Aleya Pharmacy

Aleya Pharmacy For Veterinary Medicine Only

L*D রোগে আতংকিত হয়ে এন্টিবায়োটিক ইনজেকশন দিয়ে গরু মারবেন না!1) গরুর L*D রোগে প্রথম সপ্তাহে বেশী ঔষধ ব্যবহার করবেন না, এ ...
24/04/2025

L*D রোগে আতংকিত হয়ে এন্টিবায়োটিক ইনজেকশন দিয়ে গরু মারবেন না!

1) গরুর L*D রোগে প্রথম সপ্তাহে বেশী ঔষধ ব্যবহার করবেন না, এ সময় গরুর নিজের রোগ দমন সক্ষমতা দিয়ে রোগকে মোকাবেলায় সুযোগ দিতে হবে।কতটুকু মোকাবেলা করতে পারছে, এটা খেয়াল করে সাপোর্ট চিকিৎসা দিতে হবে। ভয়ে অগ্রীম চিকিৎসা করতে গিয়ে পিছিয়ে যাবেন।
2) এই সময়/ প্রথম দুই সপ্তাহ কোন প্রকার এন্টিবায়োটিক ব্যবহার করবেন না, কারন এটা ভাইরাস ঘটিত রোগ, ব্যকটেরিয়া ঘটিত রোগ না।
3) প্রথম সপ্তাহে যত বেশী ঔষধ খাওয়াবেন, এই রোগ ভাল হতে তত বেশী সময় লাগবে; ক্ষতি বেশী হবে, শেষে চিকিৎসা ব্যয় বাড়বে, তথাপি ও গরু-বাছুর বাঁচানো কঠিন হবে।
4) এ সময় আপনার প্রধান কাজ হল একটি থার্মোমিটার হাতের কাছে রাখা, জ্বর মাপা ও জ্বর নিয়ন্ত্রনে রাখা, ফাষ্টভেট/পাইরালজিন এসব ট্যবলেট খাওয়ান প্রতি আট ঘন্টা পরপর দিনে তিনবার। কম করে হলে দিনে 2-3 বার গোসল করাবেন, শরীর মুছে দিতে হবে, জ্বর 104 থেকে নীচে রাখতে হবে।
5) এই সময় খাবার সোডা বড় গরুর জন্য 30 গ্রাম,বাছুর হলে 15 গ্রাম, নিমপাতা পরিমান মত,জিংক সিরাপ বাছুরকে 50 মিলি, বড় গরুকে 100 মিলি করে 15-20 দিন খাওয়াতে থাকুন। এতে এ রোগের পার্শ্ব প্রতিক্রিয়া কম হবে।
6) গোটা গুলো মোটামুটি দৃশ্যমান হতে সুযোগ দিতে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই, এ সময় গরুর রোগ প্রতিরোধশক্তি এই ভাইরাসের বিরুদ্ধে ফাইট করছে এটা জোর করে বন্ধ করতে না যেয়ে একটু সময় দিন ও পরে নন স্টেয়রয়েড এন্টিহিস্টামিন ইনজেকশন দিতে পারেন। এসময় এষ্টাভেট/রেনাসিন ইনজেকশন 100 কেজি বডি ওয়েটের জন্য 8-10 সিসি পরপর তিন দিন/ এক দিন পরপর তিন বার দিতে পারেন। এ সময় রেজিঃ ভেটের পরামর্শ নিবেন।
7) এ সময় খাবার স্বাভাবিক রাখুন,ইলেকট্রোলাইটস/ডেক্সড্রোজ ও মিনারেলস সাপোর্ট দিতে পারেন। ওর স্যালাইন,লেবুর রস, ক্যালসিয়াম, এমাইনোভেট প্লাস সিরাপ এসব দিয়ে এনার্জি ও পুষ্ঠি সাপোর্ট দিতে হবে। এতে গরুর রোগ প্রতিরক্ষা তৈরীতে সহায়তা হবে।
8) এ সময় Duch vs, No lumpy, Lumpy cure, FRA C12 এসব পাউডার খাওয়াতে পারেন। এতে ভাইরাস ভেতর থেকে দূর্বল হয়ে যাবে।
9) নিমপাতা সিদ্ধ পানি, পটাশের পানি, স্যাম্পু, টিমসেন/ GPC8 /FAM 30 এসব দিয়ে গোসল করাতে হবে।

উল্লেখিত পরামর্শ গরু পালনকারী ভাই ও বোনেরা সঠিক ভাবে পালন করলে ভয়ানক L*D রোগ থেকে আপনার গরু দ্রুত সুস্থ্য হয়ে উঠবে ইনশাআল্লাহ্!

(আগে ভাল করে পড়ুন এরপর ফলো করুন )।

গরুকে মুরগির ফিড খাওয়ানোর ভয়ংকর পরিণতি – বাস্তব অভিজ্ঞতা এক খামারির!একটি গরু, যে প্রানীর যত্নে গড়ে উঠছিল এক খামারির স্বপ...
19/04/2025

গরুকে মুরগির ফিড খাওয়ানোর ভয়ংকর পরিণতি – বাস্তব অভিজ্ঞতা এক খামারির!

একটি গরু, যে প্রানীর যত্নে গড়ে উঠছিল এক খামারির স্বপ্ন – হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল। কারণ? ভুল খাদ্য!
খামারির অজ্ঞানতার কারণে গরুটিকে খাওয়ানো হয়েছিল ব্রয়লার মুরগির ফিড। কিছুদিনের মধ্যেই গরুটি নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকে। শেষমেশ পৃথিবীর মায়া কাটিয়ে গরুটি বিদায় নেয়। সেই সাথে খামারির অনেক কষ্ট আর স্বপ্নও শেষ হয়ে যায়।

বর্তমান বাজারে একটি গরুর মূল্য লাখ টাকার ওপরে। এমন দুঃখজনক মৃত্যু একজন খামারির জন্য কেবল আর্থিক ক্ষতিই নয়, মানসিকভাবে অনেক বড় একটা ধাক্কাও বটে। এই ক্ষতি পূরণ করতে সময় লাগে অনেক দিন।

পরে পোস্ট মর্টেম করে দেখা যায়, গরুর কিডনি, লিভার এবং ফুসফুসে পানি জমেছে। ছবিতে সেটাই পরিষ্কার বোঝা যাচ্ছে।
অনেকে ভুল ধারণায় থাকেন যে মুরগির ফিড খাওয়ালে গরু দ্রুত মোটা হয়। বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।
গরুর চামড়ার নিচে পানি জমে গরুকে হয়তো মোটা মনে হয়, কিন্তু জ*বাই করার পর দেখা যায় মাংস অনেকটাই শুকিয়ে গেছে।
মাংস হয় ফোলা নয়, বরং অনেক হালকা – যা বাজারে আশানুরূপ মূল্য আনে না।

ব্রয়লার ফিডে থাকা স্টার্চ ও হাড়ের গুঁড়ো গরুর হজম প্রক্রিয়ার জন্য উপযুক্ত নয়। এর ফলেই পেটে তৈরি হয় নানা জটিলতা, যা ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয় প্রাণীটিকে।

তাহলে প্রশ্ন হলো—এই ভুল পথে কেন হাঁটবেন?
যেখানে শুধুই ঝুঁকি, সেখানে গরুকে মুরগির ফিড খাওয়ানোর দরকারটা কী?

সঠিক খাদ্য, সঠিক যত্ন এবং সঠিক জ্ঞানই একজন খামারিকে সফল করতে পারে।
ভুল থেকে শিক্ষা নিন, সচেতন হোন, এবং আপনার গরুকে ভালোবাসুন।
কপি পোস্ট

মেহেদী এবং সজীব
28/03/2025

মেহেদী এবং সজীব

19/08/2024
নতুন প্রশিক্ষণ প্রাপ্ত পল্লি  ডাক্তারদের সাথে
19/08/2024

নতুন প্রশিক্ষণ প্রাপ্ত পল্লি ডাক্তারদের সাথে

Address

Faridpur

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801712737498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aleya Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Aleya Pharmacy:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category