03/11/2024
★pathology (প্যাথলজি) কি?
উত্তরঃpathology হলো একটি বিশুদ্ধ প্রাণিবিজ্ঞানের প্রধান শাখা । এই শাখায় প্রাণিদেহে বিভিন্ন রোগ লক্ষণ, রোগতত্ত্ব, প্রতিকার ইত্যাদি বিশদভাবে আলোচনা করা হয়। অর্থাৎ pathology হলো চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা , যে শাখায় রোগ , রোগের কারণ, রোগের কারণে দেহের পরিবর্তন, রোগ নির্ণয় পদ্ধতি ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয়। শিক্ষা, চিকিৎসা ও গবেষণার প্রয়োজনে Pathology বিভিন্ন শাখায় ভাগ করা হয়েছে যেমন,
★Haemotology( হেমাটোলজি) হেমাটোজলি হলো প্যাথলজির এমন একটি শাখা যে শাখায় রক্ত সম্পর্কে বিস্তারিত, যেমন শরীরে স্বাভাবিক রক্তের গঠন, বিভিন্ন কারণে রক্তের বিভিন্ন কণিকার পরিবর্তন, রক্তের পরিবর্তনের কারণে যে সমস্ত রোগ এবং এগুলো কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করা হয়, তাকে hematology বলে।
★ Bacteriology ( ব্যাকটেরিওলজি) ব্যাকটপরিওলজি হলো চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় bacteria কি এবং কোন bacteria কিভাবে বংশ বিস্তার করে, কোন bacteria কি রোগ সৃষ্টি করে ইত্যাদি বিস্তারিত আলোচনা করা হয় তাকে Bacteriology বলে।
★ Microbiology ( মাইক্রোবায়োজলি) আমাদের শরিরে অনেক রোগের জন্য দায়ি বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া. চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে microbiology বলে।
★ Parasitology (প্যারাসাইটোলজি) প্যারাসাইটোজলি হলো চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় parasite বা পরজীবিদের জন্ম, মৃত্যু বাসস্থান এবং এদের কারণে মানুষের কি ক্ষতি হয় এবং এদের উপস্থিত কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করা হয় তাকে parasitology বলে।
★ Immunology (ইমিউনোলজি) ইমিউনলজি হলো প্যাথলজির এমন একটি শাখা যে শাখায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং এই ক্ষমতার পরিবর্তনের কারণসমূহ কি এবং কিভাবে নির্ণয় করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় তাকে immunology বলে।
★ Clinical pathology (ক্লিনিক্যাল প্যাথলজি) ক্লিনিক্যাল প্যাথজলি হচ্ছে pathology এর যে শাখায় রোগ নির্ণয়ের পদ্ধতিসমূহ অর্থাৎ কোন রোগ কি পদ্ধতিতে নির্ণয় করা যায় তা আলোচনা করা তাকে ক্লিনিক্যাল প্যাথলজি বলে।
★Histopathology( হিস্টোপ্যাথলজি) হিস্টোপ্যাথলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় দেহের কোষ এবং কলার স্বাভাবিক বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় এবং কি কারণে কোষ বা কলার গাঠনিক পরিবর্তন হতে পারে এবং তা কীভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করা হয় তাকে histopathology বলে।
★ Mycology (মাইকোজলি) মাইকোলজি হচ্ছে চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় fungus সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, অর্থাৎ fungus কী, এর উৎপত্তি, প্রকারভেদ কোন fungus কী রোগ সৃষ্টি করে এবং কীভাবে fungus ধ্বংস করা যায়, তা আলোচনা করা হয় তাকে mycology বলে।
★ Clinical Chemistry ( ক্লিনিক্যাল কেমিস্ট্রি) আমাদের শরীরে সবসময় বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া চলমান। এই সব বিক্রিয়া এবং শরীরে বিভিন্ন গ্রন্থি থেকে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, enzyme (GOT,GPT,AIK.phosphates) , glucose, urea, creatinine, uric acid, bilirubin, calcium ইত্যাদি নিঃসৃত হয় বা শরীরের প্রয়োজনে রক্তে থাকে। প্রয়োজনীয় বা অপ্রয়োজনীয় এসব রাসায়নিক পদার্থের হ্রাস, বৃদ্ধির কারণ , হ্রাস বৃদ্ধির কারণে শরিরের বিভিন্ন পরিবর্তন এবং এদের উপস্থিতর পরিমাণ নির্ণয় ইত্যাদি বিষয়ে যে শাখায় আলোচনা করা হয়েছে তাকে clinical chemistry বা biochemistry বলে।
বিঃদ্রঃ টাইপিং জনিত ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।