Dr-Apurba Majumder, Occupational Therapist -3rd Batch

Dr-Apurba Majumder, Occupational Therapist -3rd Batch I'm a Sr. Occupational Therapy & Rehabilitation Consultant. Reg: BOTA-A-110/02. My LinkedIn Address: https://www.linkedin.com/in/otist-apurba-majumder-88038134.

Service to Paediatrics (ASD, ADHD, ADD, Rett's & Juverse Syndrome, CP, ID) & Neurologically (Nerve Injury, OA, RA, LBP, stroke, GBS, SCI) affected peoples.

০৩ রা ডিসেম্বর ২০২৪ ইং ৩৬ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস।এবারের প্রতিপাদ্য বিষয়:  "অন্তর...
02/12/2024

০৩ রা ডিসেম্বর ২০২৪ ইং ৩৬ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
এবারের প্রতিপাদ্য বিষয়: "অন্তর্ভূক্তি মূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগন"।

13/08/2023

কোন রোগের জন্য কি টেষ্ট করা হয়ঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔴CBC যে যে রোগে করা হয়ঃ
"""''''''''""""""""""""""'"''"'""""'''''''''"
⏩জ্বর হলে কি কারণে হচ্ছে তার ধারণা নেয়ার জন্য।অনেক সময় blood culture করতে হয়।
⏩শরীরে রক্তের পরিমাণ কেমন আছে জানার জন্য।
⏩রক্তের ঘাটতি থাকলে সেটা আয়রণ বা ভিটামিনের অভাবে হচ্ছে কিনা জানার জন্য।
⏩শরীরে এলার্জি কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্তে ইনফেকশন বা প্রদাহ কেমন তার ধারণা পাওয়া যায়।
⏩রক্ত জমাট বাধার উপাদান কি পরিমাণ আছে তা জানা যায়।
⏩ব্লাড ক্যান্সার হয়েছে কিনা তার ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Urine R/E প্রস্রাব টেস্ট যে যে কারনে করা হয়ঃ
""'''''''''''''''''''''''''''""""""""""""""""""
👉ইনফেকশন আছে কিনা,থাকলে সিভিয়ারিটি কতটুকু
👉ডায়াবেটিস আছে কিনা
👉প্রোটিন যায় কিনা
👉রক্ত যায় কিনা
👉কিডনীতে পাথর আছে কিনা
🔴RBS-Random Blood Sugar: ডায়াবেটিস আছে কিনা তার ধারণা করার জন্য প্রাথমিক টেস্ট।
🔵Serum Creatinine:যেইসব রোগীর কিডনীর সমস্যা হতে পারে বলে ধারণা করা হয় এ টেস্ট তাদের করা হয়।(প্রেশার ও ডায়াবেটিস রোগীর জন্য বাধ্যতামূলক টেস্ট। ব্যথার ঔষধ দেয়ার আগেও এটেস্ট করা উচিত)
🔴Lipid profile: রক্তে চর্বির পরিমাণ বুঝার জন্য এটা করা হয়।হার্টের ও প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য এটা খুব জরুরি।
🔵Serum Bilirubin: জন্ডিস আছে কিনা দেখা হয়।একদম প্রাথমিক টেস্ট।জন্ডিস হয়ে গেলে আরো টেস্ট করতে হয়।
🔴SGPT/SGOT: লিভারের কন্ডিশন বুঝার জন্য এটা করা হয়।লিভার কতটুকু এনজাইম উৎপন্ন করছে তা দেখা হয়।
🔵Serum Electrolyte: রক্তে খনিজের পরিমাণ জানার জন্য এটা করা হয়।শরীর দূর্বল লাগলে,বেশীবমি, ডায়রিয়া এসব ক্ষেত্রে এ পরীক্ষা করা হয়।
🔴HBsAG: জন্ডিস এবং লিভার কন্ডিশন বুঝার জন্য এ পরিক্ষা করা হয়।
🔵HBA1c: ডায়বেটিস বা রক্তে গ্লুকোজ নির্ণয়ের জন্য করা হয়।
🔵LFT: লিভারের সমস্যা বুঝতে এ পরিক্ষা করা হয়।
🔴BT CT: রক্তরােগের ব্যাপারে ধারণা পাওয়া যায়।
🔵Via Test: সার্ভিক্সের ইনফেকশন বা ক্যান্সার নির্ণয়ের জন্য এ পরিক্ষা করা হয়।
🔴TSH: Thyroid stimulating hormone এই পরিক্ষা হরমন নির্ণয়ের জন্য করা হয়।
🔵EcG: হৃদরােগের অবস্থা বুঝার জন্য প্রাথমিক টেস্ট।
🔴ChestX-ray: বুকের ও হার্টের কন্ডিশন বুঝার জন্য করা হয়।
© Copied

