02/01/2026
আলহামদুলিল্লাহ! স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে নরমাল ডেলিভারিতে (Normal Delivery) কোল জুড়ে এলো নতুন অতিথি! 👶
আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ নূর-এ-আক্তার তাহরিমা (সুমি)-এর নিবিড় তত্ত্বাবধানে এবং মহান আল্লাহর অশেষ রহমতে মিসেস সানজিদা আক্তার-এর কোল জুড়ে এসেছে ফুটফুটে এক নবজাতক। মা ও নবজাতক দুজনেই বর্তমানে সুস্থ আছেন। সুস্থ্য হয়ে বাড়ি ফেরার সময় দোয়া কামনা ও নতুন অতিথিকে ঝাঁকজমকপূর্ণভাবে গাড়ি সাজিয়ে বিদায়ী সংবর্ধনা ও শুভেচ্ছা উপহার সামগ্রী প্রদান করেন স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও স্টার লাইন গ্রুপ এর ভাইস চেয়ারম্যান জনাব জাফর উদ্দিন।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জনাব জাফর উদ্দিন মহোদয় জানান- বিশ্বমানের চিকিৎসার নতুন ঠিকানা স্টার লাইন স্পেশালাইজড হাসপাতালে নরমাল ডেলিভারি সকল ধরনের শিশু বাচ্চাদের, নবজাতক ও নতুন অতিথিদের সুন্দরতম বিদায়ের এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
উপস্থিত ছিলেন হাসপাতাল ডি.জি.এম মোঃ জাহাঙ্গীর আলম,(অপারেশন) হাসপাতাল এজিএম (এইচ আর এন্ড এডমিন) ফজলুল হক কাজল
নরমাল ডেলিভারি সম্পন্ন করেন— ডাঃ নূরে আখতার তাহরিমা (সুমি)
গাইনী, প্রসূতী, বন্ধ্যাত্ব, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন।
ডাঃ নূরে আখতার তাহরিমার যোগ্যতা—
এম.বি.বি.এস (ঢাকা)
ডি.জি.ও (ঢাকা মেডিকেল কলেজ)
এফ.সি.পি.এস (গাইনী এন্ড অবস্)' এফ,পি ।
এফ.পি ডি.এম.ইউ এন্ড টি.ভি.এস (বিমডুর, ঢাকা)
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
কনসালটেন্ট (গাইনী এন্ড অবস্ বিভাগ)
গাইনী ও প্রসূতী সংক্রান্ত যেকোনো সমস্যায়—
বন্ধ্যাত্ব, প্রসবজনিত সমস্যা, নারীরোগ, সার্জারি—
আপনার পাশে আছেন ডাঃ নূরে আখতার তাহরিমা (সুমি)।
ঠিকানা: মহিপাল, ফেনী–নোয়াখালী সড়ক (আনসার ক্যাম্প সংলগ্ন), ফেনী
সরাসরি যোগাযোগ: 01958-085555, 01958-085556
HOTLINE (২৪/৭): +88 09611 177 177
পরম মমতায় স্বাস্থ্য সেবা