19/07/2025
একশত হোমিও মেডিসিনের বিশেষ -লক্ষন দ্বারা কবিতা....🥰
(শিক্ষার্থীদিগের স্মৃতিসহায়ক স্বরূপে একশত প্রধান ভেষজের দুই একটী বিশেষ বিশেষ লক্ষণ দ্বারা এই " কবিতা রচিত হইল। আশা করি শিক্ষার্থী ও নতুন চিকিৎসক বৃন্দ বিশেষ ভাবে উপকৃত হবেন।আরো নতুন নতুন কিছু জানতে চাইলে ফলো দিয়ে সাথে থাকুন।)
অরমে মরণ চেষ্টা, গভীর বিষাদ,
আর্সে অস্থিরতা, জ্বালা, তৃষ্ণা, অবসাদ।
আইওডিনে শক্ত গ্রন্থি, পেশীর শীর্ণতা,
আর্জেন্টে উচ্চ উদগার, শর্করা প্রিয়তা।
আঘাত আঘাতবৎ বেদনে আর্নিকা,
ইউপেট্ অস্থিব্যথা, জ্বর প্রশমিকা।
অজস্র অশ্রুনিঃস্রাবে শ্রেষ্ঠ ইউফ্রেস,
অন্নপথে জ্বালা, বমি, আইরিশে বিশেষ।
ইপিকাকে বিবমিষা লাল রক্তস্রাব,
ইগ্নেশিয়ায় হাসিকান্না, বিচিত্র স্বভাব।
ইথুজায় দুগ্ধ বমি, ঘূর্ণিত লোচন,
ইস্কুলাসে কটি ব্যথা, অর্শ নিদর্শন।
একোনাইটে মৃত্যুভয়, প্রদাহ, উষ্ণতা,
এক্টীয়ায় প্রসবে কম্প, স্নায়বীয় ব্যথা।
এন্টিক্রুডে শ্বেত জিহ্বা, বিরক্ত চরিত্র,
এন্টিটার্টে বুকে কফ, ঘৰ্ম্মাচ্ছন্ন গাত্র।
এপিসে ফুলা, ফোস্কা, দাহক যাতনা।
এপোসে শোথে তৃষ্ণা, পানেতে বমন,
নির্ম্মাংগে শীর্ণতা এবোটানমে লক্ষন।
এনাকার্ডে স্মৃতি লুপ্ত, শাপিতে বাসনা,
এপিসেতে ফুলা, ফোস্কা, দাহক যাতনা।
এপোসে শোখেতে তৃষ্ণা, পানেতে বমন,
নিম্নাঙ্গে শীর্ণতা এব্রোটানমে লক্ষণ।
ওষ্ঠ খোঁটা, নাসা খোঁটা এরমে প্রধান,
তীব্র সদ্দিস্রাবে সেপা অতি মূর্তিমান।
নিশাকালে নাসারুদ্ধ এমোনে লক্ষণ,
এলুমে কোমলমল তথাপি কুন্থন।
এলোজে প্রত্যুষে দাস্ত, তাড়াতাড়ি ধায়,
আফিমে সশব্দ শ্বাস, মূর্ছায় নিদ্রায়।
কল্পিকমে খাদ্য গন্ধে বমি উপজয়,
কলোসিন্থে পেটব্যথা, চাপে শান্তি হয়।
কলোফাইলে জরায়ুতে ভয়ঙ্কর ব্যথা,
কষ্টিকে নিদ্দিষ্ট একাঙ্গের অবশতা।
কার্ব্বোতে ব্যজন বাঞ্ছা অপাকে আত্মানে,
শীতলাঙ্গ, শ্বাস, ঘৰ্ম্ম, আসন্ন জীবনে।
ক্যালি কার্ব্বে স্পর্শদ্বেষ, উপরাক্ষি স্ফীতি,
রজ্জবৎ শ্লেষ্মা, ক্যালিবাই এর প্রকৃতি।
ক্যালিব্রোমে স্মৃতিলুপ্ত, হস্ত সঞ্চালন,
কুপ্রমে খেঁচুনি, খল্লী, নীলাভ বদন।
কো'নামে ব্যাহত মূত্র, শু'লে মাথা ঘোরে,
ক্যান্-ইণ্ডিকায় দিন দীর্ঘ বোধ করে।
দেহের যে কোন স্থানে বিন্দু বিন্দু জল,
বারিতেছে অনুভূতি ক্যান্-স্যাটে কেবল।
ক্যান্থারিসে মৃত্র কৃচ্ছ, মুত্রমার্গে জ্বালা,
ক্যামোর ক্রন্দনে শিশু করে ঝালাপালা।
শিরে ঘর্ম্ম, সুশ্রী চৰ্ম্ম, স্থূলত্ব প্রবণ,
শীতলতা, শীতাসহ্য ক্যাল্ককার্ব্বে লক্ষণ।
ক্যাল্ক আর্সে অল্পশ্রমে হৃৎকম্প হয়,
অপুষ্টাস্থি রোগ ক্যাল্ক ফসে নিবারয়।
ক্ষীণ কুপোষিত দীর্ঘ, রোগী ক্রিয়োজোটে,
শয়নে ঋতু প্রবাহ, ক্ষয়াদন্ত উঠে।
ক্রোকাসেতে কালরক্ত, মনে নানাভাব,
ক্রোটনে পানে আহারে, বাহ্যের স্বভাব।
বঝলকে ঝলকে ঋতু, একজিমা শরীরে,
গ্রাফা'টিসে আঠাসম সদা রস ঝরে।
গ্রনয়নে অর্কাঘাত সূর্য্যোতাপে ব্যাধি,
