26/11/2024
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই?
মোটামুটি শীত শুরু হয়ে গেছে, তাই না!
এখন কিন্তু বাতাসে অনেক ধরনের জীবাণু ঘুরে বেড়াচ্ছে। সাধারণত ডাস্ট এলার্জি ও কোল্ড এলার্জি আছে যাদের, তারা কিন্তু এই শীতে একটু বেশিই সাবধানতা অবলম্বন করবেন।
এখন অনেকের সিজনাল জ্বর ও হচ্ছে। একদম ভয় পাবেন না। সাধারণত দু-তিন দিন এই জ্বর থাকে। তারপর আস্তে আস্তে সেরে যায়। তবে যদি এর ব্যতিক্রম দেখেন তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিবেন।
আর যে কোন ঔষধ সেবায় Alif Pharma BD তো আপনাদের পাশে আছেই। অনলাইন অর্ডার করেও হোম ডেলিভারি নিতে পারবেন। পাশাপাশি প্রাকৃতিক হারবাল উপাদান গুলো ব্যবহার করে উপকৃত হতে পারেন।
সবার সুস্থতা কামনা করছি। শুভ রাত্রি🥰