18/09/2024
বিসমিল্লাহির রহমানির রহিম। সালথা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর পক্ষ থেকে কাছেও দূরে সকল জনসাধারণকে জানাই শুভেচ্ছা সহ সু- স্বাগতম।
আর নয় ঢাকা আর নয় ফরিদপুর এখন থেকে ওই তো আপনার হাতের কাছেই সালথা বাজারে অবস্থিত সালথা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ঢাকা এবং ফরিদপুর থেকে চিকিৎসা সেবা দিতে আসছেন সব বড় বড় ডাক্তারগণ।জি হাঁ ভাই এখন থেকে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও শুক্রবার। রোগী দেখবেন
ডাঃমোঃ আল আমিন হোসেন
এম,বি,বি,এস,(ঢাকা)বি,সি,এস, (স্বাস্থ্য) পি,জি,টি,(অর্থপেডিক্স)
মেডিসিন মা ও শিশু, হাড় ভাঙ্গা, চর্ম ও যৌন রোগে বিশেষ অভিজ্ঞ। মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সালথা, ফরিদপুর,
রোগী দেখবেন প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও শুক্রবার।
বেলা ২ টা হতে রাত ৮টা পর্যন্ত।
ডাঃ মরিয়ম অন্তরা। এম,বি,বি,এস, পি,জি,টি, (গাইনি এন্ড অবস)
যে সকল বিষয়ে রোগী দেখবেন। গর্ভবতী, স্ত্রীরোগ, অনিয়মিত মাসিক, ঋতুস্রাব, ব্রোন ও মেস্তা।
রোগী দেখার সময় প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও শুক্রবার
দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত।
এছাড়াও প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার ও শুক্রবার ডাঃ মরিয়ম অন্তরা নিজেই গর্ভবতী মায়ের আল্ট্রাসনোগ্রাম করে থাকেন।
#সালথা ডিজিটাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের সেবা সমূহ:
#ডিজিটাল এক্স-রে । #ডিজিটাল ইসিজি। #ডিজিটাল আল্ট্রাসনোগ্রাম ফোর ডি কালার ডপলার। সকল প্রকার রক্তের প্যাথলজিক্যাল পরীক্ষা। ডেঙ্গু পরীক্ষা হেপাটাইটিস বি পরীক্ষা। বিদেশগামী ব্যক্তিদের প্রি- মেডিকেল চেকআপ ও সকল প্রকার হরমোন পরীক্ষা করা হয়। ঠিকানাটা মনে রাখবেন। ওই তো আপনার হাতের কাছেই। সালথা ডিজিটাল ডায়গনস্টিক এন্ড কলসালটেশন সেন্টার। জননী সুপার মার্কেট দ্বিতীয় তলা বাইপাস সড়ক সালথা বাজার, সালথা ফরিদপুর। তাই আর দেরি না করে এখনই অগ্রিম সিরিয়ালের জন্য এখনই
যোগাযোগ করুন। 01942-633-973