আব জন্য দৌর্ব্বলোতে চায়না মহৌষধি।
চেলিডে দক্ষিণস্কন্ধ-কোণে অতি ব্যথা,
জিঙ্কামে জীবনী হ্রাস, পায়ে অস্থিরতা।
ইচ্ছার অনায়ত্ত পেশী জেল্ল্সে নিদর্শন,
ট্যাবাকে শীতল ঘৰ্ম্ম, প্রবল বমন।
টেরিবিন্থে মূত্রে গন্ধ, রক্ত মূত্র পাত,
ঠাণ্ডায় উপজে ডাকেমেরার উৎপাত।
কাচ নিম্মিত দেহ থুজায় অনুভূতি,
সর্বাঙ্গে আঁচিল, ফোস্কা, অর্শবলী স্ফীতি।
জ্বরে সদাশীত, রোগে অতি অনুভূতি,
নকসে অগ্নিমান্দ্য, বৃথা বাহ্যের প্রবৃত্তি।
নকসমস্কে তন্দ্রালুতা, জিহ্বার শুষ্কতা,
নাইটি কএ দূষিত ক্ষত, সূচিবিদ্ধ ব্যথা।
ন্যাট্রামে ঘাড়ে শুষ্কতা, জ্বর ঠুটো ওঠে,
পডোফিলে অতিসার তীরবেগে ছুটে।
স্বল্পঋতু, অশ্রুপাত, রোগের লক্ষণ-
সতত পরিবর্তিত; পাল্সে নিদর্শন।
মলদ্বার খোলা, জ্বালা পৃষ্ঠে সবিশেষ,
শূন্যতা উদরে, বক্ষে ফসফরে নির্দেশ।
এসি-ফসে নির্জীবতা, শুক্র অপচয়ে,
ফাইটোল্যাক্কা স্তনে ব্রণে, স্তনবৃন্তে ঘায়ে।
ফিরমেটে নিরক্ততা, ফসে রক্ত কাশ,
নীচে যেতে ভীত হলে উৎকৃষ্ট ৰোৱাক্স।
বেলেডোনে চক্ষু লাল, মৃচ্ছ। প্রবণতা,
দ্রুতরোগ হ্রাসবৃদ্ধি, অতিমাথা ব্যাথা।
ব্যপটিশে আবে দুর্গন্ধ, সর্বঅঙ্গে ব্যথা,
সঞ্চালনে রোগ বৃদ্ধি ব্রাইয়ে বিশিষ্টতা।
কপালে শীতল ঘৰ্ম্ম সহ অতিসার,
মৃতবৎ মুখাকৃতি ভিরেট্রমে সার।
মার্কে রাত্রে ব্যথা বাড়ে, দুরন্ত কুন্থন,
নানারূপ ক্ষত, পুঁয প্রকৃষ্ট লক্ষণ। দাজ
রস্টক্সে কটিব্যথা, ত্রিভুজ জিহ্বায়,-
লাইকোতে পেটফাঁপা, গুড়া মুত্রের তলায়।
হাটিবার কালে ঋতু, বিরতি, বিশ্রামে,
পিতা অতিদ্রুত হৃদকম্প চিহ্ন লিলিয়ামে।
বামাঙ্গের ব্যাধি করে ল্যাকেসিসে শান্তি,
ট্র্যামোনেতে প্রচণ্ডতা, বাচালতা, ভ্রান্তি।
স্ট্যাগমে বক্ষে দৌর্ব্বল্য, ষ্ট্যাফে দন্ত ব্যথা,
আক্ষেপে অঙ্গ বিকৃতি সিকিউর শ্রেষ্ঠতা।
সাল্ল্ফারে দাঁড়াতে নারে, স্নান নাহি সয়,
পুনঃ পুনঃ রোগ ফিরে, কণ্ডু অতিশয়।
সিকেলে শীতল দেহ, বস্ত্র দেয় ফেলে,
সিড্রণে পৰ্য্যায়ে পীড়া আসে ঠিক কালে।
সিনায় নাক খুঁটা, কৃমি, ক্ষুধা বারংবার,
সিপিতে জরায়ুরোগ, ঔদাস্য অপার।
সিলিশিয়া পুঁজস্রাব, নালী ঘায়ে শ্রেষ্ঠ,
গলার ঘড়ঘড়ি ডাকে স্পঞ্জিয়া প্রকৃষ্ট।
বামার্জের শিরঃশূলে শ্রেষ্ঠ স্পাইজিলিয়া,
দক্ষিণাদ্ধে পশ্চাতে বা শ্রেষ্ঠ স্যাঙ্গুনিয়া।
স্যাবিনে কটিতে ব্যথা, গর্ভের বিনাশ,
শিশুদের শুষ্ক সদ্দি নাশে স্যাম্বুকাস।
হাওসায়মে নিল্লজ্জতা, পেশীর স্পন্দন,
হিপারে শীতলাসহ্য, পূজ উৎপাদন।
শৈরিক রক্ত নিঃস্রাবে হেমোমেলি শ্রেষ্ঠ,
কালে লাল গুড়া প্রস্রাবে হেলিবো গরীষ্ঠ।
♦ ডাঃ আইয়ুব রহমানী♦
DHMS.BHB.MM.BMB.STC.NU অধ্যাপক
(অনাঃ) ফেনী হোমিও মেডিকেল কলেজ।
যৌন রোগসহ সকল জটিল ও কঠিন
রোগ চিকিৎসায় ৪৫ বৎসরের অভিজ্ঞ।
চেম্বার
রহমানীয়া হোমিও ফার্মেসী
Rahmania Homeo Pharmacy
আবেদিন সুপার মার্কেট ট্রাংকরোড-ফেনী
01815-970040 # 01622-685497