ফেলতে পারেন – তাতে হাত ভেঙ্গে গেলেও কোমর ভাঙবে না।

১০) সারাদিন শুয়ে বসে থাকবেন না। রোজ খানিকক্ষণ হাঁটুন – যতটা সম্ভব।

১১) বিশেষ করে মহিলারা, ওজন কম রাখার ব্যাপারে অতিরিক্ত যত্নবান হোন। পরিমিত খাবার খাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেঁচে যাওয়া খাবার নষ্ট না করে খেয়ে ফেলার প্রবণতা কাজ করে অনেকের মাঝে। ভুলেও এটি করবেন না।
কখনো ভরপেট খাবেন না – যত মজার আর যত ভালো খাবারই হোক, সবসময় পেট ভরার আগে খাওয়া শেষ করবেন।

১২) সম্ভব হলে বাইরে রোদে কোনো কাজ করুন কিছুক্ষণ। তাতে ভিটামিন ডি-র প্রভাবে হাড় কিছুটা শক্ত হবে।

একবার পড়ে গিয়ে বড় ধরনের ব্যাথা পেলে গড়ে দশ বছর আয়ু কমে যায়। বৃদ্ধ বয়সে কোনো অপারেশন ভালো কাজে আসে না, আর ওষুধ খেয়ে বিছানায় শুয়ে শুয়ে চিকিৎসা মানে কেবল মৃত্যুর দিন গোনা। তাই সাবধান থাকার কোনো বিকল্প নেই।

লেখাটা অনেকখানি লম্বা হলেও আপনার বয়স যদি ষাট পেরিয়ে গিয়ে থাকে তাহলে কথাগুলো মনে রাখবেন। যাঁরা বয়োবৃদ্ধদের সেবা করছেন তারাও বিষয়গুলো মাথায় রাখবেন।
@
চিকিৎসার প্রয়োজনে যোগাযোগ-
ডা. পি,কে, কর DHMS, BHB(Dhaka)
নীলটুলি, মুজিব সড়ক, ফরিদপুর।
মোবাইলঃ 01918-068686

Address

Faridpur

Opening Hours

Monday 17:30 - 20:30
Tuesday 17:30 - 20:30
Wednesday 17:30 - 20:30
Thursday 17:30 - 20:30
Friday 09:00 - 12:30
Saturday 17:30 - 20:30
Sunday 17:30 - 20:30

Telephone

+8801918068686

Website

Alerts

Be the first to know and let us send you an email when হোমিও ডক্টরস্ চেম্বার & রিসার্চ কমপ্লেক্স posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share