Health Care Home Service- FENI

Health Care Home Service- FENI Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Health Care Home Service- FENI, Medical and health, Feni.

ফেনী এভারকেয়ার ডায়াগনষ্টিক  সেন্টারে নিম্নোক্ত পদ সমূহে যোগ্য জনবল নিয়োগ দেওয়া হবে। অভিজ্ঞতা সম্পন্ন অথবা পরিশ্রম প্রি...
23/12/2023

ফেনী এভারকেয়ার ডায়াগনষ্টিক সেন্টারে নিম্নোক্ত পদ সমূহে যোগ্য জনবল নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা সম্পন্ন অথবা পরিশ্রম প্রিয়তা, দীর্ঘদিন প্রতিষ্ঠানের সাথে থেকে কাজ করার মন মানসিকতা সম্পন্ন আগ্রহী ব্যক্তিদের আবেদন করার অনুরোধ রইলো।

03/03/2023

আপনার পরিবার বা আপনার নিজের জন্য বাসায় নার্সিং, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার সেবা প্রয়োজন?
বাসায় অসুস্থ বাবা-মা , ভাই – বোন অথবা নিকট আত্মীয় ২৪ ঘন্টা দেখাশোনার জন্য বাসায় একজন প্রশিক্ষনপ্রাপ্ত ও অভিজ্ঞ নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল এ্যাসিসটেন্ট, রাখতে চান?
”প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা আপনার বাসায়” এই ব্রত নিয়ে হেলথ কেয়ার এট হোম বাংলাদেশ আছে আপনার পাশে।
👉 জরুরী নার্সিং, ফিজিওথেরাপি, মেডিকেল এ্যাসিসটেন্ট, মেডিকেল কেয়ার গিভার সেবা ।
👉১২ /২৪ ঘন্টা (শিফটিং) ডিউটি।
যথাযথ স্বাস্থ্য বিধি মেনে আমাদের অভিজ্ঞ নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল এ্যাসিসটেন্ট, হাজির হবেন আপনার পাশে

14/09/2022

আসুন।একটু জ্ঞান দিই.....

কনজাংটিভাইটিসের(চোখ ওঠা) সিজন এখন। চারদিকে প্রচুর লোকজন আক্রান্ত এই রোগে। তাই সবসময় চেষ্টা করবেন হাত, চোখ পরিষ্কার রাখতে। পরিষ্কার করা ছাড়া চোখে হাত দিবেন না। চোখকে ধুলাবালি থেকে মুক্ত রাখুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু সাথে সাথে রাখুন। আক্রান্ত ব্যাক্তির সংস্পর্শে আসা পরিহার করুন। এটি কিন্তু অতিমাত্রায় ছোঁয়াচে।

চোখ ওঠা রোগে কী করবেন?

চোখ যে শুধু মনের কথা বলে তা নয়, চোখ আপনার রোগের কথাও বলে। চোখের সাদা অংশটি লালচে হলে, চোখ দিয়ে পানি পড়লে, প্রদাহ হলে তাকে চোখ ওঠা বা কনজাংটিভাইটিস বলে।

চোখ ওঠার লক্ষণ ও উপসর্গ
১. চোখের সাদা অংশ লাল হয়ে যাওয়া;
২. চোখের পাতা ফুলে যাওয়া;
৩. চোখ দিয়ে পানি পড়া;
৪. চোখে জ্বালাপোড়া করা, খচখচ করা;
৫. ঘুম হতে ওঠার পর চোখের দুই পাতা একসঙ্গে লেগে থাকা;

কীভাবে চোখ উঠার জীবাণু ছড়ায়
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণে এটি হয়। অপরিষ্কার হাত, আক্রান্ত ব্যক্তির স্পর্শে, আক্রান্ত ব্যক্তির তোয়ালে, গামছা ব্যবহারে চোখ উঠতে পারে।
২. অ্যালার্জি ধুলাবালির মাধ্যমে;

চিকিৎসা :-
যেসব কারণে চোখ ওঠে, সেসব বিষয় থেকে দূরে থাকতে হবে।
১. হালকা কুসুম গরম পানি দিয়ে চোখ পরিষ্কার রাখতে হবে এবং চোখের পাতাগুলো খোলা রাখতে হবে।
২. চোখে কালো চশমা পরতে পারেন।
৩. পর্যাপ্ত বিশ্রাম ও ভিটামিনযুক্ত খাবার খান।


কখন চিকিৎসকের কাছে যাবেন:-
১. যখন আপনার চোখ থেকে ঘন হলুদ কিংবা সবুজাভ হলুদ রঙের ময়লা পদার্থ বের হয়;
২. চোখ ব্যথা থাকলে;
৩. চোখে ঝাপসা দেখতে পেলে অথবা দেখতে সমস্যা হলে;

৪. চোখের সাদা অংশ ফুলে উঠলে কিংবা লাল হয়ে গেলে।

যা করবেন না :-
১. কোনো চিকিৎসকের অনুমতি ছাড়া চোখের ড্রপ ও ওষুধ ব্যবহার করা যাবে না।

প্রতিকার :-
১. চোখ ওঠা খুবই ছোঁয়াচে রোগ। পরিবারের একজনের থেকে অন্যজনের হতে পারে। সুতরাং এসব ক্ষেত্রে রোগ প্রতিরোধের জন্য পরিবারের সবাই কাপড়, তোয়ালে ও অন্যান্য জিনিস আলাদা ব্যবহার করুন।
২. চোখে হাত দেবেন না;
৩. ঘন ঘন সাবান দিয়ে হাত ভালোমতো পরিষ্কার করুন;
৪. যেসব জিনিসে অ্যালার্জিক তা থেকে দূরে থাকুন;
৫. সাথে জ্বর সর্দি কাশি থাকলে তার চিকিৎসা নিন।
৬. আক্রান্ত হলে ঘরে বিশ্রাম নিন।

