20/04/2025
জাতীয় পর্যায়ে মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মাঝে সংস্কৃতি চর্চা বৃদ্ধি ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ফরিদপুর মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত "বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ - ২০২৫" এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২২শে এপ্রিল, ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে!
সময়ঃ বেলা ১২:০০ টা
স্থানঃ কলেজ অডিটোরিয়াম।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেনঃ-
অধ্যাপক ডাঃ দিলরুবা জেবা ম্যাম,
অধ্যক্ষ, ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর।
অধ্যাপক ডাঃ খান মুহাম্মদ আরিফ স্যার,
উপাধ্যক্ষ, ফরিদপুর মেডিকেল কলেজ, ফরিদপুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ-
ডাঃ মোঃ হুমায়ুন কবীর স্যার,
পরিচালক,
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুর।
সাংস্কৃতিক কমিটির সম্মানিত সভাপতি, অধ্যাপক ডাঃ নৃপেন্দ্র নাথ বিশ্বাস স্যার।
ক্রীড়া কমিটির সম্মানিত সভাপতি, ডাঃ সৈয়দ আসিফ উল আলম স্যারসহ অন্যান্য সম্মানিত শিক্ষক মন্ডলী ও চিকিৎসক বৃন্দ।
এছাড়াও ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন টুর্নামেন্টের চ্যাম্পিয়ন এবং রানার্স-আপ টিম কে পুরস্কৃত করা হবে!
⚽ফুটবল টুর্নামেন্টঃ
চ্যাম্পিয়নঃ অহর্নিশ-৩২ ব্যাচ
রানার্স-আপঃ অহন-৩০ ব্যাচ
🏏ক্রিকেট টুর্নামেন্টঃ
চ্যাম্পিয়নঃ তেজস্বী-৩৩ ব্যাচ
রানার্স-আপঃ অরিত্র-২৯ ব্যাচ
🏸ব্যাডমিন্ট টুর্নামেন্টঃ
🔹ছেলেঃ
চ্যাম্পিয়নঃ অরিত্র-২৯ ব্যচ (মোঃ রাব্বিকুল ইসলাম ও আব্দুর রকিব)
রানার্স-আপঃ অরিঞ্জয়-৩১ ব্যাচ (সোহানুর রহমান সোয়াদ ও মোঃ শাফিউল্লাহ)
দ্বিতীয় রানার্স-আপঃ অরিত্র-২৯ ব্যাচ (মোঃ জাহেদুল আলম শান্ত ও ফারহান আহমেদ)
🔹মেয়েঃ
চ্যাম্পিয়নঃ অহর্নিশ-৩২ ব্যাচ (সুমা আক্তার শিলা ও লামিয়া ইসলাম)
রানার্স-আপঃ অরিত্র-২৯ ব্যাচ (নাঈমা তাহের নুহা ও মেহ্জাবিন জান্নাত হাসান)
দ্বিতীয় রানার্স-আপঃ তেজস্বী-৩৩ ব্যাচ (অনামিকা চক্রবর্ত্তী দৃষ্টি ও
ফাহমিদা কাদের চৌধুরী)
সকল বিজয়ীদের অভিনন্দন!♥️
উক্ত আয়োজন সফল করতে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।