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর খাবারঃঅটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিস-অর্ডার। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের পুরোপুরি স্...
04/08/2023

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর খাবারঃ
অটিজম একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিস-অর্ডার। অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা না গেলেভূমিকা রাখতে পারে। অটিজম শিশুর সমস্যার মাত্রা বুঝে সঠিক নিউট্রিশন থেরাপি বা খাদ্য ব্যবস্থাপনা দিলে কিছু আচরণগত সমস্যা কমিয়ে আনা সম্ভব।
যেসব খাবার বর্জনীয়ঃ

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের কিছু খাবার বর্জনের কথা বলা হয়। যেমন-
আটা বা গমের তৈরি খাবার : এসব খাবারে গ্লুটেন থাকে। এই গ্লুটেন গ্রহণে শিশুদের ভেতর অস্থিরতা তৈরি হয়, মনোযোগের ঘাটতি হয়, অতিচঞ্চলতা দেখা যায় ইত্যাদি। তাই এসব লক্ষণ থাকলে গ্লুটেন আছে এমন খাবার যেমন—রুটি, পাউরুটি, পিঠা, পাস্তা, নুডলস, চানাচুর, ফ্রায়েড ফুড কিছুদিন বন্ধ রেখে শিশুর আচরণগত দিকগুলো পর্যবেক্ষণ করুন। তবে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সব শিশুর সমস্যা নাও হতে পারে।
দুধ বা দুগ্ধজাত খাবার : এই জাতীয় খাবারে বিদ্যমান থাকে কেজিন। বিভিন্ন গবেষণায় দেখা গেছে, দুধ বা দুধের তৈরি খাবারেও অটিজম শিশুর ভেতর নেতিবাচক আচরণের প্রবণতা বেড়ে যায়। তবে দই খেলে সমস্যা হয় না। অস্থিরতা, নিজেকে নিজে কামড় দেওয়া, মনোযোগের অভাব, স্থির হয়ে বসে না থাকা, বারবার হাত-মাথা দোলানো ইত্যাদি লক্ষণ থাকলে কিছুদিন দুধ ও দুগ্ধ জাতীয় খাবার বন্ধ রাখুন।
অন্যান্য : চকোলেটে থাকা অক্সালেট, প্যাকেটজাত খাবারে থাকা প্রিজারভেটিভ, টেস্টিং সল্ট, বাইরের ফাস্ট ফুডে থাকা ট্রান্সফ্যাট, কোল্ড ড্রিংকস, ক্যান জাতীয় খাবারে থাকা সিসা ইত্যাদি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর মস্তিষ্ক গঠন এবং আচরণগত সমস্যার জন্য ক্ষতিকারক।
উপকারী খাবারঃ
অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের জন্য কিছু খাবারের পরামর্শ দেওয়া হয়। যেমন—
সামুদ্রিক মাছ : সামুদ্রিক মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি এসিড, যা শিশুদের মস্তিষ্ক গঠনে সহায়ক। তাই সপ্তাহে এক-দুই দিন বয়স এবং চাহিদা অনুযায়ী দৈনিক ৬০ গ্রাম থেকে ৮০ গ্রাম পরিমাণ সামুদ্রিক মাছ দেওয়া উচিত।

ফলমূল : অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা পিকি ইটার হয়। অর্থাৎ কিছু নির্দিষ্ট খাবার ছাড়া অন্য খাবার খেতে চায় না। তাই প্রায়ই এই শিশুদের ভিটামিন ও মিনারেলসের ঘাটতি দেখা যায়। এ জন্য খাদ্যতালিকায় প্রতিদিন ১০০ গ্রাম পরিমাণ ফল রাখার চেষ্টা করুন। ফল সরাসরি খেতে না চাইলে জুস করে দেওয়া যাবে। নতুন খাবার দেওয়ার আগে কিছুদিন আগে থেকে সেই খাবারের স্বাদ, গন্ধের সঙ্গে পরিচিত করান।

শাক-সবজি : খাবার সঠিকভাবে পরিপাক হয় না এবং হজমশক্তি কম থাকে বলে এই শিশুদের প্রায়ই কোষ্টকাঠিন্যের সমস্যা দেখা যায়। এ জন্য সহজপাচ্য সবজি যেমন পেঁপে, লাউ, মিষ্টি কুমড়া, ঢেঁড়স, লালশাক ইত্যাদি শাক-সবজি খাদ্যতালিকায় রাখুন।

মেনে চলুন কিছু নিয়মঃ
* আটা, ময়দার তৈরি খাবারের পরিবর্তে চালের আটা দিয়ে বানানো রুটি, রাইস নুডলস, পাস্তা—এই ধরনের গ্লুটেন ফ্রি খাবার খাদ্যতালিকায় রাখুন।

* অ্যালার্জি না থাকলে দুধের পরিবর্তে নারকেল বা কাঠবাদামের দুধ দেওয়া যেতে পারে।

* বাদামের ভেতর চিনাবাদাম ও কাঠবাদাম এই দুই ধরনের বাদাম প্রতিদিন ১৫ গ্রাম পরিমাণে খাওয়ান। ওমেগা থ্রি ফ্যাটি এসিডের আরেকটি ভালো উদ্ভিজ্জ উৎস হলো আখরোট, যা খাদ্যতালিকায় সপ্তাহে দুই দিন রাখার চেষ্টা করুন।
সতর্কতাঃ
* সব অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরই যে একই ধরনের খাবারে সমস্যা হবে তা নয়। তাই একই ডায়েট সবার জন্য প্রযোজ্য নয়।

* অ্যালার্জি আছে এমন খাদ্য নির্বাচনে সতর্ক হোন।

* ইন্দ্রিয় সম্পর্কিত সমস্যার জন্য অনেক সময় শিশুরা কিছু খাবারের গন্ধ নিতে পারে না; যেমন কোনো ফল বা রান্না করা খাবার। তাই এ ধরনের সমস্যা আছে কি না সেটা খেয়াল রাখুন।

* খাবারে বৈচিত্র্য আনার চেষ্টা করুন। খুব পছন্দ করলেও একই খাবার প্রতিদিন দেবেন না। এতে খাবারের প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি বা অভক্তি আসতে পারে। তখন শিশু অন্যান্য পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়।

#সুমাইয়া সিরাজী, পুষ্টিবিদ ও বিশেষ শিক্ষক, প্রয়াস, ঢাকা ক্যান্টনমেন্ট
১৪ আগস্ট, ২০২১ ০০:০০

10/06/2023

Fair Use Disclaimer:
=================
This page may use some copyrighted materials without specific authorization of the owner but contents used here falls under the “Fair Use” as described in The Copyright Act 2000 Law No. 28 of the year 2000 of Bangladesh under Chapter 6, Section 36 and Chapter 13 Section 72. According to that law allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.

"Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use."

 #পায়ের_রগে_হঠাৎ_টান।  #ঘুমের_মধ্যে_পায়ের_রগে_হঠাৎ_টান। ঘুমের মধ্যে পায়ের কাফ মাসল সংকুচিত হয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেনন...
19/04/2023

#পায়ের_রগে_হঠাৎ_টান।
#ঘুমের_মধ্যে_পায়ের_রগে_হঠাৎ_টান।
ঘুমের মধ্যে পায়ের কাফ মাসল সংকুচিত হয়ে প্রচণ্ড ব্যথা অনুভব করেননি, এমন মানুষ পাওয়া কঠিন। হাঁটুর নিচ থেকে পায়ের পেছনের দিকের মোটা ও লম্বা মাংসপেশিকে কাফ মাসল বলে। পায়ের রগে এমন হঠাৎ টান পড়ার কারণ, কী করবেন, প্রতিরোধের উপায় কী—তা নিয়ে কিছু পরামর্শ:

কেন হয়?
++++++

■ শরীরে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়ামের ঘাটতি।

■ অতিরিক্ত ব্যায়াম, পরিশ্রম বা পায়ের পেশির বেশি ব্যবহার।

■ পানিশূন্যতা বা ডিহাইড্রেশন। খুব ঠান্ডা আবহাওয়া।

■ গর্ভকালীন, বিশেষ করে শেষের দিকে প্রয়োজনীয় খনিজের অভাবে রগে টান পড়ে।

■ বেশি সময় বসে থাকা, শক্ত জায়গায় দাঁড়িয়ে থাকা, ঘুমের সময় ভুল দেহভঙ্গির কারণে এমন হতে পারে।

কী করা উচিত?
++++++++++

■ পা সোজা করে পায়ের পেছনের মাংসপেশিতে হালকা মালিশ করতে পারেন।

■ গরম পানিতে তোয়ালে ভিজিয়ে হালকা সেঁক বা পানির বোতলে গরম পানি দিয়ে সেঁক দিতে পারেন পনেরো থেকে বিশ মিনিট।

■ ভয় পাবেন না, কারণ রিল্যাক্স পজিশনে থাকলে কিছু সময়ের মধ্যে ব্যথা চলে যায়।

■ গর্ভকালীন যে রগে টান পড়ে, বেশির ভাগ সময় প্রসবের পর পায়ের টান চলে যায়।

প্রতিরোধের উপায়:
++++++++++++

■ নিয়মিত কাফ মাসল স্ট্রেচিং করতে হবে।

■ সোজা হয়ে পায়ের আঙুলের ওপর ভর করে দাঁড়ালে কাফ মাসলে স্ট্রেচ হয়। দশ সেকেন্ড ধরে রেখে পা নামিয়ে ফেলুন। তিন বা চারবার করুন। প্রতিদিন অন্তত একবার।

■ বসে দুই পা সোজা করে, তোয়ালে দিয়ে পায়ের পাতা সামনের দিকে টেনে আনার চেষ্টা করুন। দশ সেকেন্ড ধরে রেখে ছেড়ে দিন। পাঁচ থেকে ছয়বার করুন।

■ সপ্তাহে অন্তত পাঁচ দিন ত্রিশ মিনিট করে হাঁটুন

■ শরীরে পর্যাপ্ত পানির অভাব হলে পায়ের মাংসপেশিতে টান লাগে। তাই প্রচুর পানি বা তরল গ্রহণ করুন। যেমন স্যুপ, ফলের রস, ডাবের পানি ইত্যাদি।

■ ক্যালসিয়ামসমৃদ্ধ খাবার খেতে হবে। যেমন ডিম, দুধ, সবুজ শাকসবজি, ফল, কলিজা ইত্যাদি।

**ডাক্তারের পরামর্শে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খেতে পারেন।

■ কিছু অবস্থান পরিহার করুন: যেমন পা ক্রস করে বসলে পায়ের ওপর চাপ পড়ে এবং রক্ত চলাচল ব্যাহত হয়। তাই এ ধরনের অবস্থানে বসবেন না। দীর্ঘ সময় একই ধরনের অবস্থানে না থেকে দু–এক ঘণ্টা পরপর বদলাতে হবে।

■ রাতে যাঁদের বেশি ক্রাম্প বা টান হয়, তাঁরা ঘুমাতে যাওয়ার আগে গরম পানিতে গোসল করতে পারেন।

■ সাঁতার খুব ভালো ব্যায়াম। সপ্তাহে অন্তত তিন দিন সাঁতার কাটতে পারেন।

উল্লেখ্য যে, কোন টেনশন করার দরকার নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।

Address

Tara Nibash City Complex, Trunk Road
Feni
3900

Opening Hours

Monday 09:00 - 13:00
Tuesday 10:00 - 13:00
17:00 - 20:00
Wednesday 10:00 - 13:00
17:00 - 20:00
Thursday 10:00 - 13:00
17:00 - 20:00
Friday 16:00 - 19:00
Saturday 10:30 - 13:00
17:00 - 20:00
Sunday 10:00 - 13:00
17:00 - 20:00

Telephone

+8801907957755

Website

https://www.facebook.com/dr.apurba.bsot

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Apurba Majumder, Occupational Therapist -3rd Batch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr-Apurba Majumder, Occupational Therapist -3rd Batch:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram