14/11/2025
১৭৮২ তম লাশ দাফন।ফেনী জেলার মত বি ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের।নুরুজ্জামান সাহেব এন্তেকাল করেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন।তার দাফন কাপড় সম্পন্ন করেন ফেনী মানব সেবা সংগঠন। উপস্থিত থাকেন সভাপতির জিয়াউর রহমান জিয়া।থাকেন মোঃ আবু আহমদ ভূঁইয়া। আরো উপস্থিত থাকেন সদস্য সোহাগ। সব সময় মানব সেবা সংগঠন আপনাদের সেবায় নিয়োজিত।