ভাইরাস দ্বারা আক্রান্ত চোখ কিছুদিন পর ভালো হয়ে যায় ঠিক, কিন্তু আশপাশে অনেককেই আক্রান্ত করে বা করতে পারে। তবে চোখ ওঠা রোগী মূলত সে তার নিজের জন্য সমস্যা নয়, বরং অন্যের জন্য সমস্যা। সর্বপরি সাবধানে থাকার চেষ্টা করুন।

আর আক্রান্ত যারা যাচ্ছেন তারা সবসময় চোখে সানগ্লাস ব্যাবহার করুন। হ্যান্ড স্যানিটাইজার, টিস্যু/রুমাল রাখুন।বিনা প্রয়োজনে চোখে হাত দেয়া থেকে বিরত থাকুন। কনজাংটিভাইটিস কিন্তু অতিমাত্রায় ছোয়াছে। হাত সবসময় পরিষ্কার রাখুন। আর আপনার ব্যাবহৃত রুমাল/টিস্যু যেখানে সেখানে ফেলা থেকে বিরত রাখুন।

10/08/2022

বলা হয়ে থাকে *সু-স্বাস্থ্যই সম্পদ*
আপনার অর্জিত অনেক টাকা মূল্যহীন, যদি আপনি সুস্থ না থাকেন। তাই আপনার সুস্থতায় ফলো করুন গুরুত্বপূর্ণ কিছু ধাপ-
☞স্বাস্থ্যকর খাবার খান।
☞প্রতিদিন অন্তত ১৫মিনিট হালকা ব্যায়াম করুন।
☞বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ ঘুমানোর ব্যবস্থা করুন।

✔শারীরিক যেকোনো সমস্যায় অবশ্যই দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে সাক্ষাত করুন।
*আপনার সমস্যানুযায়ী ডাক্তার দেখানো, বাড়িতে স্যাম্পল কালেকশন, রিপোর্ট পৌঁছে দেওয়া, ক্যানুলা, ক্যাথেটা ইত্যাদির প্রয়োজনে আপনার পাশে সবসময় The best Health Care Home Service- FENI 🥰

শারীরিক সুস্থতা অসুস্থতায় আমরা কত কি না ভাবি কিংবা ভোগান্তিতে পড়ি। কিন্তু মানসিক ভাবে যারা সুস্থ থাকে তাদেরকে তেমন শারির...
26/07/2022

শারীরিক সুস্থতা অসুস্থতায় আমরা কত কি না ভাবি কিংবা ভোগান্তিতে পড়ি। কিন্তু মানসিক ভাবে যারা সুস্থ থাকে তাদেরকে তেমন শারিরিক অসুস্থতায় পড়তে হয়না এটাই বারবার প্রমাণিত। তাই মানসিকভাবে প্রফুল্ল থাকার চেষ্টা করা উচিত সবার।
ভালো সঙ্গ নির্বাচন,
সুযোগ করে ভ্রমন,
ভালো শখ বাস্তবায়ন ইত্যাদি হতে পারে মানসিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিষয়।

# # নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও ইমার্জেন্সি হেলথ সার্ভিস পেতে পেইজটি ফলো করুন এবং প্রিয়জনদের সচেতন করতে এই পোষটি শেয়ার করুন।।
🌺🌻
Health Care Home Service- FENI

বর্তমানে স্বাস্থ্য সংকটের অবস্থা দিনদিন অবনতি হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন ভাইরাস সহ বাহিরের পরিস্থিতির জন্য বর্তম...
25/07/2022

বর্তমানে স্বাস্থ্য সংকটের অবস্থা দিনদিন অবনতি হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। বিভিন্ন ভাইরাস সহ বাহিরের পরিস্থিতির জন্য বর্তমান সময়ে অনেকেই চান যেনো ঘরে বসেই অভিজ্ঞ মেডিকেল টিমের মাধ্যমে মেডিকেল সেবা পেতে পারেন, আমরাই এই প্রথম ফেনীতে নিয়ে এসেছি সেই সেবা।

এখন থেকে আপনারা শুধুমাত্র একটা ফোন কলের মাধ্যমেই সহজে পাচ্ছেন-
> আপনার বাসায় বসেই আপনার ক্যানোলা করানোর সুযোগ।
> যেকোনো ইঞ্জেকশন, স্যালাইন দেওয়ার ব্যবস্থা।
> সিজার পরবর্তী অভিজ্ঞ নার্স দিয়ে বাসায় থেকেই সেলাই কাটার সুযোগ!!
>যেকোনো অসুস্থতায় প্রাথমিকভাবে ফ্রি-তে প্রাথমিক পরামর্শ🤗
>আপনার যেকোনো পরিক্ষা নীরিক্ষার জন্য যেকোনো স্যাম্পল কালেকশন করে আপনার পছন্দনীয় ল্যাবে পরিক্ষা করানো এবং নির্দিষ্ট সময়ে রিপোর্ট পাওয়ার সুযোগ 🥰 সহ
যেকোনো সময় ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস পাবেন খুবই মিনিমাম পেমেন্টে😍

★সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন🥰
★ আপনার সু-স্বাস্থ্য, আমাদের প্রায়োরিটি 💚

Address

Feni
3900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Health Care Home Service- FENI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram