ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন

  • Home
  • Bangladesh
  • Feni
  • ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন

ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন "একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন"

আসসালামু আলাইকুম

❝ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন ❞ এর পক্ষ থেকে আপনাকে জানাই সু-স্বাগতম। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন।
আমরা সেসব কার্যক্রম নিয়ে কাজ করি-
� রক্তদান।
� বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়।
� রমজান মাসে ইফতার বিতরণ।
� অসহায় মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী
তুলে দেয়া।
� গরিব ও অসহায় শিক্ষার্থীদের পড়াশুনার ব্যবস্থা।
� অভাবগ্রস্থ পরিবারকে সাহায্য করা।
� শীত বস্ত্র
� ঈদ বস্ত্র, ইত্যাদি।

আপনি চাইলে আমাদের সহযোগী হতে পারেন।
সে ক্ষেত্রে আপনাকে শারীরিক, মানসিক এবং আর্থিক ভাবে আমাদের সহায়তা করতে হবে।
স্টুডেন্ট এর জন্য মাসিক চাঁদা- ৫০ টাকা।
চাকুরীজীবিদের জন্য -১০০/২০০ (বা আরও অধিক) টাকা।
বিকাশ নাম্বারঃ 01633659410 ( সভাপতি)
বিঃদ্রঃ যদি কেউ স্বেচ্ছায় এর চেয়ে বেশী দিতে চান সেটা একান্ত ব্যাক্তিগত ব্যাপার।

ধন্যবাদান্তে,
( প্রতিষ্ঠাতা সদস্য )
সোহরাওয়ার্দী হ্নদয়
এমরান হোসেন
অনিক ভূঁইয়া


সভাপতিঃ
নূর করিম মুন্না
সাধারণ সম্পাদকঃ
ইয়াকুব হোসাইন
সাংগঠনিক সম্পাদকঃ
মোহাম্মদ আবদুল হামিদ

৭ ই আগস্ট ২০১৭ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন..
এবং ৭ ই আগস্ট ২০২১ সনে ৪র্থ বর্ষ শেষ করে ৫ম বর্ষে পদার্পণ করেছি।�

ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন এর ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় কার্যকরী পরিষদ ভেঙ্গে দেওয়া হলো। নিম্নোক...
28/07/2025

ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন এর ২০২৪-২০২৫ সেশনের কার্যকরী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় কার্যকরী পরিষদ ভেঙ্গে দেওয়া হলো। নিম্নোক্ত আহ্বায়ক কমিটি আগামী দশ কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ঘোষণা করবেন।

আহ্বায়ক কমিটিঃ
আহ্বায়কঃ Shorauddhye Hridoy
যুগ্ম-আহ্বায়কঃ Md Nahidujjaman
সদস্য সচিবঃ Nur Karim Munna
সদসঃ Md Mostafa Khan
সদস্যঃ MD Abdul Hamid

আমরা গভীর ভাবে শোকাহত-
21/07/2025

আমরা গভীর ভাবে শোকাহত-

08/07/2025

🟥 আপডেটঃ বিশেষ সতর্কতা
ফেনীর বিদ‍্যুত বিতরণ বিভাগের তথ‍্য মতে, শহরে অনেক বাসা ও ব‍্যবসা প্রতিষ্ঠানের বৈদ্যুতিক মিটার এবং সাব স্টেশন পানিতে তলিয়ে গেছে। ফলে দুর্ঘটনা এড়াতে শহরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট সময়ের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
ফেনীর পানি উন্নয়ন বোর্ডের তথ‍্য মতে পরশুরামের মহুরী নদীর পানি বিপদ সীমা ১২.৫৫ মিটার আজ দুপুর ২টায় ১১.৬০ মিটার উচ্চতায় পানি প্রবাহ রেকর্ড করা হয়। আর মাত্র ৯৫ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হলে বিপদসীমা অতিক্রম করবে। উজানে ভারতের ত্রিপুরার অতি বৃষ্টিপাত হচ্ছে। বন‍্যা ভয়ঙ্কর রূপ নিতে পারে। সবাই আতংকিত না হয়ে ঠান্ডা মাথায়। বিশেষভাবে সতর্ক হউন। প্রস্তুতি নিন

08/07/2025

জরুরী প্রয়োজনে মহিপাল থেকে হাজারী রোড এবং সালাউদ্দিন মোড় ব্যবহার করুন..
অন্য দিকে রাস্তা পানির জন্য ব্লক..

06/07/2025

Boy or Girl 🙂
Good news is only Good news ❤❤

আজকে চৌদ্দগ্রামের বাতিসায় যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটি ছিলো অত্যন্ত হৃদয়বিদারক। লাশবাহী এম্বুলেন্স ছিলো।এম্বুল্...
06/07/2025

আজকে চৌদ্দগ্রামের বাতিসায় যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে সেটি ছিলো অত্যন্ত হৃদয়বিদারক। লাশবাহী এম্বুলেন্স ছিলো।

এম্বুল্যান্সটি ঢাকা এয়ারপোর্ট থেকে চট্টগ্রামের ফটিকছড়ি যাচ্ছিলো এক প্রবাসীর লাশ নিয়ে। প্রবাসের মাটিতে মৃত্যু, এক মাস পর লাশ গিয়েছে দেশে।

এয়ারপোর্ট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে চৌদ্দগ্রামের বাতিসায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে দুইজন নিহত হয়।

ভাবতে পারেন কতটা হৃদয়বিদারক এটি।

একজন ডাক্তার বাংলাদেশে প্রাইভেট হাসপাতালের চাকরি ছেড়ে কানাডায় গিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান হিসাবে যোগ দিলেন...
01/07/2025

একজন ডাক্তার বাংলাদেশে প্রাইভেট হাসপাতালের চাকরি ছেড়ে কানাডায় গিয়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরে সেলসম্যান হিসাবে যোগ দিলেন।
স্টোরের মালিক জিজ্ঞেস করলেন- তোমার কোনো অভিজ্ঞতা আছে ?

তিনি জানালেন- আমি দেশে একজন ডাক্তার হিসেবে পরিচিত ছিলাম।

চাকরির প্রথম দিনে তিনি খুব মনোযোগ দিয়ে কাজ করলেন। সন্ধ্যে ছ’টায় ছুটির সময় বস তাঁকে জিজ্ঞেস করলেন- আজ তুমি ক’জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করেছ ?

তিনি উত্তর দিলেন- আমি আজ সারাদিনে একজন ক্রেতার কাছে বিক্রি করেছি।

মালিক আশ্চর্য হয়ে বললেন- মাত্র একজন? এখানকার প্রত্যেক সেলসম্যান দিনে ২০ থেকে ৩০ জন ক্রেতার কাছে পণ্য বিক্রি করে। তা তুমি কত ডলারের পণ্য বিক্রি করেছ?

তিনি বললেন- ৯৮,৭৬,৫৪৩ ডলার ।

বস অবাক হয়ে বললেন- কী! এটা তুমি কিভাবে করলে?

তিনি বললেন- ওই ক্রেতার কাছে প্রথমে মাছ ধরার একটি ছোট্ট বড়শি বিক্রি করেছি । তারপর একটি বড় ও একটি মাঝারি বড়শি বিক্রি করলাম। এরপর একটি বড় ফিসিং রড আর কয়েকটি ফিসিং গিয়ার বিক্রি করলাম। তারপর আমি তাকে প্রশ্ন করলাম- আপনি কোথায় মাছ ধরবেন? তিনি বললেন- তিনি সমুদ্র তীরবর্তী এলাকায় মাছ ধরবেন। তখন আমি তাকে বললাম- তাহলে তো আপনার একটি নৌকার প্রয়োজন হবে। আমি তাকে নিচতলায় নৌকার ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। ভদ্রলোক সেখান থেকে কুড়ি ফুট দীর্ঘ দুই ইঞ্জিন-বিশিষ্ট নৌকা কিনলেন। এরপর আমি তাকে বললাম- এই নৌকাটি তো আপনার ভক্সওয়াগন গাড়িতে ধরবে না, একটা বড় গাড়ির প্রয়োজন! আমি ভদ্রলোককে অটোমোবাইল ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। আমার পরামর্শে তিনি নৌকাটি বহন করার উপযোগী একটি গাড়ি বুকিং দিলেন। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম- মাছ ধরার সময় কোথায় থাকবেন? তিনি জানালেন- এ বিষয়ে কোনো পরিকল্পনা করেননি। আমি তাকে ক্যাম্পিং ডিপার্টমেন্টে নিয়ে গেলাম। তিনি আমার পরামর্শ মতো ছ’জন লোক ঘুমানোর উপযুক্ত একটি ক্যাম্প তাঁবু কিনলেন। সবশেষে আমি তাঁকে বোঝালাম- আপনি যখন এতোকিছু কিনেছেন, এখন কিছু খাবার ও পানীয় কিনে নেওয়া উচিত। ভদ্রলোক দু’শ’ ডলার দিয়ে কিছু মুদি-দ্রব্য ও দু’ কেইস বিয়ার কিনলেন!

এবারে স্টোরের মালিক একটু দমে গিয়ে বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন- যে লোকটা একটি বড়শি কিনতে এসেছিল, তুমি তাকে দিয়ে এতোকিছু কেনালে!

ডাক্তার ভদ্রলোক বললেন- না স্যার, ওই ভদ্রলোক শুধুমাত্র মাথাব্যথার ওষুধ কিনতে এসেছিলেন। আমি তাঁকে বোঝালাম- মাছ ধরলে মাথাব্যথার উপশম হবে।

স্টোরের মালিক এবারে জানতে চাইলেন- এর আগে তুমি কী কাজ করতে ?

তিনি বললেন- আমি বাংলাদেশে একটি প্রাইভেট হাসপাতালের ডাক্তার ছিলাম।

দরকার না হলেও তখন রোগীদেরকে নানা ধরনের প্যাথলজিক্যাল পরীক্ষা, ইকো, ইসিজি, সিটি স্ক্যান, এক্সরে, এম.আর.আই ইত্যাদি পরীক্ষা করানোর পরামর্শ দিতাম।

স্টোরের মালিক বললেন- তুমিএখন থেকে আমার চেয়ারেই বসবে আর আমি তোমার দেশে গিয়ে প্রাইভেট হাসপাতালে ট্রেনিং নিয়ে আসব...!

কপি

©

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় সহযোদ্ধা ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন এর সম্মানিত সহ-যুগ্ম সম্পাদক কাজী তৌফি...
01/07/2025

গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের প্রিয় সহযোদ্ধা ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন এর সম্মানিত সহ-যুগ্ম সম্পাদক কাজী তৌফিক এর প্রিয় মা জননী আজ দুপুর ১২টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

একজন মায়ের মৃত্যু অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন, আমীন।

আমরা ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

01/07/2025

Kazi Tofik এর মমমতাময়ী মা এই দুনিয়া সফর শেষ করেছেন..
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন..

29/06/2025

গত ১৭ই জুন, MD. Yhakub Hossain বন্ধু নোমান একজন রিকশাচালক ভাইয়ের অসুস্থ সন্তানের জন্য সাহায্যের অনুরোধ নিয়ে আসে। সে নিজেও সাহস দিয়ে বলে, “আমি পাশে আছি, সাহায্য করবো।” এরপর রিয়াদ বিষয়টি আমাদদের সংগঠন ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন -এর কাছে তুলে ধরে।

আলহামদুলিল্লাহ, সবার আন্তরিক সহযোগিতায় আমরা মোট ৫৫,০০০ টাকা সরাসরি তাদের হাতে তুলে দিতে পেরেছি।
আনুষঙ্গিক খরচসহ আমাদের মোট ব্যয় হয় ৬০,০০০ টাকা।

✨ সবচেয়ে আনন্দের খবর হলো —
বাচ্চাটি এখন সুস্থ এবং ইনশাআল্লাহ আগামীকাল বাড়ি ফিরছে। 🥹❤️

🔰 বিশেষ ধন্যবাদ
➡️ ইমাম হোসেন রাজু কে, যিনি চট্টগ্রামে থেকে সার্বক্ষণিক রুগীর খোঁজ রেখেছেন এবং সব সিদ্ধান্তে পাশে ছিলেন।

➡️ নোমান ভাইকে, শুধু অনুরোধ করে দায়িত্ব শেষ করেননি — বরং নিজেও আর্থিক সহযোগিতা করেছেন। এমন বন্ধুত্ব আর মানবিকতার উদাহরণ সত্যিই অনন্য।

➡️আর সবার প্রতি অসীম কৃতজ্ঞতা যারা ১০ টাকা হোক ১০০০ টাকা দিয়ে বাচ্ছাটির পাশে দাঁড়িয়েছেন ❤️

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল মেয়েটির ছবি পোস্ট করে জানিয়েছেন, আজ মিস হওয়া পরীক্ষা তি...
26/06/2025

বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র এডভোকেট মো. রুহুল কুদ্দুস কাজল মেয়েটির ছবি পোস্ট করে জানিয়েছেন, আজ মিস হওয়া পরীক্ষা তিনি দিতে পারবেন। মেয়েটি যেন বাকি পরীক্ষায় অংশগ্রহণ করে।

তিনি বলেন, আশা করি, শিক্ষা বোর্ডসহ সরকারের সংশ্লিষ্ট দপ্তর তার পরীক্ষার ব‍্যবস্থা গ্রহণ করবে।

কাজল বলেন, সরকারি কর্তৃপক্ষ যদি না করে, সুপ্রিম কোর্টের দরজা মেয়েটির জন্য উন্মুক্ত রয়েছে। বাকি পরীক্ষা শেষে তিনি হাইকোর্ট বিভাগে রীট পিটিশন দায়ের করতে পারবেন।

ব্যারিস্টার কাজল জানান, অতীতে এমনই এক মামলায় মতিঝিলের একটি কলেজের ১৩২ জন ছাত্রী পরীক্ষার মাত্র দুই দিন আগে সুপ্রিম কোর্টের আদেশে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পেয়েছিল। সেই মামলাটি তিনিই পরিচালনা করেন।

এছাড়া এমন অসংখ্য রায় ও আদেশ সর্বোচ্চ আদালতের রয়েছে বলেও জানান ব্যারিস্টার কাজল।

তিনি আরও জানান, মেয়েটি বা তার পরিবার চাইলে তার চেম্বার থেকে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে আইনি সহায়তা দেওয়া হবে।

এই বার্তাটি তিনি মেয়েটির কাছে পৌঁছে দিতে অনুরোধ করেছেন যেন মেয়েটি বাকি পরীক্ষায় অংশ নেয়।


একটি হারানো বিজ্ঞপ্তিঃ-নামঃ মুক্তার হোসেন বিপুল ঠিকানাঃ ইয়ারপুর, সেনবাগ, নোয়াখালী। উনি একজন প্রবাসী, গত ২২তারিখ দুপুরে ন...
24/06/2025

একটি হারানো বিজ্ঞপ্তিঃ-

নামঃ মুক্তার হোসেন বিপুল
ঠিকানাঃ ইয়ারপুর, সেনবাগ, নোয়াখালী।

উনি একজন প্রবাসী, গত ২২তারিখ দুপুরে নোয়াখালী থেকে চট্রগ্রাম যাচ্ছে বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে উনার সাথে কোন যোগাযোগ করা যাচ্ছে না।

কোন সহৃদয়বান ব্যক্তি যদি ওনাকে কোথাও দেখে থাকেন নিচের এই নাম্বারে যোগাযোগ করার অনুরোধ রইলো,সম্ভব হলে চট্রগ্রামের পরিচিত ভাই-ব্রাদারদের একটু ম্যানশন দেন প্লিজ।

নিখোঁজের বাবা- +8801812-851530

Address

Feni
3900

Telephone

+8801633659410

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ফেনী ব্লাড ডোনেট এসোসিয়েশন:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram